Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ukraine: ইউক্রেনে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মন্ত্রী সহ মৃত ১৮

    Ukraine: ইউক্রেনে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মন্ত্রী সহ মৃত ১৮

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনের (Ukraine) রাজধানীর কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার। ২ মন্ত্রী, তিন শিশু সহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কিভের কাছে এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইউক্রেনের (Ukraine) আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীরও মৃত্যু হয়েছে।

    ইউক্রেন (Ukraine) সরকারের বিবৃতি

     ইউক্রেনের (Ukraine) সরকারের বিবৃতি অনুযায়ী, রাজধানী কিভের উপকন্ঠে ঘন জনবসতি পূর্ণ এলাকায় বুধবার ভোরে এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে। ওই কপ্টারে সে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এভেগনি এনিন, আভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা যাচ্ছে। 

     

    আরও পড়ুন: নথি জাল করে বাবার স্কুলে চাকরি! ভূগোল শিক্ষকের কাণ্ডে সিআইডি ডাকল হাইকোর্ট

    গত বছর থেকেই শুরু হয়েছে ইউক্রেনের (Ukraine) সঙ্গে রাশিয়ার যুদ্ধ। এমন যুদ্ধ পরিস্থিতিতে এই কপ্টার দুর্ঘটনার পিছনে রাশিয়ান সেনার কোন ষড়যন্ত্র আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। যদিও কিভের পুলিশ প্রধান ইগক ক্লিমেঙ্কো এ প্রসঙ্গে বুধবার বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই কপ্টার দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার বিভিন্ন ছবি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘন বসতিপূর্ণ এলাকাতে ওই হেলিকপ্টার ভেঙে পড়ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Australia: অস্ট্রেলিয়াতে ফের হামলার শিকার হিন্দু মন্দির, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

    Australia: অস্ট্রেলিয়াতে ফের হামলার শিকার হিন্দু মন্দির, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াতে (Australia) ফের মন্দির  ভাঙার ঘটনা সামনে এল। অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা। মঙ্গলবার সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়াতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার হিন্দু মন্দিরের ওপর এমন আঘাতের ঘটনা ঘটলো।

    অস্ট্রেলিয়ার (Australia) কোথায় ভাঙা হল মন্দির

    সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি সপ্তাহের সোমবারে সে দেশের ভিক্টোরিয়া প্রদেশের কেরাম ডাউন্সের শিব-বিষ্ণু মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রথম লক্ষ্য করেন অস্ট্রেলিয়াতে (Australia) বসবাসকারী ভারতীয় তামিলরা। যাঁরা তিন দিন পোঙ্গল উৎসবের পরে মন্দিরে অধিষ্ঠিত দেবতা দর্শনে গেছিলেন, সেসময়েই নজরে পড়ে এই ভাঙচুরের ঘটনা। 

    মন্দিরের ভক্তরা কী বলছেন 

    মন্দিরের জনৈক ভক্ত ঊষা সেনথিলানাথান বলেন, আমরা ভারতীয় তামিলরা অস্ট্রেলিয়াতে (Australia) উদ্বাস্তু হয়ে এসেছিলাম। এই মন্দির আমাদের উপাসনার কেন্দ্র যেটা খালিস্থানের সমর্থকরা মানতে চায় না এবং তারা নিজেদের ঘৃণার বার্তা এইভাবেই বারবার ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন আমি ভিক্টোরিয়ার পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সমাজকে ভয় দেখানোর জন্য, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সংগঠনের সভাপতি মার্কন্ড ভাগবত বলেছেন যে আমি বলে বোঝাতে পারবো না কতটা হতাশ আমি হয়েছি, আমি এই নিয়ে দ্বিতীয় বার সাক্ষী থাকলাম যেখানে খালিস্তানি সমর্থকরা আবার কোন মন্দিরকে ভাঙল। হিন্দু কাউন্সিলের মেলবোর্নের সদস্য সচিন মেহতা বলেন খালিস্তানের সমর্থকদের কোন দাবি থাকলে তারা ভিক্টোরিয়ার সংসদ ভবনের যাক এবং সেখানে তাদের বার্তা লিখে দিয়ে আসুক। শান্তিপ্রিয় হিন্দু সমাজকে বারবার আক্রমণ করে কোন লাভ হবে না।  ভিক্টোরিয়া সাংসদ ব্রাড ব্যাটিং বলেন, এরকম দুষ্কৃতীদের কোনও জায়গা অস্ট্রেলিয়াতে (Australia) নেই।
    প্রসঙ্গত চলতি মাসের ১২ তারিখে মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে একইরকমের হামলার ঘটনা ঘটেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) দাবি করলেন যে সে দেশের রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে অংশগ্রহণ করার অনুরোধ করবেন।

    আরও পড়ুন: চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান, লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

    কেন এমন কথা বললেন ইমরান খান (Imran Khan)  

    প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)  এদিন আরও বলেন, “শাহবাজ শরীফ আমাদের পাঞ্জাবে আস্থা ভোটে অংশগ্রহণ করিয়েছেন। এখন তিনি নিজে পরীক্ষা দিন যে পার্লামেন্টে তাঁর সত্যিকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কী নেই! 
    লাহোরের একটি জাতীয় নিউজ চ্যানেলের দপ্তরে শনিবার সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  এই মন্তব্য করেন।
    এদিন সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  বলেন প্রথমে শাহবাজকে আস্থা ভোটের জন্য আহ্বান জানানো হবে! তারপরে আমাদের আর কী কী পরিকল্পনা রয়েছে সেগুলি বলব আমরা।

    বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    প্রসঙ্গত উল্লেখ্য যে শাহবাজ সরকার দাঁড়িয়ে রয়েছে কোনওরকমে। ফেডারেল জোটে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় টিকে আছে এই সরকার। সংসদে সে দেশের পার্লামেন্টে MQM-P দলের যে সাতজন সদস্য আছে যদি তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে শাহবাগ সরকার আর কোনওভাবে টিকে থাকতে পারবে না বলেই বিভিন্ন মহল জানাচ্ছে। এটা খুব ভালোভাবেই জানেন ইমরান খান।

    আরও পড়ুন: এবার প্রাণঘাতী হামলার শিকার ইমরান, অতীতেও হয়েছে এই পাক রাষ্ট্রনেতাদের ওপর
    গত বছরে এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমেই ইমরান খানকে (Imran Khan)  ক্ষমতা থেকে সরানো হয়েছিল। কয়েকদিন আগে পাঞ্জাবের গভর্নর বালিগুর রহমান সেখানকার মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীকে আস্থা ভোটে অংশগ্রহণ করান। এই আস্থা ভোটের পরেই শনিবার সন্ধ্যায় বিধানসভা ভেঙে দেওয়া হয়।

    আরও পড়ুন: করোনায় মৃত্যু মিছিল! চিনে ৩৫ দিনে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Taliban: মহিলাদের পঠন পাঠন ও চাকরিতে তালিবানি নিষেধাজ্ঞা জারি হল আফগানিস্তানে

    Taliban: মহিলাদের পঠন পাঠন ও চাকরিতে তালিবানি নিষেধাজ্ঞা জারি হল আফগানিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী শিক্ষা খুব বেশি কাজের নয় এমনটাই মনে করে তালিবান। তালিবান (Taliban) শাসনে আফগানিস্তানে, সে দেশে নারী শিক্ষা এবং নারী অধিকারের বিষয়ে নানা রকম নিষেধাজ্ঞা জারি করার অভিযোগ উঠেছে ইতিমধ্যে। একসময় নারী শিক্ষার প্রশ্নেই মালালা ইউসুফাকে গুলিবিদ্ধ হতে হয়েছিল তালিবানদের (Taliban) হাতে। বর্তমানে সে দেশে তালিবানের (Taliban) তরফে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং চাকরির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    কী বললেন তালিবান (Taliban) মুখপাত্র

    তালিবানদের (Taliban) মুখপাত্র যায়বুল্লাহ মুজাহিদন, এক বিবৃতিতে বলেন যে ইসলামিক আইন লঙ্ঘন হবে এমন কোন কাজের অনুমতি তালিবানরা (Taliban) দেবেনা তাই এই সিদ্ধান্ত। আফগানিস্তানে এই মুহূর্তে সবটাই ইসলামী শরিয়া অনুযায়ী হবে। শরিয়ত আইন অনুযায়ী সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে দেশে এবং সেখানে যা যা অধিকারের কথা বলা হয়েছে নারীদের সম্পর্কে শুধু সেটুকুই দেওয়া হবে।

    ইতিমধ্যে সে দেশে যে কোন এনজিওতে মহিলাদের কাজ করা যাবেনা বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং বিশ্বব্যাপী নিন্দাও করা হয়েছে এই ঘটনার।

    তালিবানি (Taliban) সিদ্ধান্তে নিন্দার ঝড় বিশ্বজুড়ে

    বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, রাষ্ট্রসংঘ সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তালিবান (Taliban) সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বানও জানানো হয়েছে।

     দুদিন আগে ১৩ জানুয়ারি বিশ্বের ১১টি দেশ আফগানিস্তানের প্রশাসনকে নারীদের উপর এমন বিধিনিষেধকে অপসারনের জন্য আহ্বান জানিয়েছিল। প্রতিটি দেশের তরফে বলা হয়েছিল যে নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

    অন্যদিকে পৃথিবীর বৃহত্তম মুসলিম সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বলছে যে তালিবান (Taliban) যে শরিয়তের কথা বলে নারীদের উপর বিধিনিষেধ আরোপ করছে সেটি সর্বৈব মিথ্যা এবং ইসলাম এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • China Covid Situation: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    China Covid Situation: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে করোনা মহামারীর ঢেউ আবার শুরু হয়েছে। সে দেশে করোনা পরিস্থিতি (China Covid Situation) ২০১৯-২০২০ সালের ছবিকে মনে করাচ্ছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর দাপট চলছে সমগ্র চিন জুড়ে। বেজিংয়ের দাবি, চলতি ঢেউয়ে দেশে মাত্র ৫ হাজার জন মারা গেছেন। কিন্তু,  বেসরকারি মতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটাই বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, প্রতিদিন গড়ে ১০ লক্ষ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এবং ৫০০০ মানুষ করোনাতে মারা যাচ্ছেন। 

    উপগ্রহ চিত্রে ধরা পড়লো চিনের মিথ্যাচার

    চিনের সরকারি বিবৃতি যে পুরোপুরি মিথ্যা তা প্রমাণ হল সাম্প্রতিক প্রকাশিত উপগ্রহ চিত্রে। সেখানে ধরা পড়ল বেলাগাম করোনা পরিস্থিতিতেও কিভাবে সেখানকার মানুষ ভিড় জমাচ্ছেন। Maxar Technologies এর শেয়ার করা উপগ্রহ চিত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। বেজিং থেকে বেশ কিছু দূরে একটি নতুন দেহ সৎকার স্থল তৈরি করা হয়েছে। সৎকার স্থলের বাইরে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। যারফলে প্রশ্ন উঠছে এমন করোনা পরিস্থিতি (China Covid Situation) নিয়ে চিন সরকার কি সত্যিই সিরিয়াস? করোনার দাপটে রোগীদের জন্য হাসপাতালে শয্যা নেই, প্রয়োজনীয় ওষুধ নেই তার সঙ্গে এই ভিড় করোনা পরিস্থিতিকে (China Covid Situation) বেলাগাম করে তুলছে।

    এমন উদ্ভূত পরিস্থিতিতে (China Covid Situation) রেকর্ড মৃত্যু হচ্ছে সে দেশে। আন্তর্জাতিক কিছু সংবাদ সংস্থা দাবি করেছে করোনা নিয়ে মৃত্যুর পরিসংখ্যানে চিন সরকার মিথ্যাচার করছে। তাদের দাবি আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা চেপে যেতে চাইছে চিন। কিন্তু বিশ্বের মানুষের কাছে চিনের পরিস্থিতি (China Covid Situation) প্রকাশ্যে চলে এলো এই উপগ্রহ চিত্রগুলির দৌলতে।

    তথ্য গোপন করছে চিন, অভিযোগ হু-এর

    চিনে সাংহাই শহরের স্থানীয় প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে যে সে শহরে ৭০% নাগরিকই করোনায় আক্রান্ত হয়েছেন। জনসংখ্যার হিসাব অনুযায়ী, ২ কোটি ৬০ লক্ষ মানুষ। ইতিমধ্যে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে চিনের বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি যে সঠিক পরিসংখ্যান এবং তথ্য চিন প্রকাশ করুক যে করোনাতে (China Covid Situation) সে দেশে কত লোকের মৃত্যু হচ্ছে এবং প্রতিদিন কত আক্রান্ত হচ্ছে।

    সৎকার স্থলের জনৈক কর্মীর দাবি

    চিন সরকারের দাবি, সৎকারের জন্য প্রতিটি পরিবারকে কয়েক মিনিট করেই সময় দেওয়া হচ্ছে এবং কোনও রকমের জমায়েত সেখানে হয়নি। কিন্তু এ যে সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণিত হল উপগ্রহ চিত্রে। আমেরিকার সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে সৎকার স্থলের জনৈক এক কর্মী বলেন যে আমি এখানে ছয় বছর ধরে কাজ করছি এমন ব্যস্ততা কখনও দেখিনি। ক্রমাগত ফোন বেজেই চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Taliban Afghanistan: তালিবানের নয়া ফতোয়া! পুরুষ চিকিৎসকেরা মেয়েদের চিকিৎসা করতে পারবেন না

    Taliban Afghanistan: তালিবানের নয়া ফতোয়া! পুরুষ চিকিৎসকেরা মেয়েদের চিকিৎসা করতে পারবেন না

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় বছর আগে তালিবান বাহিনী কাবুলের দখল নেওয়ার পর থেকেই মহিলাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কয়েক মাস আগে আফগানিস্তানের তালিবান সরকার মেয়েদের বিশ্ববিদ্যালয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পড়াশোনার পর এবার চিকৎসা। সম্প্রতি, এক প্রতিবেদনে জানা গিয়েছে, আফগানিস্তানের পুরুষ ডাক্তারদের মেয়েদের চিকিৎসা করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সে দেশে মেয়েদের উচ্চশিক্ষার পথও বন্ধ তাই মহিলা চিকিৎসক পাওয়াও মুশকিল। অতএব বিনা চিকিৎসায় থাকবেন মহিলারা! প্রশ্ন সারা বিশ্বের।

    চিকিৎসায় নিষেধাজ্ঞা

    বেসরকারি সংস্থায় মহিলাদের কাজ করা, পার্ক এবং জিমে প্রবেশের ক্ষেত্রে, এমনকী, রাস্তাঘাটে মেয়েদের একা চলাফেরার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল আগেই। এবার আফগানিস্তানের বালখ প্রদেশের মহিলারা তাদের চিকিৎসার জন্য কোনও পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবেন না। জানা গিয়েছে পাবলিক অ্যাফেয়ারস এবং তালিবান অভিযোগের শুনানি দফতর একটি নতুন আদেশ ঘোষণা করে বলেছে যে মহিলারা এরপরে আর পুরুষ ডাক্তারদের কাছে যেতে পারবেন না। তালিবানের নতুন ফতোয়ায় মহিলা রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে পুরুষ ডাক্তারদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালকে এই ফতোয়া মানা হচ্ছে কি না তা নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: যে হাতে গর্জে উঠত বন্দুক, সেই হাতেই লাঠি দাউদের, ডনের দশা করুণ!

    মহিলা অ্যাথলিটদের হুমকি

    এছাড়াও আফগানিস্তানে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা অ্যাথলিটরাও। গত বছর তালিবান সরকারের সংস্কৃতি মন্ত্রী আহমেদুল্লাহ ওয়াশিক স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলে, ‘‘যে কোনও খেলা, যাতে শরীর দেখা যায় তা মহিলাদের জন্য নিষিদ্ধ।’’ কঠোর বিধিনিষেধের এই আবহেও গোপনে অনুশীলন জারি রেখেছিলেন আফগান মহিলা অ্যাথলেটদের অনেকে। কিন্তু সম্প্রতি তালিবান সরকার তাঁদের অনেককে ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ। তালিবানের যুক্তি, মহিলাদের জন্য খেলা জরুরি ব্যাপার নয়। কারণ খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যেতে পারে। ইসলামে যা বারণ করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Twins: আলাদা আলাদা বছরে জন্ম নিল দুই যমজ সন্তান, জানুন বিস্তারিত

    Twins: আলাদা আলাদা বছরে জন্ম নিল দুই যমজ সন্তান, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শুনেছেন কখনও কোনও দম্পতির যমজ (Twins) সন্তান জন্মগ্রহণ করছে দুটি আলাদা আলাদা বছরে। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যমজ (Twins)  সন্তানদের মধ্যে একজন জন্মগ্রহণ করেছে ২০২২ সালে তো অপরজন জন্মগ্রহণ করেছে ঠিক তার পরের বছর ২০২৩ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক দম্পতির দুই যমজ (Twins)  কন্যা সন্তান জন্ম নিল দুটি আলাদা আলাদা বছরে।

    আরও পড়ুন: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব

    কীভাবে সম্ভব হল

    গত ৩১ ডিসেম্বর রাত ১১:৫৫ মিনিটে প্রথম যমজ (Twins)  কন্যা সন্তানের জন্ম দেন আমেরিকার টেক্সাসের ওই মহিলা ক্যালি জোসকট।

    আরও পড়ুন: নন্দীগ্রামে একটা বড় অংশ যাঁরা হিন্দু, তাঁদের ভোটে আমি জিতেছি, বললেন শুভেন্দু

    আবার এর ঠিক ছয় মিনিট পরেই দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা অর্থাৎ পরের দিন ২০২৩ সালের ১ জানুয়ারি রাত ১২:০১ মিনিটে মহিলার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। স্বাভাবিকভাবেই এক কন্যা সন্তানের জন্ম তারিখ ২০২২ সালে থাকছে অপর কন্যা সন্তানের জন্ম তারিখ ২০২৩ সালে হয়ে যাচ্ছে।


    আরও পড়ুন: ‘যদি ভোট দিতে না দেয়…’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু?

    নিজের ফেসবুক পোস্টে আবেগ ধরে রাখতে পারেননি দম্পতি। নিজেদের সঙ্গে দুই কন্যা সন্তানের ছবিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন তাঁরা। 
    সেখানে যমজ (Twins)  দুই সন্তানের মা লিখছেন, আমি গর্বিত তোমাদের সঙ্গে অ্যানি জো এবং এফি রোজের পরিচয় করিয়ে দিতে পেরে।
     প্রসঙ্গত প্রথম কন্যা সন্তানের নাম অ্যানি জো অর্থাৎ ২০২২ সালে যার জন্ম তারিখ আর দ্বিতীয় কন্যা সন্তানের নাম এফি রোজ, যার জন্ম ২০২৩ সালে।
    দুই কন্যা সন্তানই বর্তমানে সুস্থ রয়েছে এবং দুই শিশুর ওজন ২৫০০ গ্রাম করে হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে, তদন্ত শুরু কেন্দ্রের

    Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে, তদন্ত শুরু কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: উজবেকিস্তানে কাশির সিরাপ (Cough Syrup) খেয়ে ১৮ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় উজবেকিস্তান ভারতের একটি কাশির সিরাপের (Cough Syrup) সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলল। এদিন উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছেন, যে সকল শিশু মারা গেছে তারা Doc-1 Max নামের কাশির সিরাপ খেয়েছে, যেটি তৈরি হয়েছে নয়ডার Marion Biotech সংস্থায়।

    ইতিমধ্যে ভারত সরকার এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কাশির সিরাপের (Cough Syrup) প্রস্তুতকারক সংস্থাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন ওই সংস্থার তৈরি স্যাম্পল চন্ডীগড়ের “রিজিওনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে” পাঠানো হয়েছে এবং পরীক্ষার পরেই তদন্ত রিপোর্ট জমা পড়বে।

    অন্যদিকে উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে সেদেশের ল্যাবরেটরিতে যে পরীক্ষা করা হয়েছে তাতে সিরাপে (Cough Syrup) ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে যা একটি ক্ষতিকর উপাদান। এটা দেখা গেছে যে সাধারণভাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বাড়ির অভিভাবকদের পরামর্শ মতোই ওই কাশির সিরাপগুলি (Cough Syrup) শিশুদের পান করানো হয়েছিল। দুই থেকে সাতদিন পর্যন্ত ওই সিরাপ শিশুদের দেওয়া হয়েছিল বলেই সূত্রের খবর। ১৮ জন শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে নয়ডার সিরাপ (Cough Syrup) প্রস্তুতকারক সংস্থার সমস্ত কাশির সিরাপকে উজবেকিস্তান থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।

    আফ্রিকার গাম্বিয়া থেকেও একই অভিযোগ এসেছে, ওষুধের ভুয়ো সিন্ডিকেট ভাঙতে তৎপর কেন্দ্র

    সম্প্রতি গাম্বিয়াতে ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। যা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। ভুয়ো ওষুধ তৈরির কারবার এবং সিন্ডিকেট গুলো ভাঙতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের ছটি দল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিতে গিয়ে তল্লাশির কাজ করবে এবং এই কেন্দ্রীয় দলকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে রাজ্য সরকার। গোটা বিষয়টি পরিচালনা করবে “সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।”
    এখনও পর্যন্ত সূত্রের প্রাপ্ত খবর অনুযায়ী হিমাচল প্রদেশের বারোটিরও বেশি ওষুধ কারখানায় এই অভিযান চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Gender Change: ১৬ বছরের বেশি বয়সীরা এবার থেকে ট্রান্সজেন্ডার হতে পারবেন স্পেনে, আসছে নতুন আইন

    Gender Change: ১৬ বছরের বেশি বয়সীরা এবার থেকে ট্রান্সজেন্ডার হতে পারবেন স্পেনে, আসছে নতুন আইন

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রান্সজেন্ডারের (Gender Change) আইন সারা বিশ্বব্যাপী খুব অল্প দেশেই আছে, এবার সেই তালিকায় সংযোজন হলো স্পেনের নাম। সাধারণভাবে ঘোষণা মাত্রই যে কোন নাগরিক এবার থেকে স্পেনে ট্রান্সজেন্ডার হতে পারবেন। 

    কী রয়েছে এই আইনে

    সম্প্রতি, স্পেনে আনা হচ্ছে ট্রান্সজেন্ডার রাইটস বিল। যেখানে বলা হচ্ছে ১৬ বছর বয়সের বেশি যেকোন নাগরিক ট্রান্সজেন্ডার (Gender Change) হতে পারবেন অন্যদিকে এই আইন অনুযায়ী যারা মাইনর থাকবে অর্থাৎ নাবালক এবং নাবালিকারা যাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে তাদের অবশ্যই ট্রান্সজেন্ডার (Gender Change) হতে গেলে নিজেদের আইনি অভিভাবকদের স্বীকৃতি লাগবে। অন্যদিকে ১২ এবং ১৩ বছরের মধ্যে যদি কেউ ট্রান্সজেন্ডার হতে চায় তাহলে সে দেশে যে কোনও কোর্টের বিচারকের অনুমতি লাগবে।

    স্পেনের ১৮৮ জন আইনসভার সদস্যের ভোটের ভিত্তিতে এই নতুন আইন আসতে চলেছে, প্রসঙ্গত ১৫০ জন আইনসভার সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আইন সভায়।
    এখন শুধু সেনেটের অনুমোদনের অপেক্ষায় আছে এই বিল। শোনা যাচ্ছে খুব সম্ভবত এই সপ্তাহতেই আইনের পরিণত হতে পারে বিলটি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজের সোশ্যালিস্ট পার্টি, যারা বর্তমানে জোট সরকারে আছে বামপন্থী পোডেমস পার্টির সঙ্গে, তারা এই আইনকে সে দেশের একটা বড় সংস্কার হিসেবেই দেখছে। অন্যদিকে স্পেনের ফেমিনিস্টরা ইতিমধ্যে দাবি করেছে যে এই আইনের কারণে মহিলাদের অধিকার ক্ষুন্ন হবে।

    বিতর্কও শুরু হয়েছে নতুন এই আইন নিয়ে

    তবে এই বিল নিয়ে ব্যাপক বিতর্কও শুরু হয়েছে স্পেনে, সে দেশের ডেপুটি প্রধানমন্ত্রী এই বিলকে সমালোচনা করেছেন। উপ প্রধানমন্ত্রী কারম্যান কালভো বলেছেন, জন্ম থেকে পাওয়া শারীরিক গঠনকে ছেড়ে জেন্ডার কে যখন এত গুরুত্ব দেয়া হচ্ছে তখন আমার মনে হয় না যে এটা কোনও অগ্রগতির দিকে আমরা যাচ্ছি। সমালোচনার অন্য আরও অনেক কারণ রয়েছে, সেদেশের ওয়াকিবহাল মহল বলছে যে কোনও পুরুষ যদি ট্রান্সজেন্ডার (Gender Change) করে মহিলা হয়ে যান এবং মহিলাদের ক্রীড়াতে নাম লেখান অথবা মহিলা কারাগারে থাকতে চান তাহলে এই আইন এর অপব্যবহার হবে। সেক্ষেত্রে  সেটি মহিলা অধিকারের উপর একটি বড় আঘাত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • India Russia: এবার জাহাজ নির্মাণে ভারতকে সহায়তা করতে চাইল রাশিয়া, কেন জানেন ?

    India Russia: এবার জাহাজ নির্মাণে ভারতকে সহায়তা করতে চাইল রাশিয়া, কেন জানেন ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভালো। যুদ্ধ সরঞ্জাম থেকে অনেককিছুই আমদানি করা হয় রাশিয়া থেকে।

    আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির

    রাষ্ট্র সঙ্ঘে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পাশে থাকতে দেখা গেছে ভারতকে। এবার ভারতকে জাহাজ তৈরিতে সহায়তা করতে চাইল রাশিয়া। প্রসঙ্গত, G-7 দেশগুলি রাশিয়ার তেলের উপর প্রাইস ক্যাপ আরোপ করে। ভারত এই সিদ্ধান্তকে সমর্থন করেনি।

    আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

    ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী 

    এদিন, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রকও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। 

    আরও পড়ুন: ‘ভারতকে নিয়ে কৌতুহলী বিশ্ব’, জি-২০ সম্মেলন নিয়ে সর্বদল বৈঠকে বললেন মোদি

    শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া একসময় দেশের বৃহত্তম জাহাজ নির্মান সংস্থা ছিল। আজ অনেকটাই ক্ষতির সম্মুখীন এই সংস্থা।

    আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং অতিমারির মোকাবিলা করতে হবে একযোগে, বললেন মোদি  

    প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার (India Russia) মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বানিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আগামীদিনে তেল,পেট্রোলিয়াম জাত দ্রব্য, তরল প্রাকৃতিক গ্যাস, কয়লা, সার ইত্যাদি দ্রব্যের ব্যবসা দুই দেশের (India Russia) মধ্যে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাশিয়াতে ভারতের রপ্তানি দাঁড়িয়েছে  প্রায় ১০,৬৫১ কোটি টাকা।

    আরও পড়ুন: ‘সারের কমতি মানে আগামী দিনে খাদ্যের ভাঁড়ারে টান’, জি ২০ সম্মেলনে বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share