Blog

  • Indo Pakistan Border: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

    Indo Pakistan Border: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় সাফল্য পেল সীমান্তরক্ষীরা। সূত্রের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান সীমান্তে (Indo Pakistan Border) অনুপ্রবেশের চেষ্টা করে এক পাকিস্তানি। সীমান্তরক্ষা বাহিনীর তৎপরতায় খতম করা গিয়েছে ওই অনুপ্রবেশকারীকে। আবার আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ, মঙ্গলবার সীমান্তরক্ষীদের তৎপরতায় ফের ভেস্তে গেল ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নাশকতার ছক।

    বিএসএফের গুলিতে খতম অনুপ্রবেশকারী

    সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের আর্নিয়া সেক্টর দিয়ে (Indo Pakistan Border) ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক পাকিস্তানি। তাঁকে দেখতে পেয়েই প্রথমে সাবধান করে বিএসএফ আধিকারিকরা। কিন্তু তাতে ওই অনুপ্রবেশকারী কান না দিলে গুলি চালায় বাহিনী। সেই গুলিতে প্রাণ হারায় ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, জম্মুর আর্নিয়া সেক্টরে এবং সাম্বা জেলার রামগড় সেক্টরে সর্তক সেনা জওয়ানরা অনুপ্রবেশের এই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি আরও বলেন, আর্নিয়া সেক্টরে সীমান্তের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসতে দেখে বিএসএফ-এর জওয়ানরা পাকিস্তানি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে থামার জন্য অনেকবার বলা হলেও সে কোনও কর্ণপাত করেনি। তাই অন্য কোন বিকল্প না পেয়ে জওয়ানরা তাকে গুলি করে হত্যা করে।

    গ্রেফতার এক পাকিস্তানি অনুপ্রবেশকারী

    অপরদিকে, জম্মু-কাশ্মীরের রামগড় সেক্টর দিয়েও (Indo Pakistan Border) একজন পাকিস্তানি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। সীমান্তের কাঁটাতার টপকে ভারতে ঢোকার চেষ্টা করার সময় পাকড়াও করে বিএসএফ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফের কর্তারা। পুলিসের হাতে তুলে দেওয়া হবে ওই পাকিস্তানিকে, এমনটাই জানানো হয়েছে বিএসএফের তরফে।  দুই সেক্টরেই তল্লাশি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।

    উল্লেখ্য, চলতি বছরে উপত্যকা রক্তাক্ত হওয়ার অনেক ঘটনাই উঠে এসেছে। একাধিক নাশকতার ছক কষা হয়েছে। এমনকি জইশ, লস্কর সহ একাধিক পাকিস্তানি নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষ নেতাদের মধ্যে এই নিয়ে বৈঠকও হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। কোথায় কিভাবে হামলা করা যাবে সেই ব্লু প্রিন্টও নাকি তৈরি হয়েছে। তাই এবারে সীমান্তে কড়া নজর রাখছে বিএসএফ। সীমান্তে পাহারা দেওয়া সত্ত্বেও পর পর জম্মু-কাশ্মীর জুড়ে যে খুনের ঘটনা ঘটছে তা রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি, ভূস্বর্গে অনুপ্রবেশের ঘটনাও দিনের পর দিন বেড়েই চলেছে। তাই ভারত-পাক সীমান্ত  (Indo Pakistan Border) এলাকায় আরও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।

  • Satyendar Jain: জেলে সত্যেন্দ্রকে মালিশ করা ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত বন্দি! সরব বিজেপি

    Satyendar Jain: জেলে সত্যেন্দ্রকে মালিশ করা ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত বন্দি! সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: তিহার জেলের ভিতর ভিআইপি পরিষেবা-ই পাচ্ছেন আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। ইতিমধ্যেই জেলের অন্দরে সত্যেন্দ্র জৈনের পা মালিশের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় দেশ। এরই মধ্যে নয়া তথ্য আগুনে ঘি ঢালার কাজ করল। জানা গিয়েছে, ভিডিও-য় যে ব্যক্তিকে দেখা গিয়েছিল আপ নেতার (Aam Aadmi Party) পায়ে তেল মালিশ করতে, সে আদতে কোনও ফিজিওথেরাপিস্টই নয়। তিনি একজন ‘রেপিস্ট’। ধর্ষণের অভিযোগে তিহার জেলে রয়েছে সে।

    কী হয়েছিল

    সম্প্রতি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে জেলের ভিতরে বিছানায় আয়েশ করে শুয়ে আছেন আম আদমি পার্টির (আপ) মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তার ঠিক পায়ের নীচের দিকে বসে এক ব্যক্তি মন্ত্রীর পা মালিশ করছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আর্থিক তছরুপে তিহার জেল বন্দি আপ মন্ত্রীকে ‘ভিআইপি’ পরিষেবা দেওয়ার অভিযোগ তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই ভিডিও সামনে আসতে আপের তরফে বলা হয়েছিল, সত্যেন্দ্র অসুস্থ। তাঁর ফিজিও থেরাপি চলছে। তবে কিন্তু যাঁকে থেরাপিস্ট বলে দাবি করা হয়েছে, তিনি আসলে কোনও থেরাপিস্ট নন, জেলের এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

    আরও পড়ুন: ‘কয়লা পাচারের হাজার কোটি টাকা গিয়েছে…’, কাকে নিশানা করলেন শুভেন্দু?

    কে পা টিপছেন

    দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ২০২১ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল রিঙ্কু। বর্তমানে তিহাড় জেলে বন্দি সে। তার বিরুদ্ধে নিজের মেয়েক ধর্ষণ করার অভিযোগ রয়েছে। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এ প্রসঙ্গে ট্যুইট করেন, “আচ্ছা, যাকে থেরাপিস্ট হিসাবে দেখানো হচ্ছিল, সে কোনও থেরাপিস্ট নয়! সে আসলে একজন ধর্ষক। ওর নাম রিঙ্কু। ওর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা চলছে। কেন এক জন ধর্ষককে থেরাপিস্ট বলে চালানোর চেষ্টা করা হচ্ছে? কেজরিওয়ালকে এর জবাব দিতে হবে। এই দাবির মধ্যে দিয়ে উনি থেরাপিস্টদের অপমান করেছেন।” সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। তিনি ট্যুইট করে বলেন, “আম আদমি পার্টি নতুন করে রাজনীত তৈরি করছে। পকসো মামলায় অভিযুক্তকে ফিজিওথেরাপিস্ট সাজানো হচ্ছে। মন্ত্রীরা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত, আবগারি দুর্নীতি মামলায় সরকার জর্জরিত। দুর্নীতি ধামাচাপা দিতে মানুষকে বোকা বানানোর রাজনীতি চলছে।”

  • WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুরক্ষার কথা ভেবে সবসময় হোয়াটসঅ্যাপ কিছু না কিছু ফিচার নিয়ে আসে। এবারেও ব্যতিক্রম কিছু হল না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবারও ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে (WhatsApp New Feature)। আর এবারে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ভার্সনের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের জন্যও স্ক্রিন লক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে আপনি ডেস্কটপেও কোনও সমস্যা ছাড়া খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

    স্ক্রিন লক ফিচার উপলব্ধ মোবাইলে

    এতদিন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য সুরক্ষা বজায় রাখতে এই ফিচার উপলব্ধ ছিল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট, তথ্য ইত্যাদি সুরক্ষিত রাখতে পারেন। এই ফিচারে ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করতে পারেন। অন্যদিকে আইফোন- এ হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করা যায় টাচ আইডি বা ফেস আইডির সাহায্যে। এতদিন যে সুবিধাটা ফোনে উপলব্ধ ছিল সেটাই এবার ওয়েব ভার্সনে আসতে চলেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature)।

    ওয়েব ভার্সনে স্ক্রিন লক ফিচার

    WaBetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এই নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ডেস্কটপের স্ক্রিন লক করে রাখতে পারবেন একটি পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ব্যবহার করেন, তবে ধরুন আপনি কোনও কাজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ খুলেই সেখান থেকে দূরে গেলেন, আর এদিকে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা, তখন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অন্য কেউ পড়তেই পারে বা কোনও তথ্য নিয়ে নিতেই পারে। ফলে এটি আটকাতেই অর্থাৎ আপনার তথ্য, চ্যাটের সুরক্ষা আরও বাড়াতেই নতুন ফিচার আনা হচ্ছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। আর এর ফলে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ছেড়ে উঠলেও কেউ আপনার চ্যাট দেখতে পারবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    এই ফিচার চালু হয়ে গেলেই ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে লগ-ইন করতে চাইবেন তখন প্রয়োজন হবে পাসওয়ার্ডের। তবে প্রত্যককে পাসওয়ার্ড ব্যবহার করতেই হবে, একেবারেই তেমনটা নয়। কেউ চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন বা কেউ না করেত পারেন, ঠিক আইফোন বা অ্যন্ড্রয়েড ফোনের মতই। আবার পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজনে তা পালটে ফেলাও খুব সহজ। তবে পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে (WhatsApp New Feature)।

    সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এই ফিচারটি নিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমে এটি তৈরি হওয়ার পর বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য আনা হবে তারপর সেটা সাধারণ মানুষের জন্য আনা হবে। তবে কবে এই ফিচারটি জনসাধারণের জন্য আনা হবে, তা মেটা পক্ষ থেকে জানানো হয়নি (WhatsApp New Feature)।

  • Anubrata Mondal: অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? প্রশ্নের মুখে রাজ্য

    Anubrata Mondal: অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? প্রশ্নের মুখে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রাজ্যের মন্ত্রী নন। হোমরাচোমরাও কেউ নন। তিনি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনু্ব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূল (TMC) নেত্রীর আদরের কেষ্ট। এহেন এক তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গাড়িতে লালবাতি ব্যবহার করতেন। বীরভূম থেকে তিনি যখন কলকাতায় আসতেন, কিংবা কলকাতারই এক স্থান থেকে অন্যত্র যেতেন তাঁর গাড়ির মাথায় শোভা পেত লালবাতি। বাজত হুটার। এনিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় জনস্বার্থ মামলা। তার পরেই নবান্নের কাছে হাইকোর্ট জানতে চেয়েছে, লাল-নীল কত বাতি, কতজনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তার অপব্যবহারের জন্য সরকার কি কোনও ব্যবস্থা নিয়েছে?

    মামলার নেপথ্যে…

    গত এপ্রিল মাসের শেষের দিকে অনুব্রতর (Anubrata Mondal) গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাটি করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর যুক্তি ছিল, অনুব্রত মণ্ডল এমন কোনও পদে নেই, যাতে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা যায়। তাহলে তিনি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন কীভাবে? কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি লাগানো গাড়িতে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতায় আসেন সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন ওই আইনজীবী। মঙ্গলবার হচ্ছিল ওই মামলার শুনানি। এদিন ওই মামলার শুনানিতেই আদালতের গুচ্ছ প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। প্রধান বিচারপতি রাকেশ শ্রীবাস্তবের প্রশ্ন, রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতির গাড়ি যথেচ্ছ ব্যবহার হচ্ছে কেন? সবই কি বৈধ? প্রধান বিচারপতি এদিন শুনানির সময় বলেন, ভারতীয় দণ্ডবিধির ৪১৯ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ নেওয়া যায়। এমন কত মামলা হয়েছে রাজ্যে? তাঁর এও প্রশ্ন, রাজ্যে মাল্টি কালার বাতির প্রচলন রয়েছে কি? এ ব্যাপারে সোমবারের মধ্যে জবাব চেয়েছে হাইকোর্ট। নবান্ন সূত্রে খবর, জেলাস্তরের বহু নেতা বিভিন্ন কমিশন বা বোর্ডের চেয়ারম্যান হিসেবে গাড়িতে বিকন লাইট লাগানোর অনুমতি পেয়েছিলেন। অনুব্রতও (Anubrata Mondal) সেভাবে অনুমতি পেয়েছিলেন।

    আরও পড়ুন: জেলেই অনুব্রত! গরু পাচার মামলায় জামিনের আর্জি খারিজ, পরবর্তী শুনানি ২৫ নভেম্বর

    প্রসঙ্গত, কয়েক বছর আগে লালবাতি লাগানো গাড়িতে চড়ে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন অনুব্রত (Anubrata Mondal)। তখন তিনি এসেছিলেন স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির বোর্ড লাগানো একটি গাড়িতে চড়ে। এই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি। তবে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, ওই পদে থেকে গাড়িতে লালবাতি ব্যবহার করা যায় না। তা সত্ত্বেও কীভাবে লালবাতি লাগানো গাড়িতে ঘুরেছিলেন অনুব্রত? উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Personal Income Tax: অর্থমন্ত্রীকে ব্যক্তিগত আয়করের হার কমানোর আবেদন বণিক মহলের

    Personal Income Tax: অর্থমন্ত্রীকে ব্যক্তিগত আয়করের হার কমানোর আবেদন বণিক মহলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পার্সোনাল ইনকাম ট্যাক্স (Personal Income Tax) বা ব্যক্তিগত আয়করের হার কমানোর অনুরোধ জানাল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, সংক্ষেপে সিআইআই (CII)। এর পাশাপাশি জিএসটির (GST) অপরাধীকরণ এবং ক্যাপিটেল ট্যাক্স রেট খতিয়ে দেখার আবেদনও করা হয়েছে এই বণিক মহলের তরফে। সোমবার বাজেট নিয়ে আলোচনা শুরু করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। তার ঠিক আগেই তাঁর কাছে এই অনুরোধ করল সিআইআই।

    সাধারণ বাজেট…

    ২০২৩-২৪ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩ সালে ১ ফেব্রুয়ারি বাজেট করবেন তিনি। ২০২৪ সালে দেশজুড়ে হবে সাধারণ নির্বাচন। তার আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর যেহেতু সাধারণ নির্বাচন, তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না মোদি সরকার। তাদের পেশ করতে হবে ভোট অন অ্যাকাউন্ট। নির্বাচনের বছরে ভোট অন অ্যাকাউন্ট পেশ করাই রীতি। সিআইআই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই প্রস্তাবও দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৮ শতাংশ হারে জিএসটি হ্রাস করা। বণিক মহলের বক্তব্য, ব্যক্তিগত আয়করের হার কমানো হলে উপকৃত হবেন প্রায় ৫ কোটি ৮৩ লক্ষ মানুষ। এঁরা আয়করের আওতায় পড়েন।

    আরও পড়ুন: ভারতে তৈরি ৫জি প্রযুক্তি ভবিষ্যতে অন্য দেশকেও দেওয়া হবে! অভিমত নির্মলা সীতারমনের

    ২০২২-২৩ অর্থবর্ষে এঁরা আইটি রিটার্ন দাখিল করেছেন। সিআইআই প্রেসিডেন্ট সঞ্জীব বাজাজ বলেন, পার্সোনাল ইনকাম ট্যাক্স (Personal Income Tax) কমানোর ওপর সরকারের ধ্যান দেওয়া উচিত। তাতে বাড়বে চাহিদা। আদতে লাভ হবে বাজারের। নির্দিষ্ট কিছু ভোগ্যপণ্যের ওপর ২৮ শতাংশ হারে জিএসটি ছাড়ের অনুরোধও জানান তিনি। গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নমূলক প্রজেক্টও হাতে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। সঞ্জীব বলেন, সিভিল কেসে গ্রেফতারি কিংবা আটকের প্রয়োজন নেই। যতক্ষণ না পর্যন্ত ব্যবসায় অপরাধ প্রমাণিত হচ্ছে। ইন্ডাস্ট্রি ক্যাপটেনদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সীতারামন কথা বলবেন পরিকাঠামো বিশেষজ্ঞদের সঙ্গে। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলবেন তিনি। কৃষি এবং অ্যাগ্রো-প্রোসেসিং সেক্টরের মানুষদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ট্যুইটার ব্লু টিকের রিলঞ্চ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, যতদিন না ভুয়ো প্রোফাইল চিহ্নিতকরণের প্রযুক্তির বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন, ততদিন প্রোফাইলকে ভেরিফায়েড ঘোষণা করার এই প্রক্রিয়া বন্ধ রাখা হবে। 

     


    ১০ নভেম্বর আইফোন, আইপ্যাড ব্যবহারকারীদের জন্যে ব্লু টিকের সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে ট্যুইটার। নিজের প্রোফাইলকে ভেরিফায়েড করতে আপনাকে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। এই বিশেষ প্ল্যান সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার খরচা করতে হবে। ৭.৯৯ ডলারের এই প্ল্যান সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশন পেয়ে যাবেন। 

    আরও পড়ুন: খড়ের গাদায় মিলল বোমার পাহাড়ের হদিশ, ত্রস্ত কুলপির গ্রাম

    এর আগে ২৯ নভেম্বর ব্লু টিক ফিচার ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। ট্যুইটারে মাস্ক লিখেছিলেন, ২৯ নভেম্বর থেকে নতুন করে আসতে চলেছে ট্যুইটার ব্লুটিক। এই প্লাটফর্মে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা করলেন। 

    এর আগে কারা পেতেন এই বিশেষ সুবিধা?

    আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবে। চলতি মাসের শুরুতে টুইটারের রাজস্ব বাড়াতে এই ব্লুটিকের কথা বলেন মাস্ক। মূলত, বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতেই নতুন করে আনার কথা ছিল এই ফিচার। 

    আইফোনের ট্যুইটার অ্যাপের বিষয়ে একটি নোটিফিকেশনে বলা হয়েছে, ট্যুইটার ব্লুতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এখন সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ৭.৯৯ মার্কিন ডলারেই এই সুবিধা পাওয়া যাবে।  

    ট্যুইটার আরও জানায়, ট্যুইটার ব্লু ব্যবহারকারীদের হ্যান্ডেলে তারকাদের মতোই ব্লু টিক থাকবে। নতুন ফিচারগুলি সম্পর্কেও জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণ অর্ধেক করা হবে, আরও দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে, কন্টেন্ট- এর প্রায়োরিটি র‍্যাঙ্কিং করা হবে। এতে স্প্যাম, বটের পরিমাণ কমে আসবে। 

    এদিকে কিছুদিন আগেই ফিরেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। এজন্য আয়োজন করা হয়েছিল আস্ত একটা ভোটের। ওই ভোটে সংখ্যাগরিষ্ঠের মত যায় ট্রাম্পের পক্ষে। তার পরেই ফেরে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরতেই দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা আগে যেখানে এক মিলিয়ন ছিল, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বেড়ে হয় ২.১ মিলিয়ন। ট্রাম্পের অ্যাকাউন্ট খোলার খবরটি শেয়ার করে ট্যুইটারের সিইও ইলন মাস্ক ট্যুইট করেন, মানুষ চেয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু হবে। জনগণের কণ্ঠস্বরই ভগবানের কণ্ঠস্বর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Primary TET: প্রাথমিক টেটে সুযোগ পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও, জানাল হাইকোর্ট

    Primary TET: প্রাথমিক টেটে সুযোগ পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও, জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকের প্যারাটিচারদের সঙ্গে এবার উচ্চ প্রাথমিকের প্যারাটিচারদেরও টেট (Primary TET) পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhya)। টেটে বসার সুযোগের আর্জি জানিয়ে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি এই নির্দেশ দেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, সোমবারই ছিল টেট পরীক্ষার আবেদনের শেষ দিন। তাই এই নির্দেশ কতটা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, ডিসেম্বরের ১১ তারিখে টেট পরীক্ষা হওয়ার কথা। পাঁচ বছর পরে এবারই হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষায় বসবেন কয়েক হাজার পরীক্ষার্থী।

    যোগ্যতার মাপকাঠি…

    টেট  (Primary TET) নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। তাতে প্রথমে যে যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছিল, পরে তাতে অনেক বদল আনা হয়। প্রথমে বলা হয়েছিল, প্রাথমিকে কর্মরত প্যারাটিচারদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, তাতে এই ১০ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও। প্রত্যাশিতভাবেই বাড়ল প্রতিযোগিতা।

    আরও পড়ুন: টেট উত্তীর্ণদের তালিকায় মমতা-অভিষেক-শুভেন্দুর নাম! কী বললেন পর্ষদ সভাপতি?

    কেবল উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাই নন, এই টেটে (Primary TET) অংশ নিতে পারবেন ২০১৪ ও ২০১৭র টেট উত্তীর্ণ প্রার্থীরাও। যাঁরা ইতিমধ্যেই বিএড পাশ করেছেন, তাঁরাও বসার সুযোগ পাচ্ছেন এই টেটে। প্রথমে বলা হয়েছিল, বিএডে পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবেই পরীক্ষায় বসার সুযোগ মিলবে। সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যাঁরাই বিএড পাশ করবেন, তাঁরাই বসতে পারবেন এই পরীক্ষায়। সোমবার হাইকোর্টের নির্দেশের জের এঁদের সঙ্গে যুক্ত হলেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী যেহেতু সোমবারই টেট পরীক্ষার আবেদনের শেষ দিন, তাই হাইকোর্টের এই নির্দেশ কতটা কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

    প্রসঙ্গত, এবার যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৭৬৫টি। প্রার্থীদের একাংশের দাবি, এসসি, এসটি, এক্সম্পটেড ক্যাটাগরি এবং সংরক্ষণ বাদ দিলে শূন্যপদ থাকছে মাত্রই ৫ হাজার। প্রত্যাশিতভাবেই চাকরি প্রার্থীদের কাছে প্রতিযোগিতাটা আরও কঠিন হয়ে দাঁড়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: ‘‘অপেক্ষা করুন, ছবি আসছে, সব সামনে আসবে!’’ শুভেন্দুর নিশানায় কে?

    Suvendu Adhikari: ‘‘অপেক্ষা করুন, ছবি আসছে, সব সামনে আসবে!’’ শুভেন্দুর নিশানায় কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারদা-তদন্ত পুরনো হয়নি। অপেক্ষা করুন ছবিটা সামনে আসবে। নাম না করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একের পর এক দুর্নীতি নিয়ে সরব হলেন বিজেপি নেতা। সারদার ছবি বিক্রির টাকা নিয়ে প্রশ্নও তুললেন শুভেন্দু অধিকারী।

    সারদা প্রসঙ্গে শুভেন্দু

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে তৃণমূলের মন্ত্রী অখিল গিরির মন্তব্য, নিয়োগ কেলেঙ্কারি ও পাচার কাণ্ডের বিরুদ্ধে রাজ্য বিজেপির মহিলা মোর্চার ডাকে সোমবার কলেজ স্কোয়ার থেকে মিছিল হয়। পরে ধর্মতলার ওয়াই চ্যানেলের সভায় শুভেন্দু বলেন,সারদা মামলা ও ছবি বিক্রির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “এই তো সবে সকাল। ছবি কেনাটা তো আসছে। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দ্যা ভিঞ্চির? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে। অপেক্ষা করুন। ছবি আসছে। সব সামনে আসবে।” ফের তথ্য ফাঁসের হুঁশিয়ারিও দেন শুভেন্দু। পাশাপাশি এদিন চাকরিপ্রার্থীদের হয়েও সুর চড়ান তিনি। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছিল, ”ছবি বিক্রির টাকায় আমি দল চালাব।” কিন্তু মুখ্যমন্ত্রীর আঁকা ছবির মূল্য নিয়ে প্রশ্ন তোলেন চিত্রকলা বিশেষজ্ঞরা। এবার তাই নিয়ে তৃণমূল শিবিরকে আক্রমণ করেন শুভেন্দু।  তিনি বলেন, ”সারদাকাণ্ড নিয়ে ফের এগোবে ইডি। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রজত মজুমদারের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন গোয়েন্দারা। শুক্রবারও গভীর রাত পর্যন্ত জেরা করা হয়েছে তাঁকে।”

    আরও পড়ুন: রাজ্যে সরকারের পতন আসন্ন! ফের ডিসেম্বর ডেডলাইনের হুঁশিয়ারি শুভেন্দুর

    সারদা-মন্তব্যে সমালোচনা

    মা সারদা ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলতি বছরের জুনে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাঝি-র মন্তব্য ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মা সারদার কথা টেনে বিতর্ক বাঁধিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তারই প্রেক্ষিতে নির্মলের নাম না করে কড়া সমালোচনা করেছিল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা? ব্যাখ্যা চেয়েছিল মিশন কর্তৃপক্ষ। এ নিয়ে সোমবার নির্মল মাঝিকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তোলামূলের সংস্কৃতি কী? বলছে মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে (Kalighat)’? মহুয়া মৈত্রকে আলট্রা মডার্ন-অতিশিক্ষিত তৃণমূলের জনপ্রিয় সাংসদ হিসেবে ব্যাখ্যা করে, তাঁর সাম্প্রতিক বিতর্কিত কালী মন্তব্যের কথাও তুলে ধরেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “এই কথা যদি উত্তর প্রদেশে বা রাজস্থানে বলতেন, দোকানে আলকাতরা থাকত না। আজ এদের বিরুদ্ধে লড়তে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • UP Tourism: আগ্রা নয়, উত্তরপ্রদেশের পর্যটন নীতির মূল আকর্ষণ কৃষ্ণ এবং রামায়ণ সার্কিট

    UP Tourism: আগ্রা নয়, উত্তরপ্রদেশের পর্যটন নীতির মূল আকর্ষণ কৃষ্ণ এবং রামায়ণ সার্কিট

    মাধ্যম নিউজ ডেস্ক: আগের বারের মতো এবারও, আগ্রার স্মৃতিসৌধগুলিকে এড়িয়ে গিয়ে, ‘কৃষ্ণ সার্কিট’ মথুরা জেলাকে মূল আকর্ষণ করা হল উত্তরপ্রদেশের সদ্য ঘোষিত পর্যটন নীতিতে (UP Tourism)। 

    কী বলা হয়েছে ইউপি পর্যটন নীতিতে?

    রামায়ণ অনুসারে চিত্রকূট, বিথুর এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলি, যেগুলি ভগবান রাম এবং দেবী সীতার প্রতীক হিসাবে দেখা হয়, সেগুলি ‘রামায়ণ সার্কিট’- এর অন্তর্ভুক্ত থাকবে। একইভাবে মথুরা, বৃন্দাবন, গোকুল, গোবর্ধন, বরসানা, নন্দগাঁও, বলদেব এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলিকে কৃষ্ণ সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে এবং কপিলবাস্তু, সারনাথ, কুশিনগর, কৌশাম্বী, শ্রাবস্তী, রামগ্রাম এবং অন্যান্য স্থানগুলি ‘বৌদ্ধ সার্কিট’- এর অন্তর্ভুক্ত হবে।

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    নতুন নীতিতে মহাভারত সার্কিট এবং শক্তিপীঠ সার্কিটের কথাও বলা হয়েছে, যেখানে হস্তিনাপুর, কাম্পিল্য, এছত্রা, বারনাওয়া, মথুরা, কৌশাম্বী, গোন্ডা, লক্ষগৃহের মতো স্থানগুলিকে বেছে নেওয়া হয়েছে। শক্তিপীঠ সার্কিটের অধীনে, বিন্ধ্যবাসিনী দেবী, অষ্টভুজা থেকে দেবীপতন, নৈমিষারণ্য, মা ললিত দেবী, মা জ্বলা দেবী, সাহারানপুরের শাকুম্ভরী দেবী থেকে শিবানী দেবী চিত্রকূট এবং শীতলা মাতা মৌ পর্যন্ত প্রসারিত করা হবে।

    এবিষয়ে সমাজকর্মী সমীর বলেন, “পর্যটন নীতিতে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ও বন সংরক্ষণের সঙ্গে ইকো-ট্যুরিজমের প্রচারের দিকেও নজর দেওয়া উচিৎ।”

    আগ্রা পর্যটন

    আগ্রা ট্যুরিজম ওয়েলফেয়ার চেম্বারের সেক্রেটারি বিশাল শর্মা নতুন পর্যটন নীতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “হোটেল শিল্পের জন্য বিনিয়োগ-ভিত্তিক ভর্তুকি দেওয়ার জন্য নীতিতে যে বিধানগুলি রয়েছে, তাতে আনুষ্ঠানিকভাবে হোটেলগুলিকে ‘শিল্পের’ মর্যাদা দেওয়া হয়েছে। যার অর্থ হল জলের হার এবং বিদ্যুৎ, সম্পত্তি কর এবং পয়ঃনিষ্কাশন করও বাণিজ্যিকের পরিবর্তে শিল্প হবে।”

    তিনি আরও বলেন, “চম্বলের গিরিখাতগুলি সহজেই অ্যাডভেঞ্চার পর্যটনের প্রচারের জন্য ব্যবহার করা যেতে পারে। কিথাম এবং চম্বল অভয়ারণ্যগুলি ইকো-ট্যুরিজম প্রচারের জন্য অসাধারণ সাইট হতে পারে।”  

    আগ্রাও বটেশ্বর প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান। ১০১টি শিব মন্দির রয়েছে সেখানে। আগ্রা কেবল ঐতিহাসিক স্থান নয়। তার চেয়ে অনেক বেশি। পর্যটন নীতিতে আগ্রার ওপর আরও গুরুত্ব দেওয়া উচিৎ ছিল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।

  • Foreign Language Courses: ভারতে বিদেশি ভাষা শিক্ষার সুযোগ

    Foreign Language Courses: ভারতে বিদেশি ভাষা শিক্ষার সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশি ভাষা শিক্ষার (Foreign Language Courses) চাহিদা ভারতে বরাবরই রয়েছে। বৃহৎ এই পৃথিবীতে অঞ্চল, দেশ এবং সংস্কৃতি ভেদে ভাষার অভাব নেই। কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকেই যায় কোন কোন বিদেশি ভাষা (Foreign Language Courses) আয়ত্ত করতে পারলে ভালো বেতনের কাজের সুযোগ পাওয়া যাবে। ২০২২ সালে এসে কোন কোন বিদেশি ভাষা শিখলে আমাদের ভালো কেরিয়ার তৈরি হবে। মনে রাখতে হবে বিদেশি ভাষার উপর দখল থাকলে বিদেশে কাজ পাওয়াও সহজ হবে। 

    আমরা এবার সংক্ষিপ্তভাবে জেনে নিই কিছু বিদেশি ভাষার কোর্স (Foreign Language Courses) সম্পর্কে, যাতে একটি গাইডলাইন তৈরি হয়, আগ্রহী দের জন্য।

    এ বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মানুষ কথা বলে এই পাঁচটি ভাষায় English, Mandarin Chinese, Spanish, Arabic, French. ইংরাজি ভারতে বহু পঠিত ভাষা, সেজন্য আমরা এখানে ইংরাজি ছাড়া অন্য ভাষাগুলির বিষয়ে আলোকপাত করলাম।
     
    German এবং Japanese এই দুটি ভাষাও ভারতে খুব জনপ্রিয়। এর কারণ হলো জাপান এবং জার্মানির অর্থনৈতিক অবস্থা খুবই উন্নত। ফলে এখানে বিভিন্ন বিষয়ে কেরিয়ার তৈরি করতে এই দুটি ভাষা শিখতেই হয়। বিগত কয়েক বছরে আরও কতগুলি ভাষার চাহিদা এবং জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে ভারতবর্ষে, সেগুলি হল Portuguese, Italian, Korean এবং Russian.

    আমাদের দেশে যে দশটি বিদেশি ভাষা (Foreign Language Courses) শেখার উপর আগ্রহ সবথেকে বেশি রয়েছে, সেগুলি এক নজরে দেখে নেব।

    ১) ফরাসি

    ভারতে যে সমস্ত বিদেশি ভাষা (Foreign Language Courses) শেখার উপর চাহিদা রয়েছে, তাদের মধ্যে ফরাসি সবথেকে জনপ্রিয়। ভারতবর্ষের দিল্লি এবং অন্যান্য রাজ্যে এক লাখের উপর ছাত্র-ছাত্রী রয়েছে যারা ফরাসি ভাষা আয়ত্ত করার কাজে লেগে রয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। বিদেশি ভাষার (Foreign Language Courses) মধ্যে এটি অন্যতম যে ভাষাটি জানলে কর্পোরেট দুনিয়ার চাকরিতে সহজেই প্রবেশ করা যায়। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের ভাষা হিসেবে ফরাসি ব্যবহার করা হয়। ফ্যাশান, শিক্ষা, ডিজাইন, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, এক্সপোর্ট ইমপোর্ট, ট্রাভেলিং, রিটেইলিং, লাক্সারি গুডস ইত্যাদি সেক্টরে এই ভাষার প্রচলন রয়েছে। অর্থাৎ কিছু সেক্টরে কাজ করার জন্য এই ভাষা শেখা অপরিহার্য। এই পৃথিবীতে ৩০টিরও বেশি দেশের মানুষ ফরাসি ভাষায় কথা বলেন। এই ভাষার প্রচলন পাঁচটি মহাদেশে রয়েছে। বিশ্বব্যাপী যে সমস্ত ভাষা শেখার উপর মানুষের আগ্রহ সবথেকে বেশি রয়েছে, তাদের মধ্যে ফরাসি দ্বিতীয় স্থানে রয়েছে।

    ২) জার্মান

    ফরাসি এবং স্প্যানিশ ভাষার মতোই জার্মান ভাষাতেও অসংখ্য মানুষ বিশ্বব্যাপী কথা বলেন এবং এই ভাষা শিখলে কাজের সুবিধা রয়েছে, এমন ক্ষেত্র নেহাত কম নয়। ফরাসির পরে এটি হল দ্বিতীয় ভাষা যেটা শিখতে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে থাকে। এই ভাষার প্রতি আগ্রহ থাকার কারণ গুলি নিচে ব্যাখ্যা করা হল

    i) ইউরোপের বেশিরভাগ মানুষের মাতৃভাষা হলো জার্মান। জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের অফিসিয়াল ভাষা হল জার্মান। 

    ii) অর্থনৈতিকভাবে জার্মানি দেশ হল খুব উন্নত। তাই জার্মান ভাষা শেখার আগ্রহ মানুষের বেশি থাকে। কারণ এই ভাষা শিখলে Volkswagen, BASF, Daimler, BMW, Bosch, Siemens প্রভৃতি কোম্পানিতে কাজ খুঁজে নেওয়া সহজ হয়। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল প্রভৃতি ক্ষেত্রেও জার্মান ভাষার প্রচলন রয়েছে।

    iii) পাঁচশোর অধিক ভারতীয় স্কুল এবং কলেজে এবং আড়াইশোর বেশি কেন্দ্রীয় বিদ্যালয়ে জার্মান ভাষা পোড়ানো হয়।

    iv) ১৯৫৭ তে জার্মানি সরকার জার্মান ভাষা শিক্ষা প্রসারের জন্য কলকাতাতে ম্যাক্স মুলার ভবন তৈরি করে। 

    v) বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলি সেরার তালিকায় থাকে। তাই এই ভাষা শিখলে কদর অনেক বেড়ে যায়। জার্মানি বা অস্ট্রিয়াতে উচ্চশিক্ষা লাভের পরিকল্পনা থাকলে এই ভাষা শিখতে আর দেরি করা উচিত নয়।

    ৩) স্প্যানিশ

    সারা বিশ্বব্যাপী কুড়িটি এমন দেশ রয়েছে, যেখানে স্প্যানিশ ভাষায় (Foreign Language Courses) কথা বলা হয়। বিশ্বব্যাপী স্প্যানিশ ভাষার চাহিদা ব্যাপক রয়েছে। ফ্রেঞ্চ এবং জার্মান ভাষার পরে এটি হল তৃতীয় ভাষা, যেটি শেখার আগ্রহ মানুষের যথেষ্ট থাকে। ট্রাভেল, ট্যুরিজম, জার্নালিজম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেখানে স্প্যানিশ ভাষা ব্যবহৃত হয়। লিখিত এবং কথ্য স্প্যানিশ ভাষা যেকোনো ব্যক্তির কেরিয়ার তৈরিতে সম্পদ। বিপিওতে চাকরি, ভাষা শিক্ষক ইত্যাদি পেশাতেও কেরিয়ার তৈরি করা যায় এই ভাষা (Foreign Language Courses) জানা থাকলে। দক্ষিণ এবং মধ্য আমেরিকার সাথে ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। স্প্যানিশ মিউজিক, স্প্যানিশ ফুটবল লিগ এর অসম্ভব জনপ্রিয়তা রয়েছে পৃথিবীব্যাপী এবং ভারতবর্ষ তার বাইরে নয়। তাই স্প্যানিশ ভাষা এত গুরুত্বপূর্ণ।

    ৪) জাপানি

    বিভিন্ন ক্ষেত্রে ভারত জাপানের উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। প্রযুক্তিবিদ্যার উন্নত দেশ হিসেবে জাপান পরিচিত। যদি ভাবেন কোন ভাষা শিখলে, সবথেকে বেশি বেতনের চাকরি পাবেন, তবে সেটা নিঃসন্দেহে জাপানি ভাষা। জাপানি ভাষার (Foreign Language Courses) উপর দখল একটি ভালো কেরিয়ার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

    ৫) মান্দারিন চাইনিজ 

    পৃথিবীব্যাপী কয়েক কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। পৃথিবীর অর্থনৈতিক মানচিত্রে চীন দেশের স্থান অত্যন্ত লক্ষণীয়। বিভিন্ন চাইনিজ ইন্টারন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনের চাকরি পেতে এই ভাষা (Foreign Language Courses) কাজে লাগে। বর্তমান ভারতে চাইনিজ দোভাষী কাজের খুবই চাহিদা রয়েছে।

    ৬) রাশিয়ান

    রাশিয়ান ভাষা (Foreign Language Courses) শেখার আগ্রহ ভারতবর্ষে খুব বেশি। সারা পৃথিবীতে ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। ভারত এবং রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান। রাশিয়ান ভাষা শেখা থাকলে ইঞ্জিনিয়ারিং, তেল এবং গ্যাস তথা প্রতিরক্ষা ক্ষেত্রতে ভালো কাজের সুযোগ রয়েছে। রাশিয়ান ভাষা শেখা থাকলে, রাশিয়ান সাহিত্য ক্ষেত্রতেও কাজ করার সুযোগ পাওয়া যায়। একটা সময় ছিল, যখন ভারতবর্ষের বিভিন্ন শহরে রাশিয়ান ভাষা (Foreign Language Courses) শেখানো হতো। রাশিয়ান সরকার বর্তমানে তাদের ভাষার প্রসারের জন্য উদ্যোগ নিয়েছে।

    ৭) পর্তুগিজ 

    পর্তুগিজ ভাষার (Foreign Language Courses) ওপর দখল রয়েছে যাঁদের, তাঁদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ফাইন্যান্স, ট্রাভেলিং, টেকনোলজি, আইটি, এডুকেশন প্রভৃতি ক্ষেত্রে। ভারতের দিল্লি এবং গোয়াতে এই ভাষা এখনও অনেকটা জনপ্রিয় রয়েছে। পৃথিবীর যে আটটি দেশে পর্তুগিজ ভাষায় কথা বলা হয় তার মধ্যে ব্রাজিল এবং পর্তুগালের সাথে ভারতের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। বাণিজ্যিক সমেত অন্যান্য বিষয়েও সম্পর্ক স্থাপন হচ্ছে। তাই পর্তুগিজ ভাষা জানা থাকলে বিদেশে কাজ পাওয়া সম্ভব।

    ৮) ইতালিয়ান

    বিদেশী ভাষা শিখতে যাদের আগ্রহ রয়েছে তাঁদের জন্য ইতালিয়ান ভাষাও গুরুত্বপূর্ণ। এই ভাষার উপর দখল থাকলে Banco, Fiat, Benetton, Gucci, Lloyd, Ferrari, Marconi, Pinnacle প্রভৃতি কোম্পানিতে কাজ পাওয়ার সহজ হয়। কারণ এই সমস্ত কর্তৃপক্ষ ইতালিয়ান ভাষা যাঁরা জানে তাদেরকে অগ্রাধিকার দেয়। অন্যান্য ভাষার থেকে তুলনামূলকভাবে অনেকটা সহজ হয় ইতালিয়ান ভাষা শেখা।

    ৯) আরবি

    তেল সম্পদে পরিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে উন্নত হল আরব দেশ। এদেশ থেকে অসংখ্য মানুষ কর্মসূত্রে আরব দেশ গুলিতে যান। কাতার, ওমান, কুয়েত প্রভৃতি দেশে বিভিন্ন কোম্পানি ও সংস্থায় কাজ করতে চাইলে আরবি ভাষা শেখা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সমস্ত দেশগুলিতে বেতন প্যাকেজ খুবই ভালো।

    ১০) কোরিয়ান

    উত্তর এবং দক্ষিণ কোরিয়াতে অফিসিয়াল ভাষা হল কোরিয়ান। দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে খুবই উন্নত। Hyundai, Posco, Lotte, Samsung, LG, Kia ইত্যাদি কোম্পানিগুলি আমাদের খুবই পরিচিত। এগুলো আন্তর্জাতিক কোরিয়ান কোম্পানি। কোরিয়ান নাটক, কোরিয়ান গান, কোরিয়ান পপ এগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাই কোরিয়ান ভাষা জানা থাকলে ভালো কেরিয়ার তৈরি করা সম্ভব।

LinkedIn
Share