Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Manipur: চাঞ্চল্যকর রিপোর্ট! গত ২ দিনে মায়ানমার থেকে ৭১৮ জনের অনুপ্রবেশ মণিপুরে

    Manipur: চাঞ্চল্যকর রিপোর্ট! গত ২ দিনে মায়ানমার থেকে ৭১৮ জনের অনুপ্রবেশ মণিপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur) কি এখন হিংসা ছড়াতে আসছে বহিরাগতরা? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। কেন এই প্রশ্ন উঠছে? অসম রাইফেলস মণিপুর সরকারকে দু দিন আগে একটি রিপোর্ট পাঠিয়েছে। ওই রিপোর্টে অসম রাইফেলস-এর দাবি, ২২ জুলাই এবং ২৩ জুলাই বৈধ কাগজপত্র ছাড়াই মণিপুরে ঢুকেছে ৭১৮ জন মায়ানমারের বাসিন্দা। সোমবার একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছে মণিপুরের স্বরাষ্ট্র দফতর। এই খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে।

    দু-মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর (Manipur)

    বিগত দু-মাস ধরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যে ১৬০ জনেরও বেশি নিহত হয়েছেন। বাড়ি বাড়ি অগ্নিসংযোগ, লুঠ তো চলছেই, দিন কয়েক আগে এক মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে সব মহল। মণিপুরে শান্তি ফেরাতে কুকি এবং মেইতেই উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ১০১ কোটি টাকার প্যাকেজও ঘোষণা করেছে। কিন্তু তাতেও বদলায়নি অশান্তির চিত্র। সব থেকে বড় কথা, এখনও বোঝা যাচ্ছে না ৭১৮ জনের এই দল আগ্নেয়াস্ত্র নিয়ে মণিপুরে ঢুকেছে কিনা! অসম রাইফেলসের মতে, চান্দেল জেলা হয়ে এই অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছে। এখানেই রয়েছে ইন্দো-মায়ানমার সীমানা। মণিপুরে (Manipur) মুখ্যসচিব বিনীত যোশী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্তের নিরাপত্তারক্ষীদের বলা হয়েছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নওয়ার জন্য।

    কী বলছে মণিপুর প্রশাসন?  

    মণিপুর সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে জানিয়েছে, মণিপুরের এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ৭১৮ জন অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশ যথেষ্ট উদ্বেগজনক। আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে। জানা গিয়েছে, এই অনুপ্রবেশকারীদের পুনরায় মায়ানমারে ফেরত পাঠাতে তৎপর হয়ে উঠেছে মণিপুর (Manipur) প্রশাসন।

    আরও পড়ুন: প্রবীণ আরএসএস নেতা মদন দাস দেবীর জীবনাবসান, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Seema Haider: সীমা ও সচিনের আধার কার্ডে তথ্য বদল! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

    Seema Haider: সীমা ও সচিনের আধার কার্ডে তথ্য বদল! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিক সচিনের টানে ভারতে আসা পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের (Seema Haider) আধার কার্ড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বদলানোর অভিযোগ উঠল। নথি বদলানো হয়েছে প্রেমিক সচিন মিনারও। এই ঘটনায় যোগী পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক বুলন্দশহরের আহমদগড়ের একটি জনসেবা কেন্দ্রে কাজ করতেন। সেখান থেকেই তাদের আটক করেছে উত্তরপ্রদেশ এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড)। পুলিশ সূত্রে খবর দুই অভিযুক্তের নাম পুষ্পেন্দ্র মিনা এবং পবন মিনা। এঁরা দুজনে দাদা-ভাই। পাশাপাশি পাবজি প্রেমিক সচিনেরও তুতো ভাই বলে পরিচিত তারা। কেন এই দুই অভিযুক্ত সীমা-সচিনের নথি পরিবর্তন করেছেন? তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

    পাক-দূতাবাসে গেল সীমার (Seema Haider) পরিচয় পত্র

    অন্যদিকে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে পাঠানো হল সীমা হায়দারের (Seema Haider) পরিচয় পত্র। অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমা হায়দারকে নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। সে কি শুধুই ভালবাসার টানে এখানে এসেছে নাকি অন্য কোনও উদ্দেশে, তারই রহস্য উন্মোচন করছেন গোয়েন্দারা। সীমার (Seema Haider) ভাই এবং মামা পাক সেনাবাহিনীতে কর্মরত বলে জানতে পেরেছেন গোয়েন্দার। ভারতীয় প্রান্তিক বধূ সাজতে প্রশিক্ষণও নেন সীমা। আবার তাঁর ঝরঝরে ইংরেজি বলাও গোয়েন্দা রেডারে রয়েছে। সীমা (Seema Haider) কোনও পাক গুপ্তচর কি না, সে বিষয়ে সন্দেহ ক্রমশই ঘনীভূত হচ্ছে। ফলে গত ৪ জুলাই থেকেই সীমার ওপর কড়া নজর রয়েছে উত্তরপ্রদেশের এটিএস-এর।

    রাষ্ট্রপতির কাছে ভারতে থাকতে দেওয়ার আর্জি সীমার

    পাবজি খেলতে গিয়ে সচিনের প্রমে পড়েন সীমা (Seema Haider)। অবৈধভাবে ভারতে প্রবেশের পর গ্রেফতার করা হয় সীমাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি হিন্দু ধর্ম গ্রহণের দাবি করেন। পাবজি প্রেমিকার কথায়, ‘‘সীমা হিন্দু এবং মুসলমান যে কোনও ধর্মের মেয়েদেরই নাম হয়। তাই আমি এখন থেকে শুধুই সীমা। অথবা, নিজেকে সীমা সচিন বলে পরিচয় দেব। আমার সন্তানদেরও নাম পরিবর্তন করে রাজ, প্রিয়ঙ্কা, পরি এবং মুন্নি রেখেছি।’’ জানা গিয়েছে, এর মধ্যেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ভারতে থাকার আর্জি জানিয়েছেন সীমা। তাঁর আবেদন, তিনি আর পাকিস্তান ফিরতে চান না। সন্তানদের নিয়ে ভারতেই থেকে যেতে চান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North India Flood: ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ভারতে! বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

    North India Flood: ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ভারতে! বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি ভারী বৃষ্টিতে কয়েক সপ্তাহ আগেই নাজেহাল হয়েছিল উত্তর ভারতের জনজীবন (North India Flood)। তার রেশ এখনও চলছে। বেশ কয়েক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও জল জমেই রয়েছে। কিন্তু উত্তর ভারতের বাসিন্দাদের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়েছে হাওয়া অফিসের ঘোষণা। ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে উত্তর ভারতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসম ভবন আরও জানিয়েছে, এর জেরে বন্যাবিধ্বস্ত (North India Flood) উত্তর ভারতে পরিস্থিতি হয়ে উঠবে আরও ভয়াবহ। প্রসঙ্গত, রবিবারই ফের বিপদসীমা অতিক্রম করেছে যমুনা।

    বিপর্যস্ত উত্তর ভারত…

    হিমাচলে বন্যায় (North India Flood) ৫ জনের মৃত্যুর খবর মিলেছে রবিবার। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ধসের কারণে এবং তিনজন বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টির কারণে বিপর্যস্ত সম্পূর্ণ উত্তরাখণ্ড। দেবভূমির একাধিক রাস্তা ধসের কারণে অবরুদ্ধ। যমুনেত্রী হাইওয়ে সম্পূর্ণভাবে রুদ্ধ। শুক্রবার রাতে লাদাখেও একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টির খবর মিলেছে। অন্যদিকে জম্মু-কাশ্মীরেও একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এরমধ্যে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। 

    কী বলছে হাওয়া অফিস? 

    উত্তর ভারতে ব্যাপক বৃষ্টি ও বন্যার (North India Flood) পরে মাঝে  কয়েক দিনের বিরতি। তারপরে ফের ভ্রুকুটি প্রাকৃতিক দুর্যোগের। উত্তর ভারতে ভারী বৃষ্টিপাত প্রত্যাবর্তন করছে মঙ্গলবার থেকেই, এমনটাই বলছে মৌসম ভবন। ২৫ জুলাই থেকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানা গিয়েছে। রবিবার হাওয়া অফিসের আধিকারিকরা বলেন, ‘‘হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’’ বর্ষার পরিসংখ্যান তুলে ধরে তাঁরা বলেন, ‘‘উত্তর-পশ্চিম ভারতে ১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে ৩১৮.৮ মিলিমিটার।’’ আইএমডি জানিয়েছে, উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে শুধুমাত্র পূর্ব উত্তর প্রদেশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানা গিয়েছে যোগী রাজ্যে।

    পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিম রাজস্থানে। মঙ্গল ও বুধবার জম্মু, কাশ্মীর ও লাদাখে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ু তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে চলছে এবং পশ্চিম প্রান্তটি আগামী দুই-তিন দিনের মধ্যে ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে পারে। আবহাওয়া অফিস গুজরাত ও মধ্য মহারাষ্ট্রের জন্য লাল সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে ২০৪.৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশা করছে৷

    কমলা সতর্কতা জারি মহারাষ্ট্রে…

    সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মধ্য মহারাষ্ট্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সে রাজ্যের পালঘর, থানে এবং রায়গড়-সহ সাতটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে,  ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে। এই পূর্বাভাসের মধ্যে হাওয়া অফিস বন্যার (North India Flood) সম্ভাবনাও দেখছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিসগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, রায়ালসিমা, কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা বিপর্যস্ত অসমে ফের এই বৃষ্টির সম্ভাবনা চিন্তায় ফলেছে সেখানকার প্রশাসনকে। সোমবার ভারতের  উপকূলীবর্তী রাজ্য কর্নাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গল ও বুধবার বৃষ্টি হবে। অন্যদিকে হাওয়া অফিসের মতে, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও পুদুচেরিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি হবে।

    গুজরাতে জারি কমলা সর্তকতা ও কেরলে বন্ধ স্কুল

    গুজরাতে ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে দ্বারকার সিনহন এবং ঘি ড্যামে জলস্তর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, জুনাগড়, সৌরাষ্ট্র অঞ্চলের বন্যার জলস্তর নামতে শুরু করেছে। প্রশাসন দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে বলে খবর। এরই মাঝে রবিবার গুজরাতের মানুষের উদ্বেগ বাড়িয়ে হাওয়া অফিসের ঘোষণা, ‘‘২৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গুজরাতে। পশ্চিম ভারতের এই রাজ্যের দ্বারকা, রাজকোট, ভাবনগর প্রভৃতি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হবে।’’ গুজরাতের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সেরাজ্য়ের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। জুনাগড়ের এলাকায় জলস্তর প্রতিটি বাড়ি পর্যন্ত পৌঁছেছে বলে খবর। 

    সোমবার অতিভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে কেরলে। এর জেরে কেরলের কুন্নুর, ওয়ানাদ, কোঝিকোড় জেলায় স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেরলের এই পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের আগামী ২৭ জুলাই পর্যন্ত সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। মৌসমভবন বলছে, ‘‘২৪ থেকে ২৭ জুলাই অতিভারী বৃষ্টি হবে কেরলে। পাশাপাশি উপকূল এলাকায় ৪০-৫০ কিমি/ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দিল্লির প্রগতি ময়দানের নয়া কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

    PM Modi: দিল্লির প্রগতি ময়দানের নয়া কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কার করা হয়েছে দিল্লির প্রগতি ময়দান। সেখানেই তৈরি হয়েছে নয়া কনভেনশন সেন্টার। ২৬ জুলাই এরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেপ্টেম্বরে রয়েছে জি-২০ লিডার্স সামিট। সরকারি সূত্রের খবর, সেই সামিট হবে নয়া এই কনভেনশন সেন্টারে। নয়া এই ভবনের নাম ইন্টিগ্রেটেড এক্সিবিশান কাম কনভেনশন সেন্টার। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, ইন্ডিয়া ট্রেড প্রমোশান অর্গানাইজেশন কমপ্লেক্স, যেখানে ভারতের জি-২০ লিডার্স সামিট হবে, সেটির উদ্বোধন হবে ২৬ জুলাই।

    প্রগতি ময়দান

    তবে তারা জানায়নি যে স্বয়ং প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন। সরকারি একটি সূত্রেই খবর, ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রগতি ময়দানের মালিকানা রয়েছে ইন্ডিয়া ট্রেড প্রমোশান অর্গানাইজেশনের হাতে। ১২৩ একর জায়গাজুড়ে রয়েছে এই ময়দান। মিটিং, কনফারেন্স কিংবা প্রদর্শনীর জন্য এটাই ভারতের দীর্ঘতম ময়দান। বিশ্বের প্রথম পর্যায়ের ১০টি প্রদর্শনী এবং কনভেনশন কমপ্লেক্সের মধ্যে রয়েছে দিল্লির এই ময়দান। এই ১০টির মধ্যেই পড়ে জার্মানির হ্যানোভার এক্সিবিশান সেন্টার, সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশান অ্যান্ড কনভেনশন সেন্টারও।

    আসন সংখ্যা

    জানা গিয়েছে, দিল্লির (PM Modi) এই কনভেনশন সেন্টারেই হবে জি-২০ সামিট। আসন সংখ্যা সাত হাজার। সিডনির অপেরা হাউসে রয়েছে এর চেয়েও ঢের কম আসন। সেখানে আসন সংখ্যা মাত্রই পাঁচ হাজার। প্রসঙ্গত, প্রগতি ময়দানের সংস্কার শুরু হয়েছিল ২০১৭ সালে। ২০১৯ সালের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা ছিল। তবে ওই সময়সীমার মধ্যে কাজ শেষ করা যায়নি। কাজ করছিল এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেড নামে একটি কোম্পানি। ইন্টিগ্রেটেড এক্সিবিশান কাম কনভেনশন সেন্টার নির্মাণের পাশাপাশি প্রকল্পের মধ্যে ছিল একটি নতুন এক্সিবিশন হল নির্মাণ।

    আরও পড়ুুন: বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তলব দিল্লিতে! কী নিয়ে আলোচনা হতে পারে?

    উদ্বোধন হওয়ার (PM Modi) পরে এখানেই হবে জি-২০ লিডার্স সামিট। গত বছর জি-২০ সামিট আয়োজনের দায়িত্ব পায় ভারত। তার পর থেকে গত এক বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে নানা অনুষ্ঠান। এই সামিট হয়েছে কাশ্মীরেও। শেষ সামিটটি হবে নয়া দিল্লিতে। তার পরেই শেষ হবে বছরব্যাপী এই সামিটের। এর পর ফের সামিট আয়োজনের ব্যাটন চলে যাবে অন্য কোনও দেশের হাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Delhi Flood: ফের বিপদসীমা পেরিয়ে ফুঁসছে যমুনা! উদ্বিগ্ন দিল্লিবাসী

    Delhi Flood: ফের বিপদসীমা পেরিয়ে ফুঁসছে যমুনা! উদ্বিগ্ন দিল্লিবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে (Delhi Flood) যমুনার জল ফের বিপদসীমা অতিক্রম করেছে বলে খবর মিলেছে। হরিয়ানা থেকে জল ছাড়ার কারণেই এই জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সকালেও জলস্তর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০৫.৯৬ মিটারে। সন্ধ্যা নাগাদ এই জলস্তর ২০৬.৯৭ মিটের পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে দিল্লি সরকার সতর্কতা জারি করেছে হরিয়ানা থেকে ২ লাখ কিউসেক জল ছাড়ার কারণে (Delhi Flood)। কেন্দ্রীয় সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গিয়েছে।

    কয়েক সপ্তাহ ধরেই ফুঁসছিল যমুনা

    বিগত কয়েক সপ্তাহ ধরেই যমুনা ফুঁসছে (Delhi Flood)। লালকেল্লা, সুপ্রিম কোর্টেও পৌঁছে যায় যমুনার জলোচ্ছ্বাস। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এদিন ফের জলস্তর বাড়তে শুরু করেছে। দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বারবার উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন। হরিয়ানা ছাড়াও হিমাচলের জল ছাড়ার কারণেও দিল্লিতে বন্যা পরিস্থিতি হয় বলে আগেই জানিয়েছিল বিশেষজ্ঞ মহল। শনিবার থেকেই নীচু অঞ্চলে বসবাসরত দিল্লির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। রবিবার দিল্লির তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং পাশাপাশি হাল্কা বৃষ্টিতে ভিজবে রাজধানী (Delhi Flood), এমনটাই জানিয়েছে মৌসম ভবন। 

    নয়ডার হিন্দন নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে

    অন্যদিকে নয়ডার হিন্দন নদীতে জলস্তরের ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে শনিবার। যোগী পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। অন্যদিকে গাজিয়াবাদের ১ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে হিন্দন নদীর জলস্তর বৃদ্ধির কারণে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Iskcon: রামকৃষ্ণ-বিবেকানন্দ সম্পর্কে বিতর্কিত মন্তব্য! প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমোঘ লীলা প্রভু

    Iskcon: রামকৃষ্ণ-বিবেকানন্দ সম্পর্কে বিতর্কিত মন্তব্য! প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমোঘ লীলা প্রভু

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইস্কনের (Iskcon) সন্ন্যাসী অমোঘ লীলা প্রভু। এই ঘটনার জেরে এক মাসের জন্য তাঁকে নির্বাসিত করে ইস্কন। এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেল ইস্কনের সন্ন্যাসী অমোঘ লীলা প্রভুকে। একটি ভিডিও বার্তা প্রকাশ করে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের ধূমপানের অভ্যাস কিংবা মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অমোঘ লীলা প্রভু। রামকৃষ্ণ পরমহংসদেবের যতমত তত পথ নিয়েও কটাক্ষ করেন অমোঘ লীলা প্রভু। এই ভিডিও সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। 

    কী বললেন অমোঘ লীলা প্রভু?

    শনিবারই অমোঘ লীলা প্রভুর ভিডিও বার্তা (Iskcon) সামনে আসে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে আমি যা মন্তব্য করেছিলাম, তার জন্য সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। তাঁদের মাংস ভক্ষণ কিংবা ধূমপানের অভ্যাস নিয়ে যাই বলে থাকি না কেন, তা মন থেকে কাউকে আঘাত করার জন্য বলিনি। আমার বাণীর মাধ্যমে কারও বিশ্বাস কিংবা ভাবাবেগে আঘাত করার মানসিকতা ছিল না।’’ তাঁর আরও সংযোজন, ‘‘কেউ হয়তো দর্শকাসন থেকে আমায় এই প্রশ্ন করেছিলেন, তাই আমি ওই কথাগুলি বলেছিলাম। কাউকে আঘাত করতে চাইনি। এর জন্য অন্তর থেকে ক্ষমাপ্রার্থী।’’

    একমাস নিষিদ্ধ অমোঘ লীলা প্রভু

    রামকৃষ্ণ-বিবেকানন্দ সম্পর্কে তাঁর মন্তব্যের কারণে ইস্কন (Iskcon) নিষিদ্ধ করে অমোঘ লীলা প্রভুকে। ইস্কনের (Iskcon) তরফ থেকে তাঁকে গোবর্ধন পাহাড়ে একমাস থেকে কৃষ্ণনাম জপ করতে বলা হয়েছে। এই সময় তিনি কারও সঙ্গে দেখা করতে পারবেন না, শুধু ফলমূল খেয়েই কাটাতে হবে। কিন্তু নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরও কী ভাবে দ্বারকা ইস্কনের প্রধানের ভিডিও প্রকাশ্যে এল? উত্তর দেন ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘উনি নির্বাসিতই রয়েছেন। আগামী এক মাস তিনি প্রকাশ্যে আসতে পারবেন না। ইস্কন থেকে তাঁকে ব্যান করা হয়েছে। তবে বহু মানুষ ব্যক্তিগত ভাবে তাঁকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে বলেছেন। আমাদের কাছেও এই দাবি এসেছে। তাই আমি ওঁকে অনুরোধ করি। সেইমতো উনি আমায় ব্যক্তিগতভাবে এই ভিডিয়ো রেকর্ড করে পাঠিয়েছেন। উনি নিজে কোনও সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেননি বা প্রকাশ্যে আসেননি। আমায় পাঠানোর পর আমি বিষয়টি সকলকে পাঠাই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amarnath Yatra: অমরনাথ যাত্রায় প্রাণ গেল ২ তীর্থযাত্রীর! এখনও পর্যন্ত মোট মৃত ৩৬

    Amarnath Yatra: অমরনাথ যাত্রায় প্রাণ গেল ২ তীর্থযাত্রীর! এখনও পর্যন্ত মোট মৃত ৩৬

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) শনিবার আরও ২ তীর্থ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, অমরনাথ গুহায় মৃত্যু হয়েছে একজনের। আর গুহায় ওঠার আগে বেসক্যাম্পে মৃত্যু হয়েছে অন্যজনের। শনিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ২ অমরনাথ (Amarnath Yatra) যাত্রীর মৃত্যুর খবর জানানো হয়েছে। প্রশাসনের তরফে এও জানানো হয়েছে, চলতি বছরের অমরনাথ যাত্রায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬।

    মৃতদের পরিচয়…

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত ২ অমরনাথ যাত্রীর (Amarnath Yatra) নাম ফতেহ লাল মানারিয়া এবং মাঙ্গি লাল। দুজনেরই বয়স ৬০ বছর এবং তাঁরা রাজস্থান থেকে এসেছিলেন।  প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ফতেহ লাল মানারিয়া এদিনই অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু, ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থান অমরনাথ গুহার (Amarnath Yatra)। এর ফলে গুহা চত্বরে বাতাসে অক্সিজেনের পরিমাণ সাধারণত কম থাকে। ফলে গুহায় পৌঁছনোর পর শ্বাসকষ্ট শুরু হয় ফতেহ লালের। প্রয়োজনীয় অক্সিজেন না পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে জেরে গুহা চত্বরে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, এদিন বালতাল বেস ক্যাম্পে মৃত্যু হয় মাঙ্গি লালের। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

    আরও পড়ুন: “বাংলায়ও অত্যাচার হচ্ছে, সবাই মূক হয়ে গিয়েছেন”, মণিপুরকাণ্ডে মমতাকে নিশানা অনুরাগের

    ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)

    প্রসঙ্গত, চলতি বছর ১ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। ৬২ দিন ধরে এই যাত্রা চলার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যে বেশ কয়েকবার বন্ধ হয়েছে অমরযাত্রা। এবার যাত্রা শুরুর ৭ দিন পর থেকেই বৃষ্টি, ধস শুরু হয়। বন্যা পরিস্থিতিও তৈরি হয় কোথাও কোথাও। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে যাত্রা বন্ধের ঘোষণা করে প্রশাসন। তবে পরিসংখ্যান বলছে, ৩ লাখের বেশি পুণ্যার্থী গুহা দর্শন করেছেন।

     

    আরও পড়ুুন: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার নির্দেশ এএসআইকে, কোন শর্তে জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো ও গণধর্ষণ! গ্রেফতার ষষ্ঠ অভিযুক্ত

    Manipur: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো ও গণধর্ষণ! গ্রেফতার ষষ্ঠ অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৪ মে মণিপুরে (Manipur) দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ২৬ সেকেন্ডের ভিডিও সামনে আসে। দুই মহিলাকে গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। গত বুধবারই এই ভিডিও প্রথম সামনে আসে। যদিও তার সত্যতা পরীক্ষা করেনি মাধ্যম। এরপরই নড়েচড়ে বসে মণিপুর প্রশাসন। দোষীদের কড়া শাস্তি হবে বলে ঘোষণা করেন খোদ প্রধানমন্ত্রী মোদি। তারপরেই গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। শনিবার এই  ঘটনায় ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত নাবালক বলে জানা গিয়েছে। থৌবল জেলার এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সব মহল থেকেই। বিবস্ত্র করা এক মহিলার বাবা ও ভাইকে খুন করার অভিযোগও উঠেছে।

    পুলিশের মামলা…

    পুলিশের তরফ থেকে করা মামলা অনুযায়ী, ‘‘৮০০-১০০০ সংখ্যার একটি ভিড় থৌবল জেলায় স্থানীয় গ্রামে আক্রমণ করে ৪ মে। এর পরে সেখানকার বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হতে  থাকে। ওই ভিড়ের বেশ কয়েক জনের কাছে ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র।’’ এফআইআর-এ আরও উল্লেখ করা হয়েছে, বিবস্ত্র করা মহিলাকে গণধর্ষণের হাত থেকে বাঁচাতে গেলে তাঁর ভাইকেও হত্যা করে আক্রমণকারীরা। তবে থৌবলের মতো আরও নারী নির্যাতন হয়েছে মণিপুর (Manipur) জুড়ে। যা প্রকাশ্যে আসছে ক্রমশ। জানা গিয়েছে, সাইকুল জেলায় ২১ বছর বয়সী এক মহিলা এবং তাঁর ২৪ বছরের বান্ধবীকেও একই ভাবে গণধর্ষণ করা হয়।

    আড়াই মাস ধরে উত্তপ্ত মণিপুর (Manipur)

    প্রসঙ্গত, বিগত আড়াই মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। একাধিক জেলায় বন্ধ ইন্টারনেট। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ১০১ কোটি টাকার প্যাকেজ ঘোষণাও করেছে। হিংসার সূত্রপাত গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর (Manipur)’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে। ওই রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। বাড়িঘর লুঠ, অগ্নিসংযোগ, হত্যা চলতে থাকে। দুই সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হতে থাকেন। সরকারি হিসেব অনুযায়ী, গত ৩ মে থেকে মণিপুরে চলা হিংসায় এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tomato: ‘‘টমেটোর দাম শীঘ্রই কমবে’’, রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

    Tomato: ‘‘টমেটোর দাম শীঘ্রই কমবে’’, রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

    মাধ্যম নিউজ ডেস্ক: খুচরো বাজারে যোগান না থাকার কারণেই দাম বাড়ছে টমেটোর (Tomato), এমনটাই মনে করছেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তবে এর সমাধানও বাতলে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হচ্ছে নতুন টমেটো, তা দেশের খুচরো বাজারে দেওয়া হবে।’’

    আরও পড়ুুন: মমতার ভাষণে ২১ জুলাইয়ের কোনও কথাই নেই, শুধুই মণিপুর আর ১০০ দিনের বকেয়া!

    রাজ্যসভার সাংসদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কী বললেন মন্ত্রী?

    রাজ্যসভায় শুক্রবার নির্দল সাংসদ কার্তিকেয় শর্মা টমেটোর দাম বৃদ্ধির প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি জানিয়েছিলেন দিল্লি পাঞ্জাব চন্ডিগড় আন্দামান-নিকোবরে টমেটোর (Tomato) দাম ১৫০ টাকা ছুঁয়েছে। দিল্লিতে টমেটোর দাম ১৩০ টাকা প্রতি কিলো। সেই অবস্থায় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। এদিন কার্তিকেয় শর্মার প্রশ্নের জবাবে বিবৃতি দেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী। এদিন উপভোক্তা মন্ত্রী বলেন, ‘‘সরকারের নজর রয়েছে গোটা পরিস্থিতির ওপরে। এবং কীভাবে টমেটো ন্যায্য মূল্যে জনগণকে দেওয়া যায়, তার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে শুরু হয়েছে টমেটো সংগ্রহের কাজও।’’ মন্ত্রীর আরও সংযোজন, ‘‘অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক থেকে টমেটো সংগ্রহ করে তা, দিল্লি, বিহার সমেত একাধিক রাজ্যের খুচরো বাজারে পৌঁছে দেওয়ার কাজ চলছে।’’

    অশ্বিনী চৌবের আরও বক্তব্য

    মন্ত্রীর আরও বক্তব্য, টমেটোর (Tomato) দাম ৯০ টাকা/কেজি থেকে কমে ৮০ টাকা/কেজি হয় চলতি মাসের ১৬ তারিখে, পরে ২০ জুলাই তা আরও কমে হয় ৭০ টাকা/কেজি। এছাড়াও টমেটোর ফলন কম হওয়ার পেছনে একাধিক পয়েন্ট উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন টমেটো মূলত মরসুমি ফসল। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্নাটকের কোলার টমেটো উৎপাদনে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে। কিন্তু চলতি বছরে, সাদা মাছির উপদ্রব বেড়েছিল। পাশাপাশি হরিয়ানা এবং হিমাচল প্রদেশে প্রচন্ড বৃষ্টির কারণে টমেটোর ফলন সেভাবে হয়নি। এই সমস্ত কারণের জন্যই টমেটোর দাম হু হু করে বাড়তে থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UCC: দেশে একটাই দেওয়ানি বিধি থাকুক, চাইছেন অধিকাংশ মুসলিম মহিলাই! উঠে এল সমীক্ষায়

    UCC: দেশে একটাই দেওয়ানি বিধি থাকুক, চাইছেন অধিকাংশ মুসলিম মহিলাই! উঠে এল সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে একটাই দেওয়ানি বিধি (UCC) থাকুক। অন্তত এমনটাই চান এ দেশের সিংহভাগ মুসলমান মহিলা। সাম্প্রতিক এক সমীক্ষায়ই উঠে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, দেশের ৬৭ শতাংশ মুসলমান মহিলা চান গোটা দেশের জন্য একটাই অভিন্ন দেওয়ানি বিধি থাকুক। যাঁরা এই মত পোষণ করেছেন, তাঁদের মধ্যে ৬৮ শতাংশ মহিলাই গ্র্যাজুয়েট কিংবা তারও বেশি ডিগ্রিধারী।

    বহু বিবাহ সমর্থনযোগ্য নয় 

    ৭৬ শতাংশ মুসলমান মহিলা বহু বিবাহের সঙ্গে সহমত পোষণ করেন না। মুসলমান পুরুষদের চারটি বিয়ে করার অধিকারও থাকা উচিত নয় বলেই মনে করেন তাঁরা। যাঁরা এমন মত ব্যক্ত করেন, তাঁদের মধ্যে গ্র্যাজুয়েট কিংবা তারও বেশি শিক্ষাগত যোগত্যার অধিকারী ৭৯ শতাংশ মহিলা। সমীক্ষায় যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ৭৪ শতাংশ মহিলা মনে করেন বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া নারী এবং পুরুষের দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেওয়া প্রয়োজন। কোনওরকম বিধিনিষেধ (UCC) ছাড়াই এটা হতে দেওয়া দরকার বলে মনে করেন ওই মুসলিম মহিলারা। দত্তক নেওয়ার পক্ষেও সায় দিয়েছেন সিংহভাগ মুসলিম মহিলা।

    বিয়ের বয়স 

    ৬৯ শতাংশ মুসলিম মহিলা মনে করেন যাঁরা প্রবীণ হয়েছেন, তাঁরা তাঁদের সম্পত্তি ইচ্ছে মতো দান করতে পারেন। এ মতের স্বপক্ষে যাঁরা সায় দিয়েছেন, তাঁদের মধ্যে ৭৩ শতাংশ মহিলাই গ্র্যাজুয়েট কিংবা তারও বেশি শিক্ষাগত যোগ্যতার অধিকারী। বিয়ের বয়স মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই ২১ হওয়া প্রয়োজন বলেও মনে করেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৯ শতাংশ মুসলিম মহিলা। এঁদের মধ্যে গ্র্যাজুয়েট কিংবা তারও বেশি শিক্ষিতের হার ৮২ শতাংশ।

    আরও পড়ুুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ইডি-কে অনুমতি হাইকোর্টের

    সমীক্ষায় প্রাপ্ত তথ্য থেকে একথা স্পষ্ট যে, ভারতের সিংহভাগ মুসলমান মহিলাই চাইছেন, অবিলম্বে চালু হোক অভিন্ন দেওয়ানি বিধি (UCC) । এই বিধি লাগু হলে বিবাহ বিচ্ছেদ সহ নানা ক্ষেত্রে জাতি-ধর্ম-নির্বিশেষে একটাই আইন চালু হবে। প্রসঙ্গত, সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। দিল্লির এক বিজেপি নেতার দাবি, সংসদের বাদল অধিবেশনেই আসতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share