Tag: news in bengali

news in bengali

  • Israel Hamas War: প্যারাগ্লাইডারে চেপে জঙ্গি হামলার নেপথ্যে থাকা হামাস নেতা খতম ইজরায়েলি বায়ুসেনার বোমায়

    Israel Hamas War: প্যারাগ্লাইডারে চেপে জঙ্গি হামলার নেপথ্যে থাকা হামাস নেতা খতম ইজরায়েলি বায়ুসেনার বোমায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আকাশপথে প্যারাগ্লাইডারে চাপিয়ে ইজরায়েলে জঙ্গি হামলা চালানোর নেপথ্যে থাকা মূল মাথাকে খতম করল ইজরায়েলি সেনা। শনিবার ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজায় নির্দিষ্ট জায়গায় আকাশপথে বোমাবর্ষণ করে ইজরায়েলি বায়ুসেনা। সেই হামলায় খতম হয়েছে প্যালেস্তেনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের আকাশ-বিভাগের মাথা ইসাম আবু রাকবা। আইডিএফ-এর এই তথ্যকে মান্যতা দিয়েছে ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেত। 

    কে এই আবু রাকবা?

    আইডিএফ জানিয়েছে, হামাস বাহিনীর ড্রোন, ইউএভি, প্যারাগ্লাইডার, এরিয়াল ডিটেকশন সিস্টেম ও এয়ার ডিফেন্স পরিচালনার দায়িত্বে ছিল আবু রাকবা। আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর, প্যারাগ্লাইডারে চেপে আকাশপথে জঙ্গিরা দক্ষিণ ইজরায়েলে ঢুকে যে নাশকতামূলক হামলা চালিয়েছিল, তার গোটা পরিকল্পনা করেছিল এই আবু রাকবা। একইসঙ্গে, আইডিএফ-এর বিভিন্ন নজরদারি পোস্টেও ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে আবু রাকবার ওপর। ফলে, তাকে খতম করাটা ইজরায়েলি বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ ছিল। আবু রাকবা ছিল ইজরায়েলের অন্যতম টার্গেট। তাকে খতম করা একটা বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। এর আগে, খান ইউনিস অঞ্চলে হামাসের রকেট ডিভিশনের কমান্ডার হাসান আল-আবদুল্লা ইজরায়েলি বায়ুসেনার বোমাবর্ষণে খতম হয়েছে বলে বুধবার জানিয়েছিল আইডিএফ।

    ধ্বংস হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো

    শুক্রবার রাতে উত্তর গাজায় ইজরায়েলি বায়ুসেনা মুহুর্মুহু অভিযান চালায়। গতকাল রাতে গাজায় আক্রমণ চালায় শতাধিক বোমারু বিমান। সংবাদসংস্থা সূত্রে খবর, তাতে হামাসের তৈরি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে। সেই হামলায় বহু হামাস জঙ্গি যেমন একদিকে খতম হয়েছে, তেমনই তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গের নেটওয়ার্ক, ভূগর্ভস্থ পরিকাঠামো, জঙ্গি-নেতাদের আত্মগোপনের ডেরা ধ্বংস হয়েছে। ইজরায়েলি হামলার জেরে গাজায় ইন্টারনেট ও ফোন পরিষেরা বন্ধ। আকাশপথের পাশাপাশি, গাজায় স্থলাভিযানও শুরু করেছে ইজরায়েল। আইডিএফ-এর হাজার হাজার স্থলসেনা, বিশেষ বাহিনী ও যুদ্ধট্যাঙ্ক এখন গাজা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল, হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করেছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। পিছিয়ে নেই ইজরায়েলি নৌবাহিনীও। তারাও হামাসের ওপর প্রচণ্ড হামলা চালাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution Scam) মামলায় শুক্রবার বিচারক ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশের পরই আদলতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) । বর্তমান বনমন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে, আদালত জানিয়ে দিয়েছে, ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে হাসপাতাল থেকে মন্ত্রীমশাই ছাড়া পাওয়ার পর থেকে। যে কারণে, জ্যোতিপ্রিয়র অসুস্থতা ও চিকিৎসার ওপর কড়া নজর রেখেছে ইডি।

    নির্দেশ শুনেই অসুস্থ বালু

    রেশন বণ্টন দুর্নীতির (Ration Distribution Scam) তদন্তে বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) ওরফে বালুর বাড়ির দুয়ারে হাজির হয়েছিল ইডি। প্রায় ২০ ঘণ্টা ধরে তল্লাশি-জিজ্ঞাসাবাদের পর ভোর পৌনে তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করে ইডি। নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। পরে, শুক্রবার বেলায় শারীরিক পরীক্ষার পর দুপুরে মন্ত্রীমশাইকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। আদালত জ্যোতিপ্রিয়কে ১০ দিনের ইডি হেফাজতে পাঠিয়ে দেয়। তবে এর মধ্যেই আচমকা অসুস্থ বোধ করায় জ্যোতিপ্রিয়কে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় কিছুক্ষণের জন্য শুনানিতে ছেদ পড়ে। এদিকে, বিচারকের কাছে ইডি আবেদন করে যাতে হাসপাতালে মন্ত্রীর থাকার সময় যাতে হেফাজতের মেয়াদ থেকে বাদ দেওয়া হয়। তা মেনে, আদালত জানিয়ে দেয় যে, হাসপাতালে যতদিন মন্ত্রী থাকবেন, সেটা হেফাজতের মধ্যে ধরা হবে না। অর্থাৎ, হেফাজতের মেয়াদ শুরু হবে মন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেই।

    স্থিতিশীল জ্যোতিপ্রিয়

    বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় (Jyotipriya Mullick)। সিসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, রাজ্যের মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে ভর্তির পরই জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেখানে তাঁর সিটি স্ক্যান, এমআরআই এবং রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর তাঁর সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে, এখনও কিছুদিন সেখানে থাকতে হবে মন্ত্রীকে। 

    ইডি-র পছন্দ কমান্ড হাসপাতাল

    গতকাল আদালতে শুনানির সময় জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mullick) কমান্ড হাসপাতালে ভর্তি করানোর আবেদন করেছিল ইডি। পরিবারের তরফে পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করার আবেদন জানানো হয়। পরিবারের আবেদনই মঞ্জুর করেন বিচারক। তবে, আদালতের নির্দেশে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর অভিযুক্ত সুস্থ বোধ করলে তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাবে ইডি। সেই মুহূর্তেই কমান্ড হাসপাতালকে জ্যোতিপ্রিয়র জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। ঠিক এই কারণে, জ্যোতিপ্রিয়র অসুস্থতা ও হাসপাতালে তাঁর চিকিৎসার ওপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মন্ত্রী একটু সুস্থ হলেই তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তর করতে চাইছে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Pakistan Violates Ceasefire: শীত পড়তেই সীমান্তে গোলাগুলি শুরু পাক সেনার, পাল্টা জবাব ভারতের

    Pakistan Violates Ceasefire: শীত পড়তেই সীমান্তে গোলাগুলি শুরু পাক সেনার, পাল্টা জবাব ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কিছুদিন চুপ করে থাকার পর ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ (Pakistan Violates Ceasefire) করল পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আচমকা বিনা প্ররোচনায় জম্মুর (Jammu Kashmir) আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে গুলিগোলা বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। তাতে আহত হন বিএসএফ-এর ২ জওয়ান এবং এক গ্রামবাসীও। ভারতের পাল্টা জবাবে নিহত ২ পাক রেঞ্জার্স।

    আহত ২ বিএসএফ জওয়ান সহ ৩

    বিএসএফ জম্মুর জনসংযোগ আধিকারিক জানান, বৃহস্পতিবার রাত থেকে টানা গুলি চালাতে শুরু (Pakistan Violates Ceasefire) করেছে পাকিস্তান। এমনকী, বিএসএফ পোস্টগুলোকে নিশানা করে মর্টার ছুড়েছে পাক রেঞ্জার্স। জম্মুর (Jammu Kashmir) অর্নিয়া-সুচেতগড় সেক্টরে পাঁচটি সীমান্ত চৌকিতে বৃহস্পতিবার রাতে বিনা প্ররোচনায় পাক বাহিনী গোলাবর্ষণ করে। তাতে, ২ বিএসএফ জওয়ান আহত হন বলে খবর। এর পরই, প্রায় ১৯৮ কিমি দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত জুড়ে হাই অ্যালার্টে রয়েছে বিএসএফ।

    ভারতের প্রত্যাঘাতে নিহত ২

    পাল্টা জবাব দিতে দেরি করেনি ভারত। বিএসএফের জওয়ানরা যোগ্য জবাব দিতে শুরু করে। গুলি বিনিময় এখনও চলছে। জানা যাচ্ছে, ভারতের প্রত্যাঘাতে ২ পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। ভারতের গোলায় গুঁড়িয়ে গিয়েছে পাক রেঞ্জার্সের ২টি ওয়াচ টাওয়ার। এদিকে, আচমকা গোলাগুলি চলায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বাসিন্দাদের মধ্যে। উপত্যকায় শান্তি ফিরছিল। ঘরছাড়া মানুষদের অনেকেই গ্রামে ফিরে এসেছিলেন। কিন্তু, বৃহস্পতিবার রাত থেকে ফের গোলাগুলি ছোড়া (Pakistan Violates Ceasefire) শুরু হওয়ায়, সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল গোলাগুলি শুরু হতেই পরিযায়ী শ্রমিক, মহিলা-শিশুরা ছোটাছুটি শুরু করে দেয়। 

    ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা

    গত ১০ দিনের মধ্যে, এই নিয়ে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দ্বিতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এর আগে ১৭ অক্টোবর, বিনা উস্কানিতে বিএসএফ-এর সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক রেঞ্জার্সরা। দুই বিএসএফ সদস্য আহত হয়েছিলেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, পাকিস্তানের এই পরিকল্পিত হামলার নেপথ্যে সুনির্দিষ্ট অভিসন্ধি রয়েছে। মূলত, শীতের শুরুতে সীমান্তে পাক গোলাগুলি বেড়ে যায়। কারণ, এই সময়টাই সীমান্তাঞ্চল দিয়ে (Jammu Kashmir) ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায় পাকিস্তান। বছরের পর বছর ধরে এই পন্থা (Pakistan Violates Ceasefire) অবলম্বন করে আসছে প্রতিবেশী রাষ্ট্র। যেমনটা করেছিল বুধবার। কিন্তুু, সতর্ক ছিল ভারতও। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে ৫ জঙ্গি। এর আগেও, লাগাতার কয়েক সপ্তাহ ধরে উপত্যকায় পর পর জঙ্গি নিকেশ অভিযান ঘটেছে।

    নওয়াজ-শেহবাজ কানেকশন!

    এর পাশাপাশি, এবার আরও একটি ফ্যাক্টর যোগ হয়েছে। দীর্ঘ নির্বাসন-পর্ব কাটিয়ে গত সপ্তাহে পাকিস্তানে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ফিরেই, তিনি প্রথম সভায় কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর ভাই তথা বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবার চিন সফর সেরে ফিরেছেন দেশে। তারপরই সীমান্তে পাক গোলাগুলি (Pakistan Violates Ceasefire) শুরু হল। ভারতের বিশেষজ্ঞদের মতে, সবটাই কাকতালীয় নয়। একদিকে, যখন রাশিয়া-ইউক্রেন ও ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে শঙ্কিত বিশ্ব, সেই আবহে কি ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে পাকিস্তান? 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Qatar: ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ড কাতার আদালতের! সমস্ত আইনি সহায়তার আশ্বাস ভারতের

    Qatar: ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ড কাতার আদালতের! সমস্ত আইনি সহায়তার আশ্বাস ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এক অবিশ্বাস্য রায়ে ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল কাতারের (Qatar) একটি আদালত। গত এক বছর ধরে তাঁদের আটকে রাখা হয়েছে সেদেশে। এই রায়ে স্তম্ভিত দিল্লি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রকের তরফে ওই ৮ জনকে সমস্ত রকম ‘আইনি সহায়তা’র আশ্বাস দেওয়া হয়েছে।

    ঠিক কী ঘটনা?

    এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, কাতারে (Qatar) আল দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ওই ৮ প্রাক্তন নৌসেনা কর্মী। এই সংস্থাটি কাতারের প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় ব্যবসায়িক অংশীদার ছিল। ওই বেসরকারি সংস্থায় মূলত কাতারের সেনা সম্পর্কিত কিছু পরিষেবা সরবরাহ করা হয়, এছাড়াও দেওয়া হয় সেনা সম্পর্কিত ট্রেনিং। ২০২২ সালের অগাস্ট মাসে এই ৮ জনকে আটক করে কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ। সেই থেকে এই প্রাক্তন সামরিক কর্মীরা জেলেই রয়েছেন। একাধিকবার তাঁদের জামিনের আবেদন খারিজ করা হয় বলে জানা গিয়েছে। কাতার সরকার কখনই ওই ভারতীয় সেনা অফিসারদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে খোলসা করে কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই ভারতীয় কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল কাতারের। 

    কী জানিয়েছে বিদেশ মন্ত্রক?

    এদিনের রায়ের প্রেক্ষিতে, গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এই খবর পাওয়ার পরই নড়েচড়ে বসেছে দিল্লির বিদেশ মন্ত্রক। কাতারের ভারতীয় দূতাবাসের কাছে বিশদ রিপোর্ট তলব করেছে তারা। এদিন একটি বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‘ফাঁসির সাজার খবর শুনে আমরা স্তম্ভিত। পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করে আছি। এই আট প্রাক্তন নৌসেনা কর্মীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আইনি টিমের সঙ্গেও কথাবার্তা চলছে। সমস্ত আইনি বিতর্কগুলি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে। সমস্ত আইনি সহায়তা দেওয়া হবে। কাতার (Qatar) কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।’’

    সূত্রের খবর, যে ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাঁরা হলেন— ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কামান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা ও নাবিক রাগেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Bengal Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডির, একযোগে তল্লাশি ৮ জায়গায়

    Bengal Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডির, একযোগে তল্লাশি ৮ জায়গায়

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো মিটতেই ফের রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডের (Bengal Ration Scam) তদন্তে সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের বনমন্ত্রী তথা ডাকসাইটে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের (TMC Minister Jyotipriya Mallick) সল্টলেকের বাড়িতে হানা দিল ইডি। তদন্তকারী দল হানা দিয়েছে মন্ত্রীমশাইয়ের আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও। একযোগে রাজ্যের ৮টি জায়গায় চলছে ইডি তল্লাশি।

    ভোর ৬টায় মন্ত্রীর বাড়িতে ইডি হানা

    রেশন বণ্টন দুর্নীতি (Bengal Ration Scam) মামলার তদন্তে উঠে এসেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের  (TMC Minister Jyotipriya Mallick) নাম। এই মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পর তার থেকে প্রাপ্ত নথি থেকে মন্ত্রীমশাইয়ের নাম উঠে এসেছে। সেই যোগসূত্রে এদিন ভোর ছ’টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে পৌঁছয় ইডি অফিসারদের বিশাল দল। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দুটি বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, ফ্ল্যাটেই আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী।

    মন্ত্রীর আপ্ত-সহায়কের জোড়া ফ্ল্যাট নাগেরবাজারে

    ইডি-র আরেকটি দল পৌঁছে গিয়েছে নাগেরবাজারে। সেখানে জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতে চলছে তল্লাশি। সূত্রে খবর, নাগেরবাজারে দুটি ফ্ল্যাট রয়েছে অমিতের। একটি ভগবতী পার্ক এলাকায়, দ্বিতীয়টি স্বামী বিবেকানন্দ রোডে। যদিও, দুটিই বর্তমানে তালাবন্ধ অবস্থায়। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-এর কোনও খোঁজ মিলছে না। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জানা গিয়েছে, সপরিবারে কোনও এক সৈকত শহরে ঘুরতে গিয়েছেন অমিত দে।

    বাকিবুরকে জেরা করেই মন্ত্রী-যোগসূত্রের হদিশ!

    ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে (Bengal Ration Scam) গ্রেফতার বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি করে প্রচুর গুরুত্বপূর্ণ নথি পায় ইডি। এছাড়া বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পরেই বেশ কিছু তথ্য পায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি, ২০১১ সালের পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয়ে ওঠে বাকিবুর। সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের (TMC Minister Jyotipriya Mallick) ঘনিষ্ঠ হওয়ার ফলেই খাদ্য দফতরে কয়েক জন অফিসারকে হাতে নিয়ে কোয়ালিটি কন্ট্রোলের ল্যাবরেটরি হস্তগত করে বাকিবুর। কাকতালীয়ভাবে, ২০১১ সাল থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হিসেবে কাজ করছেন অমিত দে।

    বাকিবুরের ফ্ল্যাট থেকে কী মিলেছে?

    গত বুধবার সকাল থেকে বাকিবুরের কলকাতার কৈখালির ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু চালিয়েছিল ইডি। বাকিবুরের ফ্ল্যাট থেকে ১০০-র বেশি সরকারি দফতরের সিলমোহর (স্ট্যাম্প) মিলেছে বলে ইডি সূত্রে খবর। খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এর পর ম্যারাথন জেরার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় (Bengal Ration Scam) গ্রেফতার অভিযুক্ত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি সূত্রে খবর। তাঁর ৯৫ জায়গায় ১০০ কোটির সম্পত্তির খোঁজ মিলেছে। দুবাইতে জোড়া ফ্ল্যাটের হদিশও মিলেছে। বাকিবুরের পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। বাকিবুরের ওই ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। ইডি সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে বাকিবুরের শ্যালক হন অভিষেক। তাঁর বাড়ি চিনার পার্কে।

    রকেট গতিতে উত্থান বাকিবুরের

    ইডি সূত্রে দাবি, বাকিবুর তার মামা সিরাজ বাবুর হাত ধরে ২০০৪ সালে খাদ্য দফতরের কাজ করা শুরু করে। প্রথমে চারটি শক্তিমান গাড়ি নিয়ে শুরু করেছিল তার ব্যবসা। তবে, আচমকাই রকেটের গতিতে উত্থান হয় তার। কোনও এক জাদুবলে সেখান থেকে অল্প সময়ের মধ্যে রাইস মিল থেকে ফ্লাওয়ার মিল, হোটেল-রিসর্ট থেকে বিদেশে সম্পত্তি তৈরি হয় বাকিবুরের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক হোটেল, রিসর্ট, পানশালা রয়েছে বাকিবুরের। বাকিবুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যে নথিগুলি উদ্ধার হয়েছে, তা থেকে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে বাকিবুরের বিভিন্ন সংস্থায় ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ঢুকেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার ধর্মশালায় ছিল ভারতের ম্যাচ। সেখানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। বর্তমানে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ী হয়েছে রোহিত-বাহিনী। বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট তালিকাতেও ভারত রয়েছে শীর্ষে। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউতে। বিপক্ষ ইংল্যান্ড। তার আগে, একদিনের ছুটি নিয়ে ঝটিকা সফরে পাহাড়ে ঘুরে এলেন কোহলি-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা কোচিং ও সাপোর্ট স্টাফ (Team Dravid Triund Trek)।

    বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ব্রেক

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহ ‘ব্রেক’ পেয়েছে টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের মাঝে ছোট ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝে ট্রেকিং অভিযানে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মন তরতাজা করতে একদিনের পর্বতারোহণে গিয়েছিল টিম দ্রাবিড় (Team Dravid Triund Trek)। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে পর্বতারোহণে রেরিয়ে পড়েন মেন ইন ব্লু-দের হেড-স্যর। গন্তব্য হিমাচল প্রদেশের ত্রিউন্ড ট্রেক। ওই অভিযানে দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ বাকি কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

    টিম দ্রাবিড়ের পর্বতারোহণের ভিডিও

    পর্বতারোহণের সেই ভিডিও নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ছবির মতো সুন্দর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত হলো ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা স্পষ্ট দেখা যায়। ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেই ট্রেক করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরা (Team Dravid Triund Trek)। সেখানেই দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘‘ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।’’ ভারতের হেড-স্যর আরও বলেন, ‘‘আপনি একবার যদি এখানে আসেন, তবে দেখবেন, দৃশ্যগুলো সব শ্বাসরুদ্ধকর এবং দর্শনীয়। সাপোর্ট স্টাফদের জন্য এখানে আসতে পারাটা অবিশ্বাস্য। একটা দারুণ দিন কাটছে।’’

    ‘‘ক্রিকেটারদের আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত”

    রোহিত-কোহলিদের না আনতে পারার আফশোসও ধরা পড়েছে দ্রাবিড়ের গলায়। তবে একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, কেন তাঁরা আসেননি। দ্রাবিড়ের মতে, কোনও ক্রিকেটারকে এখন ট্রেকে নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত (Team Dravid Triund Trek)। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝে কোনও ক্রিকেটারের কোনও ভাবে চোট লাগুক, সেটা তিনি চান না। দ্রাবিড় বলেন, ‘‘দুর্ভাগ্যবশত ছেলেদের এখানে আনতে পারছি না। এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আশা করি, একদিন যখন ওরা খেলবে না, আমি ওদের এখানে নিয়ে আসতে চাই।’’ ঝুঁকির কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি জানান, শেষ আধ ঘণ্টার ট্রেকটি একটু কঠিন। তবে, জায়গার প্রশংসায় তিনিও পঞ্চমুখ।

    পাহাড়ি নদীতে স্নান দুই রাহুলের

    তবে, ট্রেকিংয়ে না নিয়ে গেলেও, একজন ক্রিকেটারকে নিয়ে পাহাড়ি নদীতে স্নান সারেন দ্রাবিড় স্যর। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ক্রিকেটার লোকেশ রাহুল। দেখা যায়, পাহাড়ি নদীতে গা ভেজাচ্ছেন দ্রাবিড়, রাঠোর ও রাহুল। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dawood Malik: পাকিস্তানে আততায়ীর গুলিতে খতম মাসুদ আজহার ঘনিষ্ঠ লস্কর জঙ্গি দাউদ মালিক

    Dawood Malik: পাকিস্তানে আততায়ীর গুলিতে খতম মাসুদ আজহার ঘনিষ্ঠ লস্কর জঙ্গি দাউদ মালিক

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে খুন হল আরেক জঙ্গি-নেতা (Terrorist Killed in Pakistan)। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরালি এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে খুন হয়েছে লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিক (Dawood Malik)। দাউদের আরেকটি পরিচয় রয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল এই দাউদ। এই নিয়ে পাকিস্তানে সাম্প্রতিককালে দুই শীর্ষ জঙ্গি-নেতার ঘনিষ্ঠ সহযোগী খুন হল। এর আগে, অক্টোবরের গোড়ায় করাচিতে ব্যস্ত রাস্তায় মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী মুফতি কায়সর ফারুককে খুন করে পালায় অজ্ঞাত পরিচয় আততায়ীরা।

    গুলি করেই চম্পট মুখোশধারী আততায়ীর

    প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমের দাবি, হত্যাকারী মুখোশ পরে এসেছিল। ফলে তাকে চিহ্নিত করা যায়নি। দিনের বেলা সকলের সামনেই মাসুদ ঘনিষ্ঠ দাউদকে (Dawood Malik) গুলিতে ঝাঁঝরা করে চম্পট দেয় ওই আততায়ী। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েনি। জানা যাচ্ছে, পাকিস্তানের প্রত্যন্ত ওয়াজিরিস্তানের উত্তরাংশে লোকচক্ষুর অন্তরালে কার্যত গর্তের মধ্যে লুকিয়ে থাকত কট্টর এই জঙ্গি নেতা। কিন্তু, চিকিৎসার জন্য সেদিন একটি ক্লিনিকে গিয়েছিল দাউদ মালিক। সেখানেই তাকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে একাধিক ভারত বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল দাউদ মালিক।  

    ১৯ মাসে পাকিস্তানে খুন ১৭ ভারত-বিরোধী জঙ্গি-নেতা

    সাম্প্রতিককালে, পাকিস্তানে পর পর অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় খতম হয়ে চলেছে একের পর এক জঙ্গি-নেতা (Terrorist Killed in Pakistan)। পরিসংখ্যান বলছে, গত ১৯ মাসে পাকিস্তানের মাটিতে ১৭ জন ভারত-বিরোধী সন্ত্রাসবাদী নেতা খুন হয়েছে। সপ্তাহ দুয়েক আগে, গত ১১ অক্টোবর, শিয়ালকোটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের শীর্ষ নেতা তথা পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হওয়া জঙ্গি হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফকে গুলিতে ঝাঁঝরা করে খতম করে দুই অজ্ঞাতপরিচয় আততায়ী। তার আগে, অক্টোবরেই মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী মুফতি কায়সর ফারুককে খুন করা হয়েছিল পাকিস্তানে। করাচিতে এক অজ্ঞাতপরিচয় আততায়ী ওই জঙ্গিকে গুলি করে হত্যা করে। 

    গত মাসে, জঙ্গি মহম্মদ রিয়াজকে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ থেকে ১৩০ কিলোমিটার দূরে রাওয়ালকোটের একটি মসজিদে খুন করে অজ্ঞাতপরিচয় আততায়ীরা। আবু কাসিম কাশ্মীরি নামেও পরিচিত ছিল মহম্মদ রিয়াজ। ১২ সেপ্টেম্বর করাচিতে খুন হয় মৌলানা জিয়াউর রহমান। লস্কর-ই-তৈবার এই জঙ্গির বিরুদ্ধে ভারতে একাধিক হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর আগে পাক মাটিতে খুন হয় মিস্ত্রি জহুর ইব্রাহিম। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় দু’বার গুলি করে আততায়ী। ভারতের আইসি-৮১৪ বিমান হাইজ্যাকিংয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিল কুখ্যাত এই জঙ্গিনেতা।

    তার আগে, গত ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আইএসআই সদর দফতরের সামনেই অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে হিজবুল মুজাহিদিনের কমান্ডার বশির পীর নিহত হয় (Terrorist Killed in Pakistan)। গত বছর তাকে সন্ত্রাসবিরোধী ঘোষণা করেছিল ভারত। এর ঠিক ২ দিন পর, ২২ ফেব্রুয়ারি ইজাজ আহমেদ আহঙ্গার নামে এক জঙ্গিকে আফগানিস্তানের কাবুলে খতম করা হয়। ইজাজ ভারতে ইসলামিক স্টেট-এর শাখা চালু করতে চাইছিল। এর কিছুদিন পর আল বদর জঙ্গিগোষ্ঠীর কমান্ডার সৈয়দ খালিদ রাজাকে পাকিস্তানের করাচিতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করে এক অজ্ঞাপরিচয় আততায়ী। পরের মাসে ভারতের ওয়ান্টেডের তালিকায় থাকা সৈয়দ নূর শালোবারকে খুন করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে খুন করে। এই তালিকাতেই নবতম সংযোজন জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিক (Dawood Malik)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclonic Storm Hamoon: বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তিক্ষয় ‘হামুন’-এর, এরাজ্য থেকে কি দুর্যোগ সরল?

    Cyclonic Storm Hamoon: বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তিক্ষয় ‘হামুন’-এর, এরাজ্য থেকে কি দুর্যোগ সরল?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস মতোই, বাংলাদেশে আছড়ে পড়ল ‘হামুন’ (Cyclonic Storm Hamoon)। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, স্থলে প্রবেশ করার পরই দ্রুত শক্তিক্ষয় হয় ‘হামুন’-এর। মৌসম ভবনের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের প্রভাব আর পড়বে না পশ্চিমবঙ্গে (Weather Updates)। ফলে, এরাজ্যে দুর্যোগের কোনও সতর্কতা নেই।

    নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড়

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় ‘হামুন’ (Cyclonic Storm Hamoon)। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। দেওয়াল ও গাছ চাপা পড়ে কক্সবাজারে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে অতি ভারী বৃষ্টিপাত হয়। মাঝারি পরিমাণ বৃষ্টি হয় খুলনা, বরিশাল সহ একাধিক জেলায়। তবে, শক্তি হারিয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে, ঘূর্ণিঝড়ের (Weather Updates) প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালি, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, বরিশাল সহ একাধিক নীচু এলাকা প্লাবিত হতে পারে। একইসঙ্গে, উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অসম এবং মেঘালয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

    রাজ্যে বাড়বে শীতের আমেজ!

    এদিকে, মৌসম ভবন জানিয়েছে, বুধবার সকাল থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর বাইরে খুব একটা প্রভাব পড়বে না এপার বাংলায়। পশ্চিমমঙ্গের পূর্বাভাসে (Weather Updates) বলা হয়েছে, আজ বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই। রাজ্যে প্রধানত পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, এরাজ্যে দুর্যোগ (Cyclonic Storm Hamoon) কেটে গিয়েছে বলেই মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে— দিনভর আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। একইসঙ্গে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে শীতের আমেজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Railway Board DA Hike: দশেরাতেই দীপাবলি উপহার! ৪ শতাংশ ডিএ বাড়াল রেল, কর্মীদের মুখে হাসি

    Railway Board DA Hike: দশেরাতেই দীপাবলি উপহার! ৪ শতাংশ ডিএ বাড়াল রেল, কর্মীদের মুখে হাসি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরাতেই দীপাবলির উপহার পেলেন রেলকর্মীরা! দশেরা ও দীপাবলি উপলক্ষে কর্মচারীদের জন্য সুখবর আনল ভারতীয় রেল। লক্ষাধিক কর্মচারীকে অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি (Railway Board DA Hike) ঘোষণা করেছে ভারতীয় রেল বোর্ড। এই ঘোষণার ফলে, রেল কর্মচারীদের ডিএ বর্তমানের ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হল। রেল বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন হার ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। 

    ডিএ বৃদ্ধিতে খুশি কর্মচারীরা

    এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া রেলওয়েমেন’স ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, জুলাই থেকে কর্মচারীদের ডিএ বৃদ্ধি আটকে ছিল। এমতাবস্থায় এটা পাওয়া ছিল কর্মচারীদের অধিকার। অবশেষে সেই কর্মচারীরা তাঁদের অধিকার পাচ্ছেন। এদিকে, রেল বোর্ডের এই ঘোষণাকে (Railway Board DA Hike) স্বাগত জানিয়েছে রেলের কর্মচারী ইউনিয়নগুলি। ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েম্যানের সাধারণ সম্পাদক এম রাঘভাইয়া জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র মুদ্রাস্ফীতির হারের ভিত্তিতে নেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতির কোনও প্রভাব যাতে কর্মীদের ওপর না পড়ে তাই এই সিদ্ধান্ত।

    আরও পড়ুন: রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ১০ গুণ বাড়াল মোদি সরকার

    গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদেরও বোনাস

    এর আগে, রেলের নন-গ্যাজেটেড অফিসার বা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মীদের জন্য দীপাবলি বোনাসের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এর ফলে ১১ লাখের বেশি রেলওয়ে কর্মী ৭৮ দিনের অতিরিক্ত বেতন পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের ন্যূনতম বেতন বা বেসিক পে-র ওপর ভিত্তি করে এই বোনাস হিসেব করা হয়—যার ঊর্ধ্বসীমা ছিল ৭ হাজার টাকা। সেই হিসেব অনুযায়ী, ৭৮ দিনের হিসেবে এরফলে প্রায় ১৮ হাজার টাকা বোনাস (Railway Board DA Hike) পাবেন রেলওয়ে কর্মচারীরা। এই বোনাসের জন্য মোট ১৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতে চেন্নাইয়ের মাঠে পাকিস্তানকে পরাস্ত করে ঐতিহাসিক জয় (Afghanistan Beats Pakistan) লাভ করে আফগান ক্রিকেট দল। আর এই জয়ের পরই উৎসবে মেতে ওঠে গোটা আফগানিস্তান। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই উৎসব উদযাপনের। যদিও সেই ভিডিওর সত্যতা যাটাই করেনি মাধ্যম। 

    ভাইরাল সেলিব্রেশনের ভিডিও

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক আফগান নিজের বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে উৎসব পালন করছেন। রাতের আকাশ ঝলসে উঠছে আতসবাজির রোশনাইয়ে। প্রথমবার পাকিস্তানকে পরাস্ত করল আফগানিস্তান। তাও একেবারে বিশ্বকাপের মঞ্চে। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। ফলে, এই জয় আফগানদের কাছে ভীষণই স্পেশাল। বাচ্চা থেকে বুড়ো— সকলেই রাস্তায় নেমে পড়ে আফগানিস্তানের পাকিস্তান-বধ (Afghanistan Beats Pakistan) উদযাপন করেন। কাবুলের রাস্তাতেই চলে গোটা রাত সেলিব্রেশন। 

     

    ইংরেজ-বধের পর পাক-বধ

    চলতি বিশ্বকাপে, দুরন্ত ফর্মে রয়েছে আফগান দল। পাকিস্তানকে দুরমুশ করার আগে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। এই প্রথম বিশ্বকাপে, দুটো ম্যাচ জিতলেন রশিদ-নবিরা। ইংল্যান্ড-জয় দিয়ে যে উৎসব শুরু হয়েছিল, তা যেন অন্য উচ্চতায় পৌঁছে গেল পাকিস্তান-বধের (Afghanistan Beats Pakistan) দিনে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল আফগানিস্তান। এই জয় প্রমাণ করল, আফগানিস্তান আর কোনও ছোট দল নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় যে কোনও ফ্লুক বা অঘটন ছিল না, তা সোমবার প্রমাণিত হল। 

    চেন্নাই যেন মিনি-কাবুল!

    সোমবার ম্যাচ দেখতে চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বহু আফগান সমর্থক। ম্যাচের পর চেন্নাইয়ের রাস্তায় উৎসবে মেতে ওঠেন তাঁরা। নাচতে শুরু করেন। দেখে বোঝার উপায় ছিল না, এটা ভারত না আফগানিস্তান। এমনিতে, ভারতে যথেষ্ট পরিমাণ আফগান বাস করেন। ফলে, সোমবার চেন্নাইতে আফগানদের বিজয়োৎসব পালন সকলকে তাক লাগিয়ে দেয়। এমনকী, কয়েকজন ভারতীয়ও আফগানদের সঙ্গে নাচে মেতে ওঠেন। 

    ভারতীয় সমর্থকদের প্রশংসায় রশিদ

    এদিন পাক-বধ (Afghanistan Beats Pakistan) করার পর ভারতীয়দের সমর্থনের কথা বিশেষ করে উল্লেখ করেন আফগান তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেন, “ম্যাচে আমাদের সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। জয়ের জন্য ভারতীয়দের সমর্থন অনুঘটকের কাজ করেছে। সমর্থকরা সবসময়েই আমাদের পিছনে ছিলেন। ভারতে যে জনসমর্থন পাচ্ছি, তা ব্যাপক উপভোগ করছি আমরা।”

    আফগান টিম বাসে ‘লুঙ্গি ড্যান্স’

    ম্যাচের পর হোটেলে ফেরার সময়ও টিম বাসের মধ্যেই একপ্রস্থ আনন্দ উদযাপন (Afghanistan Beats Pakistan) করেন আফগান ক্রিকেটাররা। শাহরুখ খানের বিখ্যাত ‘লুঙ্গি ড্যান্স’ গানে বাসের মধ্যেই নাচতে থাকেন আফগান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরেই এক ভিডিও ভাইরাল হয়, যেখানে রশিদ খানদের দেখা যাচ্ছে টিম বাসেই বলিউডি গানে লাগামছাড়া উদযাপন পর্ব চলছে। 

    ধারাভাষ্য ছেড়ে নাচ শুরু ইরফানের

    তার আগে, মাঠে খেলা শেষে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই রশিদ খানের সঙ্গে নাচতে শুরু করেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান খান। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে ইরফান লেখেন, ‘‘রশিদ তাঁর কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। ভালো খেলেছ তোমরা!’’

    সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share