Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Pakistani Pilgrims: পাকিস্তানের হজযাত্রীদের দিতে হবে মুচলেকা! ভিক্ষাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ সৌদির

    Pakistani Pilgrims: পাকিস্তানের হজযাত্রীদের দিতে হবে মুচলেকা! ভিক্ষাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ সৌদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিক্ষাবৃত্তি রোধ করতে সৌদি আরব (Saudi-Arabia) এবার পাকিস্তানি তীর্থযাত্রীদের (Pakistani Pilgrims) কাছ থেকে মুচলেকা বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগত ভিখারিদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির অংশ হিসেবে ইসিএল তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ভিখারিদের মোট সংখ্যা রয়েছে ৪৩০০। সৌদি সরকারের পক্ষ থেকে তাদের বিতাড়িত করা হবে বলে জানানো হয়েছে। একই ভাবে ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান প্রশাসন। ইতিমধ্যে অবৈধভাবে ভিসা দেওয়ায় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ধরপাকড়ের মতো পদক্ষেপও দেখা গিয়েছে। মুসলমান রাষ্ট্রে এক নতুন মাত্রা সংযোজন করেছে পাকিস্তান। নিন্দার ঝড় বিশ্বজুড়ে।

    ভিক্ষাবৃত্তির বাণিজ্যিকরণ রুখতে পদক্ষেপ (Pakistani Pilgrims)?

    সৌদি আরবের (Saudi-Arabia) ইসলামিক ধর্মীয় তীর্থস্থানে পাকিস্তানি (Pakistani Pilgrims) ভিখারিদের বিরাট রমরমা! সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উমরাহ্ তীর্থযাত্রীদের ছদ্মবেশে পবিত্র ধর্মীয় স্থানে এই ভিখারিদের বিরাট আধিপত্য বৃদ্ধি পেয়ছে। স্থানীয় জনবিন্যাস এবং ভিক্ষাবৃত্তির বাণিজ্যিকরণ রুখতে প্রশাসন এবার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। যদিও পাক প্রশাসন উমরাহ্ আইন আনার কথা জানিয়েছে। 

    বিরাট পরিমাণে ভিখারিদের সংখ্যা বৃদ্ধি

    গত সেপ্টেম্বরে সৌদি সরকার (Saudi-Arabia) রিয়াদ উমরাহ্ এবং হজ ভিসার অধীনযুক্ত অঞ্চলে বিরাট পরিমাণে পাকিস্তানি ভিখারিদের (Pakistani Pilgrims সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তথ্য সমানে এসেছে। সেই সময়ের বন্যায় এই ভিখারিরা ব্যাপক ভাবে সমস্যার সৃষ্টি করেছে। তাই এই ভিখারিদের বিরুদ্ধে পাকিস্তান সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করুক তা জানিয়ে নোটিশ জারি করেছিল সৌদি প্রশাসন। একই ভাবে বলা হয়, এই ধরনের ভিখারিদের ভিক্ষার উদ্দেশ্যকে মাথায় রেখে ভিসা প্রদানকে নিয়ন্ত্রণ করা হবে। সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাকিস্তানি ভিখারিদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ৪৩০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। অবিলম্বে তাঁদের ফেরত পাঠানো হবে।”

    আরও পড়ুনঃ নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    মুচলেকা দিতে হবে পাক হজ যাত্রীদের

    একই ভাবে সমস্যার কথা মাথায় রেখে, বেশ কিছু নিয়ম জারি করেছে সৌদি প্রশাসন। তাতে বলা হয়েছে—

    এক) সৌদি আরবে আগত হজযাত্রীদের ভিক্ষাবৃত্তি গ্রহণ না করার বিশেষ প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিতে হবে। আর যদি অন্যথা করেন তাহলে তীর্থযাত্রীদের (Pakistani Pilgrims) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা সহ পাকিস্তানে বিতাড়িত করা হবে। 

     দুই) তীর্থযাত্রীদের শুধুমাত্র ভ্রমণের জন্য গ্রুপ করে বা দলবদ্ধভাবে ভ্রমণ করতে হবে। দল ছুট হলে ভিক্ষা বৃত্তির সম্ভাবনা বেড়ে যায়, তাই সকল দর্শনার্থীদের একসঙ্গে দলগত ভাবে ভ্রমণ করতে হবে। এই শর্ত অনিবার্য। আর যদি এই ভাবে ভ্রমণ না করে তাহালে তীর্থযাত্রীদের ভিসা বাতিল করা হবে। দেশে ফেরত পাঠানো হবে। 

     তিন) একই ভাবে যে সব ট্যুরিষ্টরা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করতে যাবে, তাদের কাছ থেকেও মুচলেকা নেওয়া হবে। শর্ত না মানলে ট্র্যাভেল এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনও ভাবেই অসৎ উদ্দেশে ধর্মস্থলে ভিক্ষা করা যাবে না। 

    পাকিস্তানে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ধরপাকড় শুরু

    জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistani Pilgrims) ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ইতিমধ্যে অবৈধভাবে উমরাহ্ ভিসাকে সহজ করতে গিয়ে নানা বেআইনি কাজ করেছে। ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকটি সংস্থার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কাজ শুরু করেছে পাক প্রশাসন। জানা গিয়েছে, সম্প্রতি পাকিস্তানে চারটি ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তারা নানা সময়ে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকত। ফলে বিশ্বের কাছে পাকিস্তান আরও অসম্মানজনক অবস্থায় পৌঁছে গিয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

    মোটা টাকা নিয়ে দেশে ফেরে ভিখারিরা

    প্রতিবছর হজের সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি থেকে বহু তীর্থযাত্রী হজে যায়। তাদের মধ্যেই লুকিয়ে থাকে এইসব ভিখারিরা। সৌদিতে নেমে হারিয়ে যায় মানুষের ভিড়ে। তারপর তারা ভিক্ষাবৃত্তি শুরু করে দেয়। ফেরার সময় মোটা টাকা ঘরে নিয়ে আসে। এতে সমস্যায় পড়ে সৌদি প্রশাসন। উল্লেখ্য সৌদির বক্তব্যের পরিপ্রক্ষিতে পাকিস্তানের তরফে বলা হয়েছে, ভিখারিদের সমস্যা মেটাতে একটি উমরাহ আইন নামে একটি আইন আনা হবে দেশে। এতে যেসব উমরাহ এজেন্সিগুলি মানুষজনকে হজে নিয়ে যায় তাদের উপরে নজর রাখা হবে ও তাদের আইনের আওতায় আনা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    PM Modi: নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জর খুনের ঘটনায় কানাডার (Canada) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে জঙ্গি হত্যার ষড়যন্ত্রের কথা নাকি জানতেন খোদ প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এবার চাপে পড়ে সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টকে খারিজ করল সে দেশের সরকার। প্রসঙ্গত, কানাডার সংবাদমাধ্যমে এমন খবর সামনে আসতেই নয়া দিল্লির তরফে প্রবলভাবে বিরোধ করা হয়। ঠিক এই পরিস্থিতিতে, শুক্রবারে জাস্টিন ট্রুডো সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। শুক্রবার ট্রুডো সরকার বলেছে, ‘‘খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিংহ নিজ্জর হত্যা-সহ কানাডায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বা তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের যুক্ত করার কোনও প্রমাণ নেই।’’

    ১৩ অক্টোবর কানাডার বিবৃতিতে বলা হয় নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন কূটনীতিক সঞ্জয় কুমার বর্মা

    প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কানাডা সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় এবং সেখানে জানানো হয়, নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সে দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মা। এর পরে সঞ্জয় সহ কয়েকজনকে দেশে ফিরিয়ে আনে ভারত সরকার। একই সঙ্গে কানাডার কয়েকজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে ভারতের বিদেশ মন্ত্রক। এর পাশাপাশি কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে খালিস্তানি গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্য জাস্টিন ট্রুডোর সরকার এমন বিতর্ক তৈরি করছে বলেও জানা কেন্দ্র।

    দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর প্রতিবেদনে

    খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা নিয়ে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম জড়ানোর চেষ্টা হয়। কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর প্রতিবেদনে দাবি করা হয়, নিজ্জরকে খুনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সবটাই জানতেন। এর পাশাপাশি ষড়যন্ত্রের কথা জানতেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। তবে এর স্বপক্ষে কোনও যুক্তি অবশ্য দিতে পারেনি কানাডার ওই সংবাদমাধ্যম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ukraine Russia War: এবার ব্রিটেনের থেকে পাওয়া ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় প্রয়োগ করল ইউক্রেন

    Ukraine Russia War: এবার ব্রিটেনের থেকে পাওয়া ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় প্রয়োগ করল ইউক্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মিসাইলের পর এবার রাশিয়ায় ব্রিটিশের তৈরি ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র প্রয়োগ করল ইউক্রেন (Ukraine Russia War)। জানা গিয়েছে, ব্রিটেনে তৈরি ওই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে রাশিয়ার গভীরে, সামরিক লক্ষ্যবস্তুতে। ইউক্রেনের এহেন আঘাতের পরেই বিশ্বের আকাশে ঘন হয়েছে যুদ্ধের নিকষ কালো মেঘ।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine Russia War)

    সম্প্রতি হাজার দিন পার করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়া মোতায়েন করেছে কোরিয়ান সৈন্য। ইউক্রেনের এই প্রতিক্রিয়াকে তারই পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঘটনার তীব্র নিন্দা করেছে পশ্চিমি বিশ্ব। ইউক্রেন এই প্রথম ব্রিটেনের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করল দেশের সীমান্তের বাইরে। এর আগে ব্রিটেন এই ক্ষেপণাস্ত্রগুলির ব্যবহার ইউক্রেনের অভ্যন্তরীণ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল। তবে এই ক্ষেপণাস্ত্রগুলিকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে ব্যবহার করার অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মস্কোর আনকনভেনশনাল অ্যালাইজ এবং ট্যাকটিসের ওপর ক্রমবর্ধমান নির্ভরতার প্রতিক্রিয়া হিসেবে।

    ‘স্টর্ম শ্যাডো’র হানা

    জানা গিয়েছে (Ukraine Russia War), ব্রিটেনে তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলি আঘাত হানে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে এবং কৃষ্ণসাগরের বন্দর শহর ইয়েস্কের ওপরে। এই দুটি বাদে অন্য স্টর্ম শ্যাডোগুলিকে আটকানো হয় বলে দাবি রাশিয়ার। প্রসঙ্গত, এই হামলার কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (ATACMS) রুশ অবস্থান লক্ষ্য করে ব্যবহারের অনুমোদন দেন। এই সপ্তাহের শুরুর দিকে মার্কিন এই অস্ত্রগুলো ব্রিয়ানস্কে রাশিয়ার একটি অস্ত্রাগারে আক্রমণে ব্যবহৃত হয়েছিল।

    আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে ঠাঁই একাধিক ভারতপন্থীর, কাঁপন ধরছে পাকিস্তানের বুকে!

    ওয়াশিংটন যদিও মস্কোর পারমাণবিক উত্তেজনা বাড়ানোর সতর্কতাকে শুধুমাত্র কথার কথা বলে উড়িয়ে দিয়েছে, তবু রাশিয়ার পারমাণবিক নীতি উদ্বেগ সৃষ্টি করেছে তামাম বিশ্বে। সংশোধিত এই নীতি অনুযায়ী, যে কোনও বৃহৎ এয়ার স্ট্রাইক বা রাশিয়ার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এমন আক্রমণের প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমি সমর্থন সক্রিয়ভাবে চেয়ে যাচ্ছেন। তিনি বলেন, রাশিয়ার সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ (Ukraine Russia War)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Trumps Cabinet: ট্রাম্প প্রশাসনে ঠাঁই একাধিক ভারতপন্থীর, কাঁপন ধরছে পাকিস্তানের বুকে!

    Trumps Cabinet: ট্রাম্প প্রশাসনে ঠাঁই একাধিক ভারতপন্থীর, কাঁপন ধরছে পাকিস্তানের বুকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে ২০ জানুয়ারি শপথ নেবেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প (Trumps Cabinet)। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। মন্ত্রিসভায় কারা ঠাঁই পাবেন, তা নিয়েই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। ট্রাম্পের এই প্রস্তুতি-পর্বই কাঁপন ধরিয়ে দিয়েছে পাকিস্তানের বুকে।

    ট্রাম্প প্রশাসনে কারা (Trumps Cabinet)

    তাঁর মন্ত্রিসভায় যাঁরা জায়গা পাবেন, তাঁদের মধ্যে রয়েছে বিলিয়নিয়র, আগ্রাসী বক্তা, ইন্দো-মার্কিন এবং কিছু ‘বিতর্কিত’ ব্যক্তিত্ব। পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, পাকিস্তান হয়ত আমেরিকার বিদেশ নীতির অগ্রাধিকারের তালিকায় নেই। তবে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির নীতিনির্ধারকরা এ খবরে অবাক হয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কারা জায়গা পাচ্ছেন সেদিকে নিবিড়ভাবে নজর রাখছেন তাঁরা। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্তান মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ নেতার ভারত এবং ইসলামাবাদ সম্পর্কিত বিবৃতিগুলো নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসনে জায়গা পাচ্ছেন মার্কো রুবিও, জন রেটক্লিফ এবং মাইক ওয়াল্টজ। এই তিনজনই চিন বিরোধী কঠোর অবস্থানে অনড়। এঁরা বেজিংয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক মনোভাব পোষণ করেন। এই চিন আবার পাকিস্তানের ‘সব মরশুমের বন্ধু’। ফলে, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গিয়ে একটি কঠিন পরিস্থিতিতে পড়তে পারে।

    গুরুত্বপূর্ণ পদ

    ট্রাম্প ইতিমধ্যেই (Trumps Cabinet) তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান এবং বিদেশ ও প্রতিরক্ষা সচিবদের নিয়োগ করেছেন। এই পদগুলি পাকিস্তান তো বটেই বিশ্ববাসীর কাছেও গুরুত্বপূর্ণ। এবার দেখে নেওয়া যাক, ট্রাম্প প্রশাসনে যাঁরা ঠাঁই পাবেন, পাকিস্তান সম্পর্কে তাঁরা কীরূপ মনোভাব পোষণ করেন।

    মাইক ওয়াল্টজ

    মাইক ওয়াল্টজকে দেখা যেতে পারে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। পাকিস্তান সম্পর্কে পক্ষপাতদুষ্ট বক্তব্য দেওয়ার জন্য তিনি পরিচিত। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছে, ওয়াল্টজ মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। সফর করেছেন আফগানিস্তান ও পশ্চিম এশিয়া। পাকিস্তান যাতে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করে, তাই পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার কথাও বলেছেন তিনি।

    তুলসী গ্যাবার্ড

    ট্রাম্প তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনীত করেছেন। এই পদে যিনি বসেন, তিনি পরিচালনা করেন ১৮টি মার্কিন গোয়েন্দা সংস্থা। এর মধ্যে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং সিআইএ-ও। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, গ্যাবার্ডের মনোনয়ন পাকিস্তানের পক্ষে স্বস্তিদায়ক নাও হতে পারে। গ্যাবার্ড প্রাক্তন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান। পরে তিনি যোগ দেন ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের হয়ে গলাও ফাটিয়েছেন। তুলসী ভারত-প্রেমী হিসেবেই পরিচিত। সন্ত্রাসবাদ প্রশ্নে তিনি বরাবর ভারতের পাশে থেকেছেন। ইসলামাবাদকে তার মাটি থেকে জঙ্গি হুমকির মোকাবিলা করার জন্য বলেছিলেন তুলসী। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বিমানবাহিনী। তার আগে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর ভয়াবহ আক্রমণ করেছিল জঙ্গিরা। তার প্রেক্ষিতেই এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তান কীভাবে আল-কায়দার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, তাও জানিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন: নিজ্জর হত্যা নিয়ে ‘মানহানিকর প্রচার’, কানাডাকে কড়া জবাব ভারতের

    মার্কো রুবিও 

    সেনেটর মার্কো রুবিও বিদেশ নীতি বিশেষজ্ঞ। তিনি নির্বাচিত প্রেসিডেন্টের বিদেশমন্ত্রীর পদে মনোনীত হয়েছেন। প্রেসিডেন্টের প্রধান বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। দেশের শীর্ষ কূটনীতিকও হয়েছিলেন। তিনি নেতৃত্ব দেবেন স্টেট ডিপার্টমেন্টের। বৈঠক ও বিশ্ব ব্যাপী নানা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন তিনি। এই রুবিও জুলাই মাসে মার্কিন সেনেটে একটি পাকিস্তানবিরোধী এবং ভারতপন্থী বিল প্রস্তাব করেছিলেন (Trumps Cabinet)। চিনের ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাড়তি প্রভাব মোকাবিলায় ইউএস-ইন্ডিয়া ডিফেন্স কো-অপারেশন অ্যাক্ট দুটি দেশের প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাবিত হয়েছিল। প্রতিরক্ষা, মহাকাশ, প্রযুক্তি এবং অর্থনৈতিক বিনিয়োগে সহযোগিতার সঙ্গে এটি এও সুপারিশ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে আমেরিকান নিরাপত্তা সহায়তা প্রদান করুক। আমেরিকার উচিত প্রযুক্তিগত স্থানান্তরের দিক থেকে ভারতকে ইউএস চুক্তি সহযোগী এবং ন্যাটো দেশগুলির মতোই বিবেচনা করা (Trumps Cabinet)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Pakistan Support Terror: ‘‘সন্ত্রাসবাদের কারণে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়েছে’’, পাকিস্তানকে নিশানা ভারতের

    Pakistan Support Terror: ‘‘সন্ত্রাসবাদের কারণে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়েছে’’, পাকিস্তানকে নিশানা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাস-মোকাবিলায় একাধিক পদক্ষের করেছে মোদি সরকার। কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদকে (Pakistan Support Terror) মদত দেওয়া বন্ধ করেনি। যার ফল ভুগতে হয় ভারতকে। রাষ্ট্রসঙ্ঘে (United Nations) ঠিক এই ভাষায় পাকিস্তানকে আক্রমণ করলেন ভারতীয় দূত পর্বতানেনী হরিশ৷ তাঁর দাবি, সন্ত্রাসবাদকে পাকিস্তান দীর্ঘদিন ধরে মদত দিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রধান সমস্যাও সন্ত্রাসবাদ। তবে পাকিস্তানের এই ভূমিকা আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন হরিশ। 

    কথা বলেও লাভ হয়নি 

    সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় দূত পর্বতানেনী হরিশ। সেখানে পাকিস্তানের সঙ্গে (Pakistan Support Terror) সম্পর্ক প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে সন্ত্রাসবাদের প্রশ্নে পড়শি দেশকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ হরিশ বলেন, ‘‘দীর্ঘদিন আগে দু’দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে৷ তার একমাত্র কারণ সন্ত্রাসবাদ৷ এই সমস্যার সমাধান না-হলে দুই দেশের সম্পর্কে কোনওদিন উন্নতি হবে না৷’’ তাঁর মতে, সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকবার চেষ্টা করেছেন। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনাও করেছেন৷ তবে তাতেও কোনও লাভ হয়নি ৷ তাঁর কথায়, ‘‘একমাত্র আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া সম্ভব। ভারত সেই লক্ষ্যেই এগোচ্ছে।’’

    সন্ত্রাসবাদ বিশ্বের অভিশাপ

    শুধুমাত্র ভারতের জন্য নয়, সন্ত্রাসবাদ (Pakistan Support Terror) গোটা বিশ্বের জন্যই অভিশাপ । এমনই মনে করেন হরিশ ৷ তাঁর কথায়, ‘‘একটি সন্ত্রাসবাদী হামলা আদতে একাধিক হামলার সমান৷ একটি প্রাণ গেলে তার সঙ্গে হাজারটা প্রাণ যায়৷ সুতরাং, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ করছি, সেটাই আলোচনার বিষয়৷’’ সন্ত্রাসবাদকে ভারত কোনওমতেই মেনে নেবে না বলে জানান হরিশ। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ রুখতে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার৷ সময়ের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তা আরও মজবুত করতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী৷ দেশের তিন সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে৷ সেই সঙ্গে, পাকিস্তানের সঙ্গেও কথা বলা হয়েছে ভারতের তরফে৷ যদিও তারপরও কোনও পরিবর্তন হয়নি বলে দাবি দিল্লির৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য’’, গায়ানা, ডমিনিকার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি

    PM Modi: ‘‘এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য’’, গায়ানা, ডমিনিকার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা মহামারীর সময়ে বিশ্ববাসীর কাছে ত্রাতা হয়ে উঠেছিল ভারত। এগিয়ে দিয়েছিল সাহায্যের হাত। ভারতের কাছ থেকে সে সময় যে সহযোগিতা পেয়েছিল তার কৃতজ্ঞতা স্বরূপ নরেন্দ্র মোদির (PM Modi) হাতে সর্বোচ্চ সম্মান তুলে দিলেন ‘কমনওয়েলথ অব ডমিনিকা’র প্রেসিডেন্ট সিলভানি বার্টন। ডমিনিকার (Dominica) পর মোদির হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিল গায়ানাও (Guyana)।

    ডমিনিকার কৃতজ্ঞতা

    ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এক বিবৃতিতে ডমিনিকা জানিয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে সম্মান প্রদান করা হল তা কেবল ভারত এবং ডোমিনিকা-র মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক নয়, বিশ্ব অতিমারির কঠিন সময়ে ভারতের সাহায্যের স্বীকৃতিও।’’

    ১৪০ কোটি ভারতীয়র সম্মান

    বুধবার প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’ (The Order Of Excellence) সম্মানে ভূষিত করে গায়ানা। এদিন এই সম্মানটি মোদির হাতে তুলে দেন গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি। গায়ানার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি এদিন মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘‘গায়ানার সর্বোচ্চ সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য বন্ধু ইরফান আলিকে অসংখ্য ধন্যবাদ। এই সম্মান শুধু আমার একার নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য। ভারত এবং গায়ানার অভ্যন্তরীণ বন্ধন এভাবেই দৃঢ় হোক। দুই দেশের ইতিহাস প্রমাণ করে যে কীভাবে তারা ঐতিহ্য এবং বিশ্বাসের বন্ধনে বারেবারে মিশে গিয়েছে।’’

    নেতাদের মধ্যে চ্যাম্পিয়ন

    ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গায়ানায় পোঁছান, এখানে তিনি জর্জটাউনে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন যে গায়ানার জনগণের দক্ষতা বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধিতে ভারত অনেক বড় অবদান রেখেছে। অন্যদিকে, গায়ানার রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে তাঁকে তাঁর প্রভাবশালী নেতৃত্ব এবং উন্নয়নশীল দেশগুলিতে অবদানের জন্য ‘নেতাদের মধ্যে চ্যাম্পিয়ন’ হিসেবে উল্লেখ করেন। গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলি মোদির শাসনব্যবস্থার প্রশংসা করে বলেছেন যে গায়ানা এবং অন্যান্য দেশও তাঁর কার্যপদ্ধতি গ্রহণের দিকে মনোযোগ দিয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Awami League: বাংলাদেশে এখনই নিষিদ্ধ নয় আওয়ামি লিগ, কোন আশঙ্কায় পিছিয়ে গেলেন ইউনূস?

    Awami League: বাংলাদেশে এখনই নিষিদ্ধ নয় আওয়ামি লিগ, কোন আশঙ্কায় পিছিয়ে গেলেন ইউনূস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত বাংলাদেশে নিষিদ্ধ করা হচ্ছে না শেখ হাসিনার আওয়ামি লিগকে (Awami League)। আওয়ামি লিগকে নিষিদ্ধ করার আইনি রাস্তায় হাঁটা শুরু করেও তা স্থগিত রাখল মহম্মদ ইউনূসের সরকার। এ জন্য যে আইনটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রক, বুধবার ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি অনুমোদন করা হয়নি। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান বদলের ফলে আওয়ামি লিগ জাতীয় সংসদের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। 

    কী বলছে অন্তর্বর্তী সরকার

    প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গত ১৮ নভেম্বর সরকারের তরফে আইন সংশোধনের যে খসড়া জমা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল, কোনও রাজনৈতিক দল বা সংগঠন খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের স্বীকৃতি স্থগিত বা বাতিল করা যাবে। কিন্তু বুধবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বলেন, ‘‘আদালত যদি মনে করে, তা হলে মানবতা বিরোধী অপরাধে কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। কিন্তু সরাসরি কোনও পদক্ষেপ করা যাবে না।’’ ওয়াকিবহাল মহলের খবর, আওয়ামি লিগকে (Awami League) নিষিদ্ধ করার দাবি পূরণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে বারে বারে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তা বাস্তবায়নেই ওই আইনটি সংশোধনের চেষ্টা হয়েছিল। কিন্তু ইউনূস প্রশাসন আপাতত ওই পথে হাঁটছে না।

    আরও পড়ুন: বাংলাদেশ থেকে নকল টাকা এনে মহাকুম্ভে ছড়ানোর চক্রান্ত, বাংলার জাকিরের খোঁজে পুলিশ

    কেন পিছিয়ে গেলেন ইউনূস?

    বিএনপি-সহ একাধিক রাজনৈতিক দল এই উদ্যোগে আপত্তি তুলেছে। বিএনপি-সহ অন্য দলগুলির আশঙ্কা, শেখ হাসিনার পার্টিকে নিষিদ্ধ করা হলে তাতে আওয়ামি লিগের (Awami League) পুনরুজ্জীবন সহজ হয়ে যেতে পারে। অন্য নাম নিয়ে তারা নির্বাচনের ময়দানে বাকিদের সামনে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভয়ে আছে ইউনূস সরকারের। ট্রাম্প প্রশাসন কিছুতেই আওয়ামি লিগের মতো প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্যোগে সায় দেবে না অনুমান করে পিছিয়ে গেলেন ইউনূস। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস আগেই জানিয়েছেন, তিনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। নির্বাচনে মানুষ তাদের বর্জন করলে তারা রাজনীতি করতে পারবে না। বিষয়টি দেশবাসীর উপর ছেড়ে দেওয়াই ভালো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ভারত-ক্যারিবিয়ান সম্প্রদায়ের সম্পর্ক মজবুত করতে সাত দফা প্রস্তাব দিলেন মোদি

    PM Modi: ভারত-ক্যারিবিয়ান সম্প্রদায়ের সম্পর্ক মজবুত করতে সাত দফা প্রস্তাব দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও ক্যারিবিয়ান কমিউনিটির (CARICOM) মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ‘সেভেন কী পিলার’ বা সাত ‘প্রধান স্তম্ভে’র প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “নয়াদিল্লি এই সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

    সাত দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

    বুধবার প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন দ্বিতীয় ভারত-ক্যারিবিয়ান কমিউনিটি (CARICOM) শীর্ষ সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান পার্টনার দেশগুলির নেতারা। সেখানেই সেভেন ‘কী পিলারে’র প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, এদিনই প্রধানমন্ত্রী পৌঁছান গায়ানায়। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান গায়ানা সফরে গেলেন। এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘এদিন মোদি গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় ভারত-ক্যারিকম সম্মেলনের সভাপতিত্ব করেন।’’

    সাত প্রধান স্তম্ভগুলি কী কী?

    সম্মেলনে নেতারা অর্থনৈতিক সহযোগিতা, কৃষি ও খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য ও ওষুধ শিল্প এবং বিজ্ঞান ও উদ্ভাবনের মতো ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনেই ভারতের প্রধানমন্ত্রী (PM Modi) ভারত ও ক্যারিকমের (CARICOM) মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে সাত প্রধান স্তম্ভের প্রস্তাব দেন। এগুলি হল, সি-ক্যাপাসিটি বিল্ডিং (সশক্তিকরণ), এ-এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি (কৃষি ও খাদ্য সুরক্ষা), আর-রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ (পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন), আই-ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড ট্রেড (উদ্ভাবন, প্রযুক্তি ও বাণিজ্য), সি-ক্রিকেট অ্যান্ড কালচার (ক্রিকেট ও সংস্কৃতি), ও-ওশেন ইকোনমি (সমুদ্র অর্থনীতি), এম-মেডিসিন অ্যান্ড হেল্থ কেয়ার (ওষুধ ও চিকিৎসা)। ভারত ও ক্যারিকম দেশগুলির সম্পর্ক প্রসঙ্গে মোদি (PM Modi) বলেন, “আমাদের সম্পর্ক আমাদের অভিন্ন অতীত অভিজ্ঞতা, বর্তমানের অভিন্ন প্রয়োজন এবং ভবিষ্যতের অভিন্ন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারত এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

    আরও পড়ুন: মহারাষ্ট্রের কুর্সিতে ফিরছে বিজেপির নেতৃত্বাধীন মহাযূতি জোট, বলছে সমীক্ষা

    মোদি (PM Modi)  বলেন, “পাঁচটি টি – ট্রেড (বাণিজ্য), টেকনোলজি (প্রযুক্তি), ট্যুরিজম (পর্যটন), ট্যালেন্ট (দক্ষতা) এবং ট্র্যাডিশন (ঐতিহ্য) প্রচারের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরি করা যেতে পারে, যা বেসরকারি খাত এবং সব দেশের স্টেকহোল্ডারদের সংযুক্ত করবে।” তিনি বলেন, “ভারত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে এগিয়ে যাচ্ছে। গত বছর ভারত-ক্যারিকম (CARICOM) বৈঠকের সময়, আমরা এসএমই খাতের জন্য ১০ লক্ষ মার্কিন ডলারের অনুদান ঘোষণা করেছিলাম। এখন আমাদের এর বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।” এদিকে, গায়ানা সফরে প্রধানমন্ত্রী (PM Modi) ভারত ও গায়ানার মধ্যে ১০টি মউ স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে কৃষি, ওষুধ শিল্প এবং ক্যারিবীয় দেশটিতে ইউপিআই প্রয়োগের মতো ক্ষেত্রও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • Pakistan: সেনা ছাউনিতে জঙ্গি হানা, পাকিস্তানে হত ১২ জওয়ান

    Pakistan: সেনা ছাউনিতে জঙ্গি হানা, পাকিস্তানে হত ১২ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি হামলায় পাকিস্তানে (Pakistan) হত ১২ জওয়ান। মঙ্গলবার মধ্য রাতে ঘটনাটি ঘটে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) এলাকায়। বুধবার পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয় হামলার কথা। জানা গিয়েছে, খাইবার-পাখতুনখোয়ায় একটি সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।

    বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কা (Pakistan)

    বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দুরন্ত গতিতে গিয়ে ধাক্কা মারে সেনা ছাউনির দেওয়ালে। মৃত্যু হয় ১২ জওয়ানের। জওয়ানদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ছ’জন জঙ্গির। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই হামলার নেপথ্যে কারা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পাক সেনা। যদিও হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে গুল বাহাদুর গ্রুপ নামের এক জঙ্গি গোষ্ঠী।

    হামলা হয়েছে আগেও

    এই প্রথম নয়, খাইবার-পাখতুনখোয়া প্রদেশে আগেও একাধিকবার হামলা চালিয়েছে (Pakistan) তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং গুল বাহাদুর গ্রুপ। গুল বাহাদুর গ্রুপ সুপ্রিমো হাফিজ গুল বাহাদুর এক সময় তেহরিক-ই-তালিবান পাকিস্তান ছিলেন। পরে নয়া সংগঠন গড়েন। তার পর থেকেই দুই জঙ্গি গ্রুপ মাঝে মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে খাইবার-পাখতুনখোয়া এলাকায়। অক্টোবর মাসের শেষের দিকে ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (Pakistan) হামলায় পাকিস্তানের ১০ জওয়ানের মৃত্যু হয়েছিল। নভেম্বরে বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশন বোমা বিস্ফোরণ ঘটে। সেবার মৃত্যু হয়েছিল ২৬ জনের। জখমও হয়েছিলেন অনেকে। সেই বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের মধ্যে পাক সেনা ছিলেন ১৪ জন।

    আরও পড়ুন: ভারত-চিন সম্পর্ক এখন একটি নয়া সূচনাবিন্দুতে পৌঁছেছে, বলছে বেজিং

    সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে, চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে পাকিস্তানে হিংসার ঘটনা বেড়েছে ৯০ শতাংশ। এদিন যে হামলা হয়েছে, তার ঠিক এক দিন আগে দেশের সামরিক ও অসামরিক নেতৃত্ব বালুচিস্তানে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন দিয়েছিল। গত কয়েক মাসে ওই প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। তার প্রেক্ষিতেই জঙ্গি দমনে এই সিদ্ধান্ত নিয়েছিল পাক প্রশাসন। তার পরেই সেনার (Khyber Pakhtunkhwa) ওপর হামলা করে জঙ্গিরা বুঝিয়ে দিল, পাকিস্তান আছে পাকিস্তানেই (Pakistan)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: মোদির মুকুটে নয়া পালক, গায়ানা-বার্বাডোজেও সর্বোচ্চ নাগরিক সম্মান প্রধানমন্ত্রীকে

    PM Modi: মোদির মুকুটে নয়া পালক, গায়ানা-বার্বাডোজেও সর্বোচ্চ নাগরিক সম্মান প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়ানা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গায়ানায় দু’দিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ইতিমধ্যে গায়ানা ও বার্বাডোজ প্রশাসন ঘোষণা করেছে, ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। বুধবারই গায়ানার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেন তিনি। দুই দেশের মধ্যে শক্তি সম্পদের আদান প্রদান প্রসঙ্গেও কথা হয়।

    ৫৬ বছর পর গায়ানায় ভারতের প্রধানমন্ত্রী 

    বুধবার সকালে গায়ানায় অবতরণ করে প্রধানমন্ত্রী মোদির বিমান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতানেত্রীরাও। উল্লেখ্য, ১৯৬৮ সালের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। এর আগে ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গায়ানায় গিয়েছিলেন। তার পর দীর্ঘ ৫৬ বছর গায়ানার মাটিতে পা পড়েনি কোনও ভারতীয় রাষ্ট্রনেতার। গায়ানায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার ভারতীয় বংশোদ্ভূতের বাস। মোদিকে সে দেশে অভ্যর্থনা জানিয়েছেন তাঁরাও। প্রধানমন্ত্রীর বিশ্বাস, দু’দেশের ঐতিহাসিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে তাঁর এই গায়ানা সফর।

    শক্তি-সম্পদ নিয়ে আলোচনা

    গায়ানার প্রচলিত শক্তি-উৎসের সঙ্গে ভারতের অপ্রচলিত শক্তির উৎস নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির কথা হয়েছে। গায়ানার জ্বালানি শক্তির ব্যবহার যদি ভারতে করা যায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমবে বলে মনে করা হচ্ছে। তাই দুই দেশের মধ্যে শক্তি-সম্পদের আদান-প্রদানের উপর জোর দিচ্ছে ভারত।

    প্রধানমন্ত্রীকে সম্মান

    দিন দুয়েক আগেই নাইজেরিয়া তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে প্রধানমন্ত্রী মোদিকে। এবার গায়ানা ও বার্বাডোজও সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানা গিয়েছে, গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করবে। বার্বাডোজে “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রীকে। এই নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা ১৯-এ পৌঁছল। তাঁর দক্ষ নেতৃত্ব ও দেশের জন্য ত্যাগ এবং সুকৌশল আন্তর্জাতিক মহলে সমাদৃত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share