Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Roger Federer Retires: ‘‘রজার তোমার টেনিসের প্রেমে পড়েছি সেই কবে থেকে…’’, আবেগে ভাসলেন সচিন

    Roger Federer Retires: ‘‘রজার তোমার টেনিসের প্রেমে পড়েছি সেই কবে থেকে…’’, আবেগে ভাসলেন সচিন

    মাধ্যম নিউজ ডেস্ক: টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার (Roger Federer)। সুইশ তারকার এই ঘোষণায় মন খারাপ তাঁর ভক্তদের। কে নেই সচিন (Sachin Tendulkar) থেকে কোহলি। সেরেনা থেক নাদাল প্রিয় তারকাকে আর গ্র্যান্ড স্লামের আসরে দেখতে না পাওয়ার হতাশা ধরা পড়েছে সকলের কথায়। যে কোন ক্রীড়া ক্ষেত্রেই এমন চ্য়াম্পিয়ন প্লেয়ার বারবার আসে না। নিজের টেনিস কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রজার ফেডেরার। তার মধ্যে সবথেকে বেশিবার জিতেছেন উইম্বলডন। ৮ বার তিনি উইম্বলডন জিতেছেন। 

    ফেডেরারের সঙ্গে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের বন্ধুত্বের কথা আমাদের কলের জানা। ফেডেক্সের অবসর ঘোষণার পর সচিন ট্যুইটারে লেখেন,’অসম্ভব সুন্দর একটি কেরিয়ার কিংবদন্তি রজার ফেডেরার। তোমার টেনিসের  প্রেমে পড়েছি সেই কবে থেকে, মনে নেই। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।’ট্যুইট বার্তায় রজারের খেলা দেখতে না পাওয়ার যন্ত্রণা প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া।

    রজারের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্কও  মধুর। কোহলি তাঁর পোস্টে সেই কথাই জানিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক জানান,’সর্বকালের সেরা। রাজা রজার।’ সঙ্গে দেওয়া হৃদয়ের ইমোজি। শুধু বিরাট একা নন, রজার ফেডেরারের অবসরের খবরে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মাও (Anushka Sharma)। বলিউড অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রজার ফেডেরারের পোস্ট করা অবসর সংক্রান্ত অডিও বার্তা শেয়ার করে লিখেছেন, “অসাধারণ প্রতিভা।” পাশে দেওয়া হৃদয়ে ভঙ্গের ইমোজি। ভারত অধিনায়ক রোহিত শর্মাও ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার প্রতি তাঁর  অনুরাগের কথা।

    টেনিসের পর আগামি জীবনের জন্য ফেডেক্সকে শুভেচ্ছা জানিয়েছেন সারা বিশ্বের টেনিস প্রেমীরা।  তাঁর অসংখ্য অনুরাগী রজারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিশ্ব টেনিসকে সমৃদ্ধ করার জন্য। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Roger Federer: ‘‘২৪ ঘণ্টার মতো কেটে গেল ২৪টা বছর…’’, টেনিসকে বিদায় জানালেন ‘রাজা’ রজার

    Roger Federer: ‘‘২৪ ঘণ্টার মতো কেটে গেল ২৪টা বছর…’’, টেনিসকে বিদায় জানালেন ‘রাজা’ রজার

    মাধ্যম নিউজ ডেস্ক: এক যুগের অবসান। চোটের কাছে হার মেনে টেনিস কোর্টকে আলবিদা জানাচ্ছেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer)। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত লেভার কাপেই (Laver Cup) শেষবার দেখা যাবে ফেডেরারকে। বৃহস্পতিবার রাতে লম্বা ট্যুইট করে  ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরার জানিয়ে দিয়েছেন,অবসরের কথা। 

    চোটের কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। তাঁর ফেরা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে চরম সিদ্ধান্তের ঘোষণা। জানালেন টেনিস কোর্টে ২৪টা বছর তাঁর কাছে ২৪ ঘণ্টার সমান। ফেডেরার লিখেছেন, ‘গত তিন বছরে বহু বাধার মুখে পড়েছি। বার বার চোট এবং অস্ত্রোপচার হয়েছে। খেলায় ফিরতে চেয়েছি। কঠোর পরিশ্রম করেছি। কিন্তু নিজের শারীরিক সক্ষমতা কতটা তা আমি জানি। গত কয়েক দিনে নিজের ভবিষ্যৎ পরিষ্কার বুঝতে পেরেছি। এখন আমার বয়স ৪১ বছর। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। যা ভেবেছিলাম, টেনিস তার থেকে অনেক বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় শেষ।  লন্ডনে লেভার কাপই আমার শেষ এটিপি প্রতিযোগিতা।’ 

    তবে, সমর্থকদের হতাশ হতে মানা করেছেন কিংবদন্তি। ট্যুইট বার্তায় জানিয়েছেন, ভবিষ্যতে  অনেক টেনিস খেলবেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বা ট্যুরে আর তাঁকে দেখা যাবে না। তিনি লেখেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ, টেনিস থেকে অনেক কিছু পেয়েছি। তবে, একই সঙ্গে আমার কাছে উচ্ছ্বাস করার মতো অনেক কিছু রয়েছে। আমি নিজেকে এই বিশ্বের সব থেকে ভাগ্যবান মানুষ বলে মনে করি। যে পর্যায়ের টেনিস খেলেছি এবং যে সময় ধরে খেলেছি, তা কোনও দিন ভাবতে পারিনি।’

    আরও পড়ুন: বাঘ আঁকা জাম্বো বিমানে করে ভারতে আনা হচ্ছে চিতা

    রাজা রজারের বিদায়ে ব্যথিত বন্ধু নাদাল। ফেডেরারের অবসর ঘোষণার পরেই তাঁর সব থেকে কঠিন প্রতিপক্ষ রাফায়েল নাদাল জানালেন, তিনি কখনও চাননি যে এই দিনটা আসুক। ট্যুইট বার্তায় স্প্যানিশ তারকা লিখেছেন,‘কখনও চাইনি এই দিনটা আসুক। আমার ও পুরো খেলার জগতের জন্য খুব দুঃখের দিন। তোমার সঙ্গে এতগুলো বছর খেলতে পারা আমার কাছে সম্মানের। কোর্ট ও কোর্টের বাইরে আমরা অনেক ভাল মুহূর্ত কাটিয়েছি।’

    ফেডেরারকে নিজের ‘বন্ধু’ ও একই সঙ্গে ‘প্রতিপক্ষ’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ভবিষ্যতে আমাদের একসঙ্গে অনেক মুহূর্ত কাটানো বাকি। একসঙ্গে অনেক কিছু করা বাকি। আমি সেটা জানি। আশা করছি, তুমি, মিরকা ও তোমার সন্তানরা আনন্দে থাকবে। লন্ডনে দেখা হচ্ছে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sourav Ganguly: সুপ্রিম কোর্টে নিয়ম বদল! ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’

    Sourav Ganguly: সুপ্রিম কোর্টে নিয়ম বদল! ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিসিসিআই-এর (BCCI) সভাপতি পদে থেকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একইসঙ্গে সচিব হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জয় শাহ (Jay Shah)। আরও তিন বছর বোর্ডের সভাপতি এবং সচিব পদে থাকতে পারবেন তাঁরা। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি থাকছেন মহারাজ।

    আরও পড়ুন: অন্য অনন্য রেকর্ড! বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ট্যুইটারে ৫ কোটি ফলোয়ারের গণ্ডি পার বিরাটের

    বুধবার দুপুর দু’টো থেকে বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। তারপর তাঁকে যেতে হবে ‘কুলিং অফ’-এ। কিন্তু এবার সে নিয়মের বদল আনতে চলেছে শীর্ষ আদালত। ৩+৩ এর বদলে এবার করা হবে ৬+৬। অর্থাৎ দুই টার্মে ছ’বছর কাটানোর পর আর কুলিং অফে যেতে হবে না বোর্ডের কোনও আধিকারিককে। রাজ্য সংস্থায় ৬ বছর কাটানোর পর বিসিসিআইয়েও আরও ছ’বছর কাটাতে পারবেন সংশ্লিষ্ট আধিকারিক।

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    লোধা কমিটির ‘কুলিং অফ’নিয়ম অনুযায়ী, বছর দুই আগেই শেষ হয়েছে বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকাল। কিন্তু বোর্ডের তরফে আগেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়, যাতে ‘কুলিং অফ পিরিয়ড’ বাতিল করে দেওয়া হয়। বিসিসিআই-এর যুক্তি ছিল, এত কম সময়ে ভারতীয় ক্রিকেটে কোনও বৈপ্লবিক পরিবর্তন করা কারোর পক্ষে সম্ভব নয়। তাছাড়া সৌরভ ও জয় শাহের কার্যকালের বেশিরভাগ সময়টা করোনার  আবহে কেটেছে। এই পরিস্থিতিতে যদি তাঁরা দায়িত্ব ছেড়ে দেন, তাহলে এই স্বল্প সময়ে যোগ্য ব্যক্তি পাওয়া মুশকিল। তাই সব দিক ভেবেচিন্তে ‘কুলিং অফ’ তুলে দেওয়া হোক। এদিন শেষ পর্যন্ত বিসিসিআইয়ের আর্জি মেনে নেয় সুপ্রিম কোর্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • ICC U19 Women’s T20 World Cup 2023: বছরের শুরুতেই প্রথম অনূর্ধ্ব -১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ! জেনে নিন কবে ভারত-পাকিস্তান মহারণ?

    ICC U19 Women’s T20 World Cup 2023: বছরের শুরুতেই প্রথম অনূর্ধ্ব -১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ! জেনে নিন কবে ভারত-পাকিস্তান মহারণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের টি-২০ বিশ্বকাপ (U19 Women’s T20 World Cup)। তবে সেই মঞ্চ সিনিয়রদের নয়। এখানে সেরা পারফরম্যান্স মেলে ধরার সুযোগ পাবেন অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা। টি-২০’র জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তা দেখেই এবার অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ শুরু করছে আইসিসি (ICC)। প্রতিযোগিতা শুরু ১৪ জানুয়ারি। ফাইনাল হবে ২৯ জানুয়ারি। মোট ১৬টি দেশ আইসিসি’র এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১১টি আইসিসি’র পূর্ণ সদস্য দেশের পাশাপাশি পাঁচটি অ্যাসোসিয়েটস দেশও খেলবে। ১৫ দিন ধরে হবে মোট ৪১টি ম্যাচ। প্রত্যেকদিন হবে হবে চারটি করে ম্যাচ। ম্যান্ডেলার দেশের দুটি শহর বেনোনি ও পোচেস্ট্রুমে প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের আসরে ভারত অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

    আরও পড়ুন: ‘‘রজার তোমার টেনিসের প্রেমে পড়েছি সেই কবে থেকে…’’, আবেগে ভাসলেন সচিন

    ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। একটি গ্রুপ থেকে প্রথম তিনটি দল উঠবে সুপার সিক্সে। সেখানে ‘এ’ গ্রুপের দলগুলি খেলবে ‘ডি’ গ্রুপের যোগ্যতা অর্জনকারী দলগুলির বিরুদ্ধে। আর ‘বি’ গ্রুপের দলগুলির লড়াই হবে ‘সি’ গ্রুপের উন্নীত দলগুলির সঙ্গে। এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে রোয়ান্ডা ও ইন্দোনেশিয়ার মতো দেশ। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমেরিকা। ‘বি’ গ্রুপে লড়াই হবে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে ও রোয়ান্ডা। ‘সি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত সহ ‘ডি’ গ্রুপের বাকি দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। সুপার সিক্সেও যেহেতু দু’টি গ্রুপ বিন্যাস করে খেলা হবে, তাই নক-আউট পর্বের আগে ভারত-পাকিস্তান মহারণের কোনও সম্ভাবনা থাকছে না। 

    আরও পড়ুন: ‘‘২৪ ঘণ্টার মতো কেটে গেল ২৪টা বছর…’’, টেনিসকে বিদায় জানালেন ‘রাজা’ রজার

    কোন গ্রুপে কোন দল

    ‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমেরিকা
    ‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, রোয়ান্ডা
    ‘সি’ গ্রুপ: আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
    ‘ডি’ গ্রুপ: ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি, স্কটল্যান্ড

    গ্রুপ পর্বে ভারতের ম্যাচ

    ১৪ জানুয়ারি: ভারত-দক্ষিণ আফ্রিকা (বেনোনি)
    ১৬ জানুয়ারি: ভারত-সংযুক্ত আরব আমিরশাহি (বেনোনি)
    ১৮ জানুয়ারি: ভারত-স্কটল্যান্ড (বেনোনি)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vinesh Phogat: রেকর্ড গড়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ফোগাটের

    Vinesh Phogat: রেকর্ড গড়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ফোগাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) প্রথম পদক জিতল ভারত। স্বপ্নের কামব্যাক ঘটিয়ে ব্রোঞ্জ পেলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে বুধবার ব্রোঞ্জ জেতেন ফোগাট। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু’টি পদক জয়ের নজির গড়লেন ভিনেশ‌। এর আগে ২০১৯ সালে কাজাকস্তানের নূর সুলতানে ভারতের হয়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি।

    মঙ্গলবার, প্রথম রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগের কাছে ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ। তখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রেপেসাঁ বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান ভারতীয় তারকা । সেখানে আর কোনও ভুল না করে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন তিনি । এদিন তিনি পর্যুদস্ত করেন সুইডেনের প্রতিপক্ষকে। এম্মা জোনাকে ফাইনালে তিনি হারান ৮-০ ফলে। রপেসঁ বিভাগের প্রথম রাউন্ডে ভিনেশ কাজাকিস্তানের এসিমোভাকে হারান ৪-০ ফলে। পরবর্তী রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভার বিরুদ্ধে বাই পান তিনি। চোট থাকায় নামতেই পারেননি গুরবানোভা।

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নিয়ম বদল! ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’

    প্রসঙ্গত সদ্য শেষ হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ফোগাট। কমনওয়েলথ গেমসের এবারের আসর থেকে ভারতীয় কুস্তিগীররা মোট ১২টি পদক জেতে। তার মধ্যে অন্যতম ভিনেশের স্বর্ণপদক। এবার বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে ভারতীয়রা কী ফল করে তার দিকে তাকিয়ে গোটা দেশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর-এ ভারতকে হারিয়ে মধুর বদলা নিল পাকিস্তান। পাঁচ উইকেটে রোহিতদের হারায় বাবর আজমের দল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়। গত রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে একই মাঠে একই ভাবে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ এখনও বন্ধ হয়নি রোহিতদের কাছে। কাল, মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত। হারাতে হবে আফগানিস্তানকেও। 

    রবিবার, দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৮১ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে সেই রান তুলে নেয় পাকিস্তান। পাঁচ উইকেটে ম্যাচ জেতে বাবররা। প্রথমে ব্যাট করে কোহলির অর্ধশতরানের দৌলতে ১৮১ রানের ভাল টার্গেট খাড়া করে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভাল করেছিল। প্রথম ১০ ওভারে ভারতের ভাল রান ওঠে। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট পড়ায় রানের গতি বেশ খানিকটা কমে যায়। নতুবা ভারতের রান ২০০-এর কাছে পৌঁছে যেত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম আউট হয়ে গেলেও পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    পাক তারকা মহম্মদ রিজওয়ানের দাবি, হার্দিক পান্ডিয়ার মন্ত্র কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি।  ৫১ বলে ৭১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। হার্দিক যেভাবে আগের ম্যাচে চাপের মধ্যে শান্তভাবে ব্যাট করে গিয়েছিল তা-ই রপ্ত করার চেষ্টা করেছেন রিজ, এমনটাই অভিমত পাক উইকেট কিপারের। এদিন কিপিংয়ের সময় পিঠে চোটও পান রিজওয়ান। তবে পাকিস্তানের জয় সহজ ছিল না। ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন আর্শদীপ। ম্যাচটাও ফস্কে যায় ভারতের হাত থেকে। 

    এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারায় আফগানিস্তানকে।  রবিবার ভারত ৫ উইকেটে হারে পাকিস্তানের বিরুদ্ধে। এখন যদি ভারত পরপর দুটো ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় পায় আর পাকিস্তান যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারায় তাহলেই আবার আগামী রবিবার বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণ দেখবে ক্রিকেট বিশ্ব। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড গড়া যেন তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে। অলিম্পিকে (Olympic) সোনা জয়ের পর তাঁকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। তবে ছিল আশঙ্কাও। কিন্তু নীরজ চোপড়া (Neeraj Chopra) বুঝিয়ে দিলেন অলিম্পিকের আসরে প্রাপ্য সাফল্য পড়ে পাওয়া নয়। গত ১৩ মাসে চোট সমস্যা সত্ত্বেও নীরজ রুপো জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এবার তাঁর মুকুটে যোগ হল ডায়মন্ড লিগ (Diamond League)।

    বৃহস্পতিবার জুরিখে যখন তেরঙ্গা পতাকা উড়ল, তখন ভারতের প্রায় মধ্যরাত। তবে নীরজের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম থ্রো বাতিল হয়। তবে হাল ছাড়েননি দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট। যা তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। তবে নীরজের লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোঁড়া। তিনি চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। বাকি চারটি প্রয়াসে নীরজ ছোড়েন যথাক্রমে ৮৮, ৮৬.১১, ৮৭, ৮৩.৬০। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও খেতাব জয়ে তা বাধা হয়নি। কারণ, অলিম্পিকে রুপো জয়ী চেক প্রজাতন্ত্রর ইয়াকুবু ভাদলে দ্বিতীয় স্থান অর্জন করেন ৮৬.৯৪ মিটার বর্শা ছুঁড়ে। তিনি এই লক্ষ্যে পৌঁছন চতুর্থ প্রয়াসে। তৃতীয় হয়েছেন জার্মানির ওয়েবার (৮৩.৭৩ মিটার)।

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    হরিয়ানার পানিপতের খান্দ্রা গ্রাম থেকে যাত্রা শুরু নীরজের। গত বছর ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে তিনি সোনা জিতে গর্বিত করেছিলেন দেশবাসীকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। তবে ডায়মন্ড লিগে প্রথম থেকেই টার্গেট ফিক্সড করে ফেলেছিলেন নীরজ। স্টকলহম ও লুজানে ডায়মন্ড লিগে সোনা জেতার সুবাদে পেয়ে গিয়েছিলেন ডায়মন্ড লিগ ফাইনালের টিকিট। তবে লড়াইটা তাঁর কাছে সহজ ছিল না। কারণ, তিনি যোগ্যতা অর্জন করেছিলেন চতুর্থ হয়ে। চেক প্রজাতন্ত্রের ইয়াকুবুই ছিলেন নীরজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কারণ, এই ইয়াকুবু চলতি মরশুমে ৯০ মিটার বর্শা ছুঁড়ে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই কারণেই তাঁকে জুরিখেও ফেভারিট ধরা হচিছল। কিন্ত বাজিমাত করলেন নীরজই। পেলেন ৩০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪ লক্ষ টাকা। পরের বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের টিকিটও পাকা করে ফেললেন নীরজ। উল্কার গতিতে তাঁর উত্থান দেখে অনেকেই বলছেন, ‘স্কাই ইজ দ্য লিমিট’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত দল, দাবি রোহিতের! এশিয়া কাপে কার্যত বিদায় ভারতের

    Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত দল, দাবি রোহিতের! এশিয়া কাপে কার্যত বিদায় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বে ভাল শুরু করেও সুপার ফোরে ব্যাক-টু ব্যাক হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত ভারতের। তবু দল সম্পর্কে আশাবাদী ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরেই অস্ট্রেলিয়ায় শুরু হওয়া বিশ্বযুদ্ধে এই দল নিয়ে ভারত কী পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে? অধিনায়ক রোহিত জানালেন তিনি উদ্বিগ্ন নন।  রোহিত বলেন,”দুই ম্যাচে হেরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন নই আমরা। ওটা একটা অন্য সিরিজ। লড়াইটা শুরু হবে শূন্য থেকে।” তাঁর কথায়, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক ম্যাচ জিতেছি। আমরা এখন ৯০ ভাগ সেট হওয়া দল। হয়তো কিছু পরিবর্তন আসবে। কিন্তু এই দলটা খুবই উন্নত।” 

    দলের উপর ভরসা থাকলেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোক্ষম সময়ে রান করতে না পারাকেই দুষলেন ভারত অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচ হারের পর রোহিত শর্মা বলেছেন,”আসলে আমরা ব্যাট হাতে ইনিংস ঠিক জায়গায় শেষ করতে পারিনি। দুটো ইনিংসেই আমাদের ১০-১২ রান কম ছিল।” ভারতের স্কোরবোর্ডে আরও রান দরকার ছিল বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপরাও। 

    ভারতের পরাজয়ে হতাশ ভেঙ্কটেশ প্রসাদ। ট্যুইটবার্তায় প্রসাদ জানান, এই হার থেকে শিক্ষা নিতে হবে। দলের অনেকগুলো দুর্বল জায়গা রয়েছে। তা ঠিক করা প্রয়োজন। নতুবা সামনে সমস্যায় পড়তে হবে।

    এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দ্বীপরাষ্ট্র। এদিনও শেষের দিকে অতিরিক্ত রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল, নানা ছোট ছোট ভুলে ম্যাচ হাতের বাইরে চলে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। 

    আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট

    এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গেছে! এখন ফাইনাল খেলার সম্ভাবনা তাদের নিজেদের হাতে নেই। বাকি ম্যাচের ফলাফলের ওপর তাকিয়ে থাকতে হবে। পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হারে, আর শ্রীলঙ্কা যদি পাকিস্তানের বিপক্ষে জেতে তবেই সম্ভাবনা থাকবে ভারতের ফাইনালে খেলার। এজন্য অবশ্য ভারতকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share