Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফিরল শীতের আমেজ। ফের ১৬ এর ঘরে নামল তাপমাত্রা। শনিবার এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। আগামী দু’দিন ধরে এই তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

    ঠান্ডার আমেজ

    ডিসেম্বরের শহর, ক্যালেন্ডার বলছে শীতের সোয়েটার পরার সময় এসে গিয়েছে। শুরু হয়েছে পারদ পতনও। পয়লা তারিখে শীত উধাও হলেও সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা নেমেছে। গত ২৪ নভেম্বর ছিল মরশুমের প্রথম শীতলতম দিন, তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৫। তারপর আজ তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় শীতের আমেজ রয়েছে ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমেছে। কলকাতা লাগোয়া জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও শীতের আমেজ ভরপুর। ঠান্ডার আমেজ দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের দার্জিলিং। পাহাড় নগরীর তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৮ ডিগ্রির ঘরে। এরই পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরের আরও এক জেলা কালিম্পংও। আজ কালিম্পেঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দাপট বাড়াচ্ছে শীত।

    আরও পড়ুন: স্বাস্থ্যের পাশাপাশি মন ভালো রাখবে কোন কোন খাবার?

    আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকেও তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। শীত শীত ভাব থাকবে দিনের বেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সকাল, সন্ধে টের পাওয়া যাবে হালকা শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত শীতের এই ঝোড়ো ব্যাটিং থাকবে বলে আশাবাদী আওয়া অফিস। যদিও ১৫ ডিসেম্বরের আগে রাজ্যে স্থায়ী শীত নয়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ১৫ ডিসেম্বরের পর থেকে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TMC vs BJP: অশোভনীয় রাজনীতি! বিজেপিকে ঝাঁটা পেটা করার কথা তৃণমূল বিধায়কের মুখে

    TMC vs BJP: অশোভনীয় রাজনীতি! বিজেপিকে ঝাঁটা পেটা করার কথা তৃণমূল বিধায়কের মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য সভায় বিজেপিকে (BJP) হুঁশিয়ারি দিলেন বাগদার (Bagda) বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বিরোধী দলকে মর্যাদা না দিয়ে কুকথায় ভরিয়ে দিলেন বিধায়ক। সৌহার্দ্য ভুলে বিজেপিকে ঝাঁটাপেটা করার কথা বললেন বিশ্বজিৎ।

    কী বলল তৃণমূল

    পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক দলের হুমকি। বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ বললেন,‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন। রাজ্যে বিজেপিকে ঝাঁটাপেটা করা শুরু হবে বাগদা থেকেই। হিংসা ছড়ানোর চেষ্টা করলে ঠ্যাং খুলে হাতে ধরিয়ে দেবেন’। গত ২৩ নভেম্বর বাগদা ব্লকের বেয়াড়া বাজারে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সভা করেছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাহুল সিনহার পাল্টা সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস রাহুল সিনহাকে ‘অপদার্থ নেতা’ বলে কটাক্ষ করেন। 

    আরও পড়ুন: “শীতবস্ত্র বিলির কথাই ছিল না সেদিন”, ‘প্রমাণ’ দিয়ে মমতাকে মিথ্যেবাদী বললেন শুভেন্দু

    অন্যদিকে, বিজেপিকে সামাজিকভাবে বয়কটের ডাক দেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। ‘বিজেপি কাদার দল, অসামাজিক দল, দুষ্কৃতীদের আশ্রয় দেয়। সমাজকে বাঁচাতে হলে বিজেপিকেই বয়কট করতে হবে’, হুঙ্কার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। বিরোধীরা কু-মন্তব্য করলে জিভ ছিঁড়ে, স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর হুমকি দিলেন নিউ ব্যারাকপুরের বিলকান্দার তৃণমূল অঞ্চল সভাপতি সজল দাস। ভোটের মুখে দলীয় নেতার মন্তব্য নিয়ে অস্বস্তিতে তৃণমূল।     

    বিজেপির পাল্টা

    এ বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সহ সভাপতি অমৃতলাল বিশ্বাসের বক্তব্য, “আমরা চোরকে চোর বলেছি। শুধু আমরা নয়, বাংলার মানুষ চোর বলছেন। ভারতীয় জনতা পার্টি চোরকে চোর বলবে তাতে যার কিছু করার আছে করে নিক। আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ ওদেরই ঝাঁটা নিয়ে বিদায় করবেন, তৈরি থাকুন। আমরা অশালীন কথা বলতে অভ্যস্ত নই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

    FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

    মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি, বেলজিয়াম। প্রথম ম্যাচে জার্মানি, তৃতীয় ম্যাচে স্পেনকে হারিয়ে চলতি বিশ্বকাপে চমক দিল জাপান। ফুটবল বিশ্বে এশিয়ার দাপট দেখাতে নক আউট পর্যায়ে চলে গেল সূর্যোদয়ের দেশ জাপান।

    বিদায় জার্মানি

    এদিন বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে থাকতে হলে জেতা ছাড়া কোনও উপায় ছিল না জার্মানির। শুরুটা সে ভাবেই করেছিলেন থমাস মুলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো হয়ে গেল। পিছিয়ে পড়ে কোস্টারিকার বিরুদ্ধে জিতলেও শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের। গোল পার্থক্যে গ্রুপের তিন নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি। সেইসঙ্গে স্বপ্নভঙ্গ হল কোস্টারিকারও। জার্মানিকে হারাতে পারলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল তাদের। কারণ, গ্রুপের অন্য ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না কোস্টারিকা। পর পর তিনটে গোল করে ৪-২ ব্যবধানে জিতে গেল জার্মানি। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল কোস্টারিকারও।

    বেলজিয়াম কোচের পদত্যাগ

    এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বেলজিয়ামও। ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে থাকা দলের হার মেনে নিতে পারেননি দলের কোচ রবার্তো মার্তিনেস। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি কেভিন দ্য ব্রুইন, রোমেলো লুকাকুরা। অন্যদিকে ইতিহাস গড়ল জাপান। একই বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। গোল করলেন রিৎসু দোয়ান এবং আও তানাকা। স্পেনের একমাত্র গোল আলভারো মোরাতার।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    গতকালের ম্যাচের ফলাফল:

    ক্রোয়েশিয়া ০ : বেলজিয়াম ০

    কানাডা ১ : মরক্কো ২

    জাপান ২ : স্পেন ১

    জার্মানি ৪ : কোস্টারিকা ২

    আজকের ম্যাচ:

    দক্ষিণ কোরিয়া-পর্তুগাল (রাত সাড়ে ৮টা)

    ঘানা-উরুগুয়ে (রাত সাড়ে ৮টা)

    সার্বিয়া-সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ১২টা)

    ব্রাজিল-ক্যামেরুন (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    FIFA World Cup: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের প্রায় শেষ পর্যায়ে কাতার বিশ্বকাপ। বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। হেরেও প্রি কোয়ার্টারে উঠেছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডও। আজ, বৃহস্পতিবার নজরে থাকবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানি, স্পেন, জাপানের মতো দলগুলি।  একটি ম্যাচে জয় ও একটিতে হার মিলিয়ে বেলজিয়াম ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে। নকআউটে যেতে হলে ক্রোয়েশিয়াকে হারাতেই হবে তাদের। নজর থাকবে কানাডা-মরক্কো ম্যাচের দিকেও। কানাডাকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া মরক্কোর। জার্মানির কাছেও এটি মরণ বাঁচন ম্যাচ। জিততেই হবে তাঁদের।

    পেনাল্টি নষ্ট মেসির

    ম্যাচের ৩৮ মিনিটের মাথায়, পোল্যান্ড বক্সে শরীর শূন্যে ভাসিয়ে হেড করতে যান লিওনেল মেসি (Lionel Messi)। ফাউল করেন পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনে। পেনাল্টি দেন রেফারি। তবে বল সাজিয়ে তৈরি হয়েও গোল পেলেন না মেসি। তাঁর ডানদিকের শট ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ করলেন স্কেসন। গোটা স্টেডিয়াম তখন থমথমে। মেসিও হতাশ। সমর্থকদের আশঙ্কা, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে না তো আর্জেন্টিনাকে? আশ্বস্ত করলেন ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। দুজনই গোল করলেন দ্বিতীয়ার্ধে। পোল্যান্ডকে ২-০ গোলে চূর্ণ করে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল আর্জেন্টিনা (Argentina vs Poland)। গ্রুপ সি-র শীর্ষে থেকে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    এই ম্যাচ হেরেও নক আউটে পৌঁছে গেল পোল্যান্ড। অন্য ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। পোল্যান্ড ও মেক্সিকো, দুই দলেরই পয়েন্ট সমান (৪) হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় পরের রাউন্ডে গেলেন লেয়নডস্কিরা। শেষ ষোলোয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে তাঁরা।

    গতকালের ম্যাচের ফলাফল:

    তিউনিশিয়া ১ : ফ্রান্স ০

    অস্ট্রেলিয়া ১ : ডেনমার্ক ০

    পোল্যান্ড ০ : আর্জেন্টিনা ২

    সৌদি আরব ১ : মেক্সিকো ২

    আজকের ম্যাচ:

    ক্রোয়েশিয়া-বেলজিয়াম (রাত সাড়ে ৮টা)

    কানাডা-মরক্কো (রাত সাড়ে ৮টা)

    জাপান-স্পেন (রাত সাড়ে ১২টা)

    কোস্টারিকা-জার্মানি (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Partha Chatterjee: মিলল না জামিন, ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ-অর্পিতা

    Partha Chatterjee: মিলল না জামিন, ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ-অর্পিতা

    মাধ্যম নিউজ ডেস্ক:  নিয়োগ দুর্নীতি ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজতের মেয়াদ শেষে বুধবার ফের পিএমএলএ আদালতে (PMLA Court) পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। এদিনও ভার্চুয়ালি পেশ করা হয় তাঁদের। কিন্তু জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ।

    আদালতে সওয়াল-জবাব

    এদিন পার্থর আইনজীবীর তরফে জামিনের আবেদনই করা হয়নি। পার্থর হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সেলিম রহমান ও সুকন্যা ভট্টাচার্য। তাঁরা বলেন, ‘কোর্ট অর্ডার অনুযায়ী আমাদের উদ্ধার হওয়া নথির স্ক্যান কপির একটি সিডি দেওয়া হয়েছে। সব নথির স্ক্যান কপি দেওয়া হয়নি।’ তাঁরা দাবি করেন, এই গ্রেফতারি অনৈতিক। তদন্তে কোনও অগ্রগতি নেই। একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী এদিন বিচারকের সামনে জানান, চার্জশিট জমা হওয়ার অর্থ এই নয় যে তিনি এই অপরাধে অপরাধী। তাঁরা আর্জি জানান, ইডির আবেদন খারিজ করা হোক। কার্যত একই অভিযোগ করেন অর্পিতার আইনজীবী। ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘‘নথির কোন কোন জায়গা অস্পষ্ট, তা জানালে সেই সব অংশ ফের তুলে দেওয়া হবে।’’ইডি-র তরফে দাবি করা হয়, এখনও পর্যন্ত পার্থ ও অর্পিতা এবং তাঁদের আত্মীয়দের প্রায় ১০৩ কোটি টাকার হদিস পাওয়া গিয়েছে। বিচারক শুভেন্দু সাহা শুনানি শেষে পার্থ ও অর্পিতাকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তাঁদের আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে।

    আরও পড়ুন: বেসরকারি কলেজে অনুমোদন থেকে কোটি কোটি টাকা লেনদেন, পার্থর বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি

    দুর্নীতিতে আর্থিক লেনদেন

     আদালতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে ইডি। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক বেসরকারি ল কলেজ এবং ফার্মা কলেজের অনুমোদন দেওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই কোটি কোটি টাকা কোথায় রাখা হয়েছে তার হদিশ জানতে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখা জরুরি বলেও দাবি করেছেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি করা হয়েছে,অনলাইনে পড়ুয়া ভর্তি করতে বেসরকারি বিএড ও ডিইএলএড কলেজ থেকে যেমন কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল, একই ভাবে টাকা নেওয়া হয় বেসরকারি আইন এবং ফার্মাসি কলেজের ক্ষেত্রেও। দু’টি ক্ষেত্রেই ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগের তির রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পরিষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের দিকে। প্রাথমিক টেট দুর্নীতিতে ইডি-র মামলায় মানিক এখন জেলে আছেন। তদন্তকারীদের দাবি, তাঁকে জেরা করেই এই তথ্য পাওয়া গিয়েছে এবং মানিকের বয়ান অনুযায়ী তাতে পার্থও জড়িত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • INDIA vs NEW ZEALAND:  হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    INDIA vs NEW ZEALAND: হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া (India vs New Zealand)। ফল ১-০। তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। চাপে পড়ে গিয়েছিলেন শিখর ধাওয়ানের দল। অনেকেই মনে করেছিলেন, বুধবার অকল্যান্ড পার্কে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবে ভারত।

    ভারতের ব্যাট

    টিম ইন্ডিয়া (India vs New Zealand) প্রথম ব্যাট করে ৪৭.৩ ওভারে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়। এদিন পুরো ৫০ ওভার খেলতেই পারল না ভারতের বড় বড় ব্যাটসম্যানরা। শুরুটা ভালো হয়নি। ওপেনার ধাওয়ান (২৮) ও শুভমান গিল (১৩) দ্রুত সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর সংগ্রহ ৪৯। তবে হতাশ করলেন ঋশভ পন্থ। মাত্র ১০ রান করেই মাঠ ছাড়েন তিনি। সূর্য কুমার যাদব (৬), দীপক হুডা (১২) নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্রমাগত উইকেট পতনের ফলে ভারতের রানের গতি মন্থর হয়ে পড়ে। ৬৪ বলে ওয়াশিংটন সুন্দর অনবদ্য ৫১ রান না করলে টিম ইন্ডিয়ার লজ্জা আরও বাড়ত।

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    সিরিজ জয়ের গন্ধ

    টার্গেট কঠিন না হওয়ায় সিরিজ জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা বেশ ভালই হয় কিউইদের। ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৯৭ রান যোগ করে জয়ের আশা জাগিয়ে তোলেন। সব দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। ফিন ৫৭ রানে উমরান মালিকের বলে আউট হন। কিউইদের স্কোর যখন ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ তখন বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা চালু করা যায়নি। ম্যাচটি ভেস্তে যায়। নিউজিল্যান্ড ১-০ তে একদিনের সিরিজ জিতে যায়। পরের বছর দেশের মাটিতে হবে ৫০-৫০ বিশ্বকাপ। এই সফর ছিল তারই প্রস্তুতির অঙ্গ। কিন্তু টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সে বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ ধাক্কা লাগল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sealdah: ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা! অল্পের জন্য এড়ানো গেল বড় বিপদ

    Sealdah: ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা! অল্পের জন্য এড়ানো গেল বড় বিপদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বুধবার দুপুরে কারশেডমুখী একটি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের পাশাপাশি ধাক্কা লাগে। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহের বেশ কয়েকটি শাখার রেল পরিষেবা। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। বহু ট্রেন দেরিতে চলে। প্রাথমিক তদন্তের পর সাসপেন্ড করা হয় শিয়ালদহে কারশেডগামী লোকাল ট্রেনের চালককে। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর ভুলেই বুধবার সকালে দুটি ট্রেনের ধাক্কা লাগে। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক তদন্তে উঠে এসেছে সিগন্যালিং ব্যবস্থা বা রুট রিলে ইন্টারলকিংয়ে কোনও সমস্যা ছিল না। কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিলেন। সেই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থা হিসেবে তাই ওই চালককে সাসপেন্ড করা হয়েছে।’

    আরও পড়ুন: “কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার”, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    পাশাপাশি দুটি ট্রেনে ধাক্কা

    রেল সূত্রে খবর, একটি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে কারশেডের দিকে যাচ্ছিল, আর একটি ট্রেন কারশেড থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। দ্বিতীয় ট্রেনটি ছিল রানাঘাট লোকাল, তাতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। পাশাপাশি লাইনে থাকা দুটি ট্রেনের একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। জানা যাচ্ছে, যে ট্রেনটি কারশেডের দিকে যাচ্ছিল, তাতে কোনও যাত্রী ছিলেন না। আচমকাই রেলের লাইন থেকে রানাঘাট লোকালের চাকা বেরিয়ে পাশের লাইনের দিকে চলে যায়। ধাক্কা লাগে ফাঁকা ট্রেনের সঙ্গে। দুটি ট্রেনই দাঁড়িয়ে পড়ে। 

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

    আতঙ্কিত যাত্রীরা

    এই ঘটনায় যাত্রীদের আঘাত লাগেনি। ট্রেন থেকে সঙ্গে সঙ্গে তাঁদের নামানোর ব্যবস্থা করা হয়। তবে এভাবে লাইন থেকে চাকা বেরিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় যাত্রীরা ভয় পেয়ছেন। শিয়ালদহ থেকে প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। ট্রেন এভাবে লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। ট্রেন বাতিল এবং দেরিতে চলার জন্য ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। শিয়ালদহ থেকে বিভিন্ন শাখায় যাওয়ার বহু ট্রেন গন্তব্যের আগেই আটকে পড়ে। আবার শিয়ালদহে ঢোকার মুখেও থমকে যায় বেশ কিছু ট্রেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rahul Gandhi: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে অভিযোগ বিজেপির

    Rahul Gandhi: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে অভিযোগ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীরা মধ্যপ্রদেশের খারগোনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে, অভিযোগ বিজেপির। এই অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশের কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পীযূষ বাবেলে এবং আইটি প্রধান অভয় তিওয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বিজেপির অভিযোগ

    দলের রাজ্য মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী এবং রাজ্যের সহ-মিডিয়া ইনচার্জ নরেন্দ্র শিবাজি প্যাটেল ক্রাইম ব্রাঞ্চের কাছে যে অভিযোগ করেছেন, তাতে বলা হয়েছে যে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কমলনাথ এবং সমগ্র কংগ্রেস দল ভারত জোড়ো যাত্রার ছদ্মবেশে দেশ বিরোধী ক্রিয়াকলাপ সংগঠিত করেছে। বিজেপি নেতাদের অভিযোগ, দেশের শান্তি বিঘ্নিত করতে এই যাত্রায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপি নেতাদের এই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত এর আগে, ছত্তিসগড় কংগ্রেসের একজন কর্মী অ্যাডভোকেট অঙ্কিত মিশ্র মধ্যপ্রদেশের পদ্ম শিবিরের এক নেতা লোকেশ পরাশরের বিরুদ্ধে রায়পুরের সিভিল লাইন থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, মধ্যপ্রদেশের ভারত জোড়ো যাত্রার সময় উত্থাপিত ‘পাকিস্তানপন্থী’ স্লোগানের একটি ভুল ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও ছড়াতে পারেন লোকেশ। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন: দারিদ্রের বিরুদ্ধে প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত, প্রযুক্তি সম্মেলনে বললেন মোদি

    ভারত জোড়ো যাত্রা

    গত সেপ্টেম্বর মাসে তামিলনাড়ু থেকে শুরু হয়েছে রাহুলের এই ‘ভারত জোড়ো যাত্রা’। ইতিমধ্যেই সেই যাত্রা হয়েছে ৭ রাজ্যের ৩৪টি জেলায়। আগামী জানুয়ারিতে শেষ হবে ওই কর্মসূচি। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই ভারত জোড়ো  যাত্রা ২৩ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করেছে। ১২ দিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরবে কংগ্রেসের এই মিছিল। সেখান থেকে রাজস্থানে প্রবেশ করবে ‘ভারত জোড়ো যাত্রা’। তবে রাহুল গান্ধীর এই কর্মসূচিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, যে সমাবেশ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওঠে তাকে দেশ বিরোধী আখ্যা দেওয়াই শ্রেয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ODI World Cup: ক্রীড়াক্ষেত্রে ভারত বড় শক্তি, কেউ এড়িয়ে যেতে পারবে না! রামিজকে পাল্টা অনুরাগ ঠাকুরের

    ODI World Cup: ক্রীড়াক্ষেত্রে ভারত বড় শক্তি, কেউ এড়িয়ে যেতে পারবে না! রামিজকে পাল্টা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপ (ODI World Cup) ক্রিকেটকে বয়কটের কথা বলেছিলেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তারই পাল্টা দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বিশ্ব ক্রিকেটে বড় শক্তি ভারত। আইসিসির অর্থনৈতিক ভিত্তিও বটে। তাই ভারতে বিশ্বকাপের আসর বসবেই। আর সব দলকেই এখানে খেলতে আসতে হবে, বলে জানান অনুরাগ।

    বড় শক্তি ভারত

    সম্প্রতি এক সাক্ষাতকারে প্রাক্তন পাক ক্রিকেটার তথা পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছিলেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে পাকিস্তান কেন ভারতে যাবে? পাক বোর্ডের প্রধান বলেন,  “পাকিস্তান যদি ভারতে গিয়ে পরের বছর বিশ্বকাপ (ODI World Cup) না খেলে তা হলে কেউ সেটা দেখবে? আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলেই আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ করতে পারে ওরা।” এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। বিশ্বে খেলার দিক থেকে ভারত বড় শক্তি এবং কেউ এটাকে এড়িয়ে যেতে পারবে না।’ এই এশিয়া কাপ ইস্যুতে আগেও মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘BCCI পাকিস্তানের ব্ল্যাকমেল চিঠির যথাযথ উত্তর দেবে এবং ওডিআই বিশ্বকাপ অবশ্যই ভারতে আয়োজিত হবে এবং এখানে সব দেশ খেলবে।’

    আরও পড়ুন: কোকেন আসক্তি থেকে রিহ্যাবের ভয়াবহতা, আত্মজীবনীতে ‘খুল্লমখুল্লা’ আক্রম

    ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

    ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান, কিন্তু ভারত জানিয়ে দিয়েছে তারা খেলতে পাকিস্তানে যাবে না। তারবদলে নিরপেক্ষ ভেনুতে হবে ম্যাচ। এরপর পাকিস্তান শিবির থেকে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ (ODI World Cup) বয়কটের দাবি তোলা হয়। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে বড় ভূমিকা রয়েছে দুই দেশের সরকারের। কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে দুই দেশের ক্রিকেট সম্পর্ক। সেই কারণেই দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। দেখা হয় শুধু আইসিসি টুর্নামেন্টগুলিতে। ইতিমধ্যেই ভারতীয় বোর্ড সচিব জয় শাহ কিছু দিন আগে বলেছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। প্রতিযোগিতা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mumbai Terror Attack: আজ মুম্বই হামলার ১৪ বছর! নিহতদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী

    Mumbai Terror Attack: আজ মুম্বই হামলার ১৪ বছর! নিহতদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলার (Mumbai Attack) আজ ১৪তম বছর। ২৬/১১-য় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি-সহ বহু নেতারা। 

    নিহতদের স্মরণে ট্যুইট

    ২০০৮ সালে আজকের দিনেই দেশের বাণিজ্য নগরে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ১০ জঙ্গি শহরের বিভিন্ন প্রান্তে বোমা-গুলি ও বন্দুক নিয়ে নাশকতা চালায়। প্রাণ হারান ১৬৬ জন নিরীহ মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। জখম হন ৩০০-র বেশি মানুষ। বিশ্বের বহু দেশ এই ঘটনার তীব্র নিন্দা করে।

    মুম্বই হামলার এই ঘটনার পর কেটে গিয়েছে ১৪টা বছর। কিন্তু, তার ভয়বহতা এখনও পিছু ছাড়েনি। সেই দিন যাঁরা ডিউটিতে থাকাকালীন প্রাণ দিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। তাঁর তরফে ট্যুইটারে লেখা হয়েছে, ‘সেদিন আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে গোটা দেশ। তাঁদের পরিবারের অশেষ যন্ত্রণা আমরা অনুভব করতে পারি। বীরত্বের সঙ্গে যে সব নিরাপত্তারক্ষী লড়াই করেছিলেন এবং কর্তব্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের সম্মান জানায় গোটা দেশ।’

    ট্যুইটারে বিদেশমন্ত্রী লিখলেন, ‘মানবতার পক্ষে বিপজ্জনক সন্ত্রাসবাদ। আজ ২৬/১১-য় নিহতদের স্মরণে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। যারা এই হামলার পরিকল্পনা ও তদারকি করেছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। গোটা বিশ্বে যারা জঙ্গি হামলার শিকার হয়েছেন, এটা তাঁদের কাছে আমাদের ঋণ।’

    ট্যুইট করে শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দিতে তিনি লেখেন, “মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের হারায় দেশ। আমাদের সাহসী জওয়ানরা প্রত্যেককে নিরাপত্তা দিতে গিয়ে তাঁদের প্রাণ হারান। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। যাঁরা কাছের মানুষকে হারানোর মতো অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।”

     

     

     

LinkedIn
Share