Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Devendra Fadnavis: ‘‘আমরা এখন থামব না, কাজ চালিয়ে যাবো…’’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই লক্ষ্যের কথা বললেন ফড়ণবীশ

    Devendra Fadnavis: ‘‘আমরা এখন থামব না, কাজ চালিয়ে যাবো…’’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই লক্ষ্যের কথা বললেন ফড়ণবীশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশাসন চালাতে টিমওয়ার্ক এবং যৌথ সিদ্ধান্তের উপর গুরুত্ব দিলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র বলেন,‘‘গত ২.৫ বছরে আমরা মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করেছি এবং এখান থেকেও আমরা সেই উন্নতি চালিয়ে যাবো, আর আমরা থামব না।’’

    মহারাষ্ট্রের উন্নতিই লক্ষ্য

    বৃহস্পতিবার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফড়ণবীশ প্রথম সাংবাদিক সম্মেলনে জানান যে তাঁরা মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করবেন, এবং কাজের গতি এবং দিক একই থাকবে। এদিন তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। এদিন দেবেন্দ্র জানান, মহারাষ্ট্র সামাজিক, অবকাঠামোগত এবং শিল্প খাতে দ্রুতগতিতে উন্নতির পথে চলতে থাকবে। তাঁর কথায়, ‘‘আমরা মহারাষ্ট্রের মঙ্গলার্থে সিদ্ধান্ত নেবো। আমাদের যে পরিকল্পনা ছিল তা পূর্ণাঙ্গ করতে চাই।’’

    এদিন সকাল-সকাল দেবেন্দ্র চলে যান মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Mandir)। এরপর বেলা বাড়তে তাঁর বাড়িতে একটি গরু নিয়ে আসা হয়। গো পুজো করে তারপর শপথ অনুষ্ঠানে যান দেবেন্দ্র। শপথ গ্রহণের পর দেবেন্দ্র, একনাথ ও অজিত তিন জনে মিলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন। সেখানে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে চন্দ্রকান্ত কুরহাদে নামের একজন পুণে বাসীর পরিবারকে ৫ লাখ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন। কুরহাদে তাঁর স্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। ওই টাকা কুরহাদে’র বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসার খরচে ব্যবহৃত হবে। জোট সরকার পরিচালনা প্রসঙ্গে এদিন ফড়ণবীশ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আমাদের মধ্যে কেবল একটা টেকনিক্যাল সমঝোতা হয়েছে। আমরা এর আগেও মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামীদিনেও নেব। জোট সরকারের ক্ষেত্রে ব্যাপক পরিসরে আলোচনা করা সব সময় প্রয়োজন। আমরা সেই আলোচনা করেছি এবং পোর্টফোলিওও প্রায় চূড়ান্ত করে ফেলেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Devendra Fadnavis: আজাদ ময়দানে চাঁদের হাট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ

    Devendra Fadnavis: আজাদ ময়দানে চাঁদের হাট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। এনসিপি-র অজিত পাওয়ারও। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজাদ ময়দানে মহাসমারোহে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির তাবড় নেতা ও মুখ্যমন্ত্রীরা। ফড়নবীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট

    এদিন বিকেল পাঁচটার সময় মুম্বই’য়ের আজাদ ময়দানে (Mumbai’s Azad Maidan) এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জোট শরিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেন প্রথম সারির বলি-তারকারাও। ছিলেন শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, রণবীর কাপুর, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। শপথ অনুষ্ঠানে গানের সুরে মুগ্ধ করেন শিল্পী কৈলাস খের।

    ৪০০ জন সাধুর আশীর্বাদ

    মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে এদিন দেবেন্দ্র ফড়ণবীশকে (Devendra Fadnavis) আশীষ দিতে অনুষ্ঠানে ছিলেন অন্তত ৪০০ জন সাধু-সন্ত। সারা দেশের ৪০০ জন সাধু এবং সন্তকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। এছাড়াও দেশের বিভিন্ন সংগঠন এবং সমিতির প্রতিনিধিরাও যোগ দেন। মুম্বই’য়ের আজাদ ময়দানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসার আগে, এদিন দেবেন্দ্র ফড়ণবীশের বাড়িতে চলে গৌপুজো। মুম্বাদেবীর মন্দিরেও পৌঁছন ফড়ণবীশ। সেখানেও পুজো দেন তিনি। সকলের আশীষ নিয়ে সবাইকে সঙ্গে নিয়েই মহারাষ্ট্রে ডাবল ইঞ্জিন সরকার চালাতে চান, বলে জানান ফড়ণবীশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: “রাহুল গান্ধী ভারত-বিরোধী ত্রিভুজের অংশ, সবচেয়ে বড় দেশদ্রোহী”, তোপ বিজেপি সাংসদের

    BJP: “রাহুল গান্ধী ভারত-বিরোধী ত্রিভুজের অংশ, সবচেয়ে বড় দেশদ্রোহী”, তোপ বিজেপি সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাহুল গান্ধী (Rahul Gandhi) সবচেয়ে বড় দেশদ্রোহী।” বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে নিশানা করলেন বিজেপির (BJP) মুখপাত্র তথা লোকসভার সদস্য সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, রাহুলের সঙ্গে এমন কিছু ব্যক্তির যোগাযোগ রয়েছে, যাঁরা ভারত-বিরোধী দৃষ্টিভঙ্গীর জন্য পরিচিত।

    ত্রিভুজের সঙ্গে তুলনা (BJP)

    এদিন এক সাংবাদিক সম্মেলনে সম্বিত একটি ত্রিভুজের উল্লেখ করেন। তাঁর দাবি, এই ত্রিভুজই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “এই ত্রিভুজের একদিকে আছেন জর্জ সরোস, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে রয়েছেন এবং তাঁর ফাউন্ডেশন আমেরিকার কিছু স্বার্থান্বেষী সংস্থার সঙ্গে কাজ করছে। ত্রিভুজের আর এক দিকে রয়েছে একটি বড় নিউজ পোর্টাল যার নাম ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট’ (ওসিসিআরপি) এবং ত্রিভুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শেষ দিকটি হল রাহুল গান্ধী, সবচেয়ে বড় দেশদ্রোহী।” পদ্ম-পার্টির এই সাংসদ বলেন, “বিরোধী দলের নেতাকে দেশদ্রোহী বলতে আমার কোনও দ্বিধা নেই।”

    আরও পড়ুন: পুতিনের মুখে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র বন্দনা, কী বললেন রুশ প্রেসিডেন্ট?

    ‘মিডিয়াপার্ট’-এর প্রতিবেদন

    ফরাসি সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’-এর একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, “জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের টাকায় চলা ওসিসিআরপি, একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা, তাদের অর্থদাতাদের স্বার্থে কাজ করে।” তিনি এমন কিছু উদাহরণও তুলে ধরেন, যেখানে রাহুল ওসিসিআরপির রিপোর্ট ব্যবহার করেছেন। সম্বিতের দাবি, এ সবই করা হয়েছিল ভারতের মানহানি করার (Rahul Gandhi) উদ্দেশ্যে।

    সম্বিতের অভিযোগ

    প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে যখন বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছিল করোনা অতিমারি, তখন ওসিসিআরপি একটি নিবন্ধ প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, ব্রাজিল ভারতের কোভ্যাক্সিন কোভিড-১৯ টিকার জন্য ৩২৪ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি থেকে সরে এসেছে। সম্বিতের মতে, একটি একটি দেশের চিত্র কলঙ্কিত করার চেষ্টা। প্রতিবেদনটি প্রকাশের পরে পরেই সাংবাদিক বৈঠক করে (BJP) কংগ্রেস। সেই বৈঠকে ভারত সরকার ও ভ্যাকসিনের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়। গেরুয়া সাংসদের দাবি, ওসিসিআরপি নির্দেশ দিয়েছিল আর রাহুল গান্ধী সেই নির্দেশ অনুসরণ করেছিলেন।

    আরও পড়ুন: শুক্রবার রাম-সীতার বিবাহ জয়ন্তী, গুজরাট থেকে জনকপুর গেল ১০৮ মিটারের ওড়না

    পেগাসাস ইস্যুতে সরকারকে টার্গেট

    তিনি বলেন, “এভাবেই রাহুল পেগাসাস ইস্যুতে সরকারকে টার্গেট করেছিলেন। এটিও একটি ওসিসিআরপি রিপোর্টের পরে ঘটেছিল। একইভাবে, ভারতের শেয়ার বাজারকে ধ্বংস করার লক্ষ্যে ভারতীয় শিল্পপতিদের বিরুদ্ধে ‘হিট জবস’ আক্রমণ সংগঠিত হয়েছিল এই ওসিসিআরপি।” গেরুয়া শিবিরের এই সৈনিক বলেন, “ওসিসিআরপি রাহুল ও তাঁর মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় আইনি প্রক্রিয়াগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছে। ওই মামলায় দুই কংগ্রেস নেতাকে একশো কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। এর পরেই সম্বিত বলেন, “রাহুল ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করা কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের বক্তব্য তুলে ধরে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করেছেন।”

    জর্জ সরোস

    মিডিয়াপার্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নিয়ার এবং দাতব্যকর্মী জর্জ সরোস ড্রু সুলিভান দ্বারা প্রতিষ্ঠিত ওসিসিআরপিকে অর্থ জুগিয়েছেন। ২০২৩ সালে ওসিসিআরপির সাংবাদিকদের পাঠানো একটি ইমেলে সুলিভান স্বীকার করেছিলেন যে এটি সত্য যে তাঁর এনজিও প্রথম দিকের বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে কোনও প্রতিবেদন করত না। কারণ এর পুরো বাজেটই ওয়াশিংটন এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের (এরই প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার এবং দাতব্যকর্মী জর্জ সরোস) টাকায় ছিল।

    আরও পড়ুন: মহিলারা বাজারে যেতে পারবেন না! ফতোয়া মৌলবাদীদের, আফগানিস্তানের পথে বাংলাদেশ?

    কী লিখেছেন সুলিভান

    সুলিভান লিখেছেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বা সরোসের অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে কোনও প্রতিবেদনের জন্য ব্যবহার করতে পারতাম না।” প্রতিবেদনে এও বলা হয়েছে, এরপর থেকে, ওসিসিআরপি আরও বিস্তৃত উৎস থেকে অর্থ সংগ্রহ করেছে, এবং সুলিভান এবং বোর্ড এই তদন্তে জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়গুলো তদন্তের জন্য মার্কিন তহবিল ব্যবহার না করার সীমাবদ্ধতা এখন আর সমস্যা নয়, কারণ (Rahul Gandhi) এনজিওটি অন্য অ-মার্কিন তহবিল ব্যবহার করতে পারে, যেগুলো তারা পেয়েই থাকে (BJP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bibah Panchami: শুক্রবার রাম-সীতার বিবাহ জয়ন্তী, গুজরাট থেকে জনকপুর গেল ১০৮ মিটারের ওড়না

    Bibah Panchami: শুক্রবার রাম-সীতার বিবাহ জয়ন্তী, গুজরাট থেকে জনকপুর গেল ১০৮ মিটারের ওড়না

    মাধ্যম নিউজ ডেস্ক: ভগবান রাম (Lord Ram) ও মাতা সীতার বিবাহ-উৎসব বিবাহ পঞ্চমী নামে পরিচিত (Bibah Panchami)। চলতি বছরে তা পালিত হবে শুক্রবার, ৬ ডিসেম্বর। মাতা সীতার জন্মস্থান বলে পরিচিত নেপালের জানকী মন্দিরে ১০৮ মিটার দৈর্ঘ্যের একটি ওড়না পাঠানো হল গুজরাট থেকে। প্রসঙ্গত, চলতি বছরের ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়, উদ্বোধন হয় রাম মন্দিরের, তারপরে এই প্রথমবারের জন্য বিবাহ পঞ্চমী পালিত হচ্ছে।

    জিন মাতা ট্রাস্ট নামের একটি সংস্থা পাঠিয়েছে ওই ওড়না

    জানা গিয়েছে, ১০৮ মিটার দৈর্ঘ্যের এই ওড়নাটি লাল রঙের এবং তা পাঠিয়েছে জিন মাতা ট্রাস্ট নামের একটি সংস্থা (Bibah Panchami)। অন্যতম উদ্যোক্তা মনোজ রানগাতা সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আজকে প্রথমবারের জন্য গুজরাটের জিনমাতা ট্রাস্ট থেকে পাঠানো হল ১০৮ মিটার দৈর্ঘ্যের ওড়না। তা পাঠানো হয়েছে নেপালের জনকপুরে (Bibah Panchami)। সেখানকার মানুষজন অত্যন্ত খুশি মনে তা গ্রহণ করেছেন এবং এই ওড়না নিয়ে সেখানে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে সেই ওড়নাকে নেপালের জানকী মন্দির পর্যন্ত নিয়ে গিয়েছেন।’’

    রাম-সীতার বিবাহ দেবেন ৪০ জন বৈদিক ব্রাহ্মণ

    প্রসঙ্গত, মনে করা হয় নেপালের জনকপুরেই ছিল মাতা সীতার পিতা জনকের রাজ্য। সেখানেই বিবাহ পঞ্চমী (Bibah Panchami) ধুমধাম করে পালিত হতে চলেছে। প্রসঙ্গত, গত মাসের ৩ নভেম্বর ভগবান রামচন্দ্রের বারাত বা বরযাত্রীরা জনকপুরে পৌঁছান। সংখ্যা ছিল প্রায় পাঁচশোর বেশি। তাঁরা প্রত্যেকেই ভারতের বিভিন্ন স্থান থেকে গিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, এর মধ্যে রয়েছেন ৪০ জন বৈদিক ব্রাহ্মণ, যাঁরা প্রত্যেকেই তিরুপতি থেকে এসেছেন। এই ব্রাহ্মণরা মাতা সীতা এবং ভগবান রামচন্দ্রের প্রতীকী বিবাহ দেবেন জনপুরধামে। জানা গিয়েছে, এই ব্রাহ্মণরা সরাসরি জনকপুরে পৌঁছেছেন বিবাহ উৎসবে অংশগ্রহণ করতে। পুরাণ অনুযায়ী, ভগবান রাম (Lord Ram) ছিলেন রাজা দশরথের সন্তান এবং অযোধ্যার রাজপুত্র। তিনি বিবাহ করেন জনকপুর ধামের রাজা জনকের কন্যা সীতার সঙ্গে। এই বিবাহ অনুষ্ঠান জনপুর ধামে সম্পন্ন হয়েছিল বলেই মনে করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI: ‘ইউপিআই লাইট’-এর ঊর্ধ্বসীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ১০০০ টাকা পর্যন্ত লেনদেনে লাগবে না পিন

    RBI: ‘ইউপিআই লাইট’-এর ঊর্ধ্বসীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ১০০০ টাকা পর্যন্ত লেনদেনে লাগবে না পিন

    মাধ্যম নিউজ ডেস্ক: আজকাল বহু মানুষই ডিজিটাল পেমেন্ট করেন। যে কোনও জায়গায় কিছু কিনতে গেলেই দেখতে পাওয়া যায় কিউআর কোড (QR Code) স্ক্যানার বসানো রয়েছে। স্ক্যান করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট হয়ে যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই থেকে অনলাইনে পেমেন্ট করা ব্যবহারকারীদের জন্য একটি সুখবর দিয়েছে। ইউপিআই লাইট ওয়ালেট (UPI Lite Wallet) ওয়ালেট থেকে পিন ছাড়া লেনদেনের সীমা বাড়িয়ে দিয়েছে আরবিআই (RBI)। আগে এই সীমা ছিল মাত্র ৫০০ টাকা। এবার থেকে সেই টাকার পরিমাণ রিজার্ভ ব্যাঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করেছে। মানে এখন ব্যবহারকারীরা পিন ছাড়াই ইউপিআই লাইট ওয়ালেট (UPI Lite Wallet) মারফৎ ১০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়ালেট ব্যবহারকারীরা।

    ওয়ালেটের ব্যালান্স কত বাড়ল? (RBI)

    ইউপিআই লাইট ওয়ালেটে (UPI Lite Wallet) ২টি বড় বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক। চালু হওয়া নতুন নিয়ম অনুসারে, প্রথমত, ওয়ালেটে টাকা রাখার ঊর্ধ্বসীমা ২০০০ থেকে বাড়িয়ে ৫০০০ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। দ্বিতীয়ত, পিন নম্বর ছাড়া ইউপিআই লাইটের প্রতি লেনদেনের ঊর্ধ্বসীমা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। ফলে, একদিকে, যেমন এবার থেকে ওয়ালেটে ৫ হাজার টাকা ব্যালান্স রাখা যাবে। অন্যদিকে, তা দিয়ে ১০০০ টাকা পর্যন্ত প্রতিবার লেনদেন করা যাবে। প্রতিদিন যারা এই মাধ্যমকে ব্যবহার করে কেনাকাটা করেন, তাদের জন্য এই উদ্যোগ অনেকটাই সুবিধা দেবে বলে আরবিআই কর্তারা মনে করছেন।

    আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ভারতের ডিজিটাল রূপান্তরে ওপর জোর দিয়ে এক মাসে ১৬.৫৮ বিলিয়ন (১ বিলিয়ন হল ১০০ কোটি) আর্থিক লেনদেন করে ইতিহাস সৃষ্টি করেছে। ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা চালু করা হয় ইউপিআই পেমেন্ট ব্যবস্থা। একটি মোবাইল অ্যাপ্লিকেশনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে (RBI) একসঙ্গে করে দেশের পেমেন্ট ইকোসিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইউপিআই। এই সিস্টেমটি সহজেই টাকা ট্রান্সফার, মার্চেন্ট পেমেন্ট এবং পিয়ার-টু-পিয়ার লেনদেন সক্ষম করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Strategic Infrastructures: চিনকে চাপে রাখতে তাওয়াংয়ে একাধিক কৌশলগত পরিকাঠামো নির্মাণ করছে ভারত

    Strategic Infrastructures: চিনকে চাপে রাখতে তাওয়াংয়ে একাধিক কৌশলগত পরিকাঠামো নির্মাণ করছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে চোখ রাঙাচ্ছে চিন। উত্তর-পূর্বের এই রাজ্যের বিভিন্ন অংশ নিজেদের বলে দাবিও করেছে বেজিং। এ সংক্রান্ত মানচিত্রও প্রকাশ করেছে শি জিনপিংয়ের দেশ। এবার চিনকে চাপে রাখতে কৌশলগত পরিকাঠামো (Strategic Infrastructures) নির্মাণ করছে ভারত। প্রোজেক্ট ভরতক-এর আওতায় চলছে সড়ক নির্মাণের কাজ। গুয়াহাটি, তাওয়াং এবং পশ্চিম কামেং এলাকায় হচ্ছে (India) সড়ক নির্মাণ। এই প্রকল্পের কাজ ঘুরে দেখলেন বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) ডিরেক্টর জেনারেল (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ঘুরে দেখেন কাজের অগ্রগতি।

    আপডেট দিলেন মহানির্দেশক (Strategic Infrastructures)

    গুয়াহাটিতে তাঁকে সম্পূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সীমান্ত সড়ক প্রকল্পের অগ্রগতির বিষয়ে আপডেট দেন বর্ডার রোডসের (পূর্ব) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) হরেন্দ্র কুমার। তাওয়াংয়ে এরিয়াল সমীক্ষার মাধ্যমে নেলিয়া, ধৌলা এবং হাতোঙ্গা এলাকার জিমিথাং সেক্টরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন ডিজি। লুংরো, দমটেং এবং ইয়াংসের সামনের এলাকাগুলিও পরিদর্শন করেন তিনি।

    মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

    পরিদর্শনের পর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীনিবাসন। এলাকার ভবিষ্যৎ সড়ক পরিকাঠামো প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তাওয়াং অঞ্চলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। কথা বলেন স্থানীয় বিধায়ক এবং তাওয়াং জেলার ডেপুটি কমিশনারের সঙ্গেও। শ্রীনিবাসন সেলা টানেলের কাজকর্মও খতিয়ে দেখেন। সেখানে তাঁকে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন (SCADA) সম্পর্কে অবহিত করা হয়। এটি রিয়েল-টাইম ডেটা মনিটরিংয়ের জন্য একটি কম্পিউটার-ভিত্তিক সিস্টেম।

    আরও পড়ুন: খালেদার সঙ্গে বৈঠক পাক কূটনীতিকের, ফের জঙ্গি আখড়া হবে বাংলাদেশ?

    তিনি সুরক্ষার বৈশিষ্ট্যগুলির কার্যকারিতা এবং বর্তমান আন্তর্জাতিক মান অনুযায়ী প্রযুক্তিগত দিকগুলির বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করেন (Strategic Infrastructures)। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সেলা টানেলটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাই-লেন টানেল, যা গুয়াহাটি এবং তাওয়াংয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। টানেলের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন শ্রীনিবাসন। প্রোজেক্ট ভরতক-এর সঙ্গে জড়িত দলের প্রশংসাও করেন তিনি। এঁরাই বছরভর তাওয়াং এবং অন্যান্য সীমান্ত এলাকায় যানবাহন চলাচল নিশ্চিত করে।

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার ইন্দো-চিন সীমান্তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। বর্ডার রোডস অর্গানাইজেশন অরুণাচলপ্রদেশ (India) সীমান্তের বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ করছে। সেলা টানেলও এরই অংশ ((Strategic Infrastructures))।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Devendra Fadnavis: আজ ফড়ণবীশের শপথ মুম্বইয়ের আজাদ ময়দানে, হাজির থাকবেন মোদি, শাহ, নাড্ডা

    Devendra Fadnavis: আজ ফড়ণবীশের শপথ মুম্বইয়ের আজাদ ময়দানে, হাজির থাকবেন মোদি, শাহ, নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। জানা গিয়েছে, এদিন বিকাল পাঁচটায় দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, আজ দেবেন্দ্র ফড়ণবীশ মুখ্যমন্ত্রী হিসেবে যেমন শপথ নেবেন, একইভাবে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পাওয়ার। শপথ গ্রহণ অনুষ্ঠানে (Devendra Fadnavis) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও হাজির থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

    আমন্ত্রিত বিরোধী নেতারাও

    জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী নেতাদের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ার সমেত অন্যান্যদেরও। দেশের শিল্পপতি মুকেশ আম্বানি সহ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বিখ্যাত অভিনেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। মঞ্চে আজ পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী কৈলাশ খেরও।

    কড়া নিরাপত্তার বন্দোবস্ত (Maharastra) 

    বিভিন্ন হিন্দু ধর্মীয় সন্ন্যাসীদেরও এদিন দেখা যাবে দিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে। (Devendra Fadnavis) মহারাষ্ট্র বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোট ৪২ হাজার জনের উপস্থিত থাকার কথা রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই হাইভোল্টেজ শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নিরাপত্তার কড়াকড়ি বন্দোবস্ত করেছে মহারাষ্ট্র প্রশাসন। জানা গিয়েছে, চার হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবে, থাকবে ক্যুইক রেসপন্স টিম এবং বোম্ব ডিটেকশন এন্ড ডিস্পোসাল স্কোয়ার্ডও।

    মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮

    প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮। তার মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছিল ১৪৯টি আসনে। পদ্ম ফুটেছে ১৩২টি কেন্দ্রে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট (মহারাষ্ট্রে মহাযুতি জোট নামে পরিচিত)-এর বাকি দুই শরিক শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী পেয়েছে ৫৭টি আসন। আর এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী পেয়েছে ৪১টি আসন। শিন্ডেই ছিলেন মুখ্যমন্ত্রী পদে। তাই তাঁর দলের নেতা-কর্মীরা চেয়েছিলেন শিন্ডেকেই ফের বসানো হোক মুখ্যমন্ত্রী পদে। তবে যেহেতু বিজেপিই একক বৃহত্তম দল এবং জোটের মধ্যে তারই ঝুলিতে রয়েছে সব চেয়ে বেশি আসন, তাই মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিল বিজেপিই। সেই দাবিতেই পড়ল সিলমোহর। মুখ্যমন্ত্রী পদে (Maharashtra) বসানো হচ্ছে গৈরিক শিবিরের ফড়ণবীশকে (Devendra Fadnavis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sukanta Majumdar: ৬১টি রেল প্রকল্প নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, কী বার্তা দিলেন রাজ্যকে?

    Sukanta Majumdar: ৬১টি রেল প্রকল্প নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, কী বার্তা দিলেন রাজ্যকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাটে পিট ও সিক লাইনের কাজ প্রায় শেষের দিকে আসতেই, দূরপাল্লার ট্রেন চালু নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav) দ্বারস্থ হলেন বালুরঘাটের (Balurghat) সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন দফতরে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে রাজ্যের ৬১টি রেল প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং আগামী দিনে রাজ্যের রেল-মানচিত্রে কী কী নতুন কাজ করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। একইসঙ্গে রেল প্রকল্প বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারকে বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘‘উন্নয়নের স্বার্থে, রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে কোনও রাজনীতি হওয়া উচিত নয়!’’

    কী কী বিষয় নিয়ে কথা হল? (Sukanta Majumdar)

    রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে বালুরঘাট থেকে বেঙ্গালুরু এবং বালুরঘাট থেকে গুয়াহাটি জোড়া ট্রেনের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, কথা হয়েছে বালুরঘাট-হিলি রেল প্রকল্প, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল প্রকল্পের কাজ, গঙ্গারামপুর রেলস্টেশনকে অমৃত ভারতের আওতায় আনা, রামপুরে শিলিগুড়ি ইন্টারসিটির দাঁড়ানো এবং হাওড়া ও তেভাগা দৌলতপুর রেল স্টেশনে দাঁড়ানো সহ জেলার রেল পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত নানা দাবি লিখিতভাবে রেলমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    রাজ্যকে কী বার্তা দিলেন সুকান্ত?

    রাজ্যের ৬১টি রেল প্রকল্প, যার মধ্যে দক্ষিণ দিনাজপুরের একাধিক রেল প্রকল্পও যুক্ত রয়েছে, সেই সমস্ত রেল প্রকল্পগুলির বাস্তব রূপায়ণের বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে বালুরঘাটের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বাড়ানোর জন্য লিখিত অনুরোধপত্রও এদিন জমা দিলেন সুকান্ত। আর এই সব রেল প্রকল্পের বাস্তবায়নের সূত্রেই রাজ্য সরকারের সাহায্যে প্রার্থনা করলেন তিনি। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘‘রাজ্য সরকারের অসহযোগিতার কারণে ৬১টির মতো প্রকল্প আটকে রয়েছে। আমরা সেই প্রকল্পগুলিকে দ্রুত কার্যকরী করতে চাইছি। পাশাপাশি উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের সহযোগিতা কামনা করছি। উন্নয়নের স্বার্থে রাজনীতি করা ঠিক নয়।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam: প্রকাশ্যে বিক্রি নয়, হোটেল-রেস্তোরাঁয় মিলবে না গোমাংস, নয়া সিদ্ধান্ত অসম সরকারের

    Assam: প্রকাশ্যে বিক্রি নয়, হোটেল-রেস্তোরাঁয় মিলবে না গোমাংস, নয়া সিদ্ধান্ত অসম সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: হোটেল-রেস্তোরাঁ কিংবা বিয়েবাড়িতেও পরিবেশন করা যাবে না গোমাংস (Beef Ban)। প্রকাশ্যে গোমাংস বিক্রিতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ধরা পড়লেই পেতে হবে কঠিন শাস্তি। বুধবার এমনই ঘোষণা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

    গোমাংস নিয়ে আগের নিয়ম (Assam)

    প্রসঙ্গত, অসমে গোমাংস নিষিদ্ধ না হলেও, অসম গো-সংরক্ষণ আইন অনুযায়ী, হিন্দু, শিখ বা জৈন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় গোহত্যা ও গোমাংস বিক্রি নিষিদ্ধ। মন্দির কিংবা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যেও গোমাংস বিক্রিতে নিষাধাজ্ঞা জারি ছিল। এবার তা জারি করা হল হোটেল-রেস্তোরাঁ-বিয়েবাড়িতেও।

    কী বললেন মুখ্যমন্ত্রী

    বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অসমে কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা যাবে না। কোনও অনুষ্ঠানে পরিবেশন বা প্রকাশ্যে গোমাংস বিক্রিও করা যাবে না।” তিনি জানান, রাজ্য ক্যাবিনেট বৈঠকেই গোমাংস পরিবেশনে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই আইনেও পরিবর্তন আনা হবে এবং নয়া এই বিধিগুলির সংযোজন করা হবে। হিমন্ত জানান, আগে তাঁদের সিদ্ধান্ত ছিল মন্দিরের কাছে গোমাংস খাওয়া বন্ধ করা হবে। কিন্তু এবার থেকে গোটা অসমেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, “আমি অসম (Assam) কংগ্রেসকে অনুরোধ করছি, তারা যেন গোমাংস নিষিদ্ধ করাকে স্বাগত জানায়।”

    এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “অসম গো সংরক্ষণ আইন – ২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনও হোটেল, রেস্তরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।”

    আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস নেতা ও ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন অভিযোগ করেন সামাগুড়ির সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে গোমাংস পার্টির আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “ভূপেন বোরা ও রাকিবুল হুসেন-সহ কংগ্রেস নেতারা অসমে গোমাংস খাওয়া নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন (Beef Ban)। আমি আশা করি, তাঁরা আগের আইনে এই নতুন নিষেধাজ্ঞাগুলি অন্তর্ভুক্ত করতে আমাদের সহযোগিতা করবেন (Assam)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • India Foreign Secretary: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    India Foreign Secretary: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে (Bangladesh) তুঙ্গে উঠেছে হিন্দু নির্যাতন। তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন সে দেশের এক হিন্দু কিশোরী। তার পরেও সরাসরি কোনও পদক্ষেপ করেনি ভারত। তবে, এবার বড় পদক্ষেপ করল মোদি সরকার। আগামী সপ্তাহে বাংলাদেশে যেতে পারেন ভারতের বিদেশ সচিব (India Foreign Secretary)। অন্তত, তাঁঁর বাংলাদেশে আসার কথা জানিয়েছে ইউনূস প্রশাসনের বিদেশ উপদেষ্টা। এর পর থেকেই ভারত নিয়ে সুর নরম বাংলাদেশের। ঢাকার মুখে এখন দিল্লির সঙ্গে সুসম্পর্কের কথা। 

    বাংলাদেশ সফরে ভারতের বিদেশ সচিব (India Foreign Secretary)

    সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে তপ্ত হয়েছে ভারতের পূব দিকের এই প্রতিবেশী দেশে। নিত্যদিন নির্যাতনের শিকার হচ্ছেন সে দেশের হিন্দুরা। হিন্দু-সহ বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারংবার বার্তা দিয়েছে ভারত। তার পরেও থামেনি হিন্দু নির্যাতন। চিন্ময়কৃষ্ণের আইনজীবীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। এহেন আবহে এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (India Foreign Secretary)। ১০ ডিসেম্বর ঢাকা যেতে পারেন তিনি।

    কী বলছে বাংলাদেশ?

    ভারতের তরফে অবশ্য বিদেশ সচিবের এই ঢাকা সফর নিয়ে কিছু বলা হয়নি। তবে ইউনূস প্রশাসনের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।” তাঁর সঙ্গে ভারতের এক প্রতিনিধি দলেরও ঢাকায় যাওয়ার কথা। ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক করতে পারেন বিক্রম।

    ভারতের বিদেশ সচিবের (India Foreign Secretary) আসার খবরে সুর নরম বাংলাদেশের। এদিন তৌহিদের মুখে শোনা গিয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সুর। তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত ও বাংলাদেশ, দুই দেশের স্বার্থেই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিত। দু’পক্ষকেই তার জন্য উদ্যোগী হতে হবে।”

    আরও পড়ুন: “মুসলিম তোষণ করতেই সাম্ভালে যাওয়ার চেষ্টা রাহুলের”, তোপ বিজেপির

    ভারত-বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের বিদেশ সচিব পর্যায়ের (India Foreign Secretary) বৈঠকে আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়া নিয়েও হতে পারে আলোচনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরওয়ানা জারি করেছে হাসিনার নামে। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। ভারতের তরফে হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে ওই বৈঠকে (Bangladesh)। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির বিষয়টিও উঠতে পারে দুপক্ষের আলোচনায় (India Foreign Secretary)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share