Category: পড়াশোনা

Get updated Education and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক:  আর পৃথক পৃথক পরীক্ষা নয়। এবার জেইই (JEE Main) এবং নীট (NEET) সংযুক্ত করার পথে ইউজিসি (UGC)। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তাব দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ভবিষ্যতে ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট’ (CUET UG) বা কুয়েট পরীক্ষার আওতাতেই এই সমস্ত এন্ট্রান্সকে আনতে চাইছে ইউজিসি।  

    ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার (M Jagdesh Kumar) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনটি এন্ট্রান্স পরীক্ষায় আলাদা আলাদা চারটি বিষয়ে (অঙ্ক, পদার্থবিদ্যা, বায়োলজি, রসায়ন) পরীক্ষা না নিয়ে, যাতে একটি সামগ্রিক পরীক্ষা নেওয়া যায়, সেই ভাবনা চিন্তা করা হচ্ছে।  বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষাবিদ তথা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি কমিটি তৈরির চেষ্টাও করা হচ্ছে।

    আরও পড়ুন: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত
     
    জগদেশ কুমার বলেন, “যাতে একাধিক পরীক্ষা পড়ুয়াদের দিতে না হয়, তার জন্যই একটি সাধারণ এন্ট্রান্সের ভাবনা নেওয়া হয়েছে। এর ফলে একবার প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। এন্ট্রান্স পরীক্ষা হবে একটি, আর তা থেকে পড়াশোনার সুযোগ হবে অনেকদিকে। এমন ভাবনা নিয়ে এগোচ্ছে ইউজিসি।”   

    প্রসঙ্গত, জেইই (মেইনস) এ পড়ুয়াদের যে বিষয়গুলিতে পরীক্ষা দিতে হয় সেগুলি হল, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক। নীট (ইউজি) তে অঙ্কের জায়গায় থাকে বায়োলজি। কুয়েট (ইউজিসি)- তে ৬১ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এই সব বিষয়ও থাকে তাতে। ইউজিসির বক্তব্য, তারা চায় না যে পড়ুয়ারা একাধিক পরীক্ষার চাপ নিক। তাইই এই সরলীকরণ।

    আরও পড়ুন: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি     

    আগামী দিনের পরীক্ষা কীভাবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হলে, এম জগদেশ কুমার বলেন, “আগামী দিনে মাল্টিপল চয়েস ধর্মী পরীক্ষা হতে পারে কম্পিউটারের মাধ্যমে। কারণ ওএমআর নির্ভর পরীক্ষায় বিভিন্ন সমস্যা হচ্ছে। মূল্যায়ণের যথার্থতা নিয়েও থাকছে প্রশ্ন। সেই দিক থেকে পাল্টাতে পারে প্রশ্নপত্রের ধরণ।”

    এবছর সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

  • Vladimir Putin: মিত্র দেশগুলিকে অত্যাধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

    Vladimir Putin: মিত্র দেশগুলিকে অত্যাধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: মিত্র দেশগুলিকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করবে রাশিয়া। মস্কোয় বার্ষিক অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে এভাবেই মিত্র দেশগুলিকে বন্ধুত্বের বার্তা দিলেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর কথায়, রাশিয়া সবসময় সার্বভৌম ও স্বাধীন উন্নয়নের পথ বেছে নিয়েছে। এরপরই তিনি জানান, কামান, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সহ সকল অত্যাধুনিক অস্ত্রকে (Advanced Weapons) মিত্র দেশ ও অংশিদারীদের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত রাশিয়া। পাশাপাশি, প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন, রাশিয়া (Russia) বিশ্বব্যাপী আধুনিক অস্ত্র রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর ক্রমশ এই প্রভাব আরও বাড়ছে। সোমবার পিয়ংইয়ংয়ের মুক্তি দিবস উপলক্ষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে চিঠি লিখে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার কথাও বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    আরও পড়ুন: ভারত নিজের অধিকারেই বিশ্বে সম্মানিত, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় পুতিন   

    গত ফেব্রুয়ারি ইউক্রেন- রাশিয়া যুদ্ধ অব্যহত। এই যুদ্ধে পাশে থাকার জন্যে বন্ধু দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। একই সঙ্গে ঘোষণা করেন, মিত্র দেশগুলিকে সব রকম সামরিক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া।  

    সোমবার ছিল রাশিয়ার বার্ষিক অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠান। রাজধানী মস্কোয় সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পুতিন জানান, বিশ্বজুড়ে অস্ত্র রফতানি ক্ষেত্রে ক্রমশ রাশিয়ার প্রভাব বাড়ছে। এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নিজের দেশের সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। মিত্র দেশগুলির উদ্দেশ্যে বলেন, “আমাদের সমর্থনের জন্য মিত্র দেশগুলিকে ধন্যবাদ।” যদিও রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে পশ্চিমের দেশগুলির ব্যাপক রোষানলের মুখে পড়ে রাশিয়া। কিন্তু তারপরেও যুদ্ধ চালিয়ে যায় তারা।

    আরও পড়ুন: পুতিনের হাতে মাত্র দুবছর! দাবি ইউক্রেনের গোয়েন্দা প্রধানের     

    এ নিয়ে পুতিন বলেন,  “আমাদের অনেক প্রতিবেশী এবং মিত্র দেশ রয়েছে। তারা আমাদের নিয়ে চিন্তাভাবনা করে। আমি তাদের ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “মস্কো একটি সার্বভৌম এবং স্বাধীন উন্নয়নের পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে আঞ্চলিক সমস্যা সমাধানে পদক্ষেপ করে এসেছে।”    

  • GATE 2023: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের 

    GATE 2023: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের 

    মাধ্যম নিউজ ডেস্ক: গেট ২০২৩ পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি কানপুর। স্নাতকোত্তর কোর্স (মাস্টার্স/ ডক্টরেট), সরকারি স্কলারশিপ, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচারে অ্যাসিসট্যান্টশিপ এছাড়া সায়েন্স, কমার্সের বিভিন্ন শাখায় পড়ার সুযোগ পাওয়া যাবে এই গেট পরীক্ষায় পাশ করার পরে। এছাড়া বিভিন্ন সরকারি চাকরির নিয়োগেও গেট পরীক্ষার নম্বরকে মান্যতা দেওয়া হয়ে থাকে। 
    দেশে বেছে বেছে কিছু শহরে নেওয়া হবে এই পরীক্ষা। এই ক্ষেত্রে গোটা দেশকে আটটি জোনে ভাগ করা হয়েছে। 

    আরও পড়ুন: পড়ুয়ারা পড়বে দেশের সেনা জওয়ানদের বীরত্বের কাহিনী, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 

    যে শাখাগুলিতে পরীক্ষা নেওয়া হবে সুগুলি হল, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়োরমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইকোলজি অ্যান্ড ইভোলিউশন, জিওম্যাটিক ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথেমেটিক্স, মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, টেক্টাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    আবেদন পত্র জমা নেওয়ার তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২২ সালের ৩০ অগাস্ট, শেষ হবে ২০২২ সালের ৭ অক্টোবর। 

    GATE পরীক্ষায় (GATE 2022) সফল প্রার্থীরা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে MTech কোর্স করার সুযোগ পান। শুধু তা-ই নয়, দেশের কিছু নামকরা কোম্পানি তাদের GATE স্কোরের (PSU চাকরি) ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে। 

    চলতি বছর গেট ২০২২ পরীক্ষার আয়োজনের দ্বায়িত্বে ছিল আইআইটি খড়গপুর। তাই, গেট পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নও আইআইটি খড়গপুর থেকে প্রকাশ করা হয়েছিল। এবার তা প্রকাশ করবে আইআইটি কানপুর (IIT Kanpur)। 

     

     

  • IIT Madras: সর্বাধিক প্লেসমেন্ট অফার পেয়ে রেকর্ড মাদ্রাজ আইআইটির, সর্বোচ্চ বেতন জানেন কত?

    IIT Madras: সর্বাধিক প্লেসমেন্ট অফার পেয়ে রেকর্ড মাদ্রাজ আইআইটির, সর্বোচ্চ বেতন জানেন কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়ুয়াদের চাকরি পাওয়ার বিষয়ে এক নতুন রেকর্ড গড়ে তুলল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (​IIT Madras)। অর্থাৎ এবারের প্লেসমেন্টে সর্বাধিক সংখ্যায় চাকরি পেয়েছেন এই প্রতিষ্ঠানের  পড়ুয়ারা। অন্যদিকে বেতনের ক্ষেত্রেও রেকর্ড গড়ে তুলেছে আইআইটি মাদ্রাজ । বার্ষিক বেতনের সংখ্যা শুনলে আপনি চমকে যেতে বাধ্য হবেন।

    ২০২১-২২ ক্যাম্পাস প্লেসমেন্টের বিচারে এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৮০টি সংস্থা নিজেদের জন্য কর্মী সিলেক্ট করেছে। প্লেসমেন্টের প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ১১৯৯ জন চাকরি পেয়েছেন। এছাড়াও, গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ থেকে ২৩১টি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) দেওয়া হয়েছে, যার ফলে মোট চাকরি  প্রাপ্ত পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩০-এ। ২০১৮-২০১৯ সালেও ১১৫১ জন চাকরি পেয়ে রেকর্ড গড়ে তুলেছিল। কিন্তু এবারে আগের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই সংস্থার পড়ুয়ারা।

    আরও পড়ুন: স্কুলে যাতায়াতের মাধ্যম কী হওয়া উচিৎ? সমীক্ষা চালাল আইআইটি খড়গপুর

    আরও জানা গিয়েছে ১৪ টি সংস্থা থেকে ৪৫ টি আন্তর্জাতিক চাকরির অফার দেওয়া হয়েছে, আর এই ক্ষেত্রেও এই সংখ্যা সর্বোচ্চ। আবার ১৯৯ টি চাকরি দেওয়ার কথা বলেছে ১৩১ টি স্টার্ট আপ সংস্থা। এছাড়া প্রতিষ্ঠানের মোট ৬১ জন এমবিএ পড়ুয়াও চাকরি পেয়েছেন এই বছরেই। এই প্রতিষ্ঠানের যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ৮০ শতাংশ পড়ুয়াই চাকরি পেয়েছেন এবছর।

    এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা চাকরি তো পেয়েছেন তবে এর পাশাপাশি তাদের বেতন শুনলেও আপনাদের চমকে যেতে হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে গড়ে প্রতি পড়ুয়ার বেতন ২১ লক্ষ ৪৮ হাজার টাকা। এর মধ্যে এক পড়ুয়ার সর্বোচ্চ বেতনের পরিমাণ দাঁড়িয়েছে, রেকর্ড ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার,  যা ভারতীয় মূল্যে বার্ষিক ১ কোটি ৯৮ লক্ষ টাকা।

    আরও পড়ুন: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    পড়ুয়াদের সাফল্য দেখে আইআইটি মাদ্রাজের প্লেসমেন্টের বিদায়ী পরামর্শক সিএস শঙ্কর রাম (Prof CS Shankar Ram) বলেছেন, ‘‘এই প্লেসমেন্ট দেখে এই প্রমাণিত হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান কতটা ও কীভাবে পড়ুয়াদের তৈরি করে। আমরা আনন্দিত যে আমাদের ছাত্ররা ২০২১-২২-এর শিক্ষাবর্ষে অত্যন্ত ভাল ফল করেছে ও প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পরিমাণে চাকরির অফার এসেছে।’’ তিনি পরে প্রতিষ্ঠানের প্লেসমেন্ট টিমকে তাদের চেষ্টার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে Glean, Micron Technologies, Honda R&D, Cohesity, Da Vinci Derivatives, Accenture Japan, Hilabs Inc., Quantbox Research, MediaTek, Money Forward, Rubrik, Termgrid এবং Uber এইসব সংস্থা থেকে আন্তর্জাতিক অফার এসেছে।

  • UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত

    UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: পিছিয়ে গেল ইউজিসি নেট (UGC-NET) পরীক্ষার দ্বিতীয় পর্ব। সোমবার (৮ অগস্ট) পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, “পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অগাস্টে নেটের দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হবে না। বদলে এই পরীক্ষা নেওয়া হবে ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এর আগে ১২ থেকে ১৪ অগস্টের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।”  

    আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি
     
    এদিন ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার (UGC Chairman M Jagdesh Kumar) ট্যুইটে লেখেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গত ২০২২ সালের ৯, ১১ এবং ১২ জুলাই, সারা দেশের ২২৫টি শহরের ৩১০টি পরীক্ষা কেন্দ্রে ৩৩টি বিষয়ের একত্রিতভাবে ইউজিসি-নেট প্রথম পর্বের পরীক্ষা নিয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা আগে ২০২২ সালের ১২, ১৩ এবং ১৪ অগাস্টে হওয়ার কথা ছিল। তবে, এখন ইউজিসি-নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২-এর একত্রিত চূড়ান্ত পর্বের পরীক্ষা ২০২২ সালের ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে নির্ধারণ করা হয়েছে। ৬৪টি বিষয়ে নেওয়া হবে পরীক্ষা।”   

    আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? 

    • ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে ইউজিসি নেটের সরকারি ওয়েবসাইট, ugcnet.nta.nic.in -এ যান। 
    • হোম পেজের নিচের দিকে ‘ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটিস’ বলে একটি বিভাগ রয়েছে, তার মধ্যে থাকা ইউজিসি নেট অ্যাডমিট কার্ড লেখা লিঙ্কে ক্লিক করুন। 
    • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করুন। তাহলেই ইউসিজি নেট ২০২২-এর অ্যাডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে।
    • সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্টআউট নিয়ে রাখুন।   

     

     

     

  • JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

    JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স মেইনের সিজন ২ (JEE Main Session 2) -এর ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ফলাফল দেখা যাবে  এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ। পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের তাদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরের (Registration Number) প্রয়োজন হবে।

    আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    এই বছর জেইই মেইন সেশন ২ এর পরীক্ষা শুরু হয়েছিল ২৫ শে জুলাই এবং শেষ হয়েছে ৩০ শে জুলাই। প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন ২০২২ সেশন ২ এর উত্তরপত্র (Answar Key) ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করেছে। রবিবার ৭ অগাস্ট সকাল ১০টায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে এনটিএ। ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন স্কোর কার্ডও। 

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    কী করে ডাউনলোড করবেন স্কোর কার্ড  

    • প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান।
    • হোমপেজে ‘ JEE মেইন ফলাফল সেশন২’ লিঙ্কে ক্লিক করুন।
    • জন্মের তারিখ ও  অ্যাপ্লিকেশন নং দিয়ে লগইন করুন।
    • আরও পড়ুন: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি
      এরপর সাবমিটে বাটনে ক্লিক করুন।
    • আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 
    • ফলাফল এবং স্কোরকার্ড ভালো করে পরীক্ষা করুন।
    • প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য।

    আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি 

    ফল দেখতে কী তথ্য প্রয়োজন?

    • অ্যাপ্লিকেশন নম্বর
    • জন্মের তারিখ
    • পাসওয়ার্ড 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

     

     

  • CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার আন্ডার গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় সাধারণ প্রবেশিকা পরীক্ষার ফেজ ২ (CUET UG Phase 2) -এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। cuet.samarth.ac.in – এই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে লগইন করলেই হল টিকিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। কুয়েট ফেজ ২ পরীক্ষা শুরু হবে ৪ অগাস্ট এবং শেষ হবে ২০ অগাস্ট। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি 

    কী কী তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে?

    পরীক্ষার্থীর নাম, ছবি, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডে যে নিয়ম মালা দেওয়া আছে, তা ভালো করে পড়ে নিতে হবে পরীক্ষার্থীকে। 

    যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বেছেছেন, তাঁদের দুটি স্লটে নেওয়া হবে পরীক্ষা। এই দ্বিতীয় ফেজের জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৬.৮ লক্ষ পড়ুয়া। 

    আরও পড়ুন: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট 

    পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে  কী কী বিষয় মাথায় রাখতে হবে? 

    পরীক্ষার ২ ঘণ্টা  আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে। 

    অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া থাকবে সেই সময়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তার আগে বা পরে না। 

    গেট বন্ধ হওয়ার পরে আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

    অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিজের সই করে নিয়ে যেতে হবে। 

    একটি আইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। 

    আরও পড়ুন: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    কী নিয়ে যাওয়া যাবে, কী নেওয়া যাবে না?

    স্বচ্ছ জলের বোতল, স্যানিটাইজার এবং বল পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট। 

    একটি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে সঙ্গে। 

    নিজের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে মাস্ক। 

     

  • CUET PG Schedule: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি

    CUET PG Schedule: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (পিজি) এর পরীক্ষার দিন ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়ার জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। কুয়েট (CUET PG 2022) পরীক্ষার দিনক্ষণ ট্যুইট করে জানিয়েছেন ইউজিসির চেয়্যারম্যান (UGC Chairman) এম জগদেশ কুমার (M Jagdesh Kumar)। 

    আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

     

    এম জগদেশ কুমার জানিয়েছেন, সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। তিনি আরও জানান,  পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে শহর ভিত্তিক অগ্রিম তথ্য ও পরীক্ষার অ্যাডমিট কার্ড সম্পর্কে আগামী দিনে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। 

     

    এদিকে কুয়েট স্নাতকস্তরের পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪,৫,৬ অগাস্ট রয়েছে স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষা। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

     

     

  • CAT 2022 Notification: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট

    CAT 2022 Notification: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন অ্যাডমিশন টেস্টের (Common Admission Test) বিজ্ঞপ্তি (Notification) জারি হয়েছে গত রোববার, ৩১ জুলাই। পরীক্ষার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে ৩ অগাস্ট সকাল ১০টা থেকে। iimcat.ac.in – এই লিঙ্কে গিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা অবধি করা যাবে রেজিস্ট্রেশন। ক্যাট (CAT) পরীক্ষার আবেদনের ফি আগের থেকে সামান্য বেড়েছে। ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন নতুন আবেদন ফি। 

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    আগামী ২৭ নভেম্বর কম্পিটার বেসড ক্যাট পরীক্ষা নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (Indian Institute of Management) কর্তৃপক্ষ। তিনটি সেশনে নেওয়া হবে পরীক্ষাটি। দেশজুড়ে মোট ১৫০ শহরে নেওয়া হবে পরীক্ষা। নিজেদের সুবিধে মতো ৬টি শহর পছন্দ করতে পারবেন আবেদনকারীরা। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ২৭ অক্টোবর।

    এক নজরে দেখে নিন ক্যাট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ দিনগুলো

    আরও পড়ুন: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত  

    ক্যাট বিজ্ঞপ্তি: ৩১ জুলাই, ২০২২

    রেজিস্ট্রেশন শুরু: ৩ অগাস্ট, ২০২২

    রেজিস্ট্রেশন শেষ: ১৪ সেপ্টেম্বর, ২০২২

    আরও পড়ুন: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী

    অ্যাডমিট কার্ড: ২৭ অক্টোবর, ২০২২

    পরীক্ষা: ২৭ নভেম্বর, ২০২২ 

    আবেদন ফি: সাধারণদের জন্যে এবার পরীক্ষায় বসতে ২৩০০ টাকা দিতে হবে। আগে এই ফি ছিল ১৯০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের জন্যে এবছরের আবেদন ফি ১৫০০ টাকা। আগের বার ছিল ৯৫০ টাকা।

    আরও পড়ুন: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি 

    যোগ্যতা:  ক্যাট পরীক্ষায় বসতে আবেদনকারীর স্নাতক ডিগ্রিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে অন্তত ৪৫% নম্বর। 

    প্রশ্নপত্র: তিনটি ভাগে বিভক্ত থাকবে প্রশ্নপত্র। ভার্বাল এবিলিটি এবং রিডিং কম্প্রিহেনশন, ডেটা ইন্টারপ্রিটেশন এবং লজিস্টিক রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউট। 

  • CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। cbse.gov.in এবং cbseresults.nic.in  এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। গতকাল থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির টার্ম -২ -এর রেজাল্ট রিচেকিং বা রিভ্যালুয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা তাদের টার্ম ২ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপির জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। যেসব পড়ুয়ারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা রিচেকিং-এর জন্য আবেদন করতে পারবে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রিভ্যালুয়েশনের আবেদন করতে গেলে পড়ুয়াদের রোল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর লাগবে। যেসব পড়ুয়ারা রিচেকের জন্য আবেদন করবে তারাই একমাত্র উত্তরপত্রের স্ক্যানকপির জন্য আবেদন করতে পারবে।

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং-এর জন্য প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ও উত্তরপত্রের ফটোকপির জন্য ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবার দশম শ্রেণির উত্তরপত্রের ফটোকপির জন্য ৫০০ করে ধার্য করা হয়েছে।

    কীভাবে রিচেক বা রিভ্যালুয়েশন-এর জন্য অ্যাপ্লাই করবেন?

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in. -এ যান।
    • হোমপেজে গিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির টার্ম ২ রিভ্যালুয়েশনের লিঙ্গে ক্লিক করুন।
    • এরপর শ্রেণি বেছে নিয়ে রেল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর দিয়ে এন্টার করুন।
    • এবারে ‘প্রসিড’ -এ ক্লিক করুন।
    • যে সাবজেক্ট রিচেক করতে চান সেই পেপার বেছে নিন ও তার জন্য ধার্য করা  ফি দিয়ে দিন।

    আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১%

     

LinkedIn
Share