Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jhulan Goswami: ‘‘ঝুলুদির জন্য এই সিরিজ জিততে চাই…’’, প্রথম ওডিআই জিতে বললেন মান্ধানা

    Jhulan Goswami: ‘‘ঝুলুদির জন্য এই সিরিজ জিততে চাই…’’, প্রথম ওডিআই জিতে বললেন মান্ধানা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিয়ে সরকারি কোনও ঘোষণা নেই। ঝুলন গোস্বামীও (Jhulan Goswami) কিছু বলেননি। চুপ বিসিসিআইও (BCCI)। তবে ভারতীয় ক্রিকেটের আনাচেকানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি একদিনের সিরিজই ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ মঞ্চ হতে চলেছে। এই সিরিজ শুধু বাংলার পেসারটির কাছে নয়, সতীর্থদের কাছেও স্পেশ্যাল। ঝুলনের বিদায়ী মঞ্চকে স্মরণীয় করে রাখতে চান ভারতীয় মহিলা দলের ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে মান্ধানা বলেছেন, ‘এই ওডিআই সিরিজ ঝুলুদির জন্য জিততে চাই। ওঁর অবদান কখনও ভোলার নয়। ওঁর লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা।’

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    জয়ের জন্য ভারতের সামনে ২২৮ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। যদিও সেই বাধা টপকাতে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতের মেয়েদের। শেফালি ভার্মা (১) দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও, ওপেনার স্মৃতি মান্ধানা ও যস্তিকা ভাটিয়ার অনবদ্য পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়। যস্তিকা ৪৭ বলে করেন ৫০ রান। তারপর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জয় নিশিচত করেন মান্ধানা। ৪৪.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন স্মৃতি। ৯১ রানে আউট হন তিনি। হরমনপ্রীত ৭০ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা সর্বাধিক দু’টি উইকেট নিলেও বল হাতে কামাল দেখিয়েছেন ঝুলনও। ১০ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন সহ মাত্র ২০ রানের বিনিময়ে তিনি তুলে নেন একটি উইকেট। তাঁর এমন কৃপণ বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বয়সের নিরিখে ঝুলনকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে। ও এখনও যেভাবে পারফর্ম করছে, তাতে আরও কয়েকটা বছর অনায়াসে খেলে দিতে পারে।

    আরও পড়ুন : তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    এসব মন্তব্যের অবশ্য আর কোনও মূল্য নেই। ঝুলনের অবসরের মঞ্চ ঠিক হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচেই তিনিই বুট জোড়া তুলে রাখবেন পাকাপাকিভাবে। যবনিকা পড়বে তাঁর দীর্ঘ দু’দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু সুখ-দুঃখের কাহিনী।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Sunil Gavaskar: “শ্রীলঙ্কা যোগ্য জবাব দিয়েছে…” বললেন সুনীল গাভাসকার, সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট টিম

    Sunil Gavaskar: “শ্রীলঙ্কা যোগ্য জবাব দিয়েছে…” বললেন সুনীল গাভাসকার, সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটপ্রেমী এবং অভিজ্ঞ ক্রিকেটাররা এশিয়া কাপ ২০২২-এ (Asia Cup 2022) শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে একেবারে উপেক্ষা করে গিয়েছেন। শ্রীলঙ্কাকে তেমন কোনও গুরুত্ব দেওয়া হয়নি। ফলে এরই কড়া জবাব দিয়েছে শ্রীলঙ্কা। এমনটাই বলতে শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারকে। তিনি বলেন, যারা ভেবেছিলেন এশিয়া কাপে ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে, কিন্তু এশিয়া কাপ জিতে তাদের যোগ্য জবাব দিয়েছে শ্রীলঙ্কা।

    এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে, এই ভাবনা নিয়ে যে পুরো দেশ জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছিল এবং যারা এই শুধুমাত্র ভারত-পাকিস্তানের খেলা নিয়ে এক হাইপ তৈরি করেছিল তাদের কটাক্ষ করেছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট টিম নিয়ে বলতে গেলে আরও জানান, এশিয়া কাপে মানুষ শুধু ভারত-পাকিস্তান দল নিয়েই কথা বলছিল। মনে হচ্ছিল এই দুই দলই শুধুমাত্র খেলছে। কিন্তু শ্রীলঙ্কার খেলোয়াড়রাও এশিয়া কাপে জয়লাভ করেছে ও সেই লোকদের উপযুক্ত জবাব দিয়েছে। কিন্তু প্রায় অনেকেরই অজানা যে, শ্রীলঙ্কা ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ ফাইনালের শিরোপা জিতেছে।

    আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    এশিয়া কাপে শ্রীলঙ্কার শুরুর যাত্রা একেবারেই ভালো ছিল না। এমনকি টুর্নামেন্টের শুরুতে ভারত-পাকিস্তান ফাইনালের জন্যই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এশিয়া কাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে কেউই গুরুত্ব দেয়নি। শুরুতেই হারতে হয়েছিল আফগানিস্তানের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা একেবারে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। সুপার ফোরেও তারা হারায় আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে। তার আগে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেন। তবে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সকলকে চমকে দিয়েছে।

    সুনীল গাভাসকার এখানেই থেমে থাকেননি, তিনি আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এনে, ভারতীয় ক্রিকেট টিমের সমালোচনা করে বলেছেন, ‘দলের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা নয়, শিরোপা জেতা হওয়া উচিত। এটাও সত্য যে পাকিস্তানকে হারানো ভালো, কারণ এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে, যা অন্য দলের বিপক্ষে কাজে আসবে। তবে আমি বিশ্বাস করি যে আপনাকে ৫টি ম্যাচের মধ্যে কমপক্ষে ৪টি জিততে হবে, কারণ তবেই আপনি নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন।‘

    প্রসঙ্গত উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটি ১৬ অক্টোবর শুরু হবে এবং ১৩ নভেম্বর ফাইনাল খেলা হবে।

  • Roger Federer: তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    Roger Federer: তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    মাধ্যম নিউজ ডেস্ক: রজার ফেডেরারের (Roger Federer) আচমকা অবসরে বিস্মিত টেনিস দুনিয়া, হতাশও। অনেকেই তাঁর এই সিদ্ধান্ত কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জীবনের কঠিনতম সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রজার। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। কিন্তু ঘোর কাটেনি। এখনও চোখের জল মুছে চলেছেন সুইস টেনিস তারকার অগণিত ভক্ত।

    শুধু টেনিস নয়, অন্য খেলার তারকারাও ফেডেরারকে জানিয়েছেন বিদায়-শুভেচ্ছা। রাফায়েল নাদাল থেকে নোভাক ডকোভিচ, এক সময়ের প্রতিদ্বন্দ্বীরাও ফেডেরারকে প্রশংসায় ভরিয়েছেন। সেই তালিকায় নবসংযোজন আন্দ্রে আগাসি। তাঁর আবেগঘন বার্তা ও ফেডেরারের প্রতিক্রিয়া রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এক সময়ের লড়াই ভুলে তাঁরা আজ ভালো বন্ধু, সেটাই ফুটে উঠেছে দুই টেনিস মহারথীর কথোপকথনে।

    টুইটারে আগাসি লিখেছেন, ‘তোমার খেলা, স্পিরিট আমাদের শিখিয়েছে কত ভালোভাবে টেনিস খেলা যায়। তোমার খেলার প্রতিটি মুহূর্ত স্মৃতির মণিকোঠায় তরতাজা হয়ে থাকবে।’ এর পরিপ্রেক্ষিতে রজার লিখছেন, ‘এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ভীষণই মিস করি তোমাকে ও তোমার সঙ্গে সেই ম্যাচগুলিকে।’

    আরও পড়ুন: আগামী বছরই আর্থিক মন্দার গ্রাসে গোটা বিশ্ব, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের

    কেরিয়ারে তাঁরা মোট ১১বার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে ফেডেরার জিতেছেন ৮বার। আর আগাসি মাত্র তিনবার জয়ের স্বাদ পেয়েছিলেন। প্রথমবার তাঁদের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালে সুইস ইন্ডোর টেনিস টুর্নামেনেট। ২০০৪ সালে ইউ এস ওপেনে তাঁদের কোয়ার্টার ফাইনাল লড়াই আজও টেনিস ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছে। কারণ, ম্যাচটি চলেছিল দু’দিন। যদিও শেষ হাসি হেসেছিলেন ফেডেরার। উল্লেখ্য, প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়েছিলেন ফেডেরার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (INDvsSA) বিশ্রাম দেওয়া হল হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় টিমে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। কোভিড (Covid-19) থেকে এখনও সেরে উঠতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার (Austrelia) মতো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (South Africa) সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আনা হল উমেশ যাদবকে। পিঠে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি দীপক হুডা। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শ্রেয়স আয়ার।

    ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। কেরলের মনোরম পরিবেশে হবে প্রথম খেলা। ভারতীয় দল হায়দরাবাদ থেকে ত্রিবান্দ্রমে পৌঁছেছে সোমবার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  তিরুবনন্তপুরমে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি হবে বুধবার। বিসিসিআই সূত্র মারফত জানানো হয়েছে, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় সেক্ষেত্রেই মাঠে নামানো হবে শাহবাজকে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    টি-২০ বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে তরতাজা রাখতে তাঁকে বিশ্রাম দেওয়ায় শাহবাজ-কে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের। চলতি বছর আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিছু অবিশ্বাস্য ইনিংস, ও বেশ কিছু ভাল স্পেল করে নির্বাচকদের নজরে এসেছিলেন শাহবাজ।

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কবে কোন ম্যাচ: 

    প্রথম টি-২০- ২৮ সেপ্টেম্বর ( তিরুবনন্তপুরম)
    দ্বিতীয় টি২০ – ২ অক্টোবর (গুয়াহাটি)
    তৃতীয় টি২০ – ৪ অক্টোবর (ইন্দোর) 

    প্রথম ওয়ান ডে – ৬ অক্টোবর (লখনউ)
    দ্বিতীয় ওয়ান ডে – ৯ অক্টোবর (রাঁচি)
    তৃতীয় ওয়ান ডে- ১১ অক্টোবর (দিল্লি) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • England vs India: ইতিহাস ভারতীয় মহিলাদের! ২৩ বছর বাদে ইংল্যান্ডে সিরিজ জয় ঝুলনদের

    England vs India: ইতিহাস ভারতীয় মহিলাদের! ২৩ বছর বাদে ইংল্যান্ডে সিরিজ জয় ঝুলনদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডে ইতিহাস ভারতের মেয়েদের। ২৩ বছর বাদে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৯৯৯ সালে শেষ বার ইংল্যান্ডে (INDWvsENGW) ওয়ান ডে সিরিজ জেতে মেয়েরা। বুধবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur)  শতরানে ভর করে  তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ভারত। এবার শনিবার লর্ডসের মাটিতে সিরিজের শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের। লর্ডসেই শেষ ম্যাচ খেলবেন বাংলার মেয়ে ভারতের কিংবদন্তি মহিলা পেসার ঝুলন গোস্বামী। সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর তাঁর সতীর্থেরা।

    এদিন  টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অধিনায়ক হরমনপ্রীতের ‘হারিকেনে’ ভর করে ৫ উইকেটে ৩৩৩ রান তোলে ভারত। ১১১ বলে অপরাজিত ১৪৩ রান করেন হরমনপ্রীত। প্রথমে দ্রুত উইকেট পড়ে গেলেও ঝড়ের আন্দাজ কেউ করতে পারেননি। প্রথমে একটু সময় নিলেও শেষের দিকে রীতিমতো ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল চোখ ধাঁধানো  ১৮টি চার ও চারটি ছয়। শেষ ১১ বলে ৪২ রান করেন হরমনপ্রীত। তার মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছয়। ভারতের ৩৩৩ রানকে টার্গেট করে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৫ রানে। ৮৮ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় পায় ভারত। কমনওয়েলথ গেমসের মতো অনবদ্য পারফর্ম করেন রেনুকা সিং ঠাকুর। ১০ ওভারে ৫৭ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ঝুলন উইকেট না পেলেও রান আটকান। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান।

    ম্যাচ শেষে হরমনপ্রীত কৌর বলেন, “আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই এখানে এসেছিলাম। লক্ষ্যপূরণ হল। আমি নেতৃত্ব উপভোগ করছি। সঙ্গে প্রতিটি ম্যাচকেও উপভোগ করি। ব্যাটিং সহজ ছিল না। আমি সময় নিয়ে হার্লিনের সঙ্গে পার্টনারশিপ তৈরি করি। একবার ক্রিজে সেট হওয়ার পর নিজের খেলাটা খেলে গেছি। বোলিংয়ে যখনই দরকার তখনই কেউ না কেউ উইকেট নিয়েছেন।” প্রথম ওয়ান ডে জিতে, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেছিলেন, ‘এই সিরিজ ঝুলুদির জন্য। আমরা সর্বস্ব দিয়ে খেলব।’ কথা রাখলেন সতীর্থরা। এক ম্যাচ বাকি থাকতেই ঝুলনকে সিরিজ উপহার দিলেন তাঁরা। তবে এখনই সেলিব্রেশন নয়। হোয়াইটওয়াশের পর লর্ডসেই হবে উৎসব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ফের টেস্ট সিরিজ খেলা হবে! সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে এই দুই দেশের মধ্যে খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    ১৪ বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট সিরিজ খেলা হয়েছিল। ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ শেষবার খেলা হয়েছিল ২০০৮ সালে। যেই সিরিজটি ভারত জিতেছিল। ২০১৩ সালের পর থেকে কোনও ফরম্যাটেই এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এরপর থেকেই প্রতিবেশি দেশ পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কারণে, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখনও পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল আছে ভারত। কিন্তু এরই মধ্যে ভারত বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ড বোর্ড থেকে প্রস্তাব দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো পাকিস্তানে চলতি টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। গত বছর পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছিল ইসিবি। এবার ভারতের সঙ্গে পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে পিসিবির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে ইসিবি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    জানা গিয়েছে, পাকিস্তানও ভারতের সঙ্গে খেলতে চায় কিন্তু এই মুহূর্তে প্রস্তাব মেনে নিতে পারবে না। অন্যদিকে মনে করা হয়েছে, ভারতকে এর জন্য রাজি করানো কঠিন। বিসিসিআই এই প্রস্তাবে সম্মতি জানায়নি। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়টি নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে, পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত।

    অন্যদিকে, ইংল্যান্ডের টি২০ দলের অধিনায়ক মঈন আলি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ যদি চালু হয় তা দুই দেশের পক্ষেই দারুণ ব্যাপার হবে। ফলে এই দুই দেশ টেস্টে মুখোমুখি হলে ক্রিকেটপ্রেমীরাও তাতে খুশি হবে।

  • Women’s Asia Cup 2022: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

    Women’s Asia Cup 2022: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসব। রাত পোহালেই বেজে উঠবে আগমনী গান। তার মধ্যেই জারি রয়েছে ক্রিকেট উৎসবও। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ।  ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women team)। শ্রীলঙ্কার মুখোমুখি হবেন হরমনপ্রীত কৌররা। ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও (Women Asia Cup Cricket 2022)  মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। আগামী ৭ অক্টোবর হবে সেই ম্যাচ। 

    বিসিসিয়াইয়ের সম্পাদক জয় শাহ ইতিমধ্যেই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে আসন্ন মহিলা এশিয়া কাপের সম্পূর্ণ সূচি জানিয়ে দিয়েছেন। থাইল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব। এশিয়া কাপের সেমিফাইনাল আয়োজিত হবে  ১৩ অক্টোবর। ১৫ তারিখে  অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের জন্য ভারতীয় মহিলা দলও ঘোষিত হয়েছে। এই নিয়ে আট বার আয়োজিত হতে চলেছে মহিলা এশিয়া কাপ। এর মধ্যে ৬ বারই খেতাব জিতেছে ভারত।

     

    দেখে নিন মহিলাদের এশিয়া কাপে ভারতের সূচি:

    ১ অক্টোবর – ভারত বনাম শ্রীলঙ্কা

    ৩ অক্টোবর – ভারত বনাম মালয়েশিয়া

    ৪ অক্টোবর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত

    ৭ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান

    ৮ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ

    ১০ অক্টোবর – ভারত বনাম থাইল্যান্ড

    ১৩ অক্টোবর – প্রথম সেমিফাইনাল

    ১৩ অক্টোবর – দ্বিতীয় সেমিফাইনাল

    ১৫ অক্টোবর – ফাইনাল

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women’s IPL: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

    Women’s IPL: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

    মাধম্য নিউজ ডেস্ক: দাবি অনেকদিনের। কিন্তু বার বার নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে আশার আলো দেখা গেল। আগামী বছরের শুরুতে মহিলাদের আইপিএল (Women’s IPL)  আয়োজন করতে চেয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিল বিসিসিআই (BCCI)। খুব সম্ভবত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতেই বসবে মহিলাদের আইপিএলের প্রথম আসর। সেই ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথায়। শহরে এক অনুষ্ঠানে, তিনি ভারতীয় মহিলা দলের ভূয়সী প্রশংসা করেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতে নজির গড়েছে। তাই মেয়েদের প্রশংসা শোনা গেল বিসিসিআই সভাপতির মুখে।

    আরও পড়ুন: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

    প্রসঙ্গত, ২০০৮ সালে শুরু হয়েছিল ভারতীয় প্রিমিয়ার লিগ (Indian Premeire legue)। আইপিএল ভারতীয় ক্রিকেটকে আমূল বদলে দিয়েছে। শুধু আথির্ক দিক থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শক্তিশালী হয়নি, একই সঙ্গে মজবুত হয়েছে ভারতীয় দলের সাপ্লাই লাইন। তাই বিসিসিআই কর্তারা মনে করছেন, আইপিএল শুরু হলে দেশের মহিলা ক্রিকেটেও জোয়ার আসবে।

    আরও পড়ুন: ঝুলন সকলের কাছে অনুপ্রেরণা! বঙ্গকন্যাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

    অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশগুলিতে পুরুষদের মতো সম্মান পান মহিলা ক্রিকেটাররা। বেতনের ক্ষেত্রেও তেমন কোনও তারতম্য চোখে পড়ে না। তবে এক্ষেত্রে বিসিসিআই ব্যতিক্রমী। বিরাট কোহলি, রোহিত শর্মারা বোর্ডের সঙেগ চুক্তির ফলে যে অর্থ পান, তার থেকে অনেক কম পান স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা। এই বৈষম্য দ্রুত মেটানোর দাবিও তুলেছেন মহিলা ক্রিকেটাররা। কিন্তু তাতে বিসিসিআই কর্তারা কর্ণপাত করেননি। তবে সময় বদলেছে। দেশের মহিলা ক্রিকেটের কাঠামোকে আরও উন্নত করার চেষ্টা শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। এই মরশুম থেকেই শুরু হয়েছে অনুর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। যেখান থেকে বহু ক্রিকেটার আগামী দিনে ভারতীয় মহিলা দলে সুযোগ পাবেন বলে মত প্রাক্তনদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে আজ, মঙ্গলবার থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে মেন ইন ব্লু। ভারতঅস্ট্রেলিয়া (India vs Australia) টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। অন্যদিকে, নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজে হারিয়ে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

    ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতকে খালি হাতে ফিরতে হলেও ফর্ম ফিরে পেয়েছেন বিরাট। রাহুল দ্রাবিড়কে (২৪০৬৪) ছাড়িয়ে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য বিরাট কোহলির (২৪০০২) আজ প্রয়োজন ৬৩ রান। তাই বিরাটের সামনে আজ রেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপের শেষের ম্যাচগুলিতে ভাল খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরার। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে এই সিরিজে জসপ্রীত ও হর্ষল বাইশ গজে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। 

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ শুরু আজ সন্ধ্যা  ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

    ম্যাচটি হবে মোহালিতে।

    ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে এবং মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারত বনাম অস্ট্রেলিয়া: সম্ভাব্য প্লেয়িং ১১

    ভারত (IND): রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার

    অস্ট্রেলিয়া (AUS): অ্যারন ফিঞ্চ, জশ ইঙ্গলিস, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, ড্যানিয়েল সামস, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mohammed Shami:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    Mohammed Shami:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে ফিরে আসতে আর কিছু দিন সময় লাগবে মহম্মদ শামির। দীর্ঘ ১০ মাস টি-টোয়েন্টি স্কোয়াডে অনুপস্থিত থাকার পর টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগটিও হাতছাড়া হয়ে গেল ভারতের অভিজ্ঞ পেস বোলার শামির। ২০ সেপ্টেম্বর থেকে মোহালিতে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয়া সিরিজে অংশ নিতে পারবেন না তিনি। কারণ করোনা সংক্রমিত হয়েছেন এই পেস বোলার। তাঁর পরিবর্তে মাঠে নামানো হচ্ছে উমেশ যাদবকে। উমেশ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ইংলিশ কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে পেশিতে চোট পাওয়ার পর থেকে রয়েছেন রিহ্যাবে।

    নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানান, উমেশকে শীঘ্রই দলে যোগ দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, শামির কোভিডের লক্ষণগুলি সাধারণ হওয়ায় তা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। তবে তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেই শামি পুনরায় দলে যোগ দিতে পারবেন। ওই আধিকারিক জানান, তিনি আশাবাদী যে শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের সিরিজে মাঠে নামতে পারবেন। সেই সিরিজ শুরু হতে ১০ দিন বাকি। তাই আশা করা যায় যে, বল হাতে ওই সিরিজগুলিতে চেনা ছন্দেই ফের মাঠে দেখা যাবে শামিকে।

    আরও পড়ুন : তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    এশিয়া কাপে ভারতীয় দলের হারের পর থেকেই জাতীয় দলে শামির অনুপস্থিতি নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, “শামির মতো খেলোয়াড় যদি বসে থাকে, তা আমাকে অবাক করে”। ভারতীয় এই পেশ বোলার গত নভেম্বরে ভারতীয় দলের হয়ে শেষবারের মতো টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২২ সালে আইপিএল জয়ী গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলের ১৬টি ম্যাচে ২০টি উইকেট নিয়েছিলেন শামি। আইপিএলে পাওয়ার প্লে-র সময় ৬.৬২ ইকোনমিক রেটে সবচেয়ে বেশি উইকেট (১১টি) নিয়েছিলেন অভিজ্ঞ এই পেস বোলার।

    এদিকে, বছর পঁয়ত্রিশের উমেশ যাদবের টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তনও রূপকথার থেকে কম কিছু নয়। কারণ, মিডলসেক্সের সঙ্গে তার কাউন্টি সিরিজ শেষ হওয়ার আগেই চোটের কারণে মাঝ পথে ফিরে আসতে হয়েছিল তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share