Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • SCO Summit 2022: মোদির মুখোমুখি শি, শেহবাজ! এবারের এসসিও সম্মেলনে ভারতের গুরুত্ব কতটা?

    SCO Summit 2022: মোদির মুখোমুখি শি, শেহবাজ! এবারের এসসিও সম্মেলনে ভারতের গুরুত্ব কতটা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল ২২তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট, সংক্ষেপে এসসিও (SCO)। দু দিনের এই সম্মেলন শুরু হয়েছে উজবেকিস্তানের সমরখন্দে। ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping), রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) যোগ দিয়েছেন এই সম্মেলনে। এই প্রথম বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা মুখোমুখি হবে এই সম্মেলনে। কারণ অতিমারির কারণে এর আগে দুবার এসসিও সামিট হয়েছিল ভার্চুয়ালি।এক মঞ্চে জিনপিং এবং পুতিনের আগমনে যেমন নয়া সমীকরণের ইঙ্গিত পাচ্ছে আন্তর্জাতিক মহল, তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিও নজর কাড়ছে বিশ্ববাসীর।

    আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা, মাদক পাচার, সন্ত্রাসবাদ বিরোধী ইস্যু সহ নানা বিষয়ে সহযোগিতা কামনা করে ভারত। এসসিও ভারতকে বহুপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্নভাবে সহযোগিতা করে। যদিও ভারতের প্রতিবেশী দেশগুলি ভারতে সামাজিক ক্ষত তৈরি করতে যুবসমাজকে টার্গেট করছে বলে অভিযোগ। ভারত যখন থেকে এসসিওর সদস্য হয়েছে, তখন থেকেই শান্তি, সমৃদ্ধি এবং ইউরেশিয়ান অঞ্চলে স্থায়িত্বের ওপর জোর দিচ্ছে। এসসিও নয়াদিল্লির কাছে একটা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। যার মাধ্যমে পাকিস্তানকে সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়া সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করে। ভারত এই সম্মেলনে ছাবাহার বন্দর প্রোজেক্ট এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর নিয়েও আলোচনা করতে পারে। ভারত, ইরান এবং উজবেকিস্তান এই তিন দেশ ছাবাহার বন্দর ও অন্যান্য কানেক্টিভিটি প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিল ২০২০ সালে।এই সামিটের মাধ্যমে ভারত রাশিয়া, ইরান এবং সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্সের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্ক ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পেল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুন : শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে মোদি-পুতিন, কী নিয়ে আলোচনা হতে পারে?

    এদিকে, এই সম্মলেনর ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনেছে। তাই এই বৈঠকের দিকে শ্যেনদৃষ্টি রয়েছে আমেরিকারও। এদিকে, এবারের সমরখন্দ সামিটে যোগ দেওয়ার কথা শি জিনপিংয়ের। ২০২০ সালের পর অতিমারির কারণে তিনি দেশের বাইরে পা রাখেননি। তাই তিনি এই সামিটে যোগ দেওয়ায় শুরু হয়েছে নয়া গুঞ্জন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Viral News: ১৮ লক্ষ বছর পুরনো ‘মানুষের দাঁত’ আবিষ্কার জর্জিয়ায়! কী বলছেন প্রত্নতাত্ত্বিকরা?

    Viral News: ১৮ লক্ষ বছর পুরনো ‘মানুষের দাঁত’ আবিষ্কার জর্জিয়ায়! কী বলছেন প্রত্নতাত্ত্বিকরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে খননকার্যের পর উদ্ধার করা হল প্রায় ১৮ লক্ষ বছর পুরনো মানুষের দাঁত। এটি উদ্ধার করেছে জর্জিয়ার প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, এটি আদিম যুগের মানুষের প্রাথমিক প্রজাতির দেহাবশেষ। তারা জানিয়েছেন, এটি হোমিনিড (Hominid) প্রজাতির মানুষের দাঁত।

    আপনারা নিশ্চয় সবাই জানেন, জীবজগতে মানুষেরা প্রথমে প্রাইমেট (primate) বর্গের অন্তর্ভুক্ত ছিল। তবে মানুষ ছাড়াও আরো বেশ কিছু প্রাণী রয়েছে প্রাইমেট বর্গের মধ্যে। যেমন বানর ও এপ। আর এই প্রাইমেট বর্গের মধ্যেই ছিল এই হোমিনিড বা হোমিনিন (Hominid or Hominin) প্রজাতির মানুষ।

    জর্জিয়ার জাতীয় প্রত্নতত্ত্ব কেন্দ্র জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবিলিসির (capital Tbilisi) প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি (Orozmani) গ্রামের কাছে দাঁতটি আবিষ্কার করেছেন জর্জিয়ান ন্যাশনাল মিউজিয়ামের একজন প্রত্নতাত্ত্বিক জিওর্জি কোপালিয়ানি (Giorgi Kopaliani) ও তাঁর একটি টিম।

    আরও পড়ুন: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

    আরও জানা গিয়েছে, ওরোজমানি প্রত্নতাত্ত্বিক সৌধের কাছে এর আগেও পাথরের হাতিয়ার ও আদিম যুগের বিভিন্ন প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে। এই ওরোজমানি গ্রামটি দমনিসির (Dmanisi) কাছাকাছি অবস্থিত। আর ওরোজমানির পাশ্ববর্তী দমনিসিতেই ১৯৯০ এর শেষ দশকে ও ২০০০ এর প্রথম দশকে ১৮ লক্ষ বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল।

    প্রত্নতাত্ত্বিক জিওর্জি কোপালিয়ানি বলেন, তাঁর নেতৃত্বে খনন কাজ শুরু হয়েছিল। তারপর তাঁরা তাঁদের জীবাশ্মবিদদের সাথে যোগাযোগ করে ও সেখান থেকে নিশ্চিত করা হয় যে এটি হোমিনিডের দাঁত ছিল। তিনি আরও জানান, ২০১৯ সালে ওরোজমানি গ্রামে খনন কাজ শুরু করে কোপালিয়ানি ও তাঁর দল। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে সেটি থেমে যায়। পরে ২০২১ সালে এই খনন কাজ আবার শুরু হয়। তারপর সেখান থেকে প্রাগৈতিহাসিক পাথরের সরঞ্জাম এবং বিলুপ্ত প্রজাতির ধ্বংসাবশেষ যেমন- সাবার-দাঁতযুক্ত বিড়াল এবং এট্রুস্কান নেকড়ে আবিষ্কার করা হয়েছে।

    কোপিলিয়ানির মতে, গত সপ্তাহে আবিষ্কৃত হওয়া দাঁতটি আফ্রিকার বাইরে পাওয়া প্রাথমিক মানব প্রজাতির প্রাচীনতম প্রমাণগুলির মধ্যে একটি। তিনি জানিয়েছেন, এই দাঁতের উপর ভিত্তি করে ও এই সাইট থেকে যেসব তথ্য পাওয়া গেছে ও যাবে, তা দেখে এই এলাকার পাশাপাশি দমনিসিতে হোমিনিনদের জনসংখ্যা সম্পর্কে ধারণা করতে পারবে। তিনি এখনও খনন চালিয়ে যেতে চান। কারণ এসব নিদর্শন মানবজাতির প্রাথমিক বিবর্তন ও অভিবাসন সম্পর্কে নতুন তথ্য জানতে প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীদের সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

     

  • Devika Bulchandani: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে 

    Devika Bulchandani: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞাপন ও জনসংযোগ সংস্থা অগিলভির (Ogilvy) আন্তর্জাতিক প্রধান (Global Head) হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত দেবীকা বালচন্দানি (Devika Bulchandani)। এর আগে ওই সংস্থারই উত্তর আমেরিকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আন্তর্জাতিক প্রধান অ্যান্ডি মেনের পদত্যাগের পর ওই পদের দায়িত্ব পেয়েছেন মিসেস বালচন্দানি। প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়েছে অগিলভি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    নতুন ভূমিকায় ৯৩টি দেশে ১৩১টি  অফিসের দায়িত্বে থাকবেন তিনি। বিজ্ঞাপন, জনসংযোগ, অভিজ্ঞতা, পরামর্শ এবং স্বাস্থ্য সব বিভাগ তাঁরই তত্ত্বাবধানে থাকবে। বিশ্বের সবচেয়ে বড় বিপণন এবং জনসংযোগ সংস্থা ডাব্লিউপিপি- এর অংশ অগিলভি। এই পদে উন্নীত হওয়ার পরে ডাব্লিউপিপি- এর এক্সিকিউটিভ কমিটিতেও যুক্ত হয়েছেন দেবীকা। এমনটাই জানিয়েছেন ডাব্লিউপিপি- এর কর্ণধার মার্ক রিড।

    আরও পড়ুন: তারার দেশে রানি দ্বিতীয় এলিজাবেথ! শোকবার্তা মোদির  

    পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় দেবীকা বালচন্দানির। জীবনের ২৬ বছর বিভিন্ন পদে ম্যাকক্যানে চাকরি করেছেন। একটা সময় ম্যাকক্যানের উত্তর আমেরিকার সভাপতিও ছিলেন তিনি। 

    গত সপ্তাহেই কফি জায়ান্ট স্টারবাকস- এর এক্সিকিউটিভ লক্ষণ নরসিংহন। একের পর এক আন্তর্জাতিক জায়ান্টগুলোতে শীর্ষস্থান পাচ্ছেন ভারতীয়রা। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, অ্যাডব সিইও শান্তনু নারায়ণ, গুগল সিইও সুন্দর পিচাই, ট্যুইটার প্রধান পরাগ আগরওয়াল, সেনেলের প্রধান লীনা নাইয়ার, আইবিএম- এর প্রধান অরবিন্দ কৃষ্ণ। এক কথায় আন্তর্জাতিক স্তরে ছড়ি ঘোরাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুতরাই। যা ভারতীয়দের জন্যে নিঃসন্দেহে গর্বের বিষয়। 

    আরও পড়ুন: পুনিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

    মাস্টারকার্ডের দীর্ঘদিনের প্রচার অভিযান ‘প্রাইসলেস’ এবং ট্রান্স জেণ্ডার দের প্রচার অভিযান ‘ট্রু নেম’ – এর সঙ্গে যুক্ত ছিলেন দেবীকা। এছাড়া ‘ফিয়ারলেস গার্ল’ নামের ক্যাম্পেনের সঙ্গেও যুক্ত ছিলেন। এটিই কান্স লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের সবথেকে বেশি পুরষ্কারপ্রাপ্ত  ক্যাম্পেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Trump on Modi: “দারুণ কাজ করছেন”, মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

    Trump on Modi: “দারুণ কাজ করছেন”, মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নরেন্দ্র মোদির (Narendra Modi) কথা বলতে গিয়ে বলেন, “দারুণ কাজ করেছেন। ভারতে তাঁর থেকে ভাল বন্ধু আর কেউ ছিল না।” ২০২৪ সালে  ফের হোয়াইট হাউজের দখল পেতে পারেন বলেও বিশ্বাসী তিনি। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন এবং তাঁর সময়কালের মধ্যে ভারতের সঙ্গে কোন সময় সম্পর্ক সবথেকে ভাল ছিল? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি আমার সময় সম্পর্ক সব থেকে ভালো ছিল। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসা করতে পারেন। উত্তর পাবেন রাষ্ট্রপতি ট্রাম্পের থেকে ভাল সম্পর্ক আর কারও সঙ্গে ছিল না।” 

    আরও পড়ুন: দেড় বছর পর ওয়াশিংটনে, আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    ফের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে লড়াইয়ে তিনি আবার নামবেন কি না, তার জবাবে ট্রাম্প বলেন, “সকলে চাইছেন আমি লড়াইয়ে নামি। আমি লড়াইয়ের শীর্ষে রয়েছি। এ বিষয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেব।”    

    ভারতীয়দের মধ্য়ে তাঁর বিপুল জনপ্রিয়তা নিয়েও গর্ব করেছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সুসম্পর্কের কথাও বার বার উল্লেখ করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট থাকার সময় হাউস্টনে মোদির ভাষণ দেওয়ার বিষযটিও উল্লেখ করেছেন তিনি। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, “আমার সঙ্গে ভারতের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারুণ সম্পর্ক ছিল। আমরা বন্ধু ছিলাম। আমি মনে করে উনি সেরা ব্যক্তি এবং দারুণ কাজ করেছেন। কিন্তু তাঁর কাজ অত সহজ ছিল না। আমরা একে অপরকে অনেক দিন ধরেই জানি।”

    আরও পড়ুন: তিস্তা জলবণ্টন চুক্তি চাইছেন হাসিনা, জাতীয় স্বার্থের কথা মাথায় রাখতে হচ্ছে মোদিকে     

    দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন কী না সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমেরিকার জন্য শক্তিতে স্বাধীনতা দরকার। আমেরিকার বিষয়ে আমি বলতে পারি, আমেরিকা শক্তিক্ষেত্রে স্বাধীন হওয়ার দিকে এগোচ্ছে। আমরা অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী হতে চাই। আমি ক্ষমতায় এলে এমন বেশ কিছু কাজ করব, যা গত ২ বছর ধরে হচ্ছে না।”      
     
    ২০১৯ সালে মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে আমেরিকায় মোদিকে সম্বোর্ধনা দিতে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প। তার কিছুদিন পরেই ২০২০ সালের শুরুর দিকে মোদির আমন্ত্রণে গুজরাট এসেছিলেন তিনি। মোদি-ট্রাম্প বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। তা আরও একবার নিজেই স্বীকার করে নিলেন ট্রাম্প।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Srilanka Tamil Issue: তামিল ইস্যুতে শ্রীলঙ্কাকে দ্রুত পদক্ষেপ নিতে বলল ভারত

    Srilanka Tamil Issue: তামিল ইস্যুতে শ্রীলঙ্কাকে দ্রুত পদক্ষেপ নিতে বলল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কানিবাসী তামিলদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে রাষ্ট্রসংঘে (United Nations) সুর চড়াল ভারত। সোমবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে তামিল ইস্যুতে (Tamil Issue) শ্রীলঙ্কার (Srilanka) অবস্থান নিয়ে প্রশ্ন তোলে দেশ। কেন অ্যামেন্ডমেন্ট ১৩ (13th Amendment) কার্যকর করা হচ্ছে না সেই প্রশ্ন তোলা হয়। তামিল ইস্যুতে একটি সমাধান সূত্রের  প্রতিশ্রুতি দিয়েও এখনও তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দ্বীপরাষ্ট্র। আর তা নিয়েই প্রশ্ন তুলেছে ভারত। রাষ্ট্রসংঘের মানাবাধিকার কাউন্সিলের ৫১ তম সেশনে ভারত এই প্রসঙ্গ উত্থাপন করে। ভারতের দাবি, যাতে দ্বীপরাষ্ট্রে তামিলরা শান্তিতে, সম্মানে, সমানাধিকারে বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সেদেশে তামিল ইস্যুতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ আবহের দিকে দিল্লির ক্রমাগত নজর রয়েছে বলেও জানিয়েছে ভারত। আর্থিক সংকট সম্পর্কে ভারত বলে, “শ্রীলঙ্কার সর্বোত্তম স্বার্থে তার নাগরিকদের সক্ষমতা তৈরি করা দরকার।” 

    আরও পড়ুন: পিছিয়ে গেল চিনা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ, ভারতের অনুরোধে পাশে দাঁড়াল শ্রীলঙ্কা সরকার
     
    এদিকে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের এক সদস্যের বক্তব্য অনুযায়ী, সেদেশে মানবাধিকার রক্ষা করতে আরও বেশি করে উদ্যোগ নিতে হবে শ্রীলঙ্কাকে। দেশে গত কয়েক দশকের সবচেয়ে খারাপ আর্থিক সংকট থেকে রক্ষা পেতে দেশের মানুষকে আরও বেশি সক্ষম করার পরামর্শ দিয়েছে ভারত। এছাড়াও রাষ্ট্রসংঘের সদস্যরা মনে করেন যে, শ্রীলঙ্কাকে আর্থিক মদতের জন্য বিশ্বের সমস্ত নামী আন্তর্জাতিক  প্রতিষ্ঠানগুলির এগিয়ে আসা উচিত। 

    আরও পড়ুন: ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হবে না, দৃঢ়বিশ্বাসী রঘুরাম রাজন

    গত বছরের শেষ থেকেই চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। চলতি বছরের জুলাইতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই সময় রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের প্রাসাদে চড়াও হয়েছিল জনতা। এরপরই দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে চলে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। পরে সেখান থেকে সিঙ্গাপুর ও থাইল্যান্ড যান তিনি। জুলাইয়ের ১৪ তারিখে বিদেশে বসেই পদত্যাগ করেন গোতাবায়া রাজাপক্ষ। চলতি মাসের শুরুর দিকে দ্বীপরাষ্ট্রে ফিরেছেন তিনি। তবে পুরনো পদ আর ফিরে পাননি প্রাক্তন প্রেসিডেন্ট। বর্তমানে ওই পদে রয়েছেন রনিল বিক্রমাসংঘে। বিশেষজ্ঞদের দাবি, গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে দেশবাসীর যেরকম ক্ষোভ রয়েছে, তাতে তাঁর রাজনীতির মূল স্রোতে ফেরা কঠিন। এমনকি তাঁর বিরুদ্ধে বর্তমান সরকার শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও মনে করছেন তাঁরা।   

     

  • Russia-Ukraine: রুশ বাহিনীর সঙ্গে জোর টক্কর ইউক্রেনের! খারকিভ থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার

    Russia-Ukraine: রুশ বাহিনীর সঙ্গে জোর টক্কর ইউক্রেনের! খারকিভ থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia – Ukraine War) বড়সড় সাফল্য অর্জন করল ইউক্রেন। গতকাল, শনিবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে, তারা ইউক্রেনের পূর্ব খারকিভ অঞ্চলের দুটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। প্রায় সাত মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রাশিয়া তাদের বিশাল সেনাবাহিনীর সাহায্যে ইউক্রেনের একের পর এক এলাকা দখল করলেও ইউক্রেন বাহিনীও তা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে গিয়েছিল। ফলে ইউক্রেনের এই প্রচেষ্টাই যেন সফল হল।

    ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার মুখে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকা থেকে পিছু হটছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অগ্রসর হয়েছে ও মাত্র তিন দিনের মধ্যে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলের বেশিরভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। দেশের রাজধানী কিয়েভ দখল করার রাশিয়ান প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ইউক্রেন বাহিনী। শনিবার ইউক্রেনের সেনারা খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরও দখল করে নেয়৷ ইউক্রেনের বাহিনী দ্রুত অগ্রসর হতে থাকায় যুদ্ধের অন্যতম একটি ফ্রন্ট লাইন হঠাৎ ভেঙে পড়ার জন্য রাশিয়া সেখান থেকে সরে গেছে। শনিবার খারকিভ প্রদেশের ইজিয়ামের হাতছাড়া হয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে পরাজয় ছিল এটি।

    রুশ বাহিনী ইজিয়ামকে তাদের যুদ্ধের প্রধান লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। এখন থেকেই ইউক্রেনের বহু জায়গায় হামলা চালিয়ে আসছিল। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ইজিয়াম এলাকা থেকে পূর্ব দোনেৎস্ক অঞ্চলে সেনাদের পুনর্গঠন করা হবে।

    আরও পড়ুন: চিন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ-মহড়া ভারতের, চিন্তায় আমেরিকা

    সূত্রের খবর অনুযায়ী, ওই অঞ্চলের বালাকলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। আরও জানা গিয়েছে,  বালাকলিয়া এখন আর রুশ সেনার নিয়ন্ত্রণে নেই। ইউক্রেনের সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে। কিন্তু অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ টেলিভিশন চ্যানেল জানিয়েছেন, যে রাশিয়ানদের কাছে তাদের সৈন্যদের জন্য কোন খাদ্য বা জ্বালানী নেই কারণ কিয়েভ তাদের সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) শুক্রবার বলেছেন যে, সেনারা পাল্টা আক্রমণ শুরুর পর থেকে খারকিভ অঞ্চলে ৩০ টিরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে।

    ফলে গত সাত মাস ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথম দিকে ইউক্রেন দুর্বল হয়ে পড়লেও ফের দখল করতে লড়াই শুরু করেছে জেলেনস্কি বাহিনী। কারণ যেখানে ৫৫ হাজার মানুষের শহর ইজিয়াম দখল করতে ছয় সপ্তাহ পরিশ্রম করেছিল রুশ সেনারা৷ সেখানে ইউক্রেনীয় সেনারা সপ্তাহখানেক অভিযান চালিয়েই শহরটি পুনর্দখল করেছে।

  • Queen Elizabeth II: তারার দেশে রানি দ্বিতীয় এলিজাবেথ! শোকবার্তা মোদির

    Queen Elizabeth II: তারার দেশে রানি দ্বিতীয় এলিজাবেথ! শোকবার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত ব্রিটেনের (London) রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল (Balmoral retreat in the Scottish highlands) প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা গেলেন রানি। আজ, শুক্রবার তাঁর দেহ লন্ডনে নিয়ে আসা হবে। টানা ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। তাঁর হাত ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ বসেছেন মোট ১৫ জন। মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি এলিজাবেথ। অসুস্থতার জন্য প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই লিজকে অভিনন্দন জানিয়েছিলেন রানি  দ্বিতীয় এলিজাবেথ।

    বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। ভালোভাবে চলাফেরাও করতে পারতেন না। বৃহস্পতিবার সকালে রানির শরীরের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। পরিস্থিতি বুঝে বালমোরে ছুটে আসেন যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, উইলিয়াম, হ্যারি ও তাঁদের স্ত্রী। নবতিপর রানির শেষকৃত্য কীভাবে হবে তা নাকি বহুদিন আগেই ঠিক করে রেখেছে রাজ পরিবার। তেমনটাই দাবি করেছিল মার্কিন সংবাদ সংস্থা ‘পলিটিকো’। বহুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। সংবাদ সংস্থাটির দাবি, রানির শেষকৃত্য সংক্রান্ত সম্পূর্ণ গোপন পরিকল্পনার নাম ‘অপারেশন লন্ডন ব্রিজ’। কিন্তু বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। তাই স্কটল্যান্ডের প্রতীক ইউনিকর্নের নামে নামাঙ্কিত হয়েছে রানির প্রয়াণ পরবর্তী করণীয়গুলি। তৈরি হয়েছে সপ্তাহব্যাপী শোকপালনের কর্মসূচি।

    তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটবার্তায় মোদি জানান, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ আমাদের সময় প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ছিলেন। এই দুঃখের দিনে তাঁর পরিবার ও ইংল্যান্ডের অধিবাসীদের সমবেদনা জানাচ্ছি।’

    এর সঙ্গেই অপর ট্যুইটে মোদি লিখেছেন, ‘২০১৫ ও ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় আমার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের বৈঠক হয়েছিল। তাঁর উদারতা ও দয়াশীলতা কোনওদিন ভুলব না। তিনি আমায় একটি রুমাল দেখিয়েছিলেন। সেই রুমালটি তাঁর বিয়েতে মহাত্মা গান্ধী তাঁকে দেন। সেই মুহূর্তটা চিরদিন মনে থাকবে।’

    রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্টজনেরা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন। বিশ্বনেতারা রানির গভীর কর্তব্যবোধ, চারিত্রিক দৃঢ়তা ও উদারতার প্রতি সম্মান জানান। জো বাইডেন ৪০ বছর আগে রানির সঙ্গে প্রথম সাক্ষাৎ করার কথা জানান। বাইডেন বলেন, তিনি রানির চেয়েও বড় কিছু ছিলেন। তিনি নিজেই একটি যুগের জন্ম দিয়েছেন।যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪০ বছর আগে রানির সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। বাইডেন বলেন, তিনি রানির চেয়েও বড় কিছু ছিলেন। তিনি নিজেই একটি যুগের জন্ম দিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

    Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাষ্ট্রীয় শোক দিবস৷ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকারের তরফে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই দিল্লির লালকেল্লায় অর্ধনমিত জাতীয় পতাকা৷ কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, রবিবার, ১১ সেপ্টেম্বর দিনটি জাতীয় শোক দিবস (one day state mourning) হিসেবে পালন করা হবে। তাই আজ লালকেল্লা এবং রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    রানি প্রয়াত হওয়ার পরদিনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের তরফে একটি ট্যুইটে জানানো হয় যে, “গ্রেট ব্রিটেনের ইউকে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের হার ম্যাজেস্টি রানি দ্বিতীয় এলিজাবেথ মারা (Queen Elizabeth II) গিয়েছেন৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১১ সেপ্টেম্বর দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে৷”

    আরও পড়ুন: রানির মৃত্যুর পর কার দখলে কোহিনূর? আদৌ কি ভারত ফিরে পাবে তার ‘অমূল্য রত্ন’?

    আজ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন স্কটল্যান্ডের ব্যালাটার গ্রামে নিয়ে আসা হয়েছে। আপাতত রানি এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানানো চলছে। তাঁর মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey in London) রানির শেষকৃত্য হবে বলে শনিবার জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) ৷

    প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল (Balmoral retreat in the Scottish highlands) প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। এরপর রানির মৃত্যুর দুদিন পরেই ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় চার্লসের (Charles III)। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হলেন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস। ৭৩ বছর বয়সে যুবরাজ থেকে রাজার গদিতে বসেছেন তৃতীয় চার্লস। ফলে চার্লসের উত্তরাধিকারী হবেন উইলিয়াম এবং তিনি হবেন প্রিন্স অব ওয়েলস। মায়ের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

  • Piyush Goyal: ২০৪৭ সালের মধ্যে ভারত ৪৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে, পীযূষ গোয়েল 

    Piyush Goyal: ২০৪৭ সালের মধ্যে ভারত ৪৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে, পীযূষ গোয়েল 

    মাধ্যম নিউজ ডেস্ক:  ২০৪৭ সালের মধ্যে ভারত (India) ৩৫ থেকে ৪৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তিনি জানান, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) হিসেবেই উঠে এসেছে এই তথ্য। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের আহ্বানও জানান মন্ত্রী।

    এদিনের অনুষ্ঠানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, গত কয়েক বছরে আমাদের দেশে গঠনগত ও কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে। যার কারণে ভারত দ্রুত সমৃদ্ধ হচ্ছে। এর পরেই তিনি বলেন, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির হিসেবেই জানা গিয়েছে ২০৪৭ সালের মধ্যে ভারত ৩৫ থেকে ৪৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে। আমরা একটি উন্নতিশীল দেশ। এ দেশ তার প্রতিটি নাগরিকের প্রতি খেয়াল রাখে।

    দেশের জন্য তিনি যে গর্ব অনুভব করেন, এদিন তাও উঠে এসেছে পীযূষের গলায়। তিনি বলেন, বিশ্বের সব গণতন্ত্রের মা ভারতকে নিয়ে আমরা গর্বিত। আমাদের একটি সক্রিয় বিচার ব্যবস্থা আছে, আইনের শাসন আছে, সদা সতর্ক মিডিয়া আছে এবং স্বচ্ছ সরকারি ব্যবস্থা রয়েছে। ২০৪৭ সালে ভারত বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    আরও পড়ুন : মোদির লক্ষ্য আত্মনির্ভর ভারত, আমেরিকার নেতৃত্বে ইন্দো-প্যাসিফিক বানিজ্যে না দিল্লির

    সাউথ ক্যালিফোর্নিয়ার ওই ব্যবসায়িক গোষ্ঠীকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। তিনি বলেন, ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার কাজ আমরা শুরু করেছি। আমাদের এই নয়া যাত্রায় শামিল হোন আপনারাও। এটা একটা গুরুত্বপূর্ণ সময়। দেখুন, আগামী পঁচিশ বছরের মধ্যে ভারত কোথায় যায়। আগামী পঁচিশ বছর ভারতের অমৃতকাল বলেও মনে করেন গোয়েল। ভারতে বিশাল সুযোগ রয়েছে বলেও এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, ভারতে সুবিশাল জনসংখ্যার একটি সুবিধা রয়েছে। আমাদের রয়েছে যুব সম্প্রদায়, উচ্চাকাঙ্খী মানুষ। এটা একটা বিরাট সুযোগ। এই যুব সম্প্রদায়ের প্রত্যেকে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে যুক্ত রয়েছেন। গোয়েল বলেন, এটাই ভারতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ। ভারতের এই নয়া যাত্রার শরিক হতে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Iran Hijab Law: ‘ফেসিয়াল রিকগনিশন’-এর মাধ্যমে ইরানে চিহ্নিত করা হবে হিজাব উপেক্ষা করা মহিলাদের

    Iran Hijab Law: ‘ফেসিয়াল রিকগনিশন’-এর মাধ্যমে ইরানে চিহ্নিত করা হবে হিজাব উপেক্ষা করা মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলারা ঠিকমতো দেশের হিজাব আইন (Hijab Law) মানছেন কি না, তার ওপর নজরদারি চালাতে এবার প্রযুক্তির সাহায্য নিতে চলেছে ইরান (Iran) সরকার। যে সকল মহিলা এই আইন অমান্য করছেন, বিশেষ ধরনের ‘ফেসিয়াল রিকগনিশন’ (facial recognition) সফ্টওয়্যার দিয়ে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থাগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। 

    বেশ কিছুদিন ধরেই মহিলাদের পোশাকের ওপর কড়া পদক্ষেপ গ্রহণ করছে ইরান প্রশাসন। ইরানের ‘পুণ্য প্রচার ও পাপরোধ’ সংক্রান্ত দফতরর সচিব মহম্মদ সালেহ হাশমি গোলপায়েগানি জানান, প্রকাশ্যে মহিলারা ঠিকঠাক পোশাক পরছেন কিনা তার ওপর নজর রাখতেই এই বিশেষ নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হবে। 

    ১২ জুলাই দিনটিকে জাতীয় হিজাব ও পবিত্র দিবস হিসেবে ঘোষণা করেছে ইরান প্রশাসন। এরপরই, এর প্রতিবাদে সরব হয়েছেন সেদেশের মহিলারা। কখনও রাস্তায় তো কখনও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছেন তাঁরা। একদিকে, প্রকাশ্যে আন্দোলনে সামিল হয়েছেন মহিলারা। তেমনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হিজাব খুলে ছবি তুলে #nohijabday বলে জোর প্রচার চলেছে। সেখানে তাঁরা হিজাব খুলে ছবি ও ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।

    আরও পড়ুন: শিখদের পাগড়ি কিংবা কৃপাণের সঙ্গে তুলনা চলে না হিজাবের, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    এই ঘটনার প্রেক্ষিতে দেশজুড়ে প্রতিবাদীদের আটক করার প্রক্রিয়া শুরু করেছে ইরান সরকার। নেদারল্যান্ডের টুয়েন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক আজাদেহ আকবরী জানান, ইরান সরকার দীর্ঘদিন ধরে আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের সনাক্ত করতে এই ফেস রিকগনিশন পদ্ধতির ব্যবহার করে আসছে। বর্তমানে সরকার এই পদ্ধতিটিকে ভিন্ন রূপে ব্যবহার করে স্বৈরতন্ত্রের পরিচয় দিচ্ছে।

    ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকেই মহিলাদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ইরানের একটি সমাজসেবী সংগঠন হরানা দাবি করেছে, ইরানে হিজাব না পরায় ২৮ বছর বয়সি এক মহিলাকে বাসের সহযাত্রীর কাছে তিরস্কৃত হতে হয়েছিল। পরে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে মারধর করেছিল।

    আরও পড়ুন: রুদ্রাক্ষ বা ক্রসের সঙ্গে হিজাবের তুলনা চলে না! শিক্ষাপ্রতিষ্ঠানে পোশাকবিধি নিয়ে মত সুপ্রিম কোর্টের

    লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক অ্যানাবেলে স্রেবার্নি বলেছেন, ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে। মুদ্রাস্ফীতির হার প্রায় ৫০ শতাংশে পৌঁছে যেতে পারে। কিন্তু সরকার নারী অধিকারের ওপর জোর দিচ্ছে। তিনি আরও বলেছেন, সরকার দেশের আর্থিক সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর ঘোরাতেই এই বিষয়গুলিতে জোর দিচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share