Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Imran Khan: সাইফার গেট কেলেঙ্কারি মামলায় মৃত্যুদণ্ড হতে পারে ইমরানের?

    Imran Khan: সাইফার গেট কেলেঙ্কারি মামলায় মৃত্যুদণ্ড হতে পারে ইমরানের?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইফার গেট কেলেঙ্কারি মামলায় ফেঁসে যেতে পারেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ পার্টি সুপ্রিমো ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আশিফ শুক্রবার জানান, তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছেন বলে অভিযোগ।

    সাইফার কী

    দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, সাইফার হল একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনও প্রকাশ যায় না বা কারও সঙ্গে শেয়ার করা যায় না। পাক সংবিধানের ৬ নম্বর ধারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধানের ওপর ৬ নম্বর ধারা প্রয়োগ হলে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।” প্রসঙ্গত, ইমরানের এক পদস্থ প্রাক্তন সহযোগী সম্প্রতি স্বীকার করেছেন যে, পাকিস্তানের দূত ওয়াশিংটনকে যে সাইফার পাঠিয়েছিলেন বিরোধীদের বিরুদ্ধে, ইমরান তাকে হাতিয়ার করেছেন রাজনৈতিক লাভের উদ্দেশ্যে।

    সাইফারকে নিজের স্বার্থে ব্যবহার করার অভিযোগ

    পাক প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের ঠিক আগের দিনই সে দেশের আইনমন্ত্রী আজম নাজির তারারও প্রায় একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি প্রাকাশ্যে এনে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ রয়েছে ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর জেল হবে। ইসলামাবাদে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের আইনমন্ত্রী বলেন, ইমরান সাইফারকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

    আরও পড়ুুন: মুখ্যমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দিলেন হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা, কেন?

    এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁকে তলবও করেছিল। তিনি বলেন, “সাইফারকে নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান। এটা তৎকালীন মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তি থেকেই স্পষ্ট।” তাঁর দাবি, তিনি যখন সরকারি এই নথি নিয়ে ইমরানের (Imran Khan) সঙ্গে আলোচনা করেছিলেন, তখন ইমরান উচ্ছ্বসিত ছিলেন। তিনি একে আমেরিকার ভুল বলে উল্লেখ করেছিলেন। তবে যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং নিজের স্বার্থে তার বিষয়বস্তু ফাঁস করা হয়, তবে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ইমরানের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S Jaishankar: ‘‘দেশের সর্বকালের সেরা কূটনীতিক ভগবান হনুমান’’, তাইল্যান্ডে বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ‘‘দেশের সর্বকালের সেরা কূটনীতিক ভগবান হনুমান’’, তাইল্যান্ডে বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘দেশের সর্বকালের সেরা কূটনীতিক ভগবান হনুমান।’’ সম্প্রতি ব্যাংকক সফরে গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। তবে এটাই প্রথম নয়, চলতি বছরের জানুয়ারি মাসে পুনেতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও একই মন্তব্য করেছিলেন জয়শঙ্কর। মোদি মন্ত্রিসভায় অন্যতম দুঁদে এই প্রাক্তন আমলা দিন কয়েক আগেই গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন ব্যাখ্যাও দিয়েছেন জয়শঙ্কর।

    ঠিক কী বলেছেন জয়শঙ্কর (S Jaishankar)?

    তাইল্যান্ডের ওই অনুষ্ঠানে এদিন উপস্থিত শ্রোতাদের উদ্দেশে জয়শঙ্কর বলেন, ‘‘আপনারা যদি আমার কাছে জানতে চান যে কাকে আমি সেরা কূটনীতিবিদ হিসাবে গণ্য করি, আমার উত্তর একটাই হবে, ভগবান হনুমান।’’ 

    এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে রামায়ণের প্রসঙ্গও টেনে আনেন বিদেশমন্ত্রী (S Jaishankar)। তিনি বলেন, ‘‘অজানা এক জায়গায় গিয়ে মা সীতাকে খুঁজে বার করা, তাঁর সঙ্গে যোগাযোগ করা, তাঁর মানসিক জোর বাড়ানো এবং একটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া। পুরো বিষয়টি সম্পন্ন করে সফলভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি।’’

    মোদিকে পাওয়া দেশের ভাগ্যের বিষয়

    তাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করতে শোনা যায় জয়শঙ্করকে (S Jaishankar)। তিনি বলেন, ‘‘আমার মতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে পাওয়া দেশের জন্য ভাগ্যের বিষয়। তিনি দেশের প্রধানমন্ত্রী এবং আমি তাঁর মন্ত্রিসভার একজন সদস্য। সেই কারণে আমি এই মন্তব্য করছি না।’’ কোভিড পরিস্থিতিতে মোদি সরকার যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে কাজ করেছে সেকথাও উল্লেখ করেন জয়শঙ্কর (S Jaishankar)। প্রসঙ্গত, কোভিড সময়ে মোদি সরকার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে নগদ টাকা পাঠানো থেকে শুরু করে ৮০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু করে। দেশের প্রতিটি নাগরিককে শক্তিশালী কোভিড ভ্যাকসিনও দেয় মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Attack on Pak Hindu Temple: পাকিস্তানে পরপর ভাঙা হল দুই মন্দির! বুলডোজারের পর রকেট হামলা

    Attack on Pak Hindu Temple: পাকিস্তানে পরপর ভাঙা হল দুই মন্দির! বুলডোজারের পর রকেট হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের আক্রান্ত হিন্দু মন্দির (Attack on Pak Hindu Temple)। গত ২৪ ঘণ্টায় সিন্ধ প্রদেশে দু’টি হিন্দু মন্দিরে ভাঙচুর ও লুঠপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই পাকিস্তানের করাচিতে একরকম নিঃশব্দে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একটি হিন্দু মন্দির। মারি মাতার সেই ১৫০ বছর পুরনো মন্দিরটি ভেঙে শপিং কমপ্লেক্স উঠবে বলে জানা গিয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ফের পাকিস্তানের সিন্ধ প্রদেশের কাশমোড় এলাকায় ধ্বংস করা হল আরও একটি হিন্দু মন্দির! এবার রীতিমতো রকেট হামলা চালিয়ে ভাঙা হয়েছে মন্দিরটি (2 Hindu Temples)।

    মন্দিরে রকেট হামলা

    সিন্ধ প্রদেশের কাশমোড় অঞ্চলে রবিবার সকালে একদল দুষ্কৃতী রকেট লঞ্চার নিয়ে আক্রমণ শানায় একটি হিন্দু মন্দিরে (Attack on Pak Hindu Temple)। ওই  এলাকায় বহু সংখ্যক হিন্দু পরিবারের বাস। যে মন্দিরে হামলা চালানো হয়েছে, সেখানে বছরে একবার করে পুজো দেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার দুষ্কৃতীরা একেবারে নির্বিচারে গুলি চালাতে থাকে মন্দির চত্বরে এবং রকেট হামলায় মন্দির ধ্বংস করে। ঘটনাচক্রে সে সময়ে মন্দিরটি বন্ধ ছিল বলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। মন্দির সংলগ্ন হিন্দু জনবসতির উপরও নির্মম অত্যাচার ও লুঠপাটের ঘটনা ঘটেছে।

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    সিন্ধের ঘটনায় (Attack on Pak Hindu Temple) এখনও কাউকে ধরা যায়নি। মোট ৯ জন বন্দুকবাজ জড়িত ছিল বলে অনুমান করছে পুলিশ। স্থানীয় হিন্দুদের বাগরি সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, কারও ক্ষতি না হলেও, এই হামলার জেরে স্থানীয় সংখ্যালঘু হিন্দুরা আতঙ্কিত। পুলিশের কাছে স্থানীয়দের সুরক্ষারও আবেদন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী তথা বাগরি সম্প্রদায়ের সদস্য ডাঃ সুরেশ জানান, ‘ডাকাত দলের প্রত্যেকের হাতে ছিল বন্দুক। রকেট লঞ্চারের মাধ্যমে মন্দির ধ্বংস করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু তাতে ওই ডাকাতদল সফল হয়নি। কারণ, রকেট লঞ্চারটি কাজ করেনি। তার ফলে বড় কোনও বিপদ ঘটেনি।’

    করাচিতে ধ্বংস ১৫০ বছরের পুরনো মন্দির

    অন্যদিকে, করাচির সোলজার বাজারে অবস্থিত ১৫০ বছরের মারি মাতার মন্দিরের (Attack on Pak Hindu Temple) জমি শপিং প্লাজার এক প্রোমোটারকে চড়া দামে বেচে দেওয়ার অভিযোগ উঠেছে পাক সরকারের বিরুদ্ধে। সেই মতোই শুক্রবার মধ্যরাতে বুলডোজার এনে মন্দির ভাঙা শুরু হয়ে যায়। পুলিশ ছিল ঘটনাস্থলেই। তবে অভিযোগ, বাধা দেওয়া দূরের কথা, দাঁড়িয়ে দেখেছে তারা। এই মন্দিরে আগেও ঝামেলা হয়েছে। গত বছরের জুনেই এই মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙচুরের খবর মিলেছিল। ওই মন্দিরের পুরোহিত রাম নাথ মিশ্র জানান, ‘প্রথমে স্থানীয় কর্তপক্ষ বলেছিল মন্দিরের মূল দ্বার ও একটি দেওয়াল ভাঙা হবে। কিন্তু লোডশেডিং করে পুরো মন্দির গুঁড়িয়ে দিল ওরা। ১৫০ বছর ধরে এই মন্দির রয়েছে। বহু ভক্ত সমাগম হয়। আসলে অনেকটা অংশ জুড়ে এই মন্দির। যা ভুয়ো কাগজ বের করে বানিজ্যিক সংস্থাকে বেচে দেওয়া হয়েছে। মন্দির পুরানো হয়ে গিয়েছে, বিপজ্জনক বলে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া অনুচিত। আশা করব প্রশাসন প্রয়োজনী ব্যবস্থা নেবে।’ উল্লখ্য, পাকিস্তান হিন্দু কাউন্সিলের কাছে হিন্দু সংগঠনগুলি সুবিচারের দাবি জানিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Lionel Messi: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি, কী হয়েছিল জানেন?

    Lionel Messi: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি, কী হয়েছিল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিশ্বখ্যাত তারকা ফুলবলার আর্জেন্টিনার লিওনেল মেসি (Lionel Messi)। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির ঘটনা। বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের গাড়িটি পুলিশ এসকর্ট করছে বলে ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। আমেরিকার মেজর লিগ সকার ক্লাবের দল ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। সেই কারণে বর্তমানে ফ্লোরিডায় থাকতে শুরু করেছিলেন তিনি। এখনও ওই ক্লাবে হয়নি তাঁর বরণ অনুষ্ঠান। আজ, রবিবার সমর্থকদের সঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়কের পরিচয় দেওয়ার কথা ক্লাবটির।

    মেসির অভিষেক

    জানা গিয়েছে, ইন্টার মিয়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে খেলবেন মেসি। তাঁর সেই অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে মায়ামির সমর্থকরা। মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, প্রয়োজন হলে আর্জেন্টাইন তারকাকে একজন ড্রাইভার দিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর আশা করি, নিশ্চয়ই সতর্ক হবেন মেসি (Lionel Messi)।

    দুর্ঘটনার ভিডিও ভাইরাল

    দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে উদ্বেগে মেসি ভক্তরা। তবে গাড়িটি মেসি নিজে চালাচ্ছিলেন, নাকি অন্য কেউ, তা জানা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে আগেই মেসির এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেছিলেন। ভক্তের আবদার রাখতে তাঁর সঙ্গে সেলফিও তোলেন মেসি। ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ এই তারকা ফুটবলারের গাড়ি পাহারা দিয়ে তাঁর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়।

    জানা গিয়েছে, এদিন ফ্লোরিডার রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন মেসি। রাস্তার এক জায়গায় ট্রাফিক সিগনাল বুঝতে পারেননি তিনি। লাল বাতি জ্বলে ওঠার পরেও না থেমে এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। সেই সময় সামনের রাস্তা দিয়ে আসছিল বেশ কয়েকটি গাড়ি। ওই গাড়ির চালকরা বুঝতে পেরেছিলেন ভুলের বিষয়টা। গতি কমিয়ে দেন তাঁরা। দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি (Lionel Messi)।

     

    আরও পড়ুুন: ‘‘ছাত্র জীবনে অসম্ভব মেধাবী ছিলেন মোদি’’, মত এমএ ক্লাসের সহপাঠীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: গুচ্ছ মউ স্বাক্ষর, আমিরশাহির প্রেসিডেন্টকে “আমার বন্ধু” সম্বোধন মোদির

    PM Modi: গুচ্ছ মউ স্বাক্ষর, আমিরশাহির প্রেসিডেন্টকে “আমার বন্ধু” সম্বোধন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল অপেক্ষার প্রহর। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ফ্রান্স থেকে আমিরশাহিতে পৌঁছে এক বিবৃতিতে মোদি বলেন, “আমি আমার বন্ধু প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছি।”

    বৈঠকের আলোচ্যসূচি

    বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি সম্পর্কে তিনি বলেছিলেন, “আমরা বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে এক সঙ্গে কাজ করব।” এদিন বৈঠক হয় প্রেসিডেন্সিয়াল প্রাসাদ কাসার আল ওয়াতনে। সেখানে তাঁকে আলিঙ্গন করেন প্রেসিডেন্ট স্বয়ং। গত বছর ওই বিষয়গুলি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই দেশের মধ্যে। সেগুলিরই অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় ওই বৈঠকে। প্রধানমন্ত্রীকে যখন গার্ড অফ অনার দেওয়া হয়, তখন ছোট ছোট ছেলেমেয়েদের তিরঙ্গা পতাকা নাড়াতে দেখা যায়। বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ফিনটেক, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং রোবাস্ট পিপল টু পিপল টাইজ নিয়ে আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমিরশাহিকে কপ-২৮ প্রেসিডেন্সির জন্য পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিলেন।

    ভারতের বন্ধু

    বৈঠকের শুরুতেই আবুধাবির প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি ভারতবাসী আপনাকে প্রকৃত বন্ধুর চোখে দেখেন।” দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বাণিজ্য, শক্তি, শিক্ষা এবং মুদ্রা সংক্রান্ত একাধিক মউ। প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। এদিকে, আমিরশাহির সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে দুটি মউ স্বাক্ষরিত হয়। একটি মউ স্বাক্ষরের মাধ্যমে জানানো হয়েছে, আমিরশাহিতে ক্যাম্পাস খুলবে দিল্লি আইআইটি।

    আরও পড়ুুন: “আমতাকে বগটুই করার চেষ্টা করেছিল তৃণমূল”, বিস্ফোরক শুভেন্দু

    এদিকে, প্রধানমন্ত্রীর সম্মানে এদিন যে ভোজসভার আয়োজন করা হয়েছে, সেখানে সবই রয়েছে নিরামিষ আইটেম। মেনুতে রয়েছে গম ও খেজুরের স্যালাড। স্টার্টারে রয়েছে গ্রিলড ভেজিটেবল। মেইন কোর্সে রয়েছে গাজরের তন্দুরি, ফুলকপির তন্দুরি। স্থানীয় নানা সবজির পদও রয়েছে। শেষ পাতে পরিবেশন করা হবে নানা ফল দিয়ে তৈরি ফ্রুটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shehbaz Sharif: পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ অগাস্টে ইস্তফা প্রধানমন্ত্রী শাহবাজের 

    Shehbaz Sharif: পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ অগাস্টে ইস্তফা প্রধানমন্ত্রী শাহবাজের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের স্বাধীনতা দিবসে ইস্তফা দেবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। শুক্রবার রাতে জাতির উদ্দেশে বক্তৃতায় এ কথা জানিয়েছেন তিনি। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন) নেতা শাহবাজ বলেন, ‘‘চলতি বছরের শেষেই দেশে সাধারণ নির্বাচন হবে। সাংবিধানিক বিধি মেনে অগাস্টে আমি সরে দাঁড়াব। ক্ষমতা তুলে দেব তত্ত্বাবধায়ক সরকারের হাতে।’’

    কী বললেন শাহবাজ

    চলতি বছরের অগাস্ট মাসে শেষ হচ্ছে পাক পার্লামেন্টের মেয়াদ। প্রবল আর্থিক সঙ্কটের মধ্যেও প্রয়োজন হয়ে পড়েছে নির্বাচন। পাক সংবিধান মেনে আগামী মাসেই পাক সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় অগাস্ট মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন তিনি। সেই সঙ্গে গত কয়েক মাস ধরে পাকিস্তান সামলানোর যে দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল, তা তিনি যথাযথ পালন করেছেন বলেও দাবি করেন। শুক্রবার তিনি বলেন, ‘‘দেশ পরিচালনার যে পবিত্র দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল, আমি তা নিরলস ভাবে পালন করার চেষ্টা করেছি।’’

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে পাক পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ইমরান খান। এরপরেই প্রধানমন্ত্রীর আসন বসেন শাহবাজ শরিফ। পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা মজলিস-ই-আমল সহ একাধিক দলের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধান। প্রসঙ্গত, পাক সংবিধান অনুযায়ী দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আগামী ১৪ অগস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবস। সেদিনই শেষ হচ্ছে শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সরকারের মেয়াদ। স্বাধীনতা দিবসেই পাক প্রেসিডেন্ট  আরিফ আলভির হাতে পদত্যাগপত্র তুলে দিতে পারেন বলে অনুমান। সেই সঙ্গে সুপারিশ করতে পারেন পাক পার্লামেন্ট ভেঙে দেওয়ারও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ভারতের পতাকা ভেসে উঠল বুর্জ খলিফায়, লেখা হল, ‘স্বাগতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’  

    PM Modi: ভারতের পতাকা ভেসে উঠল বুর্জ খলিফায়, লেখা হল, ‘স্বাগতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’  

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা বিজয় হয়েছে। জয় হয়েছে ফরাসিদের মন। এবার সংযুক্ত আরব আমিরশাহির মনও জয় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার ফ্রান্স থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে চোখ ধাঁধানো স্বাগত জানানো হয় তাঁকে। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে এদিন বুর্জ খলিফায় (Burj Khalifa) আলোকমালায় ফুটে ওঠে ভারতের জাতীয় পতাকা। মোদির সফর উপলক্ষে আগে থেকেই সাজানো হয়েছিল আকাশচুম্বী এই অট্টালিকা।

    বুর্জ খলিফা

    গলফ দেশে অফিসিয়াল ভিজিটে এসেছেন প্রধানমন্ত্রী। তাই বুর্জ খলিফায় লেখা হল, ‘স্বাগতম সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। বস্তুত, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ের গগনচুম্বী অট্টালিকা বুর্জ খলিফা শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই বুর্জ খলিফাই সাজানো হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এদিন আবুধাবি বিমানবন্দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোদিকে (PM Modi)। সেখানে উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহেনও। 

    ট্যুইট প্রধানমন্ত্রীর

    গলফ দেশে আসার পর তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে, সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘আজ আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহেন স্বয়ং।’ এই সফরে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেনের সঙ্গে। আলোচনা হবে বিভিন্ন জটিল দ্বিপাক্ষিক ইস্যুগুলি নিয়ে।

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    আবুধাবিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করার ঘণ্টাখানেক আগেই আমিরশাহির তরফে জানানো হয়, দুই দেশের পক্ষেই অর্থনৈতিক অংশীদারিত্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই দেশের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জিউদি বলেন, ‘২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারতের তেল ছাড়া ব্যবসার পরিমাণ আশা করা হচ্ছে প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে।’ তিনি উল্লেখ করেন, আমিরশাহি ও ভারতের কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সুযোগ এবং বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে ভেবেই ডিজাইন করা হয়েছে।

    প্রসঙ্গত, ভারত (PM Modi) ও আমিরশাহির মধ্যে কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছিল ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি। চুক্তি লাগু হয়েছিল ওই বছরেরই ১ মে। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • DRDO: লক্ষ্য যৌথভাবে জেট ইঞ্জিন তৈরি! ফ্রান্সে অফিস খুলছে ডিআরডিও, ঘোষণা যৌথ বিবৃতিতে

    DRDO: লক্ষ্য যৌথভাবে জেট ইঞ্জিন তৈরি! ফ্রান্সে অফিস খুলছে ডিআরডিও, ঘোষণা যৌথ বিবৃতিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দু দিনের ফ্রান্স সফর সেরে সংযুক্ত আরব আমির শাহির উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের ফ্রান্স সফরে এক গুচ্ছ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ফান্সেই সুবিধা মিলবে ইউপিআইয়ের। ইউরো ভাঙানোর ঝামেলা পোহাতে হবে না ফ্রান্সে বেড়াতে যাওয়া পর্যটকদের। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মোদি। সেটি হল, ফ্রান্সে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানেই টেকনিক্যাল অফিস চালু হবে ডিআরডিওর (DRDO)। 

    কী রয়েছে যৌথ বিবৃতিতে?

    ভারত-ফ্রান্স যৌথ বিবৃতিতে বলাও হয়েছে সে কথা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত যে ৩৬টি রাফাল অর্ডার দিয়েছে, তা সময়ে ডেলিভারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত ও ফ্রান্স। ভবিষ্যতে তাদের গ্রাউন্ড ব্রেকিং কো-অপারেশনকে প্রসারিত করবে। এও জানানো হয়েছে, ভারত ও ফ্রান্স শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডভান্সড অ্যারোনটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে গ্রাউন্ড ব্রেকিং ডিফেন্স কো-অপারেশনকে প্রসারিত করবে। এটা করা হবে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির মাধ্যমে।

    সাফরান ও ডিআরডিও

    চলতি বছর শেষের আগেই ফ্রান্সের কোম্পানি সাফরান ও ডিআরডিও এই প্রজেক্টের একটি রোডম্যাপ তৈরি করবে। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় এদিন এই সিদ্ধান্তও হয়েছে যে, ইন্ডিয়ান মাল্টি রোল হেলিকপ্টারের অধীনে হেভিলিফ্ট হেলিকপ্টার তৈরিতে ভারতকে ইন্ডাস্ট্রিয়াল সহযোগিতা করা হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও ফ্রান্স এই প্রতিজ্ঞা করছে যে অ্যাডভান্সড ডিফেন্স টেকনোলজির (DRDO) ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দুই দেশই। তৃতীয় দেশের স্বার্থ বজায় রেখেই এটা করা হবে। তাছাড়া ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেশনের রোডম্যাপ তৈরিতে একযোগে কাজ করছে দুই দেশই।

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    শুক্রবারই দুই দেশের রাষ্ট্রপ্রধান ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘হরাইজন ২০৪৭’ গ্রহণ করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৪৭ সাল থেকে, ১৯৯৮ সালে যা আরও মজবুত করা হয়েছিল, সেই থেকে আমরা দুই দেশই নিরবচ্ছিন্নভাবে এক সঙ্গে কাজ করে চলেছি। একটা উচ্চস্তরের বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলছি। প্রসঙ্গত, বাস্তিল দিবস উপলক্ষে ফরাসি সরকারের আহ্বানে দু দিনের (DRDO) ফ্রান্স সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    PM Modi: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করে এমনই লিখলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ (Emmanuel Macron)। শুধু তাই নয়, পোস্ট করা ছবির নীচে ফরাসি, ইংরেজি এবং হিন্দিতে লেখা হয়েছে ওই ক্যাপশন।

    যৌথ বিবৃতি

    এদিকে, এদিন মাক্রঁর সঙ্গে যৌথ বিবৃতিতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন করছি। এর আগের ২৫ বছরের মজবুত ভিত্তির ওপর ভিত্তি করে আগামী ২৫ বছরের রোডম্যাপ তৈরি করছি।” তিনি বলেন, “এজন্য সাহসী ও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। ভারতের মানুষ নিজেদেরকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছে। এই যাত্রায় আমরা ফ্রান্সকে একটি প্রাকৃতিক অংশীদার মনে করি।”

    আত্মনির্ভর ভারত

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক অনেকটাই বড়সড় ভূমিকা নিয়েছে। আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্রান্স খুবই গুরুত্বপূর্ণ সঙ্গী।” তিনি বলেন, “সাবমেরিন হোক বা ভারতীয় নৌবাহিনীর জাহাজ, এক সঙ্গে আমরা শুরু আমাদের নয়, অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের চাহিদাও পূরণ করতে চাই। আমি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানির জন্য ইন্ডিয়ান অয়েল ও ফ্রান্সের টোটাল কোম্পানির মধ্যে দীর্ঘ মেয়াদি চুক্তিকে স্বাগত জানাই। এটি আমাদের পরিচ্ছন্ন শক্তি পরিবর্তনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।”

    ফ্রান্সে ইউপিআই চালুর কথা ঘোষণা করেছে ভারত। এর পাশাপাশি ফ্রান্সে ভারতীয় দূতাবাসে চালু হচ্ছে ডিআরডিওর টেকনিক্যাল অফিস। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত যে ৩৬টি রাফাল অর্ডার দিয়েছে, তা সময়ে ডেলিভারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত ও ফ্রান্স। ভবিষ্যতে তাদের গ্রাউন্ড ব্রেকিং কো-অপারেশনকে প্রসারিত করবে।

    দুদিনের ফ্রান্স সফর শেষে শনিবার প্রধানমন্ত্রী (PM Modi) রওনা দেন সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে। বিদেশমন্ত্রকের তরফে এ ব্যাপারে একটি ট্যুইটও করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভারত-ফ্রান্স সম্পর্কের একটি নয়া অধ্যায় শুরু করে ফ্রান্সকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিনই আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছেন।

    আরও পড়ুুন: ভারতীয় নৌসেনার জন্য আসছে ২৬টি ‘রাফাল এম’ যুদ্ধবিমান! ঘোষণা কেন্দ্রের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi In France: ‘বন্ধু’ মাক্রঁকে কী উপহার দিলেন মোদি? পেলেনই বা কী কী? দেখে নিন

    Modi In France: ‘বন্ধু’ মাক্রঁকে কী উপহার দিলেন মোদি? পেলেনই বা কী কী? দেখে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi In France)! পেলেন সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ন অব অনার’। এছাড়াও সেদেশের প্রেসিডেন্টের কাছ থেকে গ্রহণ করলেন একাধিক উপহার। সূত্রের খবর, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ, তাঁর স্ত্রী ব্রিজিট মাক্রঁ, প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে, ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেট এবং ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লারচারকে এমন কিছু উপহার দিয়েছেন মোদি, যাতে রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

    কী কী উপহার দিলেন প্রধানমন্ত্রী?

    সূত্রের খবর, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর জন্য ভারতীয় প্রধানমন্ত্রী (Modi In France) উপহার স্বরূপ নিয়ে গিয়েছিলেন বাদ্যযন্ত্র সেতারের একটি রেপ্লিকা, যেটি পুরোপুরি চন্দনকাঠ দিয়ে তৈরি। ছোট্ট সেতারে খোদাই করা রয়েছে একটি সরস্বতী মূর্তি। দেবীর হাতেও রয়েছে একটি সেতার। এছাড়া ভগবান গণেশ এবং ভারতের জাতীয় পাখি ময়ূরের নকশা খোদাই করা রয়েছে সেটিতে। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিটকে মোদি উপহার দিয়েছেন পোচমপল্লী সিল্ক ইক্কত শাড়ি। উজ্জ্বল গোলাপি রঙের সেই শাড়ি রয়েছে একটি দুর্দান্ত কারুকার্য খচিত চন্দনকাঠের বাক্সে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে মোদির তরফ থেকে পেয়েছেন একটি মার্বেল ইনলে কাজ করা টেবিল। ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেটকে ভারতের প্রধানমন্ত্রী একটি হাতে বোনা কাশ্মীরি কার্পেট উপহার দিয়েছেন। ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লারচারকে হাতির মূর্তি উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। মূর্তিটি পুরোটাই চন্দনকাঠের তৈরি। ভারতীয় সংস্কৃতিতে হাতিকে শক্তি, প্রজ্ঞা এবং সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়।

    কী কী উপহার পেলেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী মোদিকে (Modi In France) ফরাসি সরকারের তরফ থেকে একাধিক উপহার দেওয়া হয়েছে। এরমধ্যে ফরাসি শিল্প-সাহিত্যের ছোঁয়া যেমন রয়েছে তেমনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কও স্থান পেয়েছে।

    ১) প্রথম বিশ্বযুদ্ধের ছবি

    প্রধানমন্ত্রীকে এদিন উপহার দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের একটি ছবি। প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনার একটি অংশ ফ্রান্সের পক্ষে যুদ্ধ করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে এক ফরাসি মহিলা শিখ জওয়ানকে ফুল উপহার দিচ্ছেন। ১৪ জুলাই ১৯১৬ সালে এই ছবিটি প্যারেডের সময় তোলা হয়েছিল। উল্লেখ্য প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ১৯১৪-১৯১৮ পর্যন্ত।

    ২) একাদশ শতকের দাবার ঘুঁটি

    শার্লেমেন এর দাবার ঘুঁটিও এদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, এটা দুই দেশের কয়েকশো বছরের বাণিজ্যিক সম্পর্কের প্রতীক বলে মনে করা হয়। প্রদানমন্ত্রী মোদি নিজে একজন দাবা খেলার অনুরাগী।

    ৩) সাহিত্যের উপহার

    বিখ্যাত ফরাসি সাহিত্যিক মার্শেল প্রোউস্ট এর লেখা একটি উপন্যাসের সিরিজ প্রধানমন্ত্রীর (Modi In France) হাতে। ১৯১৩ থেকে ১৯২৭ সালের মধ্যে এই উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share