Blog

  • West Bengal DA: সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা, শুনানি কবে জানেন?

    West Bengal DA: সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা, শুনানি কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ (West Bengal DA) মামলা। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। গত বছর ডিসেম্বরে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা। মামলাটি গিয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে। আগামী ১৬ জানুয়ারি, সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা।

    কলকাতা হাইকোর্ট…

    গত বছর মে মাসে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তাদের যুক্তি, হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে ডিএ দিতে গেলে খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। যা তাদের পক্ষে বহন করা দুঃসাধ্য। এর পরেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্যের কর্মচারী সংগঠন।

    আরও পড়ুুন: মোদি মন্ত্রিসভায় রদবদল! ঠাঁই পেতে পারেন কারা, জানেন?

    বর্তমানে সুপ্রিম কোর্টের যে বেঞ্চে গিয়েছে রাজ্যের এই ডিএ মামলা (West bengal DA), প্রথমে সেটি সেখানেই ছিল। এই বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চেই ছিল এই মামলা। পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের শীর্ষ আদালতের তরফে বেঞ্চ বদলের কথা জানানো হয়েছিল। পরে নয়া বেঞ্চ গঠন নিয়ে অভিযোগ তোলে আইনজীবীদের একটি পক্ষ। আইনজীবীদের এই অভিযোগে অসন্তুষ্ট হয় সুপ্রিম কোর্ট। এরপরই শুনানি বাতিল করা হয়।

    প্রসঙ্গত, বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের অভিযোগ দীর্ঘ দিনের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ক্রমশ বেড়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের তরফে ২০১৯ সালের ২৬ জুলাই একটি রায় দেওয়া হয়েছিল। পরে হাইকোর্টে সেই মামলা হলে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রায়ই বহাল রাখে কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে ডিএ (West bengal DA) দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিকে, তিন মাসের মধ্যে ডিএ না দেওয়ায় আদালত অবমাননার মামলা হয়েছে হাইকোর্টে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mamata Banerjee: ‘‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না’’! বেফাঁস হাওড়ার তৃণমূল বিধায়ক

    Mamata Banerjee: ‘‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না’’! বেফাঁস হাওড়ার তৃণমূল বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমি যদি পাঁচলায় জিততে না পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) নবান্নে বসতে পারবেন না !” দলীয় সভায় এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন হাওড়ার পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক৷ শাসক দলের বিধায়কের এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের প্রশ্ন, পাঁচলার বিধায়কের জনপ্রিয়তা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি? নইলে কেন এমন দাবি করছেন তিনি? শাসক দলের উত্তর, এর থেকে বিধায়কের আত্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়।

    ঠিক কী বলেছেন বিধায়ক? 

    বুধবার পাঁচলায় একটি কর্মসূচির আয়োজন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ সেখানেই বক্তব্য রাখেন গুলশন মল্লিক৷ সেই কর্মসূচিতে মঞ্চে দাঁড়িয়ে গুলশন বলেন, “বিধানসভা ভোটের আগে একমাস পুলিশের সঙ্গে কথা বলিনি৷ তবু, ৩০ হাজার ভোটে জিতেছি! কেন্দ্রীয় বাহিনী আমাদের কর্মীদের মেরে পিঠের ছাল তুলে দিয়েছে৷ তারপরও আমি জিতেছি৷ আমি যদি পাঁচতলার ক্ষমতায় না থাকি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) নবান্নে বসতে পারবেন না!”

    এবার দ্বিতীয় প্রশ্ন উঠছে, ভোটে জেতার (Mamata Banerjee) সঙ্গে পুলিশের সঙ্গে কথা না বলার কী সম্পর্ক? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভিডিওটি ভাইরাল হতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল৷ 

    বিধায়কের মন্তব্যের জেরে তৃণমূলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই এ প্রসঙ্গে বলেন, “হাওড়া জেলার সবথেকে বিশৃঙ্খল এলাকা হল পাঁচলা৷ আর এই বিশৃঙ্খলার জন্য তৃণমূল (Mamata Banerjee) বিধায়ক গুলশন মল্লিকই দায়ী৷ ধুলাগড়ে যে অশান্তি হয়েছিল, তার জন্যও তিনিই দায়ী ছিলেন৷ সম্প্রতি এনআরসি নিয়ে জাতীয় সড়কের উপর যে হাঙ্গামা হয়েছিল, তারও মাথা ছিলেন গুলশন৷ কতটা ক্ষমতা থাকলে গুলশন মল্লিকের মতো নেতারা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেন!”

    আরও পড়ুন: কোর্টের অর্ডারে রয়েছে গ্রেফতারির পরোয়ানা, তবুও কেন জেলের বাইরে মানিকের স্ত্রী-পুত্র? বিতর্ক

    গুলশনের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলে নেমেছে স্থানীয় তৃণমূল। হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেন বলেন, “তিনি (গুলশন) তাঁর নিজের এলাকা ভালোভাবে চেনেন বলেই এমন কথা বলেছেন৷ এটা তো তাঁর আত্মবিশ্বাসেরই প্রতিফলন! তিনি আসলে বলতে চেয়েছেন, তিনি যদি পাঁচলায় না যেতেন, তাহলে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল (Mamata Banerjee) জিতবে না!” 

    রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া অরূপ রায় গুলশনের মন্তব্যের বিরোধীতা করে বলেন, “বিধায়ক গুলশন যে মন্তব্য করেছেন তা আমি  সমর্থন করি না। এ ব্যাপারে গুলশনের সঙ্গে কথা বলার পাশাপাশি দলীয় স্তরে আলোচনাও করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে উন্নয়নের কাজ করেছেন তাতে তিনি যত দিন চাইবেন বা যত দিন মনে করবেন তত দিনই জিতবেন। ক্ষমতাতেও থাকবেন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Prithvi II Missile: অগ্নি-৫-এর পর সফল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

    Prithvi II Missile: অগ্নি-৫-এর পর সফল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনার মুকুটে জুড়ল আরও একটি পালক। সফল উৎক্ষেপণ হয়েছে পৃথ্বী-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। অগ্নি-৫-এর পর সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষা করল ভারত। মঙ্গলবার ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে পৃথ্বী-২-এর পরীক্ষাটি সম্পন্ন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। কয়েকদিন আগেই চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে রাতের অন্ধকারে অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত। আর এর পর পৃথ্বী-২।

    পৃথ্বী-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র…

    এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে যে, “পৃথ্বী-২ হল একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ জানুয়ারি, মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে।” মন্ত্রকের তরফে আরও জানানো হয়, “পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। এমতাবস্থায়, পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।” জানা গিয়েছে, এই পৃথ্বী-২ দেশীয় উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ও এটি প্রায় ৫০০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই উন্নতমানের ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এটি ভারতের পৃথ্বী মিসাইল সিরিজের অংশ, যার মধ্যে রয়েছে পৃথ্বী-১, পৃথ্বী-২, পৃথ্বী-৩, ধানুশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুর ওপরে হামলা করতে পারদর্শী পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র।

    আরও পড়ুন: অগ্নি-৫ এর পাল্লা বাড়িয়ে করা যেতে পারে ৭ হাজার কিমি!

    চিন ও পাকিস্তানকে কড়া বার্তা

    প্রসঙ্গত, গত বছরের জুন মাস নাগাদ ওড়িশার চাঁদিপুর থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-র পরীক্ষা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটিও নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূল থেকে ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এরও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাও সফল হয়েছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে অগ্নি-৫। ৫০০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি বেজিং সহ চিনের মূল ভূখণ্ডের বেশিরভাগ শহরে পৌঁছে হামলা করতে সক্ষম। চিন ও পাকিস্তান সীমান্তে চলমান অচলাবস্থার মধ্যে ভারত ক্রমাগত তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করছে। ভারত চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিতে চাইছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

  • The Kashmir Files: অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘‘লাপিড যোগ্য জবাব পেলেন’’, বললেন মিঠুন

    The Kashmir Files: অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘‘লাপিড যোগ্য জবাব পেলেন’’, বললেন মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: নাদাভ লাপিড যোগ্য জবাব পেয়ে গিয়েছেন। দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) নিয়ে দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার পরেই লাপিড সহ বিভিন্ন সমালোচককে একহাত নিলেন মিঠুন। অস্কার ২০২৩ এর শর্টলিস্টে রয়েছে কাশ্মীর ফাইলস। মিঠুন বলেন, দ্য কাশ্মীর ফাইলস ছবিটি অস্কার ২০২৩ এর শর্টলিস্টে রয়েছে জেনে ভাল লাগছে। তিনি বলেন, সমালোচকরা যোগ্য জবাব পেলেন।

    দ্য কাশ্মীর ফাইলস…

    ২০২২ সালের ১১ মার্চ মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। মুক্তি-লগ্ন থেকেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটির পিছু নিয়েছে বিতর্ক। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার প্রেক্ষিতে তৈরি হয়েছে ছবিটি। কাশ্মীরে বসবাসকারীদের একাংশের দাবি, একটি বেদনাদায়ক ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। তবে বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সম্প্রতি জানা গিয়েছে, অস্কারের দৌড়ে থাকা ৩০১টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটিও। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী এবং দর্শন কুমার। ৫৩তম গোয়া চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেয়েছিল ছবিটি। সেখানেই জুরি নাদাভ লাপিড ছবিটিকে কুরুচিকর এবং প্রচারমূলক ছবি বলে অভিহিত করেছিলেন। যার জেরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সেই ছবি অস্কারের দৌড়ে রয়েছে। ২৪ জানুয়ারি জানা যাবে শেষ হাসি হাসেন কিনা এই ছবির পরিচালক।

    আরও পড়ুুন: ‘আমরা ফের এই দেশ শাসন করব’, মুসলমানদের এই ধারণা ছাড়তে হবে, বললেন ভাগবত

    মিঠুন বলেন, দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) শর্টলিস্টেড হয়েছে জেনে খুব ভাল লাগছে। সমস্ত সমালোচককে এটা জবাব। জুরি বোর্ডের যিনি ছবিটিকে কুরুচিকর এবং প্রচার সর্বস্ব বলেছিলেন, তিনি আজ উত্তর পেয়ে গিয়েছেন। মিঠুন বলেন, মানুষ ছবিটি পছন্দ করেছেন। এটাই উত্তর। তিনি বলেন, আমি কোনও বিতর্কিত মন্তব্য করব না। যখন কিছু সিনেমা হলে আটকে দেওয়া হয়েছিল ছবিটির মুক্তি, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু ছবিটি (The Kashmir Files) অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে। তিনি বলেন, ভারতীয় সিনেমা দীর্ঘ পথ হেঁটে এসেছে। অন্যান্য ছবি যেগুলি শর্ট লিস্টেড হয়েছে, তাদের শুভ কামনা করি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, এই বছরটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গর্বের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Manik Bhattacharya: কোর্টের অর্ডারে রয়েছে গ্রেফতারির পরোয়ানা, তবুও জেলের বাইরে মানিকের স্ত্রী-পুত্র? বিতর্ক

    Manik Bhattacharya: কোর্টের অর্ডারে রয়েছে গ্রেফতারির পরোয়ানা, তবুও জেলের বাইরে মানিকের স্ত্রী-পুত্র? বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ফেব্রুয়ারির ৭ তারিখ অবধি জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে মানিকের স্ত্রী-পুত্রও। আদালতের নির্দেশে আত্মসমর্পণও করতে হয়েছে তাঁদের। কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকে। জেলের বাইরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। আর এতেই দেখা দিয়েছে বিতর্ক। কারণ কোর্টের অর্ডারে তাঁদের গ্রেফতার করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এখনও কেন গ্রেফতার করা হল না তা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। 

    কী আছে চার্জশিটে?‌ 

    জানা গিয়েছে, এই মামলায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে মানিকের (Manik Bhattacharya) স্ত্রী-পুত্র ছাড়াও তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে। সেই মতো আদালতে হাজিরাও দেন এই তিনজন। কোর্টের অর্ডারে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে এই তিনজনের। সেই অর্ডারে এদের গ্রেফতারির কথাও উল্লেখ রয়েছে। আইনজীবীদের প্রশ্ন, এই অর্ডারের পরেও কীভাবে শতরূপা এবং সৌভিক জেলের বাইরে রয়েছেন? 

    ইডির অভিযোগ, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত এই তিনজনও। দুর্নীতির একটি বড় অঙ্কের টাকা ঢুকেছে মানিকের (Manik Bhattacharya) স্ত্রী ও ছেলের অ্যাকাউন্টেও। এমন প্রমাণ পেয়েছেন ইডির অফিসাররাও। এই অভিযোগের ভিত্তিতেই আদালতের পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল তাঁদের। আদালতে জামিনের আবেদনও করেছিলেন তাঁরা। জামিনের বিরোধীতা করে ইডি। 

    ফের সিবিআইয়ের মুখোমুখি তাপস

    এদিকে একই মামলায় সোমবার আবার সিবিআই দফতরে হাজিরা দিলেন মানিক-ঘনিষ্ঠ (Manik Bhattacharya) তাপস মণ্ডল। গোয়েন্দা সংস্থার নির্দেশমতো এদিন নিজাম প্যালেসে বেশ কিছু নথি নিয়ে হাজির হন তাপস। এর আগেও গত ৩ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। গত ৩ জানুয়ারি তাপসকে প্রায় ৩ ঘণ্টা জেরা করেন সিবিআই গোয়েন্দারা। এর আগে তাপসকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

    আরও পড়ুন: সপ্তাহান্তে কমতে পারে ঠান্ডা, উধাও হচ্ছে শীত? কী বলছে হাওয়া অফিস?

    সূত্রের খবর, মানিক-পুত্র (Manik Bhattacharya) সৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে ৫৩০টি বেসরকারি বিএড, ডিএলএড কলেজের মানন্নোয়নের জন্য যে ২.৬৪ কোটি টাকার চুক্তি হয়েছিল, সে সম্পর্কেই তাপসের কাছে জানতে চাওয়া হয়েছিল। গোয়েন্দাদের দাবি, নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে তাপসেরও। সেরক্ম প্রমাণও মিলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Comet: ভারতের টেলিস্কোপে ধরা পড়লো এই ধুমকেতু,  ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল

    Comet: ভারতের টেলিস্কোপে ধরা পড়লো এই ধুমকেতু, ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উচ্চতম টেলিস্কোপ, দ্য হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে এবার ধরা পড়লো একটি ধুমকেতুর (Comet) ছবি। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ধুমকেতুকে (Comet) শেষবারের মতো পৃথিবীর আকাশে দেখা গিয়েছিল ৫০ হাজার বছর আগে।

    আবার কবে দেখা মিলবে পৃথিবীর আকাশে

     লাদাখের সরস্বতী পর্বতের পাদদেশে রাখা টেলিস্কোপে ধরা পড়ে এই ধুমকেতু । ধুমকেতুটির নাম Comet C/2022 E3(ZTF). হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ বর্তমানে পরিচালনা করে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিকস। ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ধুমকেতুটি (Comet) সূর্যের কাছাকাছি আসবে ১২ই জানুয়ারি। মহাকাশ বিজ্ঞানীরা আশা করছেন যে ওই ধূমকেতুটি (Comet) পৃথিবীর আকাশেও দেখা যাবে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে। বিজ্ঞানীরা বলছেন ধুমকেতুকে (Comet) দেখতে লাগবে না কোনও দূরবীন, খালি চোখেই দেখা যাবে যদি সব কিছু ঠিক থাকে। 
    ইতিমধ্যে প্রযুক্তি এবং বিজ্ঞান দপ্তর  ট্যুইট করেছে যে এই ধূমকেতুটি (Comet) সূর্যের কাছাকাছি হয়ে যাবে ১২ ই জানুয়ারি এবং তারপর এটিকে খালি চোখে দেখতে পাওয়া যেতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারা খুবই বিরল। ৫০ হাজার বছর পরে পৃথিবীর আকাশে দেখা যাবে এই ধুমকেতুকে (Comet)। 

    ভারতের এই টেলিস্কোপে ধুমকেতুটির (Comet) ছবি তখন ধরা পড়েছে যখন এটি দ্রুতগতির সঙ্গে মহাকাশে বিচরণ করছিল। ছবিতে পিছনের নক্ষত্রগুলিও দেখা যাচ্ছে । ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিস্ক থেকে এই ধুমকেতুর (Comet) তিনটি ছবি এই মুহূর্তে প্রকাশ্যে আনা হয়েছে।

    কবে আবিষ্কার হয়েছিল এই ধুমকেতুটি (Comet)

    Comet C/2022 E3(ZTF)নামের এই ধুমকেতুটি (Comet) প্রথম আবিষ্কার হয়েছিল গত বছরের মার্চ মাসে। তখন অবশ্য এটি ছিল বৃহস্পতি গ্রহের কক্ষপথে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যখন একেবারে প্রথম হোমো সেপিয়েন্সরা পৃথিবীতে বেড়ে উঠছিল  তখন পৃথিবীর আকাশে শেষবারের মতো দেখা গিয়েছিল এই ধুমকেতুকে (Comet)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এটাই হবে বর্তমান মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর পেশ হওয়ার কথা ভোট অন অ্যাকাউন্ট। বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জেনে নিনি বাজেটের সাত সতেরো।

    বাজেট…

    প্রতি বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রক এবং নীতি আয়োগের সঙ্গে কথা বলে প্রস্তুত করেন অ্যানুয়েল বাজেট। সংসদে বাজেট পেশ হওয়ার আগে কতগুলি ধাপ পেরতে হয়। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনই মূলত বাজেট প্রস্তুত করে। পূর্ববর্তী বছরগুলির মতো বাজেট পেশ হয় ১ ফেব্রুয়ারি। এবারও সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর নয়া অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সংসদের উভয় কক্ষে তা পাশ করাতে হবে। অর্থমন্ত্রক একটি সার্কুলার জারি করে সমস্ত মন্ত্রী, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বয়ংশাসিত সংস্থাগুলিকে আগামী অর্থবর্ষের এস্টিমেট সম্পর্কে জানতে চাইবেন। এই এস্টিমেট ছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রক পূর্ববর্তী অর্থবর্ষের রাজস্ব এবং ব্যয় নিয়ে ডিটেলস তথ্য দেবে।

    আরও পড়ুুন: ‘রাহুলের উচিত আরএসএসের শাখায় উপস্থিত হওয়া’, কেন বললেন বিজেপি নেতা, জানেন?

    এর পর অর্থমন্ত্রক সেই তথ্য বিশ্লেষণ করবে, ঘাটতি কত, তাও দেখবে। এর পর কেন্দ্র মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। ঘাটতি মেটাতে সরকারকে কতটা ঋণ নিতে হবে, তা স্থির করবে। এর পর খরচের (Union Budget) জন্য বিভিন্ন দফতরের কাছে রেভিনিউ অ্যালোকেশন দেখে অর্থমন্ত্রক। এর পরে হবে প্রাক-বাজেট পর্বের বৈঠক। এই বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত থাকবেন ব্যাঙ্কার, কৃষিবিদ, অর্থনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। এখানে আলোচনার পর অর্থমন্ত্রী আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার পরেই চূড়ান্ত হবে বাজেট। বাজেট (Union Budget) চূড়ান্ত হয়ে গেলেই প্রথা মেনে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান ‘হালুয়া সেরিমনি’ নামে পরিচিত। এই অনুষ্ঠানে হালুয়া রান্না হবে। তার পরেই বাজেট যাবে ছাপাখানায়, ছাপার জন্য। অর্থমন্ত্রকের সমস্ত কর্মীকে এদিন দেওয়া হবে রান্না করা হালুয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • West Bengal Weather: সপ্তাহান্তে কমতে পারে ঠান্ডা, উধাও হচ্ছে শীত? কী বলছে হাওয়া অফিস?

    West Bengal Weather: সপ্তাহান্তে কমতে পারে ঠান্ডা, উধাও হচ্ছে শীত? কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতে কাঁপছে গোটা দেশ। রাজ্যেও পড়েছে প্রবল শীত (West Bengal Weather)। কিন্তু এই কাঁপুনি আর বেশি দিনের নয়। সপ্তাহের শেষেই কমবে শীত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে কনকনে শীতে কেঁপেছে গোটা রাজ্য। কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষেই উধাও হচ্ছে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (West Bengal Weather) ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি বেশি।

    তবে উত্তরবঙ্গের চিত্র অনেকটাই আলাদা। শীতে কাঁপছে ধূপগুড়ি-সহ পুরো ডুয়ার্স এলাকায় (West Bengal Weather)। পারদ পতন হয়েছে প্রায় ৬ ডিগ্রি। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা কুয়াশাচ্ছন্ন। জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে সকালে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। কুয়াশা তো আছেই, তার সঙ্গে বইছে হিমেল হাওয়া। সব থেকে বেশি কুয়াশা দেখা গিয়েছে ভুটান পাহাড় সংলগ্ন এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকায়।

    কী জানাচ্ছে হাওয়া অফিস?     

    তবে, আগামী ৪ দিনে ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার (West Bengal Weather) পারদ। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর সরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

    আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা (West Bengal Weather) নেই। উত্তুরে হাওয়ার দাপট খানিকটা কমবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে

    এদিকে ঠান্ডায় কাঁপছে দেশের রাজধানী (West Bengal Weather)। ২৩ বছরে এই নিয়ে তৃতীয়বার এমন পারদ পতন। বছরের শুরুতে এত সময় ধরে শৈত্যপ্রবাহও গত দশ বছরেও দেখা যায়নি বলে জানিয়ে হাওয়া অফিস। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ কাবু হয়ে রয়েছে। বুধবার থেকে কুয়াশার মাত্রাও বাড়তে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • SSC Scam: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে

    SSC Scam: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল যাঁদের বিরুদ্ধে, সেরকম ১০২ জনের নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট গত বছর ১৪ ডিসেম্বর যে রায় দিয়েছিল তার ভিত্তিতে পর্ষদ ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করল। পর্ষদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি সুব্রত ঘোষ।

    বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

    যে ১০২ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করা হয়েছে তাঁদের জায়গায় বুধবারই নিয়োগপত্র দেওয়া হবে ৫১ জনকে। যাঁরা বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ, তেমন ৬৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই বুধবার নিয়োগপত্র নেবেন ৫১ জন। এমনটাই পর্ষদের তরফে জানানো হয়। কোন কোন শিক্ষককে হাইকোর্টের আদেশে চাকরি থেকে সরানো হয়েছিল সেই তালিকা প্রকাশ করেছে পর্ষদ। সেই তালিকাতে শিক্ষকের নাম এবং ওই কোন বিষয়ে স্কুলে পড়াতেন, কবে থেকে তিনি এই স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার সব তথ্য প্রকাশ করা হয়েছে। ১০২ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকা সম্ভব নয়, কারণ ওয়েটিং লিস্টে মাত্র ৬৫ জনের নাম আছে। আদালতের নির্দেশেই ১০২ জনের সুপারিশ বাতিল করা হয়েছিল। মঙ্গলবার তাঁদের নিয়োগপত্রও বাতিল করা হল। 

    আরও পড়ুন: এজলাস বয়কটের ডাক আইনজীবীদের! আদালত অবমাননার রুল জারি বিচারপতি মান্থার

    ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-র নবম-দশমে ওই নিয়োগ হয়েছিল। প্রায় ৬৬৩ দিন ধরে আন্দোলনের পর অবশেষে চাকরি মিলছে বঞ্চিতদের। এত বছর পরে হলেও চাকরিটা তো পাচ্ছেন, এটাতেই খুশি তাঁরা। তবে দুর্নীতির কারণে যে এতগুলো বছর নষ্ট হল, সে কথা ভুলতে পারছেন না তাঁরা। শুধু নবম-দশম নয়, প্রাথমিকের ক্ষেত্রে এমন অনেক নিয়োগ বাতিল হয়েছে আদালতের নির্দেশে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেকে। প্রতিদিনই উঠে আসছে দুর্নীতির নানা ছবি। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে পর্ষদের এই পদক্ষেপে খুশি চাকরিপ্রার্থীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Golden Globes 2023: গোল্ডেন গ্লোবস ২০২৩-এ সেরা গান ‘নাটু নাটু’, বিশ্বমঞ্চে রাজামৌলির জয়জয়কার

    Golden Globes 2023: গোল্ডেন গ্লোবস ২০২৩-এ সেরা গান ‘নাটু নাটু’, বিশ্বমঞ্চে রাজামৌলির জয়জয়কার

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচালক এসএএস রাজামৌলির মাথায় নয়া মুকুট। ফের এক খেতাব জয় করল এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের শিরোপা জিতে নিল। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। সেরা গানের শিরোপা জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পি, অভিনেতা-অভিনেত্রীরা  অভিনন্দন জানিয়েছেন ‘আরআরআর’-এর টিমকে।

    সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব পেল ‘নাটু নাটু’

    জানা গিয়েছে, সেরা গানের বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগা, রিহানার মত আমেরিকান গায়িকাদের জোর টেক্কা দিয়েছেন রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরব। নমিনেশনের তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানটি। কিন্তু শেষপর্যন্ত প্রতিযোগিতর দৌড়ে এই সমস্ত গানকে দূরে ফেলে ‘নাটু নাটু’ গানটিই সেরা হয়ে উঠেছে গোল্ডেন গ্লোব ২০২৩-এ। অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।” জয়ের পরে, ‘RRR’-এর অফিসিয়াল ট্যুইটার গোল্ডেন গ্লোবের ট্রফি নিয়ে একটি ছবি শেয়ার করে কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছে। তারা লিখেছেন, “লেজেন্ডারি এমএম কীরাবাণি!!”

    অভিনেতা-অভিনেত্রী-সঙ্গীত শিল্পীদের ট্যুইট

    এই জয়ের খুশিতে অভিনন্দন জানিয়ে মেগাস্টার চিরঞ্জীবী ট্যুইট করেছেন।

    [tw]


    [/tw]

    এ আর রহমান অভিনন্দন জানিয়েছেন আরআরআর-এর টিম ও কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছেন।

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনিও এই খুশির খবরে তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

    প্রসঙ্গত, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। তবে এই বিভাগে খেতাব জেতা হয়নি। অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে ও বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে। এই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে ও বক্স অফিসেও দারুণ ব্যবসা করতে পেরেছে ‘আরআরআর’। ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই সিনেমা।

LinkedIn
Share