Amarnath yatra 2022: অমরনাথ যাত্রা শুরু ৩০ জুন, এগুলি সঙ্গে না রাখলে পড়বেন সমস্যায়

amarnath

মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল তুষারতীর্থ অমরনাথ যাত্রার (Amarnath yatra) প্রস্তুতি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশ প্রশাসন। যাত্রীদের কথা মাথায় রেখে এবার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন। প্রতিটি যাত্রীকে এবার আধারকার্ড (Aadhar Card) নম্বর জমা দিতে হবে।

অমরনাথ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। যাত্রীদের কথা মাথায় রেখে এবার বিজ্ঞপ্তি জারি করল জম্মু ও কাশ্মীর সরকার। অমরনাথ যাত্রীদের আধার কার্ড নম্বর জমা করতে হবে। সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধারকার্ড ফর গুড গভর্নেন্স রুলস ২০২০-র রুল ৫ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে, যেসব তীর্থযাত্রী অমনাথ যাত্রায় অংশ নিতে চান, তাঁদের কাছে আধার কার্ড থাকতে হবে বা আধারের প্রমাণ দিতে হবে। এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই মেনে চলতে হবে নির্দিষ্ট নির্দেশিকা।

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

করোনা আবহে দু বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার ফের হচ্ছে। যাত্রা শুরু ৩০ জুন। চলবে ১১ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবারই অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। যাত্রার নিরাপত্তার জন্য আধিকারিকদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। সময় মতো আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। পরিবহণ, থাকার ব্যবস্থা, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য, দোকান, খাবারের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন : কাশ্মীরি পণ্ডিতদের অন্যত্র সরানোর দাবি খারিজ জম্মু-কাশ্মীর সরকারের

জানা গিয়েছে, এবারই প্রথম কাশ্মীরের শ্রীনগর থেকে পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টার চালানো হবে তীর্থযাত্রীদের সুবিধার্থে। এই পঞ্চতরণী থেকে ৬ কিলোমিটার হেঁটে পৌঁছতে হবে অমরনাথ গুহায়। আগাম বুকিং ছাড়া কেউ অমরনাথ যেতে চাইলে জম্মু ও শ্রীনগরে গিয়ে বুকিং করতে পারবেন। পারমিটের জন্য পেমেন্ট করা যাবে অনলাইনে। আধারকার্ড ছাড়াও যাত্রীদের সঙ্গে থাকতে হবে চলতি বছরের ২২ মার্চের মধ্যে চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট। ৪টি পাশপোর্ট সাইজের ছবি। বয়সের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। যাত্রায় অংশ নিতে পারবে না ১৩ বছরের নীচের কেউ। ৭৫ বছরের ঊর্ধ্বেও কেউ যেতে পারবেন না তুষারতীর্থ দর্শনে। যাত্রায় অংশ নিতে পারবেন না ছ সপ্তাহের বেশি গর্ভবতী কোনও মহিলাও।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share