Tag: news in bengali

news in bengali

  • Syria War: সিরিয়ার রাজধানী দখলের পথে সশস্ত্র বিদ্রোহীরা, দেশ ছাড়তে বিমানে উঠেছেন প্রেসিডেন্ট আসাদ!

    Syria War: সিরিয়ার রাজধানী দখলের পথে সশস্ত্র বিদ্রোহীরা, দেশ ছাড়তে বিমানে উঠেছেন প্রেসিডেন্ট আসাদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ায় (Syria War) বিদ্রোহীরা বেশ কয়েকটি শহর দখল করে রাজধানী দামাস্কাসের দিকে অগ্রসর হচ্ছে। জানা গিয়েছে, শনিবার আসাদের বাহিনী হোমস শহর থেকে পালিয়ে গিয়েছে। এরপর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। বর্তমানে আসাদ বিমানে উঠে অন্যত্র রওনা দিয়েছেন। তবে কোথায় যাচ্ছেন, প্রকাশ করা হয়নি। ওই দেশের তৃতীয় বৃহত্তম শহর হোমস দখল হওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (President Bashar al-Assad) জন্য একটি বড় ধাক্কা। বিদ্রোহীরা যে তাঁকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিচ্ছেন, এই ঘটনা থেকে তা আরও স্পষ্ট হয়েছে। বোঝা যাচ্ছে, ওই দেশের সরকার পতনের মুখে।

    অপর দিকে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ওই দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সুযোগ থাকলে দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও নিষেধ করা হয়েছে।

    ‘হায়াত তাহরির আল-শাম’ ও ‘জইশ আল-ইজ্জা’র যৌথ অভিযান (Syria War)

    জানা গিয়েছে, সিরিয়ার (Syria War) প্রেসিডেন্টকে (President Bashar al-Assad) ক্ষমতা থেকে সরাতে গত সপ্তাহ থেকেই হামলা শুরু করা হয়েছে। সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’-র যৌথবাহিনী অভিযান শুরু করেছে। বিদ্রোহীরা অভ্যুথানের চেষ্টা করছে। প্রথমে তারা আলেপ্পা দখল করে, এরপর দ্রুত অগ্রসর হয়। উল্লেখ্য আগেও বিদ্রোহীরা বেশ কিছু এলাকা দখল করেছিল, কিন্তু সেই সময় আসাদের সরকার দমন করেছিল। হোমস শহর হল সিরিয়ার রাজধানী দামস্কাকে ভুমধ্যসাগরের উপকূলের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ চৌরাস্তা। এখন এই জায়গায় সম্পূর্ণ ভাবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ব্রিটেনের সিরিয়া পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছে, সে দেশের বিমানবন্দর থেকে নিরাপত্তাবাহিনী এবং সেনা সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহীদের চাপে সকলে গা ঢাকা দিয়েছে।

    ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে!

    বিদ্রোহীদের তাণ্ডবে সিরিয়ায় (Syria War) ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দামাস্কাসে রবিবার সকাল থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। এলাকার বাসিন্দার কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। আসাদের সমর্থকরা ইতিমধ্যে রাজধানী ছেড়ে পালাতে শুরু করেছে। সিরিয়াতে গত ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিয়েছিল আমেরিকা। পরবর্তী সময়ে আইএসের বাড়বাড়ন্ত রুখতে নেটো বাহিনীও হামলা চালিয়েছিল।

    আরও পড়ুনঃ ‘‘দ্রুত ফিরে আসুন, থাকলেও বেশি বাইরে বেরোবেন না”, সিরিয়ার ভারতীয়দের বার্তা নয়াদিল্লির

    রাশিয়া-ইরানের সহযোগিতা পেতে পারেন

    সামরিক বিশেজ্ঞদের একাংশ বলছে, বেশ কয়েক মাসে ইজারায়েলি বিমান হানায় আসাদ বাহিনীর অবস্থা এখন বেশ সঙ্কটজনক। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দামাস্কার দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীরা। তবে আসাদের কাছে রাশিয়া এবং ইরানের সহযোগিতা রয়েছে। ইরাক থেকে শিয়া মিলিশিয়া বাহিনীও সিরিয়া (Syria War) সেনার সাহায্যে সীমান্ত পেরিয়েছে বলে বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে। কিন্তু আসাদ (President Bashar al-Assad) নিজের রাজধানী রক্ষা করতে না পেরে পালাতে বাধ্য হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, রাজ্যে শীত উধাও হওয়ার পথে, ফের বৃষ্টির ইঙ্গিত

    Weather Update: সাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, রাজ্যে শীত উধাও হওয়ার পথে, ফের বৃষ্টির ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শীতের (Weather Update) আমেজে থাবা বাসাতে পারে নিম্নচাপ (Low Pressure)। সপ্তাহের শেষে বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এর সঙ্গে উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলা ঢেকে যেতে পারে ঘন কুয়াশার আস্তরণে।

    ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝা (Low Pressure) তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এই জোড়া ফলায় রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। তবে তার অভিমুখ থাকবে তামিলনাড়ুর দিকে। এই নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়বে, জলীয় বাষ্পের কারণে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে শীতের আমেজে বাধা সৃষ্টি হবে।

    দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    দক্ষিণবঙ্গে রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার (Weather Update) সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গের আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির (Low Pressure) পূর্বাভাস রয়েছে। একই ভাবে সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার কালিম্পং, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে এই জেল গুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনা। ইতিমধ্যে কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে দৃশ্যমানতা স্বাভাবিক থাকবে।

    কোন জেলায় তাপমাত্রা কত?

    রবিবার কলকাতার তাপমাত্রা (Weather Update) নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলেও জমজমাট ঠান্ডা। পুরুলিয়ার পারদ নামল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি, বাঁকুড়ায় ১৪.৪ ডিগ্রি। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকে ফের চড়বে পারদ। ঝঞ্ঝার প্রভাবে (Low Pressure) ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ফের প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

    PM Modi: ফের প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবধান মাত্র এগারো দিনের। ফের প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। বোমা বিস্ফোরণে স্বয়ং প্রধানমন্ত্রীকে খুনের হুমকি বার্তা (Death Threat) পেল পুলিশ। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, এর আগে ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ফোন এসেছিল মুম্বই পুলিশের কাছে। 

    কী বলছে পুলিশ? (PM Modi)

    পুলিশ সূত্রে খবর, এদিন যে নম্বরটি থেকে হোয়াটসঅ্যাপ বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমিরের। যার নম্বর থেকে হুমকি এসেছে, তাকে ধরতে পুলিশের একটি দল রওনা দিয়েছে আজমিরের উদ্দেশে। জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি বার্তায় দুজন আইএসআই এজেন্টের কথা জানানো হয়। আরও জানানো হয়, প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে বোমা বিস্ফোরণের ছক কষা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই মেসেজ যে পাঠিয়েছে, হয় সে মানসিকভাবে অসুস্থ, আর নয়তো সে মদ্যপ অবস্থায় এই মেসেজ পাঠিয়েছে।

    হুমকি এসেছিল আগেও

    গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন এসেছিল মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে। পরের দিনই বছর চৌত্রিশের এক মহিলাকে আটক করে পুলিশ। ফোন কলারের লোকেশন ট্র্যাক করে এক মহিলাকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, নিছক মজার ছলেই সে এই হুমকি ফোন করেছিল। তার পর এল এদিনের (PM Modi) ফোন।

    আরও পড়ুন: হিন্দু বিক্ষোভের জের, অন্তর্বাস থেকে ভগবান গণেশের ছবি সরাল ওয়ালমার্ট

    বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা ও নির্যাতনের আবহে এই হুমকিবার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। প্রসঙ্গত, কয়েক দিন ধরে আজমিরের খাজা মইনুদ্দিন চিস্তির মুঘল আমলের দরগা শিবমন্দির ছিল বলে বিতর্ক ছড়িয়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। তার পরেও নেই হুমকি ফোন আসার বিরাম। প্রসঙ্গত, মুম্বই ট্রাফিক পুলিশের কাছেই আগে এসেছিল এক (Death Threat) বিমানে ও বিমানবন্দরে বোমা রাখার মেসেজ এসেছিল (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • BJP: ভারতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, তোপ বিজেপির

    BJP: ভারতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: একদল ইনভেস্টিগেটিভ সাংবাদিক ও বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এমনই অভিযোগ করছে বিজেপি (BJP)। তারা এই অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং সেখানে সক্রিয় ডিপ স্টেট উপাদানগুলির বিরুদ্ধে। গত দুদশকে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। দুই দেশই কিছু মতভেদ ও বিধোধ থাকা সত্ত্বেও (Adani Indictment) সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করার করেছে। এমতাবস্থায় উঠেছে অভিযোগ।

    বিজেপির দাবি (BJP)

    বিজেপির দাবি, রাহুল গান্ধীর দল কংগ্রেস অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) এর প্রতিবেদনগুলি ব্যবহার করেছে যা আদানি গ্রুপের ওপর এককভাবে দৃষ্টি নিবদ্ধ করে এবং মোদীকে দুর্বল করতে সরকারের সাথে তার কথিত ঘনিষ্ঠতার কথা বলে বেড়াচ্ছে। ২৬৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনকে। গ্রুপের দাবি, অভিযোগ, ভিত্তিহীন।

    ওসিসিআরপির প্রতিবেদন

    ওসিসিআরপির প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ভারতের রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সরকার-বিরোধীদের লক্ষ্যবস্তু করেছে। উভয় অভিযোগই অস্বীকার করেছে কেন্দ্রের শাসক দল। বিজেপি আগেই রাহুল গান্ধী এবং ওসিসিআরপি এবং নবতিপর কোটিপতি আর্থিক সহায়তাকারী ও সমাজসেবী জর্জ সোরোসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার অভিযোগ এনেছিল।

    আরও পড়ুন: এবার ঢাকার ইসকন মন্দিরে আগুন লাগাল মৌলবাদীরা, পুড়ল লক্ষ্মী-নারায়ণের মূর্তি

    বৃহস্পতিবার বিজেপি একটি ফরাসি সংবাদমাধ্যমের রিপোর্ট উল্লেখ করেছে। তাতে বলা হয়েছে, ওসিসিআরপি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং অন্য গভীর রাষ্ট্রের ব্যক্তিত্ব যেমন সোরোসের দ্বারা অর্থায়িত। এক্স হ্যান্ডেলে বিজেপি (BJP) বলেছে, ওই রাষ্ট্রের স্পষ্ট উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করা। পদ্ম পার্টির দাবি,  এটি সবসময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পিছনে থাকা একটি অ্যাজেন্ডা ছিল… ওসিসিআরপি রাষ্ট্রের অ্যাজেন্ডা পরিচালনার জন্য একটি সংবাদমাধ্যমের হাতিয়ার হিসেবে কাজ করেছে।

    মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, “মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা প্রদান করে। তবে এটি এই সংগঠনগুলির (Adani Indictment) সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিকনির্দেশকে প্রভাবিত করে না (BJP)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Supreme Court: উপাসনাস্থল আইনের বৈধতা খতিয়ে দেখতে বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের

    Supreme Court: উপাসনাস্থল আইনের বৈধতা খতিয়ে দেখতে বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনটির বৈধতার বিরুদ্ধে দায়ের করা সব রিট পিটিশন শুনানির জন্য (Places Of Worship Act) বিশেষ বেঞ্চ গঠন করলেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না (Supreme Court)। এই আইন অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগে যেসব ধর্মীয় স্থানের চরিত্র এবং পরিচয় যেমন ছিল, তা রক্ষা করে।

    বেঞ্চ গঠন (Supreme Court)

    তিন বিচারপতির বেঞ্চটি প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বে গঠিত। বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং কেভি বিশ্বনাথনও। এই মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর, দুপুর সাড়ে তিনটায়। মামলাটি ১৯৯১ সালের আইনের বৈধতা নিয়ে পিটিশনগুচ্ছের সঙ্গে সম্পর্কিত একটি মামলা। পিটিশনগুলির মধ্যে রয়েছেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ও। তাঁদের অভিযোগ,  ১৯৯১ সালের আইনটি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখদের আদালতে তাদের উপাসনাস্থল রি-ক্লেইমের সুযোগ দেয়নি। এই উপাসনাস্থলগুলি মৌলবাদী বর্বর আক্রমণকারীরা অধিগ্রহণ করেছিল।

    মুসলিম সংগঠনের বিরোধিতা

    এই আবেদনগুলির বিরোধিতা করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। এর মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জামিয়াত উলামা-ই-হিন্দ-ও। তাদের যুক্তি হল, জনস্বার্থ মামলার ছদ্মবেশে এই আবেদনগুলো এমন একটি কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করতে পারে না, যা ভ্রাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতার চেতনা, সংবিধানের প্রস্তাবনার মূল্যবোধ এবং মৌলিক কাঠামোর অংশগুলো রক্ষার মাধ্যমে ধর্মীয় স্থানগুলোর ধর্মীয় চরিত্র সংরক্ষণ করেছে।

    আরও পড়ুন: বধ্যভূমি বাংলাদেশ! নেত্রকোনায় হামলা কালী মন্দিরে, রাজশাহীতে হিন্দুর জমি জবরদখল

    অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এও উল্লেখ করেছে যে, অযোধ্যা রায়ে ১৯৯১ সালের আইনের গুরুত্ব স্বীকৃত হয়েছে। তাতে বলা হয়েছে (Supreme Court), এই আইন আমাদের ইতিহাস এবং জাতির ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত জনসাধারণের উপাসনার স্থানগুলোর চরিত্র সংরক্ষণে, সংসদ সুস্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে যে ইতিহাস এবং তার ভুলগুলো বর্তমান এবং ভবিষ্যতকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না।

    জ্ঞানবাপী মসজিদের পরিচালনা কর্তৃপক্ষও মামলায় হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে। জ্ঞানবাপী মসজিদের প্রতিনিধিত্বকারী আনজুমান ইন্তেজামিয়া মসজিদ বারাণসী যুক্তি দিয়েছে যে, মুঘল আমলের শাসকদের কারণে সৃষ্ট কথিত অভিযোগ ও অভিযোগপূর্ণ দাবি আইন প্রণয়ন, যেমন উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনের বৈধতা চ্যালেঞ্জ করার ভিত্তি হতে পারে না।

    প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদটি কয়েকটি দেওয়ানি মামলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে হিন্দু মামলাকারীরা মসজিদের নীচে মন্দিরের অস্তিত্ব দাবি করছেন (Places Of Worship Act) এবং সেখানে পুজোর অধিকার দাবি করেছেন (Supreme Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • JNU: ম্যালেরিয়া-কোভিড ১৯ চিকিৎসায় পরিবর্তন আনতে নয়া আবিষ্কার জেএনইউ বিজ্ঞানীদের

    JNU: ম্যালেরিয়া-কোভিড ১৯ চিকিৎসায় পরিবর্তন আনতে নয়া আবিষ্কার জেএনইউ বিজ্ঞানীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় আবিষ্কার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) বিজ্ঞানীদের। ম্যালেরিয়া ও কোভিড ১৯ চিকিৎসায় পরিবর্তন আনতে কার্যকরী ভূমিকা পালন করবে এই আবিষ্কার। জেএনইউয়ের (Big Discovery) স্পেশাল সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের দলটি একটি মানব প্রোটিন, ‘এইচএসপি ৭০’-কে চিহ্নিত করেছে।

    একাধিক সংক্রমণ রুখবে (JNU)

    এই প্রোটিনটি ম্যালেরিয়া ও কোভিড-১৯ এর মতো রোগ ছড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিজ্ঞানীরা রাশিয়া ও ভারতের গবেষকদের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করে এইচএসপি ৭০ এর একটি ছোট মলিকিউল ইনহিবিটর তৈরি করেছেন, যা একাধিক সংক্রমণের জন্য একটি বিস্তৃত-স্পেকট্রাম চিকিৎসা হিসাবে কাজ করতে পারে। এই গবেষণার নেতৃত্বে ছিলেন জেএনইউয়ের স্পেশাল সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের অধ্যাপক আনন্দ রঙ্গনাথন এবং শৈলজা সিং। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, এইচএসপি ৭০-কে টার্গেট করা হলে ওষুধ প্রতিরোধ আটকানো যেতে পারে, যা সংক্রমণের চিকিৎসায় একটি ক্রমবর্ধমান সমস্যা। ভারতীয় বিজ্ঞানীদের এই আবিষ্কারটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল ফর বায়োলজিকাল ম্যাক্রোমলিকিউলসে।

    এইচএসপি ৭০ টার্গেট

    গবেষণায় দেখা গিয়েছে (JNU), এইচএসপি ৭০ সার্স-কোভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিন এবং মানুষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে সংযোগ স্থাপন করে, যা ভাইরাসকে কোষে প্রবেশ করতে সাহায্য করে। বিজ্ঞানীদের অনুমান, জ্বরের সময় এইচএসপি ৭০ এর মাত্রা বাড়ে এবং এই সংযোগকে স্থিতিশীল করে। ফলে ভাইরাসটি কোষে সহজেই প্রবেশ করতে পারে। এইচএসপি ৭০ ইনহিবিট করে তারা ল্যাব পরীক্ষায় ভাইরাসের প্রতিলিপি সম্পূর্ণরূপে থামাতে সক্ষম হন। অধ্যাপক শৈলজা সিং বলেন, “ম্যালেরিয়া পরজীবী বা সার্স-কোভ২ এর মতো রোগজীবাণু হোস্টের মেকানিজম ব্যবহার করে বেঁচে থাকে। এইচএসপি ৭০ টার্গেট করে আমরা তাদের প্রতিলিপি তৈরি করার ক্ষমতা এবং প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে (Big Discovery) লড়াই করার ক্ষমতা ব্যাহত করতে পারি।”

    আরও পড়ুন: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    আবিষ্কারের গুরুত্ব প্রসঙ্গে অধ্যাপক রঙ্গনাথন বলেন, “বিশ্ব হয়ত কোভিড ১৯-কে পেছনে ফেলেছে। কিন্তু বিজ্ঞানী হিসেবে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আবিষ্কার ভবিষ্যৎ মহামারির জন্য প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে।” এইমসের ড. প্রমোদ গর্গ এবং পিএইচডি স্কলার প্রেরণা জোশি-সহ গবেষণার অন্যান্য অংশগ্রহণকারীরা বলেন, “এই গবেষণা বিশ্ব স্বাস্থ্য সমস্যার সমাধানে একটি সর্বজনীন পদ্ধতি প্রদান করতে পারে (JNU)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • India and Italy: বাণিজ্য সম্পর্ক উন্নত করতে উদ্যোগী ভারত ও ইটালি

    India and Italy: বাণিজ্য সম্পর্ক উন্নত করতে উদ্যোগী ভারত ও ইটালি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাণিজ্য সম্পর্ক উন্নত করতে উদ্যোগী ভারত ও ইটালি (India and Italy)। দুই দেশই একটি নয়া কটন রুট (Cotton Route) তৈরির উদ্যোগ নিয়েছে। এই রুট ঐতিহাসিক সিল্ক রুটের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নত করার লক্ষ্যে কাজ করবে। মুম্বইয়ে এই ঘোষণা করেন ইটালির বাণিজ্যমন্ত্রী অ্যাডলফো উরসো। তাঁর আশা, ইটালি ইউরোপীয় ইউনিয়নে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠবে।

    প্রতিরক্ষা খাতে বরাদ্দ (India and Italy)

    তিনি জানান, ইটালি তার প্রতিরক্ষা বাজেট ২৯ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা, ট্যাংক, সাবমেরিন এবং মহাকাশ প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উরসো বিশ্বাস করেন, ইটালির প্রতিরক্ষা ও মহাকাশ লক্ষ্যে পৌঁছাতে ভারত সাহায্য করতে পারে। তিনি জানান, ইতিমধ্যেই দুই দেশের মহাকাশ সংস্থাগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে (India and Italy)।

    মেইড ইন ইটালি

    ইটালির বাণিজ্যমন্ত্রী জানান, ইটালি মেইড ইন ইটালি ২০৩০ শিল্প পরিকল্পনা শুরু করছে, যা খাদ্য, ফ্যাশন এবং টেক্সটাইলের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলিকে প্রসারিত করার লক্ষ্যে কাজ করবে। নতুন ফোকাস এলাকাগুলোর মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, এয়ারোস্পেস, মেরিন ইন্ডাস্ট্রি এবং উচ্চ-প্রযুক্তির প্রতিরক্ষা ক্ষেত্র। তিনি মনে করেন, এই খাতে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতার সুযোগ রয়েছে।

    উরসো ভারতকে ইটালিয়ান কোম্পানিগুলির জন্য এশিয়ান বাজারে প্রবেশের একটি গেটওয়ে হিসেবে দেখেন। অন্যদিকে, ইটালি ইউরোপের বাজার লক্ষ্য করা ভারতীয় কোম্পানিগুলির জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। জানা গিয়েছে, গত বছর ভারত ও ইটালির মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইটালি ২০৩০ সালের মধ্যে ভারতের চতুর্থ বৃহত্তম ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সহযোগী হওয়ার লক্ষ্য স্থির করেছে। এই প্রবৃদ্ধির জন্য লজিস্টিকস এবং বন্দর পরিকাঠামোর উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প অংশীদারিত্বের বিকাশও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    আরও পড়ুন: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    প্রসঙ্গত, বর্তমান সহযোগিতার মধ্যে রয়েছে ভারতের লোহা ও ইস্পাত শিল্পে ইটালির বিনিয়োগ। ভারতের মেশিন টুলস এবং কৃষি খাতে ইটালির বিনিয়োগও প্রবাহিত হচ্ছে। ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধান এবং সামুদ্রিক শিল্পে (Cotton Route) সুযোগের প্রত্যাশাও করা হচ্ছে (India and Italy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Bangladesh: বধ্যভূমি বাংলাদেশ! নেত্রকোনায় হামলা কালী মন্দিরে, রাজশাহীতে হিন্দুর জমি জবরদখল

    Bangladesh: বধ্যভূমি বাংলাদেশ! নেত্রকোনায় হামলা কালী মন্দিরে, রাজশাহীতে হিন্দুর জমি জবরদখল

    মাধ্যম নিউজ ডেস্ক: উগ্র জেহাদি মুসলমান (Jehadi Muslim) দুষ্কৃতীদের খপ্পরে বাংলাদেশ (Bangladesh)। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস এখন হিন্দু শূন্যে লক্ষ্য মাত্রা নিয়ে জেলায় জেলায় হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওই দেশে হিন্দু নাগরিকদের মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকার একেবারে নেই বললেই চলে। চট্টগ্রামে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মিথ্যা মামালায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার খাগড়াছড়িতে চিন্ময়ের সহযোগীর মা চুমকিরানি দাসকে বাড়িতে ঢুকে খুন করা হয়। শুক্রবার, সুনামগঞ্জে লোকনাথ মন্দির ভাঙা হয়। একই ভাবে ওই দিনেই রাজশাহীর সুপ্রিয় সরকার এবং তাঁর বোনের বসত বাড়ি জবর দখল করে জামাতিরা। সেইসঙ্গে নেত্রকোনায় কালী মন্দির ভাঙচুর করেছে মৌলবাদী মুসলিম দুষ্কৃতীরা। দিন যত এগোচ্ছে বাংলাদেশ হিন্দুদের জন্য বধ্যভূমিতে পরিণত হচ্ছে।

    পুড়িয়ে দেওয়া হয় কালী মন্দির (Bangladesh)!

    নেত্রকোনার (Bangladesh) সদর উপজেলার নসিবপুর গ্রামে ১০-১৫টি হিন্দু পরিবার বসবাস করেন। তাঁরা সেখানে কয়েক পুরুষ ধরে সেখানে রয়েছেন। এখানে একটি মা কালীর একটি বিগ্রহ ছিল। মন্দির নির্মাণ করে বহুদিন ধরে মায়ের পুজো করে আসছিলেন। কিন্তু বৃহস্পতিবার দেখা গিয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে। মা কালীর মূর্তি ভাঙা হয়েছে। ঠাকুরের চুল পুড়িয়ে দেওয়া হয়েছে। ডাকিনী-যোগিনীর মূর্তিগুলিকেও ভাঙা হয়। অভিযোগ জানিয়ে পুলিশের কাছে গেলে একজনকে গ্রেফতার করে পুলিশ। একই ভাবে হিন্দু এলাকায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং অত্যাচার চালাচ্ছে মুসলিম দুষ্কৃতীরা (Jehadi Muslim)।

    আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই?

    এক দিকে যেমন সনাতন জাগরণ মঞ্চের এক মহিলা নেত্রীকে বাড়িতে ঢুকে নৃশংস ভাবে হত্যা করা হয়, ঠিক অপর দিকে উগ্র মুসলমানদের (Jehadi Muslim) আক্রমণের শিকার হয়েছেন (Bangladesh) হিন্দু মহিলারাও। রাজশাহীতে দুই বোন থাকতেন পৈতৃক বাসভবনে। তাঁদের শেষ সম্বল ছিল এই বাড়ি এবং জমি। তাঁদের এই বাড়ি দখল করেছে মুসলমান দুষ্কৃতীরা। দুই বোনকে বেঁধে রেখে বাড়িতে থাকা একাধিক গাছ কেটে নেয় গুন্ডারা। দুই বোন কাঁদতে কাঁদতে বলেন, ‘‘ওরা বলেছে, মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই। আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই? একবার দখল করেছে। আবার এসেছে দখল করতে। এই দেখ সব মুখ বেঁধে বেঁধে এসেছে। এর আগে আমার মা একা বাড়িতে ছিল। বাড়িতে আমাদের মেরে দিয়ে সব দখল করে নিয়েছে।’’

    লোকনাথ মন্দির ভাঙচুর

    উল্লেখ্য সুনামগঞ্জের (Bangladesh) দোয়ারাবাজারের মংলারগাঁও ও মণিগাঁও পূর্বহাটি গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলাকে নিন্দা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘‘গত ৩ ডিসেম্বর রাতে হিন্দুদের শতাধিক বাড়ি, দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে। সেই সঙ্গে দোয়ারাবাজারে লোকনাথ মন্দিরে আক্রমণ করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই ঘটনায় সংখ্যালঘুরা আতঙ্কিত। অনেকেই ভয়ে সিলেট-সহ অন্যত্র চলে গিয়েছেন।’’ ইতিমধ্যে এই অত্যাচারের বিরুদ্ধে যথাযথ বিচারবিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস নামে একটি সংগঠন। ইউনূস এখন জামাত-বিএনপি-হিজবুল তাহেরির সঙ্গে সরকার চালাচ্ছেন। তাই হিন্দুদের নিয়ে কোনও ভ্রূক্ষেপ নেই, করছেন না কোনও পদক্ষেপ।

    চূড়ান্ত ভারত-বিদ্বেষীর পথে বাংলাদেশ

    হিন্দু নির্যাতনের খবর যত আসছে, তত আরও খবর আসছে পাকিস্তান (Jehadi Muslim) এবং বাংলাদেশের (Bangladesh) সুমধুর সম্পর্কের। ৫২ সাল পর করাচি বন্দর থেকে সন্দেহজনক জাহাজ চট্টগ্রামে এসেছে। এখন থেকে পাকিস্তানের নাগরিক হলে বাংলাদেশের আসার ভিসা লাগবে না, সারসরি চলবে বিমান পরিষেবা। সেই সঙ্গে একাধিক সামরিক গোপন যুক্ত স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। আবার ভারতের অসমের ভূমিতে মন্দিরের চূড়া নির্মাণ করলে গুলি করবে বাংলাদেশের সেনা, এমন হুমকি দিয়েছে শুক্রবার। পশ্চিমবঙ্গের সীমান্ত বারাবর তুরস্কের ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনা। স্বরাষ্ট্র উপদেষ্টারা রোজ হুমকি দিচ্ছেন আমাদের বিজিবি প্রস্তুত। উল্লেখ্য, আসন্ন ১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের সেনা বা মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে ক্রমশ। ফলে ভারতের সঙ্গে সম্পর্কের সব সমীকরণ বদলে ফেলতে চাইছে পরিবর্তনের বাংলাদেশ। সঙ্কট যে আরও গভীর হতে চলেছে, তা অনেক বিশেষজ্ঞ মেনে নিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vikram Misri: ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি, জানাল বিদেশ মন্ত্রক

    Vikram Misri: ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি, জানাল বিদেশ মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ ডিসেম্বর বাংলাদেশ (Bangladesh) সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে চলছে হিন্দু নিধন যজ্ঞ। ভারতের জাতীয় পতাকার অবমাননাও হচ্ছে। গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তার জেরে তপ্ত বাংলাদেশ। এহেন আবহে পড়শি দেশে যাচ্ছেন বিক্রম। শুক্রবার বিক্রমের বাংলাদেশ সফর নিশ্চিত করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রকের কার্যনির্বাহী সচিবের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্য প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ভারতের বিদেশ সচিব।

    কী বললেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Vikram Misri)

    ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব। তাঁর এই সফরের উদ্দেশ্য – ফরেন অফিস কনসালটেশন। বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করার এটা আমাদের প্রয়াস।” তিনি বলেন, “সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন সব ইস্যুতে আলোচনা হবে। শুধু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয়, বিক্রম মিস্রি আরও একাধিক বৈঠক করবেন।” চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, “চিন্ময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা হবে।” বিদেশ মন্ত্রকের আশা, সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে।

    আরও পড়ুন: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    তপ্ত আবহেই ঢাকা যাচ্ছেন বিক্রম

    প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। পরবর্তী কালে অভিযোগ ওঠে, আদালতে মামলা লড়ার সুযোগও পাননি চিন্ময়। তাঁর হয়ে যাঁরা মামলা লড়তে চেয়েছিলেন, তাঁদের অনেকের (Vikram Misri) ওপর হামলা হয়েছে। হামলা হয়েছে চিন্ময়ের আইনজীবীর ওপরও। তাঁর হয়ে যাতে কোনও আইনজীবী সওয়াল না করেন, তা নিশ্চিত করতে রীতিমতো হুমকিও দেয় কট্টরপন্থীরা। যার জেরে চিন্ময়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলা মুলতুবি করে দেওয়া হয় এক মাসের জন্য। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের তরফে ইউনূস প্রশাসনের প্রতি বিশেষ বার্তাও পাঠানো হয়। এহেন আবহেই ঢাকা সফরে যাচ্ছেন (Bangladesh) ভারতের বিদেশ সচিব (Vikram Misri)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Ramakrishna 212: “রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে, নূতন বাঘটা বললে, বুঝিছিস, আমিও যা তুইও তা..বনে চলে আয়”

    Ramakrishna 212: “রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে, নূতন বাঘটা বললে, বুঝিছিস, আমিও যা তুইও তা..বনে চলে আয়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    তৃতীয় পরিচ্ছেদ

    ১৮৮৩, ৪ঠা জুন

    মণিলাল প্রভৃতি সঙ্গে — ঠাকুর “অহেতুক কৃপাসিন্ধু”

    আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক (পুরাতন ব্রহ্মজ্ঞানী) আসিয়া ঠাকুরকে (Ramakrishna) প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক-একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধজাগরণ অবস্থা। এক-একবার উত্তর দিতেছেন (Kathamrita)।

    মণিলাল—শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন। বলেন, বেশ অবস্থা।

    ঠাকুর তখনও শুইয়া—চক্ষে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, “হাজরাকে ওরা কি বলে?” ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ(Ramakrishna)—আহা, তার কি ভাব! গান না করতে করতে চক্ষে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব। বলে, এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা।

    মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, “আচ্ছা ভক্তির কারণ কি? ভবনাথ এ-সব ছোকরার কেন উদ্দীপন হয়?”

    মাস্টার চুপ করিয়া আছেন।

    শ্রীরামকৃষ্ণ—কি জানো? মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর! যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোরও থাকতে পারে, ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তাঁর উপর প্রেমভক্তি — এরই নাম ক্ষীরের পোর।

    গুরুকৃপায় মুক্তি ও স্বরূপদর্শন—ঠাকুরের অভয়দান 

    এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) (মাস্টারের প্রতি)—কেউ কেউ মনে করে, আমার বুঝি জ্ঞানভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে, বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও “ভ্যা ভ্যা” করে, সেও “ভ্যা ভ্যা” করে (Kathamrita)। ক্রমে ছানাটা খুব বড় হল। একদিন ওই ছাগলের পালে আর-একটা বাঘ এসে পড়ল। সে ঘাসখেকো বাঘটাকে দেখে অবাক্‌! তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও “ভ্যা ভ্যা” করতে লাগলে। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, “দেখ, জলের ভিতর তোর মুখ দেখ—ঠিক আমার মতো দেখ। আর এই নে খানিকটা মাংস—এইটে খা।” এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগল। সে কোন মতে খাবে না—“ভ্যা ভ্যা” করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নূতন বাঘটা বললে, “এখন বুঝিছিস, আমিও যা তুইও তা; এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share