Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Commonwealth Games: হতাশ সৌরভ! কমনওয়েলথ ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের, সোনার স্বাদ পেলেন নিখাত, শরথ-সৃজারা

    Commonwealth Games: হতাশ সৌরভ! কমনওয়েলথ ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের, সোনার স্বাদ পেলেন নিখাত, শরথ-সৃজারা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনার আশা জাগিয়েও রুপো নিয়ে দেশে ফিরছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, খেলা হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে হারায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে ট্যুইট করেন সৌরভ। রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেও নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনি। সৌরভ লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’

    কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারতকে ১৭তম সোনা  এনে দিলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫০ কেজি) সোনা জিতলেন নিখাত। ফাইনালে হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে। ইস্তানবুলে আয়োজিত গত বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন নিখাত। সেই থেকেই স্বপ্ন দেখা শুরু। এদিন নর্দান আয়ারল্যান্ডের প্রতিযোগীকে একের পর এক শক্তিশালী ঘুসিতে ঘায়েল করে দেন নিখাত। ফাইনালের পাঁচ বিচারকই ভারতীয় মহিলা বক্সারের পক্ষে রায় দিয়েছেন। রবিবার নিখাতের হাত ধরে এল বক্সিংয়ে ভারতের তৃতীয় সোনা। 

    আরও পড়ুন: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথ কমলরা

    টেবিস টেনিসের ডাবলসে সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না অচিন্ত্য শরথ কমল-সাথিয়ান জ্ঞানশেখরন জুটির। ফাইনালে উঠলেও সোনা অধরা থাকল। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল শরথ-সাথিয়ান জুটিকে। ফাইনালে তাঁরা দুরন্ত লড়াই করেও ২-৩ গেমে হেরে গেলেন ইংল্যান্ডের পল ড্রিঙ্কহল-লিয়াম পিচফোর্ড জুটির কাছে। 

    তবে ডাবলসের খিদে মিক্সড ডাবলসে মেটালেন শরথ। সৃজা আকুলাকে নিয়ে শরথ কমল দেশকে এনে দিলেন এবারের গেমসের অষ্টাদশ সোনাটি। মিক্সড ডাবলসের ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার জুটি। জাভেন চুং ও কারেন লিনের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রাখলেন শরথ ও সৃজা। ভারতীয় জুটির জয় এলো ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে।

    অন্যদিকে, ২০০৬ সালে মেলবোর্নে রুপো জয়ের ১৬ বছর পর ভারতীয় মহিলা হকি (Indian women hockey team) দল আবারও কমনওয়েলথ গেমসে পদক জিতল। রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারাল ভারতীয় দল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরেই সোনা জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা হকি দলের। ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করলেন দলের গোলকিপার তথা অধিনায়িকা সবিতা পুনিয়া (Savita Punia)। 

  • Ranji Trophy: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    Ranji Trophy: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    মাধ্যম নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২১-২২ এর কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে খেলতে গিয়ে অনন্য কীর্তি গড়ে তুলল বাংলার ছেলেরা। রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ৯ ব্যাটারই পঞ্চাশ বা তাঁর বেশি রান করেছেন। ১৮৯৩ সালে অক্সফোর্ড-কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া দলের প্রথম ৮ ব্যাটার সকলেই ৫০-র বেশি রান করেছিলেন। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল বাংলা। প্রথম ৯ ব্যাটারই পঞ্চাশের বেশি রান করলেন।

    আরও পড়ুন:আজ শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ, নজরে কারা?

    অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক রমণ দুজনেই ধীরগতিতে খেলতে শুরু করলেও পরে সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami) ও অনুষ্টুপ মজুমদার দুজনেই শতরান করেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার হয়ে সর্বোচ্চ রান করেন সুদীপ ঘরামী। ১৮৬ রান করেন তিনি। অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) করেন ১১৭ রান। এর পাশাপাশি আরও ৭ ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক রমণ (Abhishek Raman) ৬১, অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ৬৫, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ৭৩, অভিষেক পোড়েল (Abhishek Porel) ৬৮, শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ৭৮, সায়নশেখর মণ্ডল (Sayansekhar Mondal)  ৫৩ রান এবং আকাশদীপ (Akash Deep) ৫৩ রান করেন। তিনি আটটি ছক্কা মারেন। আকাশ দীপের দুর্দান্ত পারফরমেন্স এদিন সবার নজর কেড়েছে। আকাশ দীপ ৮টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ৫৩ রান করেন। সায়ন ৫৩ রানের পর ৩টি উইকেট নিতে পেরেছেন ও বাকি দুটি উইকেট নেন শাহবাজ। এদিন বাংলা, কোয়ার্টার ফাইনালে সাত উইকেট হারিয়ে ৭৭৩ রান করে। 

    আরও পড়ুন: জোড়া গোল সুনীল ছেত্রীর, কম্বোডিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    আগামী ১৪-১৮ জুনের মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আর ২২-২৬ জুন  রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আয়োজন করা হবে। তবে এবারের রঞ্জি ট্রফি জয়ের ক্ষেত্রে বাংলার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আর সেদিকে তাকিয়েই দেশের মানুষ।

     

     

  • AFC Asian Cup Qualifiers: জোড়া গোল সুনীল ছেত্রীর, কম্বোডিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    AFC Asian Cup Qualifiers: জোড়া গোল সুনীল ছেত্রীর, কম্বোডিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সুনীল ছেত্রীর হাত ধরেই সাফল্য এল ভারতে। বুধবার এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ালিফায়ার (2023 AFC Asian Cup Qualifiers)-এর গ্রুপ ডি ম্যাচে কম্বোডিয়াকে ( Cambodia) ২-০ গোলে হারিয়ে জয়লাভ করল ভারত। দু’টি গোলই করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

    এদিন তিনি ১৪ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম ও নিজের ৮১তম আন্তর্জাতিক গোলটি করেন ছেত্রী। এরপর বেশ কয়েকটি সুযোগ তাঁর হাতছাড়া হয়। কিন্তু শেষে ম্যাচের দ্বিতীয় তথা কেরিয়ারের ৮২ তম আন্তর্জাতিক গোলটি করতে সক্ষম হন তিনি। আজকের ম্যাচ জেতার পর, ভারত আবার ১১ জুনে আফগানিস্তানের (Afganistan) মুখোমুখি হবে। 

    আরও পড়ুন :ঘর নেই বাংলার ফুটবল ক্যাপ্টেনের

    সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সুনীল এখন তিন নম্বরে রয়েছেন। তাঁর সামনে এখন শুধু রোনান্ডো ও মেসি রয়েছেন। পোর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo ) দেশের জার্সিতে ১১৭টি গোল করেছেন। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) দেশের হয়ে ৮৬টি গোল করেছেন। ১২৭ তম ম্যাচে ৮২ তম গোল করে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ছেত্রী।

    ম্যাচ জেতার পর ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, “ক্লিন শিট (বিপক্ষকে গোল করতে না দেওয়া) রাখতে পারায়, আমার ভালো লাগছে। আমরা আরও ভাল করতে পারতাম। আমি কঠোর হওয়ার চেষ্টা করছি না। আবহাওয়ার পরিস্থিতের জন্য আমরা পারিনি। কিন্তু যদিও এটি উভয় দলের জন্যই এক ছিল। পুরো ম্যাচে একই গতি বজায় রাখতে পারিনি। কিন্তু আমি অজুহাত দিতে চাই না। তিন পয়েন্ট পেয়ে ভালো লাগছে কিন্তু আমরা আমাদের বেশিরভাগ সুযোগ কাজে লাগাতে পারিনি। হয়তো আমার বয়স হয়েছে বলে আমি কঠোর হচ্ছি কিন্তু হ্যাঁ, এই জয়ে সবমিলিয়ে খুশি আমি।” আফগানিস্তানের সঙ্গে পরবর্তী ম্যাচ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পরবর্তী ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না তিনি।

    আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের

    এদিকে, ম্যাচের আয়োজকরা কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজাতে ব্যর্থ হওয়ায় ম্যাচের কিছুটা দেরি হয়। ভারতের জাতীয় সঙ্গীতের পর খেলোয়াড়রা কম্বোডিয়ার জাতীয় সঙ্গীতের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। ফলে ম্যাচের সময় পিছিয়ে যায়।

     

  • Asia Cup: মরুশহরে হবে এশিয়া কাপ! ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া

    Asia Cup: মরুশহরে হবে এশিয়া কাপ! ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri lanka) পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই আগামী মাসে শ্রীলঙ্কা নয়, এশিয়া কাপ (Asia Cup) হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)।  বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের শেষে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একথা জানান।  সৌরভ বলেন, ‘‘আসন্ন এশিয়া কাপ শ্রীলঙ্কায় হচ্ছে না। খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।’’

    এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে কোন দেশে হবে প্রতিযোগিতা। বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য জানায়। এসিসি-র তরফে জানানো হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না।’ 

    আরও পড়ুন: আবারও স্বপ্ন দেখাচ্ছেন নীরজ! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত যাদবও

    ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ বারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই এশিয়া কাপ নিয়ে টানাপড়েন দীর্ঘদিনের। করোনার জন্য দফায় দফায় এশিয়া কাপের সময় পিছিয়েছে। প্রায় দেড় বছর ধরে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনিশ্চয়তা চলছে। তাই এবারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)এই টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর।

    এদিন বোর্ডের মিটিংয়ের পর ভারতীয় দলের দুটো হোম সিরিজের সূচিও জানিয়ে দেওয়া হয়। ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এখানে তিনটে টি-টোয়েন্টি আর তিনটে একদিনের ম্যাচ খেলবে ডেভিড মিলাররা। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ম্যাচ হবে, মোহালি, নাগপুর আর হায়দরাবাদে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। এর বাইরে ভারতীয় বোর্ড (BCCI) কর্তারা আসন্ন ঘরোয়া মরশুম নিয়েও পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। করোনার জন্য শেষ দু’বছর কাঁটছাঁট করে ঘরোয়া ক্রিকেট করতে হয়েছিল। এবার অবশ্য পুরোদমে তা আয়োজন করা যাবে। ফিরতে চলেছে দলীপ আর ইরানি ট্রফি। দলীপ হতে পারে ৮ সেপ্টেম্বর থেকে। ইরানি হয়তো ১-৫ অক্টোবর। টি-টোয়েন্টি শুরু হতে পারে ১১ অক্টোবর, বিজয় হাজারে ১২ নভেম্বর আর রনজি সম্ভবত ১৩ ডিসেম্বর থেকে।

  • Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট টাইটানসকে (Gujarat Titans)  আইপিএলে (IPL 2022) সেরা করে তোলার পুরস্কার। এবার ‘মেন ইন ব্লু’-র অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

    বিতর্ক কখনই পিছু ছাড়েনি এই ব্যাটারের। শরীরের চোটও তাঁর কেরিয়ারে ছাপ ফেলেছে। অবশেষে আইপিএলে দলের সাফল্যের পুরষ্কার পেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে (India vs Ireland T20 series) টিম ইন্ডিয়ার (Team India) নেতৃত্ব দেবেন হার্দিক। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে চলতি টি-২০ সিরিজে (Ind vs SA T20 series)  টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদ সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এবার তিনি অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দলে বেশিরভাগই তরুণ মুখ। তবে নতুন মুখ একটাই। আইপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেন তিনি। ৩৭.৫৪ গড়ে ৪১৩ রান করেন এই ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ১৫৮.২৩। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ করে দিল।

    বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) পর কে অধিনায়ক হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। টেস্ট ফরম্যাটে রোহিত নেতৃত্ব দিলেও টি-২০-র অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নামও ভেবেছিলেন অনেকে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে কেউ প্রতিযোগিতাতেই রাখেননি। কিন্তু প্রিমিয়ার লিগ উল্টে-পাল্টে দিল সব হিসেব।

    আরও পড়ুন: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    আয়ারল্যান্ড সফরের দলে থাকবেন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

    এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। কারণ, দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সেই সময় ইংল্যান্ডে সফররত ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকবেন। লক্ষ্মণের সহকারী হিসেবে বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় থাকবেন যথাক্রমে সাইরাজ বাহুতুলে এবং মুনিষ বালি। 

     

  • Sachin-Shoaib: করাচি টেস্টে সচিনকে ইচ্ছাকৃত আঘাত করতে চেয়েছিলেন! স্বীকারোক্তি শোয়েবের

    Sachin-Shoaib: করাচি টেস্টে সচিনকে ইচ্ছাকৃত আঘাত করতে চেয়েছিলেন! স্বীকারোক্তি শোয়েবের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজে সচিন-শোয়েব ‘শত্রুতা’ বিশ্বক্রিকেটে একসময় অন্যতম ‘হটকেক’ ছিল। খেলার মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের সূত্রপাত হয় ইডেন গার্ডেন্স থেকে। তারপর তা দীর্ঘায়িত হয় প্রায় একযুগ। বেশিরভাগ ক্ষেত্রেই লড়াইয়ে শেষ হাসিটি হেসেছেন ‘মাস্টার ব্লাস্টার’, (Sachin Tendulkar)।

    কিন্তু তাঁকে কুপোকাৎ করার কোনও সুযোগ ছাড়েননি ‘রাউলপিণ্ডি এক্সপ্রেস’ ওরফে শোয়েব আখতার (Shoaib Akhtar)। এমনকি একবার নাকি জেনেবুঝে শারীরিক আঘাতও করতে চেয়েছিলেন সচিনকে। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছে প্রাক্তন পাক-পেসার।    

    আরও পড়ুন: নিজের স্বপ্নের একাদশ খোলসা করলেন শচীন, কারা রয়েছেন সেই দলে?
     
    ২০০৬ সালের ভারতের পাকিস্তান সফরের ঘটনা। শোয়েব এক সাক্ষাৎকারে জানান, “আমি বিষয়টা পরিষ্কার করে জানাতে চাই। ২০০৬ সালে করাচি টেস্টে আমি সচিনকে ইচ্ছাকৃত ভাবে আঘাত করতে চেয়েছিলাম। যেভাবেই হোক সেই টেস্টে আমি সচিনকে আহত করতে বদ্ধপরিকর ছিলাম। ইনজামাম বারবার উইকেট বরাবর বল করতে বলছিল। কিন্তু আমার লক্ষ্য ছিল সচিনকে হিট করা। একবার আমার বল ওর হেলমেটে লাগে। ভেবেছিলাম বোধহয় মারা যাবে। কিন্তু পরে যখন ভিডিও দেখলাম, তখন দেখি সচিন নিজের মাথা বাঁচিয়ে নিয়েছে। এরপরও আমি ওকে আঘাত করার চেষ্টা করি। অন্যদিকে আসিফের বলে ব্যাট করতেও হিমশিম খাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানরা। আসিফ দারুণ বল করেছিল।’ 

    সিরিজটি হাতছাড়া হয় ভারতীয় ক্রিকেট দলের। তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রানে আউট হন সচিন। এবং দ্বিতীয় ইনিংসে ২৬ রান করেন তিনি। এই টেস্টেই হ্যাটট্রিক করেন ইরফান পাঠান। প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে আসিফ বেশ চাপে ফেলেছিলেন ভারতীয় দলকে। ৩৪১ রানের ব্যবধানে জয়ী হয় পাকিস্তান। সিরিজে ১-০ ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত।  

    আরও পড়ুন: বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা, জল্পনা বি-টাউনে

    এর আগে আসিফ একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, “করাচি টেস্টে (Karachi Test) শোয়েবের বলের মুখোমুখি হতে অনেক সময়ই নিজের চোখ বন্ধ করে নিচ্ছিলেন সচিন। এক্সপ্রেসের গতিতে বল করছিলেন শোয়েব।” 

    কেন এমন হিংসাত্মক হয়ে উঠেছিলেন শোয়েব? উত্তরে পাক-পেসার জানিয়েছেন,  আগ্রাসী মেজাজ এই ভাবনার মূল কারণ। যেন-তেন-প্রকারে সচিনের ব্যাট সেই মুহূর্তে থামাতে চেয়েছিলেন তিনি। দলের জয়ের পথে সচিনকেই সবচেয়ে বড় কাঁটা বলে মনে করেছিলেন ওই ফাস্ট বোলার। যদিও অনেক চেষ্টার পরেও সচিনকে ওই টেস্টে আউট করতে পারেননি শোয়েব। 

     

  • Achinta Sheuli: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    Achinta Sheuli: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ৭৩ কেজি ভারোত্তলন (Weaight Lifting) বিভাগে সোনার পদক (gold) জিতেছেন বাংলার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। তাঁকে নিয়ে সারা দেশে চর্চা চলছে। দারিদ্র্যকেদূরে ঠেলে এগিয়ে গিয়েছেন তিনি। আজ প্রচারের লাইমলাইটে হাওড়ার দেউলপুরের ছেলে। ছেলের সাফল্য মায়ের আনন্দ। কিন্তু গ্রামের ভাঙা বাড়িতে ছেলের অর্জিত পদক ও ট্রফি রাখার ভাল জায়গা নেই। তাই নিজের ছেঁড়া শাড়িতেই ছেলের মহামূল্যবান পদক ও ট্রফিগুলি রেখেছেন অচিন্ত্য শিউলির মা পূর্ণিমা শিউলি। বাড়িতে আলমারি নেই, ট্রফি সাজানোর মতো জায়গাও নেই। তাই মা ছেলেকে একটি আলমারি কিনতে বলেছেন। সেখানে তিনি ছেলের পদক ও ট্রফিগুলি রাখবেন। অচিন্ত্যর  বাড়ি কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে। অচিন্ত্যর মা জানান, বাড়িতে খাটের নিচে শাড়িতে জড়িয়ে অচিন্ত্যর ট্রফি ও মেডেলগুলি রাখা আছে। সেখানেই ওগুলো সব থেকে বেশি নিরাপদ বলেও জানান তিনি। 

    আরও পড়ুন: ঘরে ফিরলেন সোনার ছেলে! জানেন বাড়ি এসে কী করলেন অচিন্ত্য

    এখনও বাড়িতে ট্রফি রাখার আলাদা জায়গা করতে পারেননি সোনার ছেলে অচিন্ত্য। তবে ভবিষ্যতে নিশ্চয়ই করবেন। কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনা জয়ের পর সেনাবাহিনীতেও এবার পদোন্নতির পথে বাংলার ভারোত্তোলক। সম্প্রতি দিল্লিতে সেনাবাহিনীতে কর্মরত পদকজয়ীদের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। বাহিনীতে কর্মরত কমনওয়েলথে পদকজয়ীদের হাতে স্মারক ও নগদ পুরস্কারমূল্য তুলে দেন সেনাপ্রধান। সেখানে ছিলেন অচিন্ত্যও। কমনওয়েলথ গেমসে প্রত্যেকের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সেনাপ্রধান। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীর প্রথা মেনে সকলেরই পদোন্নতি হবে। তাই আপাতত দিনবদলের আশায় বাংলার ভারোত্তোলক। 

    আরও পড়ুন: জরিশিল্পীর কমনওয়েলথ সোনা উৎসর্গ দাদা ও কোচকে

    তবে যতদিন না পর্যন্ত ছেলে নিজের ঘর নতুন করে সাজাতে পারছে ততদিন তাঁর মা পূর্ণিমা শিউলি ছেলের মূল্যবান জিনিসগুলিকে রেখেছেন নিজের জিম্মায়। পূর্ণিমা বলেছেন, “আমি জানতাম অচিন্ত্য যখন আসবে তখন সবাই বাড়িতে ভিড় করবে। সেই জন্য আমি এই মেডেল-ট্রফিগুলো একটা টুলের ওপর সাজিয়ে রাখি, যাতে সবাই বুঝতে পারে আমার ছেলে কতটা প্রতিভাবান। আমি স্বপ্নেও ভাবিনি ও দেশের জন্য  সোনার পদক জিতবে। ও স্বপ্ন পূরণ করেছে।”
  • Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

    Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: নরওয়ে দাবা টুর্নামেন্টে (Norway Chess tournament) ক্লাসিক্যাল বিভাগের পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় কিংবদন্তি দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।

    বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দাবাপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে এক  উত্তেজনার সৃষ্টি হয়েছিল।  ক্লাসিক্যাল বিভাগের আগে  ব্লিটজ ইভেন্টে (Blitz event) নরওয়েজিয়ান সুপারস্টারকে পরাজিত করেন আনন্দ এবং ম্যাচে ৪০-এ ড্র হওয়ার পর আর্মাগেডনে জয়লাভ করেন তিনি। “সাডেন ডেথ” চলাকালীন ৫০ তম চালে নিজের জয় সুনিশ্চিত করেন ৫২ বছর বয়সী আনন্দ। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি। মাত্র ০.৫ পয়েন্টেই পিছিয়ে রয়েছেন কার্লসেন। তবে প্রতিযোগিতায় এখনও আরও ৪টি গেম বাকি।

    আরও পড়ুন: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দ

    আনন্দ চতুর্থ রাউন্ডে প্রবেশ করার আগে ফ্রান্সের ম্যাক্সিমে ভাচিয়ার-লাগ্রাভ ( Maxime Vachier-Lagrave), বুলগেরিয়ার ভেসেলিন টোপালভ (Veselin Topalov) এবং চিনের হাও ওয়াং (Hao Wang)-কে পরাজিত করেছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডে  আমেরিকার ওয়েসলির (Wesley) সামনে ধাক্কা খেতে হয়। তারপর সোমবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ফের জয় ছিনিয়ে নিলেন আনন্দ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও, কার্লসেন ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শাখরিয়ার মামেদিয়ারভ (Shakhriyar Mamedyarov) (আজারবাইজান) ৮.৫ পয়েন্টের সাথে তৃতীয় স্থানে রয়েছেন, যিনি আগে ব্লিটজ বিভাগে জয়লাভ করেছিলেন।

    আরও পড়ুন: ‘পাহাড়ি’ পিয়ালীর জন্য পথে চন্দননগর

    অন্যান্য ম্যাচে ভাশিয়ার-লাগ্রাভ হারান ভেসেলিন টোপালভকে। পঞ্চম রাউন্ডে অনীশ গিরি (নেদারল্যান্ডস) তৈমুর রাদজাবভ( Teimour Radjabov)-কে (আজারবাইজান)হারান ও নরওয়ের আরিয়ান তারি, হাও ওয়াংয়ের বিরুদ্ধে জয়লাভ করেন। নরওয়ে দাবা টুর্নামেন্টের ক্লাসিক্যাল খেলায় ড্র আসায় খেলোয়াড়রা আর্মাগেডনে ‘সাডেন ডেথে’ অংশ নিয়েছে।

  • Neymar: পেলের আরও কাছে নেইমার! দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল

    Neymar: পেলের আরও কাছে নেইমার! দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে শুধুই কিংবদন্তী পেলে (Pele)। ফুটবল সম্রাটের রেকর্ড ভাঙতে দরকার আর মাত্র ৪টি গোল। পেলের দখলে ৭৭টি গোল। দেশের হয়ে ১১৮টি ম্যাচে ৭৩টি গোল করে ফেললেন নেইমার (Neymar)। শুক্রবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল (Brazil)। দেশের হয়ে খেলতে নেমে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র করলেন জোড়া গোল। আর ৪টি গোল করলেই পেলেকে টপকে গিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বকালের র্সর্বোচ্চ গোলদাতা হবেন নেইমার। 

    দক্ষিণ কোরিয়ার (South Korea) রাজধানী সিওলে আয়োজিত এই ম্যাচে তিতের প্রশিক্ষণাধীন ব্রাজিলের বিরুদ্ধে প্রতি-আক্রমণের রণনীতি নিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে কোরীয়দের আক্রমণে আসার রাস্তা বন্ধ করে দেন ম্যাচের নায়ক নেইমার, ফিলিপে কুতিনহোরা।

    আরও পড়ুন: ধোনির নামে এফআইআর! কী দোষ ক্যাপ্টেন কুলের

    সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন। কিন্তু এই গোলের পরে আক্রমণের বদলে সাময়িক ভাবে অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে শুরু করেছিলেন থিয়াগো সিলভারা। সেই সুযোগেই পাল্টা প্রতি-আক্রমণ শানিয়ে ১-১ করে ফেলে দক্ষিণ কোরিয়া। ডান পায়ের জোরাল শটে তাদের হয়ে সমতা ফেরান হুয়াং উই-জো।

    এই গোল খেয়েই জেগে ওঠে ব্রাজিল। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকেন রাফিনহা, দানি আলভেস, লুকাস পাকুয়েতারা। যার ফলে চাপ বাড়তে থাকে দক্ষিণ কোরিয়া রক্ষণে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন নেইমার। ৫৭ মিনিটে ফের সান্দ্রোকে কোরিয়া বক্সে ফাউল করা হলে রেফারি ফের পেনাল্টি দেন। এবার কোরিয়ার গোলকিরক্ষককে বিভ্রান্ত করে গোল করেন নেইমার। এই পেনাল্টি নেওয়ার সময়ে প্রথমে বাঁ দিকে সরে দিয়েছিলেন নেইমার। কিন্তু চোখ রেখেছিলেন বিপক্ষ গোলকিপারের উপর। তার পরে মাটিতে গড়ানো শটে গোলকিপারকে দাঁড় করিয়ে ৩-১ করেন তিনি। অথচ ম্যাচের আগের দিন অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় নেইমারের খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে তারকা দ্যুতি ছড়িয়েছেন তিনি। ম্যাচে নেইমার ছাড়াও গোল করেছেন রিচার্লিসন, ফিলিপ কুতিনহো এবং গাব্রিয়েল জেসুস।

  • Praggnanandhaa: নরওয়েতে অপ্রতিরোধ্য ভারতের কিশোর দাবাড়ু প্রজ্ঞানন্দ

    Praggnanandhaa: নরওয়েতে অপ্রতিরোধ্য ভারতের কিশোর দাবাড়ু প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবায় ভারতের বিষ্ময় বালক প্রজ্ঞানন্দ রমেশবাবু-র ঘরে এল বড় খেতাব। বিশ্বচ্যাম্পিয়ন তথা দুনিয়ার এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন-কে চলতি বছর পরপর দু বার হারিয়ে শোরগোল ফেলে দেওয়া ১৬ বছরের প্রজ্ঞানন্দ (Praggnanandhaa) নরওয়েতে খেতাব (Norway title) জিতল। এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই হিসেবেই খেলতে নেমেছিল প্রজ্ঞানন্দ।

    ভারতের অপর প্রতিশ্রুতবান দাবাড়ু ভি প্রনীথকে হারিয়েই খেতাব জয় নিশ্চিত করে প্রজ্ঞানন্দ। এই টুর্নামেন্টে রানার্স হলেন ইজরায়েল মার্সেল এফরোস্কি আর তৃতীয় স্থানে শেষ করলেন সুইডেন জুং মিন সিও।

    নরওয়ে চেজ গ্রুপ এ ওপেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আর প্রজ্ঞানন্দ। নয় রাউন্ডের প্রতিযোগিতায় ভারতের ১৬ বছরের গ্র্যান্ডমাস্টারের সংগ্রহ ৭.৫ পয়েন্ট। প্রতিযোগিতায় কোনও ম্যাচ হারেনি প্রজ্ঞানন্দ। যদিও চ্যাম্পিয়ন হতে পারা নিয়ে শেষ রাউন্ড পর্যন্ত কিছুটা সংশয় ছিল। শেষ রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার ভি প্রনীথকে হারিয়ে খেতার নিশ্চিত করে প্রজ্ঞানন্দ। 

    আরও পড়ুন: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দ

    চ্যাম্পিয়ন হয়ে খুশি প্রজ্ঞানন্দ। এই প্রতিশ্রুতবান দাবাড়ুর কথায়, ‘‘এই প্রতিযোগিতায় বেশ উঁচু মানের খেলা হয়েছে। প্রতিটা ম্যাচে পরিকল্পনা অনুযায়ী চাল দিতে পেরেছি। নিজের খেলায় আমি খুশি।’’

    একাদশ শ্রেণির ছাত্র প্রজ্ঞানন্দ কয়েক মাস ধরেই বেশ ভাল ছন্দে রয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকেও হারিয়েছে সে। ফলে আত্মবিশ্বাসও রয়েছে যথেষ্ট। প্রজ্ঞানন্দের এই সাফল্যে তাই অবাক নয় ভারতের দাবা মহল। এর পর ভারতের ‘বি’ দলের হয়ে চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াড খেলবে প্রজ্ঞানন্দ। কয়েক দিন পরেই যোগ দেবে ভারতীয় দলের শিবিরে।

    বিশ্বনাথন আনন্দের প্রিয় ছাত্র প্রজ্ঞানন্দ জানায়, খেলার আগে বা খেলা চলাকালীন কোনও চাপ নেয় না সে।  লক্ষ্য থাকে একটাই— দাবার বোর্ডে সেরাটা দেওয়ার। ফলের কথা সেই মুহূর্তে মাথায় ঢুকতে দেয় না ১৬ বছরের এই বিস্ময় বালক। বড় প্রতিযোগিতায় বা বড় প্রতিপক্ষের সামনে মাথা ঠান্ডা রাখাটাই শ্রেয় বলে মনে করে সে। তাই এ ভাবেই খেলা চালিয়ে যেতে চায় প্রজ্ঞানন্দ।  

LinkedIn
Share