Tag: tmc

tmc

  • Hooghly: “বিধায়কের বাড়িতে ঝাঁট দেয়, তাকেও টিকিট!” তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

    Hooghly: “বিধায়কের বাড়িতে ঝাঁট দেয়, তাকেও টিকিট!” তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির (Hooghly) বলাগড় এখন বিখ্যাত। প্রাথমিক শিক্ষার নিয়োগ-দুর্নীতি কাণ্ডের মাথা শান্তনু-কুন্তলদের খাসতালুক এই বলাগড়। এবার বলাগড় শিরোনামে মূলত পঞ্চায়েতের টিকিট বণ্টনকে কেন্দ্র করে। প্রার্থী ঘোষণা হবার পর থেকে বেশ কিছু এলাকার মতো বলাগড়েও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। উঠে এসেছে টাকা দিয়ে প্রার্থী করার মতো গুরুতর অভিযোগ। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে মেতে উঠেছেন স্থানীয় বিধায়ক ও ব্লক সভাপতি। একে অপরের নামে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন। মূল দ্বন্দ্ব টাকা নিয়ে জেলখাটা দুষ্কৃতীদের কেন টিকিট দেওয়া হয়েছে!

    কেন গোষ্ঠীদ্বন্দ্ব?

    প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ক্ষোভ দেখা যাচ্ছিল বলাগড়ের (Hooghly) তৃণমূল কর্মীদের মধ্যে। শনিবার বিকালে তার গণবিস্ফোরণ ঘটে। ওই দিন হুগলির বলাগড়ের জিরাটে একটি লজে দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকেন বলাগড় ব্লক তৃণমূল সভাপতি নবীন গাঙ্গুলি। আর সেখানেই ক্ষোভ উগরে দেন তৃণমূলের কর্মীরা। বলাগড় পঞ্চায়েত সমিতির আগের বারের বোর্ডের ছজন বিজয়ী কর্মাধ্যক্ষ বাদ পড়েছেন, একাধিক প্রধান, উপ-প্রধান এমনকী ব্লক সভাপতি, সহ-সভাপতিদেরও টিকিট দেওয়া হয়নি। আর এর পিছনে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিশেষ হাত রয়েছে বলে মনে করেন তৃণমূল দলেরই কর্মী-সমর্থকরা।

    ব্লক সভাপতি গোষ্ঠীর বক্তব্য

    ব্লক (Hooghly) সভাপতি নবীন গাঙ্গুলি বলেন, যে কোনওদিন দল করেনি, এরকম, এমনকি বিজেপির লোককেও টিকিট দিয়েছেন বিধায়ক। এখন দল বলছে ভোট করতে হবে। কর্মীরা যারা সারা বছর কাজ করে, তাদের বঞ্চিত করা হয়েছে। দলকে সব জানিয়েছি। দেখি কী হয়। ব্লকের সাধারণ সম্পাদক সুজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে। বিধায়কের বাড়িতে ঝাঁট দেয়, তাকেও প্রার্থী করা হয়েছে। বিদায়ী বোর্ডের খাদ্য কর্মাধ্যক্ষ বাদল সরকার বলেন, প্রথম থেকে দল করছি। প্রতি বছরই টিকিট নিয়ে এই ধরনের গন্ডগোল হয়। বাইরে সিপিএমের সঙ্গে লড়াই করতে হয়, আর ভিতরে দলের টিকিট নিয়ে লড়াই করতে হয়। তবে এবারে পঞ্চায়েতে যেভাবে প্রার্থী করা হয়েছে, তাতে দলের কর্মীদের কথা শোনা হয়নি বলে জানান তিনি।

    বিধায়ক গোষ্ঠীর বক্তব্য

    এই বিষয়ে বলাগড়ের (Hooghly) বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, ২৩৮ টা গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৯০ টা আমি নিয়েছি। যারা আমাকে জেতাতে সাহায্য করেছিল, তাদের দেওয়া হয়েছে। আমি একটাকাও নিইনি। টাকা নিয়ে টিকিট দিয়েছে ব্লক সভাপতি স্বয়ং। যাদের থেকে টাকা নিয়েছে ব্লক সভাপতি তাদের টিকিট দিতে পারছে না বলে এসব বলছেন। বিজেপিকে টিকিট ওরাই দিয়েছে। বিধায়ক আরও বলেন, সব কানে যাচ্ছে বিজেপির। মুচকি মুচকি হাসছে তারা।

    বিজেপির বক্তব্য

    এবিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির হুগলি (Hooghly) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, যে দলের কোনও গণতন্ত্র নেই, যে দলের উদ্দেশ্য কেবলমাত্র টাকা কামানো, সেই দলের মিটিংয়ে বলাগড়ে যেটা হয়েছে, সেটাই স্বাভাবিক। আজ যারা টাকা দিয়েছে, তারা টিকিট পেয়েছে। আর যারা দেয়নি, তারা পায়নি। যার ফলেই ঝামেলা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • BJP: নিউ বারাকপুরে বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি, অভিযুক্ত তৃণমূল

    BJP: নিউ বারাকপুরে বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে হুমকি দেওয়া চলছিল। কিন্তু, হুমকির পরও মনোনয়ন না তোলায় বারাকপুর ২ ব্লকের বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি (BJP) প্রার্থীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু বাড়ি ভাঙচুর করা নয়, যদি মনোনয়নপত্র তুলে না নেওয়া হয়, তাহলে আবারও হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। রবিবার তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ এনে বিজেপি নেতৃত্ব নিউ বারাকপুর থানায় বিক্ষোভ দেখান।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    শনিবার গভীর রাতে বিলকান্দা ১ পঞ্চায়েতের বিজেপি (BJP) প্রার্থীদের বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দেয়। তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই রবিবার দুপুরে নিউ বারাকপুর থানাতে বিজেপি কর্মী-সমর্থকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান দিতে দিতে রবিবার দুপুরে নিউ বারাকপুর থানার মধ্যে ঢুকে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপির (BJP) কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি আইনজীবী অরিজিৎ বক্সি বলেন, প্রার্থীদের বাড়়িতে ভাঙচুর করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে প্রত্যেক বিজেপি প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে। এলাকায় পুলিশি টহলদারি বাড়াতে হবে। পুলিশ প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তৃণমূলের এই কার্যকলাপ চলবে। নিউ বারাকপুর থানা এলাকায় যে সিসিটিভি আছে, তা চেক করে দেখতে বলা হয়েছে। নিউ বারাকপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে বলে জানানো হয়।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এটা একেবারেই মিথ্যা অভিযোগ। আসলে বিজেপির (BJP) কোনও সংগঠন নেই। তাই এসব নাটক করছে। এমনিতেই এই ব্লকের অর্ধেক আসনেই আমরা জয়ী হয়েছি। বাকি আসনগুলিতে লড়াই করে আমরা জয়লাভ করব। আসলে বিজেপি হেরে যাওয়ার ভয়ে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: মনোনয়ন না তুললে শ্লীলতাহানি করে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত সেই তৃণমূল!

    Hooghly: মনোনয়ন না তুললে শ্লীলতাহানি করে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত সেই তৃণমূল!

    মাধ্যম নিউজ ডেস্ক: আরামবাগের (Hooghly) তিরোল অঞ্চলে খোদ আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা শক্তিমোহন মালিকের গ্রামে চলল শাসক দলের ব্যাপক অত্যাচার। সিপিএম প্রার্থীকে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলা প্রার্থীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাঁর চুলের মুঠি ধরে করা হয়েছে ব্যাপক মারধর। মনোনয়ন প্রত্যাহার না করা হলে একঘরে করে রাখা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    কীভাবে দেওয়া হল হুমকি?

    তিরোল গ্রাম (Hooghly) পঞ্চায়েতের চণ্ডীবাটি গ্রামে ঘটেছে এই ঘটনা। এই এলাকা থেকে পঞ্চায়েত ভোটে লড়ছেন সিপিএমের মহিলা প্রার্থী নাসিমা বেগম। তাঁকেই চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় শাসকদল তৃণমূল। এমনকী মনোনয়ন প্রত্যাহার না করলে, গ্রামের সমস্ত কিছু থেকে তাঁকে বঞ্চিত করে রাখারও হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি নাসিমা বেগমের দেওরের ডান হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। হুমকি দেওয়া হয়, মনোনয়ন প্রত্যাহার না করলে গ্যাস সিলিন্ডার দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হবে। প্রয়োজনে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি। এদিকে ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি তাঁদের প্রার্থীর বাড়িতে হাজির হন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক এবং সিপিএম নেতা সুশান্ত মণ্ডল-সহ একাধিক নেতা-কর্মীরা। ঘটনার কথা জানিয়ে তাঁরা দ্বারস্থ হবেন থানার, এমনটাই জানা যাচ্ছে।

    সিপিএম প্রার্থীর বক্তব্য

    এই ঘটনায় নাসিমা বেগম বলেন, “আমরা ভাত খাচ্ছিলাম। তখনই একদল লোক এল। এসেই খুব খারাপ ভাষায় কথা বলতে থাকে। তারপর গোটা বাড়ি (Hooghly) তছনছ করতে থাকে। ব্যাপক মারধর করে আমাদের পরিবারের সকলকে। এমনকী মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে যায়। গত পরশু দিন শাসিয়ে গিয়েছিল। এরপর আবার গতকাল এসে একই কাজ করে গিয়েছে।”

    তৃণমূলের বক্তব্য

    আরামবাগ (Hooghly) সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি স্বপন নন্দী বলেন, “আসলে মিডিয়াতে প্রচার চাইছে ওরা। ইচ্ছা করে তৃণমূলের নামের অপপ্রচার করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, মনোনয়ন তোলা নিয়ে যদি এত হুমকি হয়, তাহলে ভোটের দিন কী হবে! সেই আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: মনোনয়ন তুলে নিতে হুমকি! বিজেপি প্রার্থীদের বাড়িতে তাণ্ডব, মারধর, অভিযুক্ত তৃণমূল

    BJP: মনোনয়ন তুলে নিতে হুমকি! বিজেপি প্রার্থীদের বাড়িতে তাণ্ডব, মারধর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য বিজেপি (BJP) প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার-১ নম্বর ব্লকের কানপুর ধানবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    ডায়মন্ড হারবার বিধানসভার ধানবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের বিজেপি প্রার্থীদের বাড়িতে গিয়ে শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ। বিজেপি (BJP) প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকিও দেওয়া হয়েছে। অন্যদিকে, গৌরীপুরের হাসডোগরা বুথের বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে মারধর করা হয়। সব ক্ষেত্রেই বিজেপি প্রার্থীদের অবিলম্বে মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থীরা।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) প্রার্থীরা?

    ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের ধনবেরিয়া কানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি (BJP) প্রার্থী মঙ্গল দাস ও জয়দেব দাসের বাড়ি শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাঁদের বক্তব্য, শনিবার রাতে বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়িতে এসে হামলা চালায়। পরে, মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য বাড়ির লোকজনদের নানাভাবে হুমকি দেয় তারা। অপরদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গৌরীপুরের হাসডোগরা বুথের বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল বলেন, বাইক করে দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়। বাড়়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি আমাকে মারধর করে। যদি প্রশাসন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের থেকেও ভালো ফল করবে বিজেপি।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    এ বিষয়ে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা দীপক হালদার বলেন, রাজ্যের শাসক দল ভয় পেয়েছে, সেই জন্যই দুষ্কৃতীদের দিয়ে বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে। আমরা এই বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাব। এই ঘটনা খুবই নিন্দনীয়।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার। তিনি বলেন, শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সমস্ত গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করবে তৃণমূল। মানুষ তৃণমূলের উন্নয়নের পাশে আছে। বিজেপির (BJP) পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই উল্টোপাল্টা অভিযোগ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: তৃণমূল নেত্রীর মনোনয়নে হয়েছে কারচুপি, বিডিওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

    Paschim Medinipur: তৃণমূল নেত্রীর মনোনয়নে হয়েছে কারচুপি, বিডিওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রীর মনোনয়নে কারচুপি ও ডিসিআর বদলানোর অভিযোগ তুলে বিরোধীরা সরব বিডিও অফিস চত্বরে। বিডিওর রুমে ঢুকে বিজেপি-সিপিএমের নেতাকর্মীরা বিডিওর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়লেন। বিজেপি-সিপিএমের দাবি, বিডিও সঠিক উত্তর দিতে পারেননি। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের হয়ে পক্ষপাতের অভিযোগ উঠল।

    কোথায় ঘটেছে এমন ঘটনা?

    এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর ২ নম্বর ব্লকের। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নগুলিকে পরীক্ষা করা হচ্ছিল শনিবার। সেই পরীক্ষায় এসে বাম-বিজেপি কর্মীরা জানতে পারেন, এই ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর দুই নম্বর বুথের তৃণমূল প্রার্থী রুমারাজ পণ্ডিত। তিনি প্রথমে পঞ্চায়েত সমিতির ২২ নম্বর আসনে ১৩ই জুন মনোনয়ন করেছেন। শুধু তাই নয়, তৃণমূলের এই প্রার্থী ১৫ই জুন আবার একই এলাকার পঞ্চায়েতের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন। দুবার মনোনয়ন, প্রথমে পঞ্চায়েত সমিতি এবং পরে পঞ্চায়েতের প্রার্থী হতে চেয়েছেন রুমারাজ পণ্ডিত। এখন পরীক্ষার পর কোনটা চূড়ান্ত করবে প্রশাসন, তা নিয়ে শুরু হয়েছে হয়ে সমস্যা। এখানেই বিরোধীরা অভিযোগ তুলেছেন।

    অভিযোগ কী?

    বিজেপি-সিপিএমের দাবি, আইন অনুযায়ী প্রার্থী যে মনোনয়নটি আগে করবে, সেখানেই তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তাহলে যেহেতু রুমারাজ পণ্ডিত পঞ্চায়েত সমিতিতে (Paschim Medinipur) আগে নমিনেশন করেছেন, তাহলে কী করে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হবেন! এই নিয়ে বিডিও অর্নিবাণ সাউ-এর কাছে বাম-বিজেপির কর্মীরা জানতে চান। কিন্তু বিডিও সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। তারপর বিডিওর অফিসঘরে শুরু হয় হট্টগোল, দীর্ঘক্ষণ ধরে চলে গোলমাল। এরপর থেকেই বিরোধীরা বলেন, প্রশাসন নিয়ম ভেঙে তৃণমূল প্রার্থীর সুবিধার জন্য মনোনয়ন পরীক্ষা করছেন। বিজেপির দাবি, মনোনয়ন পরীক্ষায় যদি প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করে, তবে নির্বাচনের দিন কী ভাবে নিরপেক্ষ হয়ে কাজ করবেন বিডিও?

    তৃণমূলের এবং প্রশাসনের বক্তব্য

    ঘাটাল (Paschim Medinipur) সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত বলেন, রুমা প্রথমে গ্রাম পঞ্চায়েতের জন্য নমিনেশন করেছিল, পরে পঞ্চায়েত সমিতিতে করে। তিনি আরও বলেন, বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। দাসপুর ব্লকের বিডিও অনির্বাণ সাউ ক্যামেরার সামনে কিছু না বললেও পরে সংবাদ মাধ্যমকে জানান, সমস্ত কিছু নিয়ম মেনেই হয়েছে। ওই প্রার্থী বিভিন্ন জায়গায় নমিনেশন করলেও প্রথমে তিনি গ্রাম পঞ্চায়েতই নমিনেশন  করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: তৃণমূলের ভুলে গঙ্গারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

    Dakshin Dinajpur: তৃণমূলের ভুলে গঙ্গারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের ভুলের কারণে একটি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপি প্রার্থী। অপর দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও দুই বুথে জয়ী হয়েছে তৃণমূল। শনিবার মিষ্টি মুখ করে বিজয়োল্লাসে মাতলেন দলীয় কর্মী-সমর্থকরা।

    কোন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি?

    মনোনয়ন পত্রের পরীক্ষার শেষে দেখা যায়, গঙ্গারামপুর (Dakshin Dinajpur) ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের নাকোইর বুথে বিজেপি প্রার্থী অপর্ণা বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। স্বাভাবিক ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে উচ্ছ্বসিত পদ্ম শিবির। এই পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের দুটি ভাগ রয়েছে। ৮ নং ও ৯ নং বুথে তৃণমূল প্রার্থীরা দুটি ক্ষেত্রেই ৯ নং বুথের উল্লেখ করেছে। যার ফলে এক জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আর যার ফলস্বরূপ ৮ নম্বর বুথে শুধুমাত্র বিজেপি প্রার্থীরই মনোনয়ন গ্রাহ্য হয়েছে।

    কোন আসনে জয়ী তৃণমূল?

    অন্যদিকে গঙ্গারামপুর (Dakshin Dinajpur) ব্লকের জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েতের ২২৪ নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর বুথেও তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এই বিষয়ে তৃণমূলের জেলা (Dakshin Dinajpur) সভাপতি মৃণাল সরকার বলেন, দলের কর্মীদের ভুলের কারণেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পেরেছে৷ ফর্ম ফিলাপের সময় দুজন প্রার্থী একই বুথ নম্বর দেওয়ায় একজনের নমিনেশন বাতিল হয়ে গিয়েছে। আবার জেলার সহ-সভাপতি সুভাষ চাকির বলেন, আগামী ২০ তারিখের মধ্যে আরও অনেক নাম প্রত্যাহার হবে। অনেক সিটেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে।

    বিজেপির বক্তব্য

    তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এই বিষয়ে বিজেপির জেলা (Dakshin Dinajpur) সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “শাসকদল তৃণমূল সাংগঠনিকভাবে পিছিয়ে রয়েছে এই এলাকায়৷ আজ স্ক্রুটনি শেষে দেখা যায় গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথ বিজেপি বাদে কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অপর্ণা বর্মন।” নির্বাচন নিয়ে জেলায় আমরা আশাবাদী বলে জানান বিজেপির এই নেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের বিরুদ্ধে ভোট করলে ঘরবাড়ি জ্বালানোর হুমকি, গ্রাম জুড়ে পোস্টার!

    TMC: তৃণমূলের বিরুদ্ধে ভোট করলে ঘরবাড়ি জ্বালানোর হুমকি, গ্রাম জুড়ে পোস্টার!

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্য জুড়েই শাসক দলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহের মধ্যে একাধিক রাজনৈতিক কর্মী খুন হয়েছেন। শনিবার রাতে বহরমপুরে মনোনয়ন প্রত্যাহার করার জন্য বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রানীনগর অঞ্চলের ভদ্রাপাড়া গ্রাম জুড়ে একটি পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কী লেখা রয়েছে পোস্টারে?

    রঘুনাথগঞ্জ থানার রানীনগর অঞ্চলের ভদ্রাপাড়া গ্রামে তৃণমূলের নামে দেওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে বাড়ির দেওয়ালে পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পোস্টারে লেখা রয়েছে, ‘তৃণমূলের (TMC) বিরুদ্ধে যদি কেউ ভোট করার চেষ্টা করিস, তাহলে তোদের বাড়িঘর জ্বালিয়ে দেব। মা-বোনেদের তুলে নিয়ে যাব। আর তোদের গ্রামছাড়া করব। কোনও পুলিশ তোদের বাঁচাতে পারবে না।’ অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, ‘টিএমসির বিপক্ষে দাঁড়িয়েছিস, সাদা কাপড় পাঠালাম, মা বোনেদের পরিয়ে দিস।’ এরকম একাধিক  বাড়িতে পোস্টারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই গ্রামে। স্থানীয় বাসিন্দারা বলেন, নির্বাচন নিয়ে আমাদের এলাকায় কোনও গণ্ডগোল হয় না। কিন্তু, এই ধরনের হুমকি পোস্টার দেখে আতঙ্ক লাগছে। ভোটে ঝামেলার আশঙ্কা রয়েছে। আমরা চাই, এই বিষয়ে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির জেলা নেতা লাল্টু দাস বলেন, এই ধরনের হুমকি পোস্টার তৃণমূলই (TMC) দিতে পারে। কারণ, তারা বিরোধীদের ভয় পাচ্ছে। আমরা এই ধরনের পোস্টারের তীব্র বিরোধিতা করছি। যে বা যারা এই ধরনের হুমকি পোস্টার ওই গ্রামে দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট হওয়া সম্ভব নয়। এই ধরনের হুমকি পোস্টারে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের প্রার্থী দিবাকর দাস বলেন, আমি এদিন সকালে এই পোস্টার দেখতে পাই। আমি নিজে অবাক হয়ে যাই। এই ধরনের কাজ তৃণমূল করেনি। আসলে দলের মধ্যে প্রার্থী হতে না পেরে আমারই বিপক্ষ গোষ্ঠীর লোকজন এই কাজ করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: মথুরাপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম তৃণমূলের এক যুবক

    South 24 Parganas: মথুরাপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম তৃণমূলের এক যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গুরুতর জখম তৃণমূলের এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায়। আহত যুবকের নাম আরিফ হোসেন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে বাড়ির কাছেই বোমা বাঁধছিল আরিফ হোসেন মোল্লা। তখনই বিস্ফোরণ হয়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, বোমা বিস্ফোরণের জেরে ঝলসে গেছে আরিফ। এর পরেই তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ (South 24 Parganas) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ। তবে কী কারণে এই বোমা বিস্ফোরণ, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    মায়ের বক্তব্য

    মা সমিয়ন বিবি বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে মধ্যমগ্রামে কাজ করে, আর ছোট এই ছেলে কলকাতায় বই বাঁধাইয়ের কাজ করত। কিন্তু নির্বাচনের জন্য বাড়িতে (South 24 Parganas) এসেছে। হোসেন রাজনীতির কারণেই বোমা বাঁধার কাজ করছিল বলে জানান মা। তিনি আরও বলেন, তাঁদের পরিবার তৃণমূল পার্টি করে। রাত তখন বাজে ৩ টে। সেই সময় আমরা বাড়িতে সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ ছেলে বাবা গো, মা গো বলে চেঁচিয়ে ওঠে। গিয়ে দেখি সারা শরীর ঝলসে গেছে। এর পর ছেলেকে নিয়ে হাসপাতালে আসি। এখান থেকে ডাক্তাররা কলকাতায় নিয়ে যেতে বলেছে। কিন্তু বুঝতে পারছি না, ছেলের এখন কী হবে!

    পঞ্চায়েত নির্বাচন কতটা সুরক্ষিত?

    রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ, এমনই অভিযোগ করছে রাজ্যের বিরোধী দলগুলি। বিরোধীরা বলছেন, গত ৯ দিনে রাজনৈতিক সংঘর্ষে মারা গেছেন ৭ জন। মুহূর্মুহূ উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা, উত্তর দিনাজপুরের চোপড়া, মালদার চাঁচল, মুর্শিদাবাদের ডোমকল, বীরভূমের নানুর, পূর্ব মেদিনীপুরের বকচা, দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) ক্যানিং, মিনাখাঁ এবং ভাঙড়। সর্বত্রই বিরোধীরা মনোনয়ন করতে গিয়ে বার বার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ভাঙড়, ক্যানিং এবং দিনহাটাতে হয়েছে ব্যাপক বোমাবাজি। শুধু তাই নয়, হুগলির খানাকুল থেকে উদ্ধার হয়েছে ড্রাম ভর্তি তাজা বোমা। রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছে। কমিশন এই নির্দেশের বিপক্ষে ডিভিশন বেঞ্চে আবেদন করার পর বিরোধীরা মনে করছেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চায় না। অপর দিকে, মনোনয়নের সময় রাজনৈতিক হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সঙ্গে বিরোধীদের মনোনয়ন করাকে সুনিশ্চিত করেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। নির্বাচন কেমন কাটে, সেটাই এখন দেখার।       

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত তৃণমূল

    BJP: বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের খাস তালুক মুর্শিদাবাদে এখন বিজেপিকে (BJP) কি ভয় পাচ্ছে তৃণমূল? আর সেই কারণেই পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের বাড়়িতে হামলা চালানোর অভিযোগ উঠছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকিও দেওয়া হচ্ছে। আক্রান্ত প্রার্থীদের নিয়ে বহরমপুর থানায় অবস্থান-বিক্ষোভ করেন জেলা বিজেপি নেতৃত্ব।

    তৃণমূলের হামলা নিয়ে কী বললেন বিজেপির (BJP) প্রার্থী?

    বিজেপির (BJP) মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি শাঁখারভ সরকারের নেতৃত্বে শনিবার রাত ১১ টা নাগাদ বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ, শনিবার রাতে বিজেপি প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকী হুমকি দেওয়া হয়েছে। মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ২০৮ নম্বর কেন্দ্রের প্রার্থী মামণি সর্দার এবং হাতিনগর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর কেন্দ্রের প্রার্থী পাপিয়া মণ্ডলের বাড়িতে হামলা চালায় তৃণমূলের হার্মাদ বাহিনী। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই নানা ভাবে টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। মনোনয়ন তুলে নেওয়ার জন্য বার বার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী পাপিয়া মণ্ডল বলেন, শনিবার রাত দশটা নাগাদ ১০টি বাইকে করে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে আসেন। আমার স্বামীকে ডাকে। স্বামী বের না হলে ওরা বাড়িতে ভাঙচুর চালায়। ভয়ে আমরা কেউ বের হইনি। মনোনয়ন প্রত্যাহার করার জন্য আগ্নেয়াস্ত্র বের করে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমরা এই ঘটনার পর চরম আতঙ্কে রয়েছি।

    কী বললেন বিজেপির (BJP) জেলা নেতৃত্ব?

    বিজেপির (BJP) মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি শাঁখারভ সরকার বলেন, দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অনেকের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এসব করে আমাদের দমানো যাবে না। কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবে না। আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

     বহরমপুর থানায় বিজেপি নেতৃত্ব লিখিত অভিযোগ দায়ের করে। বহরমপুর থানার আইসি রাজা সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: বীরভূমে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিরোধীরা, কমিশনের দ্বারস্থ বিজেপি

    Birbhum: বীরভূমে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিরোধীরা, কমিশনের দ্বারস্থ বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের (Birbhum) দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবার বীরভূমে না থাকলেও থেমে নেই বিরোধীদের উপর শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের অত্যাচার। জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর চলছে তৃণমূল দুষ্কৃতীদের অত্যাচার। একের পর এক স্থানে হচ্ছে বোমা উদ্ধার। পাশাপাশি চলছে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে দুষ্কৃতীদের হুমকি। একগুচ্ছ অভিযোগ নিয়ে বীরভূমের বিজেপি জেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানানো হয়েছে। অন্য দিকে জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের সুযোগে, ঘর গুছিয়ে নিচ্ছে বিজেপি।

    নির্বাচন কমিশনের কাছের বীরভূম (Birbhum) জেলার বিজাপি

    মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এক দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার জেলায় (Birbhum) যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, এইসব একাধিক বিষয় নিয়ে আজ বিজেপির জেলা প্রতিনিধি দল এলেন জেলা নির্বাচন আধিকারিক দপ্তর জেলা প্রশাসন ভবনে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, অনুব্রত না থাকলেও বীরভূমের অবস্থার কোনও বদল ঘটেনি। তিনি বলেন, নানুরে দেখেছেন আপনারা কীভাবে আমাদের জেলার দায়িত্ত্ব প্রাপ্ত কর্মকর্তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে! আমাদের প্রার্থীদের উপর দুষ্কৃতীরা দিকে দিকে হিংসাত্মক আক্রমণ করছে। জেলার মধ্যেই কিছু পুলিশের উদ্যোগে বোমা বারুদ অস্ত্র উদ্ধার হচ্ছে। রাজ্যে কোনও রকম ভাবেই গণতন্ত্রের পরিবেশ নেই বললেন তিনি। গোটা বীরভূম জেলায় এখনও প্রচুর বোমা বারুদ বন্দুক লুকিয়ে রাখা হয়েছে। নির্বাচনের দিন এই বিপুল অবৈধ সামগ্রী ব্যবহার করা হবে বলে বিশেষ অভিযোগ করেন ধ্রুববাবু। রাজ্যের এই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, এই কথা জানিয়ে আমরা জেলার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এসেছি বলে জানান তিনি।

    ঘর গুছিয়ে নিচ্ছে বিজেপি

    রাজ্যে শাসক দলের দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে বিরোধীরা নির্বাচনে সরব হয়েছেন। অপর দিকে, শাসক দলের মধ্যেও তৃণমূলের অন্দরে বঞ্চনার কথা বলে গোষ্ঠী কোন্দলের ফলে একে একে অনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করছেন। কেউ কেউ আবার তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করে নির্বাচনে লড়াই করছেন। বীরভূমের (Birbhum) সাংসদ অসিত মালের ভাইপো এবং তাঁর ঘনিষ্ঠরা সম্প্রতি বিজপিতে যোগদান করছেন। সুতরাং গোষ্ঠী দ্বন্দ্বের সুযোগে, বিজেপি জেলায় নিজের ঘরকে গুছিয়ে নিয়ে আরও শক্তিশালী হতে চাইছে বলে মনে করছেন রাজনীতির একাংশ। এখন বীরভূমের পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, সেটাই দেখার বিষয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share