Category: পড়াশোনা

Get updated Education and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    CUET Phase 2: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার আন্ডার গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় সাধারণ প্রবেশিকা পরীক্ষার ফেজ ২ (CUET UG Phase 2) -এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। cuet.samarth.ac.in – এই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে লগইন করলেই হল টিকিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। কুয়েট ফেজ ২ পরীক্ষা শুরু হবে ৪ অগাস্ট এবং শেষ হবে ২০ অগাস্ট। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি 

    কী কী তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে?

    পরীক্ষার্থীর নাম, ছবি, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডে যে নিয়ম মালা দেওয়া আছে, তা ভালো করে পড়ে নিতে হবে পরীক্ষার্থীকে। 

    যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বেছেছেন, তাঁদের দুটি স্লটে নেওয়া হবে পরীক্ষা। এই দ্বিতীয় ফেজের জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৬.৮ লক্ষ পড়ুয়া। 

    আরও পড়ুন: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট 

    পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে  কী কী বিষয় মাথায় রাখতে হবে? 

    পরীক্ষার ২ ঘণ্টা  আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে। 

    অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া থাকবে সেই সময়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তার আগে বা পরে না। 

    গেট বন্ধ হওয়ার পরে আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

    অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিজের সই করে নিয়ে যেতে হবে। 

    একটি আইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। 

    আরও পড়ুন: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    কী নিয়ে যাওয়া যাবে, কী নেওয়া যাবে না?

    স্বচ্ছ জলের বোতল, স্যানিটাইজার এবং বল পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট। 

    একটি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে সঙ্গে। 

    নিজের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে মাস্ক। 

     

  • CUET PG Schedule: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি

    CUET PG Schedule: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (পিজি) এর পরীক্ষার দিন ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়ার জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। কুয়েট (CUET PG 2022) পরীক্ষার দিনক্ষণ ট্যুইট করে জানিয়েছেন ইউজিসির চেয়্যারম্যান (UGC Chairman) এম জগদেশ কুমার (M Jagdesh Kumar)। 

    আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

     

    এম জগদেশ কুমার জানিয়েছেন, সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। তিনি আরও জানান,  পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে শহর ভিত্তিক অগ্রিম তথ্য ও পরীক্ষার অ্যাডমিট কার্ড সম্পর্কে আগামী দিনে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। 

     

    এদিকে কুয়েট স্নাতকস্তরের পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪,৫,৬ অগাস্ট রয়েছে স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষা। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

     

     

  • CAT 2022 Notification: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট

    CAT 2022 Notification: ক্যাটের বিজ্ঞপ্তি জারি, রেজিস্ট্রেশন শুরু ৩ অগাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন অ্যাডমিশন টেস্টের (Common Admission Test) বিজ্ঞপ্তি (Notification) জারি হয়েছে গত রোববার, ৩১ জুলাই। পরীক্ষার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে ৩ অগাস্ট সকাল ১০টা থেকে। iimcat.ac.in – এই লিঙ্কে গিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা অবধি করা যাবে রেজিস্ট্রেশন। ক্যাট (CAT) পরীক্ষার আবেদনের ফি আগের থেকে সামান্য বেড়েছে। ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন নতুন আবেদন ফি। 

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    আগামী ২৭ নভেম্বর কম্পিটার বেসড ক্যাট পরীক্ষা নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (Indian Institute of Management) কর্তৃপক্ষ। তিনটি সেশনে নেওয়া হবে পরীক্ষাটি। দেশজুড়ে মোট ১৫০ শহরে নেওয়া হবে পরীক্ষা। নিজেদের সুবিধে মতো ৬টি শহর পছন্দ করতে পারবেন আবেদনকারীরা। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ২৭ অক্টোবর।

    এক নজরে দেখে নিন ক্যাট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ দিনগুলো

    আরও পড়ুন: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত  

    ক্যাট বিজ্ঞপ্তি: ৩১ জুলাই, ২০২২

    রেজিস্ট্রেশন শুরু: ৩ অগাস্ট, ২০২২

    রেজিস্ট্রেশন শেষ: ১৪ সেপ্টেম্বর, ২০২২

    আরও পড়ুন: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী

    অ্যাডমিট কার্ড: ২৭ অক্টোবর, ২০২২

    পরীক্ষা: ২৭ নভেম্বর, ২০২২ 

    আবেদন ফি: সাধারণদের জন্যে এবার পরীক্ষায় বসতে ২৩০০ টাকা দিতে হবে। আগে এই ফি ছিল ১৯০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের জন্যে এবছরের আবেদন ফি ১৫০০ টাকা। আগের বার ছিল ৯৫০ টাকা।

    আরও পড়ুন: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি 

    যোগ্যতা:  ক্যাট পরীক্ষায় বসতে আবেদনকারীর স্নাতক ডিগ্রিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে অন্তত ৪৫% নম্বর। 

    প্রশ্নপত্র: তিনটি ভাগে বিভক্ত থাকবে প্রশ্নপত্র। ভার্বাল এবিলিটি এবং রিডিং কম্প্রিহেনশন, ডেটা ইন্টারপ্রিটেশন এবং লজিস্টিক রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউট। 

  • CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। cbse.gov.in এবং cbseresults.nic.in  এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। গতকাল থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির টার্ম -২ -এর রেজাল্ট রিচেকিং বা রিভ্যালুয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা তাদের টার্ম ২ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপির জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। যেসব পড়ুয়ারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা রিচেকিং-এর জন্য আবেদন করতে পারবে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রিভ্যালুয়েশনের আবেদন করতে গেলে পড়ুয়াদের রোল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর লাগবে। যেসব পড়ুয়ারা রিচেকের জন্য আবেদন করবে তারাই একমাত্র উত্তরপত্রের স্ক্যানকপির জন্য আবেদন করতে পারবে।

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং-এর জন্য প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ও উত্তরপত্রের ফটোকপির জন্য ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবার দশম শ্রেণির উত্তরপত্রের ফটোকপির জন্য ৫০০ করে ধার্য করা হয়েছে।

    কীভাবে রিচেক বা রিভ্যালুয়েশন-এর জন্য অ্যাপ্লাই করবেন?

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in. -এ যান।
    • হোমপেজে গিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির টার্ম ২ রিভ্যালুয়েশনের লিঙ্গে ক্লিক করুন।
    • এরপর শ্রেণি বেছে নিয়ে রেল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর দিয়ে এন্টার করুন।
    • এবারে ‘প্রসিড’ -এ ক্লিক করুন।
    • যে সাবজেক্ট রিচেক করতে চান সেই পেপার বেছে নিন ও তার জন্য ধার্য করা  ফি দিয়ে দিন।

    আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১%

     

  • CBSE Class 10 Result 2022: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    CBSE Class 10 Result 2022: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ঘোষিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল (CBSE 10 Results 2022)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আজ অনলাইন মোডে দশম শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। এবারে পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০%। এছাড়াও, ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে এমন পড়ুয়ার সংখ্যা হল ৬৪,৯০৮। আবার ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা হল ২,৩৬,৯৯৩।

    cbse.gov.in এবং cbseresults.nic.in  এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এই দুই ওয়েবসাইটে বোর্ড পরীক্ষার রোল নম্বর, জন্ম তারিখ এবং স্কুল কোড ব্যবহার করে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে। এছাড়াও পড়ুয়ারা এসএমএস, আইভিআরএস, এসএমএস অ্যাপের মাধ্যমেওম ফলাফল দেখতে পারবে।

    [tw]

    কোন কোন মাধ্যমে দেখা যাবে রেজাল্ট?

    • cbseresults.nic.in , https://cbse.digitallocker.gov.in , https://cbse.gov.in এই ঠিকানায় গিয়ে ফল দেখতে পারবে পড়ুয়ারা।
    • এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। সিবিএসই সার্ভিসেসের আওতায় ডিজিলকারে ফলাফল দেওয়া থাকবে।
    • ডিজিলকার মোবাইল অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবে।
    • এছাড়াও ফল জানা যাবে উমঙ্গ অ্যাপে।

    কীভাবে দেখবেন ফল?

    সিবিএসই-এর ২০২২ সালের প্রথম ও দ্বিতীয় টার্মের পরীক্ষা মিলিয়েই চূড়ান্ত ফল প্রকাশ করল বোর্ড। এর আগেই প্রথম টার্মের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল।সিবিএসই দশম শ্রেণীর টার্ম ২-এ মোট ২১ লক্ষ পড়ুয়া উপস্থিত হয়েছিল। উল্লেখ্য,  কিছুক্ষণ আগেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল (CBSE 12 Results 2022) প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড। এই পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ।

    দশম শ্রেণির রেজাল্ট ঘোষণার পর পড়ুয়াদের শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    [tw]


    [/tw] 

  • ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

    ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিআইএসসিই (Council For The Indian School Certificate Examinations) অবশেষে আইসিএসই-র দশম শ্রেণীর ফল ঘোষণা করে। রবিবার ঠিক বিকেল ৫টার সময় বের হয় আইসিএসই-র ফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে দেখা যাচ্ছে পরীক্ষার ফল। ওয়েবসাইটের পাশাপাশি ০৯২৪৮০৮২৮৮ নম্বরে মেসেজ করেও এসএমএসেও জানা যাচ্ছে ফল। আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, এবারে পাশের হার ৯৯.৯৭ শতাংশ।

    বোর্ডের তরফে জানানো হয়েছে, যারা তাদের পরীক্ষার মার্কসে খুশী না, তারা রিচেক করানোর জন্য আবেদন করতে পারবে। এর জন্য তারিখও ঘোষণা করে দিয়েছে বোর্ড। ১৭ জুলাই অর্থাৎ আজ থেকে ২০২২-এর ২৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। প্রতিটি পেপার রিচেক করার জন্যে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    সারা দেশের মধ্যে মোট চার জন ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। হরগুন কৌর মাথারু (Hargun Kaur Matharu), আনিকা গুপ্তা, পুষ্কর ত্রিপাঠী, কণিষ্কা মিত্তল এই চারজন প্রথম স্থানাধীকারি। এই চারজনের মধ্যে তিনজনই আবার উত্তর প্রদেশের বাসিন্দা। তালিকায় উত্তরপ্রদেশের কানপুরের শিলিং হাউস থেকে আনিকা গুপ্তা (Anika Gupta), যীশু অ্যান্ড মেরি স্কুল, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠী (Pushkar Tripathi) এবং লখনউ থেকে (Kanishka Mittal পেয়েছেন সর্বোচ্চ নম্বর। অন্যদিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন পড়ুয়া। তাঁরা ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছেন। এবারে মোট ২৩১,০৬৩ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ১১০ জন। তারমধ্যে ১৭ জন বাংলার পড়ুয়া।

    এবারে ছেলে পরীক্ষার্থীদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যাই বেশি। এমনকি মেয়েদের রেজাল্ট ছেলেদের রেজাল্টের তুনলায় অনেকগুণ ভালো। প্রসঙ্গত, এই প্রথম যে, আইসিএসই-র পরীক্ষা দুটি সেমেস্টারে ভাগ করে হয়। প্রথম সেমিস্টার হয়েছিল ২০২১ -এর নভেম্বর-ডিসেম্বর মাসে আর দ্বিতীয় সেমেস্টার হয়েছিল এপ্রিল-মে মাসে।

    আরও পড়ুন: মাধ্যমিকে টেনেটুনে পাশ, সেই ছেলেই এখন আইএএস অফিসার!

     

     

  • CUET UG: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    CUET UG: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে ভরতির জন্যে প্রবেশিকা পরীক্ষা (CUET) নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। দুটি ভাগে নেওয়া হবে এই পরীক্ষা। ১৫,১৬,১৯,২০ জুলাই হবে এই পরীক্ষা। অগাস্টের ৪-৮ নেওয়া হবে পরীক্ষার দ্বিতীয় ভাগ। 

    দেশের দ্বিতীয় বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা কুয়েট। প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী বসবেন পরীক্ষা। দেশজুড়ে ৫৪,৫৫৫ বিষয়ে পড়ার জন্যে আবেদন করেছেন ছাত্রছাত্রীরা। দুটি টাইম স্লটে নেওয়া হবে পরীক্ষা। একটি স্লট সকালে এবং অপরটি বিকালে।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    কীভাবে দেওয়া হবে নম্বর?

    দুটি পরীক্ষারই পার্সেন্টাইল আলাদাভাবে হিসেব করা হবে। নম্বর নয় কোন প্রার্থীর কী অবস্থান তার তালিকা প্রকাশ করা হবে। 

    যেসব প্রার্থীরা একাধিক বিষয়ে আবেদন করেছেন তাঁরা কী দুটি স্লটের মধ্যে বিরতি পাবেন?

    পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থী। যতক্ষণ না পরীক্ষাটি শেষ হবে, পরীক্ষার্থীকে পরীক্ষার হলেই বসে থাকতে হবে।

    আরও পড়ুন: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    সব প্রশ্নের উত্তর দিতে হবে? নেগেটিভ নম্বর আছে?

    সাহিত্যের বিষয়ে ৫০ টি করে প্রশ্ন থাকবে। কমপক্ষে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

    জেনারেল টেস্ট পেপারে ৭৫টি প্রশ্ন থাকবে। অন্তত ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

    প্রতি ভুল উত্তরের জন্যে ১ নম্বর করে কাটা যাবে।

    কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ৮৫টি প্রশ্ন থাকবে। তার মধ্যে ১৫টি জেনারাল প্রশ্ন বাধ্যতামূলক। 

    অঙ্কের ক্ষেত্রেও ৮৫টি প্রশ্ন থাকবে।

    একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের জন্যে পরীক্ষা দিলে কী প্রশ্ন কোনও নির্দিষ্ট নিয়মে আসবে?

    কোন বিষয়ে আগে পরীক্ষা দেবেন তা ঠিক করবেন পরীক্ষার্থী। 

    কী কী বিষয় মাথায় রাখতে হবে?

    পরীক্ষার ২ ঘণ্টা  আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে। 

    অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া থাকবে সেই সময়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তার আগে বা পরে না।

    গেট বন্ধ হওয়ার পরে আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

    অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিজের সই করে নিয়ে যেতে হবে। 

    একটি আইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। 

    কী নিয়ে যাওয়া যাবে, কী নেওয়া যাবে না?

    স্বচ্ছ জলের বোতল, স্যানিটাইজার এবং বল পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট। 

    একটি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে সঙ্গে। 

    নিজের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে মাস্ক। 

     

  • CBSE Exam 2023: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি

    CBSE Exam 2023: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারির পরে শুরু হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Exam 2023)। এবছরের পরীক্ষার ফল ঘোষণার পরেই এমনটা জানিয়েছে বোর্ড। এ বছরের মতো দুটি টার্মে নয়, সামনের বছর একটিই বার্ষিক পরীক্ষা নেবে বোর্ড। সঙ্গে রয়েছে আরও কিছু পরিবর্তন। আগামী বছর যারা পরীক্ষায় বসবেন, তাঁদের এই বিষয়গুলি জেনে নেওয়া অতি আবশ্যক। 

    আরও পড়ুন: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    চলতি বছর দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল সিবিএসই। প্রথম টার্ম থেকে ৩০% এবং দ্বিতীয় টার্ম থেকে ৭০% ওয়েটেজ ধরা হয়েছিল। প্র্যাকটিকালের ক্ষেত্রে দুটি টার্মেই সমান ওয়েটেজ ধরা হয়েছে। কিন্তু আগামী বছর সেরকম কিছুই হচ্ছে না। কারণ বোর্ড জানিয়েছে আগামী বছর একটিই পরীক্ষা নেওয়া হবে। 

    একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের ওপর চাপ কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। নবম থেকে দ্বাদশ শ্রেণির ৩০% সিলেবাস কমাবে বলে জানিয়েছে বোর্ড। cbseacademic.nic.in – এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন সেই সিলেবাস।

    আরও পড়ুন: মেয়ে সিবিএসই বোর্ডে ১০০% নম্বর পাওয়ায় দুশ্চিন্তায় মা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

    যেসব পড়ুয়ারা আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসবেন, তাঁরা cbseacademic.nic.in – এই লিঙ্কে গিয়ে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারেন। সেখানে রয়েছে স্যাম্পেল প্রশ্নপত্র, মার্কিং স্কিম, ক্যুয়েশ্চন ব্যাঙ্ক ইত্যাদি। কোর্স শুরু হলেই স্টাডি মেটেরিয়াল প্রকাশিত হবে ওয়েবসাইটে। এই প্রশ্নপত্রগুলো দেখলেই আগামী বছরের পরীক্ষা সম্পর্কে বিশদে ধারণা পাবেন পড়ুয়ারা। 

    সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ২৬ জুলাই থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির টার্ম -২ -এর রেজাল্ট রিচেকিং বা রিভ্যালুয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং-এর জন্য প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ও উত্তরপত্রের ফটোকপির জন্য ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবার দশম শ্রেণির উত্তরপত্রের ফটোকপির জন্য ৫০০ করে ধার্য করা হয়েছে। 

    বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা তাদের টার্ম ২ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপির জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। যেসব পড়ুয়ারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা রিচেকিং-এর জন্য আবেদন করতে পারবে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রিভ্যালুয়েশনের আবেদন করতে গেলে পড়ুয়াদের রোল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর লাগবে। যেসব পড়ুয়ারা রিচেকের জন্য আবেদন করবে তারাই একমাত্র উত্তরপত্রের স্ক্যানকপির জন্য আবেদন করতে পারবে।

     

  • ICSE 10th Result: আগামীকাল প্রকাশিত হতে পারে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফল, জানুন বিস্তারিত 

    ICSE 10th Result: আগামীকাল প্রকাশিত হতে পারে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফল, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে অনেক আগেই। কিন্তু সিবিএসই (CBSE) বা সিআইএসসিই (ICSE)- র পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। এবার অপেক্ষার অবসান। আগামীকালই প্রকাশিত হতে পারে আইসিএসই- র দশম শ্রেণীর ফল। results.cisce.org and cisce.org – এই লিঙ্কে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

      আরও পড়ুন: মাধ্যমিকে টেনেটুনে পাশ, সেই ছেলেই এখন আইএএস অফিসার!

    আইএসসি পরী‌ক্ষা শেষ হয়েছে মে মাসে। পেরিয়ে গিয়েছে বেশ কিছুটা সময়। এবছর প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। 

    আরও পড়ুন: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?  

    কী করে দেখা যাবে পরীক্ষার ফল?

    প্রথমে results.cisce.org and cisce.org – এই লিঙ্কে যান। 

    তারপর ‘result’ লিঙ্কটায় যান। নিজের শ্রেণী নির্বাচন করুন।

    লগইন উইন্ডোতে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে।

    তারপরেই স্ক্রিনে ভেসে উঠবে সিআইএসসিই- র দশম শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের ফল। 

    এবার ডাউনলোড করে ফলের প্রিন্টআউট নিয়ে রাখুন।

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE 

    আইসিএসই- দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হবে জুলাই মাসের শেষে। আইসিএসই পরীক্ষায় পাশ করতে ন্যুনতম ৩৩ শতাংশ নম্বর লাগবে। দুটি সেমেস্টারের ফল একত্রিত করে প্রকাশ করা হবে ফল। 

    জুনের ১৩ তারিখে শেষ হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। মে মাসের ২৩ তারিখে শেষ হয়েছে দশম শ্রেণীর পরীক্ষা। এবছর দুটো সেমেস্টারে পরীক্ষা নেওয়া হলেও আগামী শিক্ষাবর্ষ থেকে একটি করেই পরীক্ষা হবে বলে জানিয়েছে বোর্ড। 

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    আরও যেই লিঙ্কগুলিতে দেখা যাবে ফল সেগুলি হল,

    cisce.org

    results.cisce.org

    results.nic.in  

    আরও পড়ুন: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

  • NEET Admit: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?

    NEET Admit: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১২ জুলাই) সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, নীটের (NEET) অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে তা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।  

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন   

    কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড:

    • অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in এ যান।
    • হোমপেজে দেখা যাবে নিট ইউজি অ্যাডমিট কার্ড। সেখানে ক্লিক করুন।
    • নিজের অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অব বার্থ ফাঁকা জায়গায় ভরে, সাবমিটে ক্লিক করুন।
    • স্ক্রিনে অ্যাডমিট কার্ড চলে আসবে।
    • এটিকে ডাউনলোড করুন এবং প্রিন্টআউট নিন।    

    মোট ১৮,৭২,৩৪১ জন পড়ুয়া পরীক্ষা দিতে চলেছেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কোনও সমস্যা হলে প্রার্থীরা ০১১-৪০৭৫৯০০০-তে ফোন করতে পারবেন। অথবা তাঁদের neet@nta.ac.in-তে ইমেল করতে হবে। 

    আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    পেন এবং পেপার মোডে ১৭ জুলাই নীট পরীক্ষা নেবে এনটিএ। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ২০ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার মোট সময় ৩ ঘন্টা ২০ মিনিট হবে। পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বটানির প্রশ্ন থাকবে। দেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি নেওয়ার জন্যেই এই বিশেষ পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।  

    পোশাকবিধি:

    নীট পরীক্ষায় বসতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।   

LinkedIn
Share