Blog

  • Cattle Smuggling Case: গরু পাচার মামলায় নতুন মোড়! বখরা পেতেন ২ বিধায়ক! ইডি-কে জানাল সায়গল

    Cattle Smuggling Case: গরু পাচার মামলায় নতুন মোড়! বখরা পেতেন ২ বিধায়ক! ইডি-কে জানাল সায়গল

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ধৃত সায়গল হোসেনের নতুন ঠিকানা হয়েছে তিহার জেল। ইডি হেফাজতের মেয়াদ শেষে শুক্রবারই তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আর তারপরই ফের প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সায়গল জানিয়েছেন গরু পাচার কাণ্ডে বখরা দেওয়া হত ২ বিধায়ককে। এই ২ বিধায়কের মধ্যে একজন আবার মন্ত্রীও ছিলেন। এমনটাই জানিয়েছে কেষ্টর প্রাক্তন দেহরক্ষী।

    সায়গলকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে গরু পাচারের টাকার বখরা নিতেন ওই ২ বিধায়ক। কিন্তু কারা এই বিধায়ক তা এখনও জানা যায়নি। সায়গল দাবি করেছেন, সীমান্তে পাচারকারীদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে এই টাকা নিতেন ওই ২ বিধায়ক। আর সায়গলের থেকে এমন বক্তব্য শোনার পর ইডি ওই ২ বিধায়ককে জেরা করার প্রস্তুতি নিচ্ছে। ফলে গরু পাচার কাণ্ডে এবারে ২ বিধায়কের নাম উঠে আসায়, মনে করা হচ্ছে এই মামলার নতুন মোড় আসতে চলেছে। তবে বিধায়কদের দিল্লি না কলকাতায় তলব করা হবে সে নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

    ইডির জিজ্ঞাসাবাদের পরেই পুলিশের হাতে গ্রেফতার টুলু মণ্ডল

    আবার অন্যদিকে সায়গলকে বর্তমানে তিহার জেলে রাখার ফলে সায়গলের আইনজীবী দাবি করেছেন, তাঁকে ইডি আর জিজ্ঞাসাবাদ করছে না। তাই পরবর্তী শুনানিতে জামিনের আবেদনের সময় সায়গল হোসেনকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজিরার কথা বলেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। কিন্তু সিবিআই-এর আইনজীবী এর বিরোধীতা করে জানান, কারোর জামিনের আবেদনের জন্য তাঁকে সশরীরে উপস্থিত থাকার কোনও প্রয়োজন নেই। এরপরেই সশরীরে আদালতে পেশ করার আবেদন খারিজ করলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। আগামী ১১ নভেম্বর তাঁর ভার্চুয়াল শুনানির নির্দেশ দিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, সায়গলকে জেরা করার জন্য ইডি আগেই দিল্লি নিয়ে যায় ও পরে তিহার জেলে রাখার নির্দেশ দেয় আদালত। আবার শনিবারেই সিবিআই কোর্টে তাঁর এই মামলার শুনানি ছিল। তাঁর আইনজীবীও দিল্লিতেই। ফলে শনিবার ভিডিও কলের মাধ্যমে শুনানি হয় তাঁর। সে সময় আইনজীবী অনির্বাণ পরবর্তী শুনানির জন্য সরাসরি আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করলে বিচারক তাঁর আবেদন খারিজ করে দেয় ও আগামী ১১ নভেম্বর গরু পাচার মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান। এদিন অনুব্রত মণ্ডলেরও শুনানি রয়েছে। এই প্রথমবারের জন্য কেষ্ট ও সায়গলের শুনানি একদিনে হবে।

  • SSC CHSL 2022: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু, জানুন বিস্তারিত

    SSC CHSL 2022: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ-র বিস্তর ফারাক। ডিএ বাড়ানোর দাবিতে রাজ্যের কর্মচারীরা হাইকোর্টে হাজির। সে খবর সংবাদ মাধ্যমের দৌলতে আমাদের অজানা নয়। তাই কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাগুলির প্রতি চাকুরি প্রার্থীদের আগ্রহ একটু বেশীই থাকে। এর মূল কারণ, আকর্ষণীয় বেতন তো বটেই, তাছাড়া রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাগুলি ধারাবাহিক ভাবে নিয়ম মেনে সম্পন্ন হয় প্রতিবছর। এমনই একটি পরীক্ষা হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL), ইতিমধ্যে এই পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। চলবে ৪ঠা ডিসেম্বর অবধি। স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত এই পরীক্ষার (SSC CHSL 2022) খুঁটিনাটি বিষয়গুলো এবার জেনে নেওয়া যাক।

    কারা বসতে পারে এই পরীক্ষায়?

    কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষায় বসতে হলে প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। একমাত্র CAG(Comptroller and Auditor General of India) ডিপার্টমেন্টের  ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় অঙ্ক সমেত, বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। 

    কোন কোন পদে চাকরি হবে ?

    এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নিম্নলিখিত পদে চাকরি হবে। যেমন, লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA), সর্টিং অ্যাসিস্ট্যান্ট (SA) এবং ডাটা এন্ট্রি অপারেটর (DEO) ইত্যাদি পদে।

    কত বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে?

    ১৮ থেকে ২৭ বছর বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে।

     এই বছরে কত শূন্য পদ আছে?

    স্টাফ সিলেকশন কমিশন এই বছরের মোট শূন্য পদ এখনও অবধি ঘোষণা করেনি। তবে প্রতিবছর কয়েক হাজার শূন্য পদ থাকে। যেমন, গত ২০২১ সালে এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল ৪৮৯৩টি।

    আবেদনপত্র পূরণ করতে কী কী নথি লাগবে?

    আবেদনপত্র পূরণ করার সময় নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন।
    ১) নিজের পরিচয়পত্র। যেমন প্যান কার্ড ,আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
    ২) আবেদন ফি জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি।
    ৩) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর মার্কশীট।
    ৪) সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট ছবি।
    ৫) প্রার্থীর সই।

     এই পরীক্ষার আবেদন ফি কত?

    একেবারে যৎসামান্য। মাত্র ১০০ টাকা। মহিলা তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগে না।

     এই পরীক্ষার ধরণ কেমন?

    মোট তিনটি ধাপে হবে এই পরীক্ষা। যে স্তরগুলির পোশাকি নাম হলো, টায়ার-১ ,টায়ার-২ এবং টায়ার-৩ 

    টায়ার-১

    এটি পরীক্ষার প্রথম ধাপ। অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন আসবে এই ধাপে। পরীক্ষা হবে অনলাইন মোডে অর্থাৎ কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে। মোট ২০০ নম্বরের হবে টায়ার -১ এর পরীক্ষা। ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর। সময় থাকবে ৬০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুলের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। এই ধাপের পরীক্ষার বিষয় গুলি হল – রিজনিং এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল এওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ।

    টায়ার-২

    প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ধাপ বিবেচ্য হবে। এই ধাপের পরীক্ষা হবে ১০০ নম্বরের। মাধ্যমিক মানের প্রশ্ন আসবে। ইংরেজি বা হিন্দী বিষয়ে বিভিন্ন প্রবন্ধ বা চিঠি লিখতে হবে। প্রবন্ধের শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হবে ২০০ থেকে ২৫০ এর মধ্যে। অন্যদিকে চিঠি লিখতে হবে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে। এই ধাপের পরীক্ষাতেও সময় থাকবে ৬০ মিনিট। ৩৩% নম্বর পেলে এই ধাপে উত্তীর্ণ হওয়া যাবে।

    টায়ার-৩ 

    এটি হলো পরীক্ষার চূড়ান্ত ধাপ। ইংরেজি মাধ্যমে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ১৫ মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করতে হবে। অন্যদিকে হিন্দি মাধ্যমের ক্ষেত্রে ১৫ মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে হবে।

    এরপরে শেষোক্ত দুই ধাপ মিলিয়ে বের হবে চূড়ান্ত মেধা তালিকা। তারপর প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কাজে।

  • BJP: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    BJP: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) ভোট প্রচারে গিয়ে আম আদমি পার্টির (AAP) নেতা তথা দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দাবি করেছিলেন, বিজেপির (BJP) তরফে গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly polls) থেকে তাঁকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এও দাবি করেছিলেন, এর বদলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনকে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। আপ নেতার এহেন অভিযোগ অস্বীকার করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কেজরিওয়ালের অভিযোগ সর্বৈব মিথ্যা। বিজেপির মুখপাত্র সঈদ জাফর ইসলাম বলেন, ভোটের আগে গুজরাটবাসীকে বিপথগামী করতে এবং আম জনতার কাছে বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এসব বলা হচ্ছে।

    ডিসেম্বরে ১ ও ৫ তারিখে দু দফায় ভোট হবে গুজরাটে। এই বিধানসভার আসন সংখ্যা ১৮২। গত আড়াই দশক ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP)। এ রাজ্যে ক্রমেই বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে অরবিন্দ কেজরিওয়ালের দল। দলের হয়ে গুজরাট চষে বেড়াচ্ছেন কেজরি স্বয়ং। শনিবার এক জনসভায় তিনি বলেন, ওরা (বিজেপি) আমার কাছে এসেছিল, বলেছিল যদি আমি গুজরাট নির্বাচনে অংশ না নিই, তাহলে সত্যেন্দর জৈনকে ছেড়ে দেওয়া হবে। গ্রেফতার করা হবে না মণীশ সিসোদিয়াকেও। তবে বিজেপির তরফে তাঁকে কে এই প্রস্তাব দিয়েছিল এদিন তা খোলসা করেননি কেজরি। তিনি শুধু বলেন, নিজের লোকের নাম কীভাবে বলব? আমার লোকের মাধ্যমেই ওঁরা প্রস্তাব দিয়েছিলেন। বিজেপি (BJP) কখনও সরাসরি প্রস্তাব দেয় না। ওরা একজনের থেকে অন্যজনের কাছে যায়। তারপর আরও একজনের কাছে যায়। তারপর কোনও বন্ধুর কাছে যায়। তারপর সেই বার্তা আপনার কাছে আসে।

    আরও পড়ুন: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আবেদন কেজরির, কী বলল বিজেপি?

    কেজরির দাবি নস্যাৎ করে জাফর ইসলাম বলেন, এটি সর্বৈব মিথ্যা কথা। উনি দিল্লি ও দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আন্না হাজারেকে ব্যবহার করে উনি ক্ষমতায় এসেছেন। পরে তাঁকে ছেড়ে দিয়েছেন। ক্ষমতা দখলের জন্য উনি যে কাউকে বিভ্রান্ত করতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Aaron Carter: বাড়ির বাথটাবে মিলল মার্কিন পপ গায়কের মৃতদেহ

    Aaron Carter: বাড়ির বাথটাবে মিলল মার্কিন পপ গায়কের মৃতদেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের বাড়ির বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গেল মার্কিন পপ গায়ক আরন কারটারকে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। ব্যাক স্ট্রিট বয়েসের নিক কারটারের ভাই আরন ক্যালিফর্নিয়ার বাসিন্দা। ‘আরন পার্টি’ অ্যালবামের মধ্যে দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান আরন।  

    এক পুলিশ অফিসার শনিবার সকাল ১০:৫৮- এ গিয়ে আরনের দেহ উদ্ধার করেন। আরনের ম্যানেজারকে ফোন করা হলে অনেক পরে তিনি ফোনের উত্তর দেন। ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন আরন। প্রথম অ্যালবাম বেরোয় ১৯৯৭ সালে। আর কিশোরীদের হার্টথ্রব বনে যান তিনি। প্রিটিন নিকলেডন এবং ডিজনি শো- এর জনপ্রিয় মুখ ছিলেন তিনি। লিজি ম্যাকগিয়ারেও বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। 

    আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির সেই ট্র্যাডিশন, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান 

    ব্যাক স্ট্রিট বয়েস এবং ব্রিটনি স্পিয়ারের সঙ্গেও কাজ করেছেন। আরনের ব্যক্তিগত জীবন বার বার খবরের শিরোনামে এসেছে। এর অন্যতম কারণ ছিল পাঁচ কারটার ভাইবোনের মধ্যের ঝামেলা। 

    ২০১৩ সালে ঋণের ভারে ডুবে যান এই গায়ক। কর দেওয়া থেকে মুক্তি পেতে নিজেকে দেউলিয়া ঘোষণা করার আবেদনও করেন তিনি। বেপোরোয়া গাড়ি চালানোর একাধিক অভিযোগ ছিল এই গায়কের বিরুদ্ধে। 

    ২০১৭ সালে মাদক মামলাতেও নাম জড়ায় এই পপ তারকার। ২০১৮ সালে নিজেকে নেশামুক্ত করতে রিহ্যাব সেন্টারের শরণাপন্নও হন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

    Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল। সুপার ১২ থেকে আগেই বিদায় নিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার আরও এক কলঙ্কের দাগ লাগল শ্রীলঙ্কার ক্রিকেট টিমে। রবিবার সকালে ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। অস্ট্রেলিয়ার পুলিশ গুনাথিলাকার বিরুদ্ধে ২ নভেম্বর এক মহিলার সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগে অভিযুক্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাকে ছাড়াই রবিবার সকালে দেশের উদ্দেশে রওনা দিয়েছে শ্রীলঙ্কা দল।

    শ্রীলঙ্কা টিমের তরফে জানানো হয়েছে, এই অভিযোগ আসার পর ও গুনাথিলাকাকে গ্রেফতার করার পর শ্রীলঙ্কা দল তাকে ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়ে নিজের দেশের উদ্দেশে রওনা দিয়েছে। উল্লেখ্য, রবিবার ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল। চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলে শূন্য রানে আউট হন এই ব্যাটার। পরে, দল সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তিনি আহত হওয়ার ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। 

    আরও পড়ুন: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    নিউ সাউথ ওয়েলস পুলিশ, তার ওয়েবসাইটে, একজন শ্রীলঙ্কার নাগরিককে গ্রেফতারের উল্লেখ করেছে। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ২৯ বছর বয়সী এক নারী। ওই নারী বলেছেন, দানুশকা তাঁকে যৌন নির্যাতন করেছেন। এই ঘটনাটি এই সপ্তাহের শুরুতে ঘটেছে বলে জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে, ‘একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে বেশ কয়েকদিন কথোপকথনের পর দুজনের দেখা হয়। অভিযোগ করা হয়েছে যে ২০২২ সালের ২ নভেম্বর সন্ধ্যায় দানুশকা ওই মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন। এর পরে, পুলিশ মহিলার বাসভবন ‘রোজ বে’-এ তদন্ত করার পর সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে ৩১ বছর বয়সী দানুশকাকে গ্রেফতার করা হয়। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

  • Depression Cloud: শীত দোরগোড়ায়, নিম্নচাপের ভ্রুকুটিতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

    Depression Cloud: শীত দোরগোড়ায়, নিম্নচাপের ভ্রুকুটিতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত এসে দোরগোড়ায় কড়া নাড়ছে। আর তার আগেই নিম্নচাপের (Depression) ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপে পরিণত হয়ে উপকূলে প্রবেশ করতে পারে।

    আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। ঘূর্ণাবর্ত তৈরির পরিবেশও তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে ফের নিম্নচাপ ঘনিয়ে উঠতে পারে। তেমন হলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।                                                                      

    তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ভয় কম বলে আশ্বস্থ করেছেন আবহাওয়াবিদরা (Weather Department)। সরাসরি প্রভাব না পড়লেও আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে।  

    আবহাওয়া দফতর সূত্রে এও জানানো হয়েছে, আগামী সপ্তাহে আরও কমবে তাপমাত্রার পারদ। এদিকে, অক্টোবরে শীতলতম দিনের রেকর্ড গড়ার পর, আজও কুড়ির ঘরে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু জায়গায়।

    আরও পড়ুন: আইপিএস অফিসারের বিরুদ্ধে মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ এম এস ধোনি

    পরের সপ্তাহের মাঝামাঝি থেকে জেলায় জেলায় আরও কমবে তাপমাত্রা। সকালের দিকে থাকতে পারে হালকা কুয়াশা। বাতাসের আদ্রতার পরিমাণও কমবে বলে জানিয়েছে মৌসম ভবন। সব মিলিয়ে থাকবে মনোরম পরিবেশ। 

    অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পাহাড়ি শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশবছরে শহরের তাপমাত্রায় রেকর্ড পতন। অক্টোবরের শেষে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামল। একদিনে ৪ ডিগ্রি কমল সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ঘূর্ণিঝড় সিত্রাং চলে যেতেই বাংলায় উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে। তার প্রভাবেই তাপমাত্রার পতন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Sudhir Suri: পাঞ্জাবে শিবসেনা নেতা খুনের তদন্তভার নিতে পারে এনআইএ, আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ বিজেপির

    Sudhir Suri: পাঞ্জাবে শিবসেনা নেতা খুনের তদন্তভার নিতে পারে এনআইএ, আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনা (Shiv Sena) নেতা সুধীর সুরি (Sudhir Suri) হত্যাকাণ্ডের তদন্তভার নিতে পারে এনআইএ (NIA)। শুক্রবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরের সামনে প্রকাশ্য দিবালোকে সুধীরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান পুলিশের। এদিকে, ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে কানাডা-বেসড গ্যাংস্টার লখবীর সিং লান্ডা। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি (BJP)।

    এদিন অমৃতসরের এক মন্দিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন সুধীরও (Sudhir Suri)। বস্তুত, ওই প্রতিবাদী মঞ্চের নেতা তিনিই। এলাকায় সুধীর হিন্দুত্ববাদী দল শিবসেনা তাকসিলার সদস্য হিসেবে পরিচিত। এদিন দুপুরে তিনি যখন মন্দিরের সামনে ধর্নায় বসেছিলেন, তখন আচমকাই স্থানীয় এক দোকানদার তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ওই দোকানদার পরপর পাঁচটি গুলি চালায়। পুলিশ জানিয়েছে, গুলি লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সুধীর। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তলটিও।

    সুধীর (Sudhir Suri) খুনের ঘটনায় খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর যোগ থাকতে পারে বলে অনুমান। সেই কারণে তদন্তভার তুলে দেওয়া হতে পারে এনআইএর হাতে। জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গেলেই জানা যাবে খুনের প্রকৃত উদ্দেশ্য। খুনের ঘটনার জেরে অমৃতসর জুড়ে করা হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এদিকে, খুনের ঘটনার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কানাডা-বেসড গ্যাংস্টার লখবীর সিং লান্ডা। পুলিশ জানিয়েছে, ওই পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে।

    আরও পড়ুন: চরম আর্থিক সংকটের মুখে পাঞ্জাব? দাবি আপের শ্বেতপত্রে

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা নিশানা করেছেন রাজ্যের শাসক দল আম আদমি পার্টিকে। পাঞ্জাবে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছেন তিনি। ট্যুইট-বাণে এই বিজেপি নেতা লিখেছেন, আপের শাসনে পাঞ্জাবে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) এখন গুজরাটে এই মডেল প্রয়োগ করতে চান?  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর  রহমানের (Sheikh Mujibur rahman) সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।  পাকিস্তানের বর্তমান অবস্থা ১৯৭১ এর মতো বলেও অভিযোগ তাঁর। প্রসঙ্গত, ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ (Bangladesh)।

    লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। ওই মার্চে যোগ দিয়েছিলেন ইমরান (Imran Khan) স্বয়ং। দিন দুয়েক আগে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। পায়ে গুলি লাগে ইমরানের। গুরুতর জখম হয়েছেন তাঁর দলের দুই নেতাও। ইমরান ভর্তি রয়েছেন লাহোরের সওকত খানুম হাসপাতালে। ওই হাসপাতালেরে বেডে শুয়েই ক্রিকেটার-রাজনীতিক ইমরান সে দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে বলেন, কী ঘটেছিল পূর্ব পাকিস্তানে? সব চেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৮ বছর পর বাংলাদেশে ভারতের সঙ্গে দুই সিরিজের প্রীতি ম্যাচ খেলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছিল তখন। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। তবে আমরা যখন জোড়া ম্যাচ জিতেছিলাম, স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার মানুষ তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। আমি অনুভব করেছিলাম, ওঁদের সঙ্গে আমরা কী অবিচারই না করেছি। ওঁরা আমাদের ছাড়তে চাননি, আমরাই অবিচার করেছি।

    ইমরান (Imran Khan) বলেন, সেই একই ঘটনা আমার সঙ্গে ঘটছে। কোণঠাসা করে দেওয়া হয়েছে দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দলকে। তাদের নেতাকে মারার চেষ্টা করছে। তিনি বলেন, লোকেরা এই চোরেদের দল, যারা এখন ক্ষমতায় রয়েছে, তাদের চিনতে পারছেন না। তাঁকে হত্যার চেষ্টার জন্য ইমরান অভিযোগের আঙুল তোলেন মেজর জেনারেল ফয়জল নাসির, ইন্টিরিয়র মিনিস্টার রানা সানাউল্লাহ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে।

     

  • CLAT Exam: আইন নিয়ে পড়াশোনা করতে চান? জেনে নিন সিএলএটি পরীক্ষার খুঁটিনাটি

    CLAT Exam: আইন নিয়ে পড়াশোনা করতে চান? জেনে নিন সিএলএটি পরীক্ষার খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: কোটের ওপর গাউন চাপিয়ে, এজলাসে দাঁড়িয়ে সওয়াল জবাব করার সখ অনেকেরই থাকে। স্বাধীনতার আগে আবার বিলেত থেকে ‘ব্যারিস্টার’ ডিগ্রি নিয়ে আসাটা ছিল সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির অন্যতম মাপকাঠি। দেশ স্বাধীন হয়েছে। তবে আইনের ডিগ্রির প্রতি আকর্ষণ আগের মতোই রয়েছে। সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে যেখানে “আইন” পড়ানো হয়। তবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলি থেকে আইনের ডিগ্রি নিতে চাইলে সেক্ষেত্রে বসতে হবে CLAT পরীক্ষায়। সম্পূর্ণ নাম Common Law Admission Test। এই পরীক্ষায় ভালো স্কোর করলে সুযোগ পাওয়া যায় দেশের নামী ২৫টি আইন বিশ্ববিদ্যালয় পড়ার। এছাড়াও কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও CLAT স্কোরের ভিত্তিতে ভর্তি নেয়। বিভিন্ন Public sector গুলি, যেমন ONGC, Coal India, BHEL, Steel Authority of India, Oil India তে আইনি পরামর্শদাতা হিসেবে সুযোগ পেতে CLAT স্কোর দেখা হয়। এই বছরের CLAT পরীক্ষা হবে ১৮ই ডিসেম্বর। অনলাইন ফর্মফিলাপ চলবে ১৩ই নভেম্বর অবধি।

    আরও পড়ুন: কেরলে ৩২ হাজার মহিলার ধর্মান্তকরণ ও আইসিসে যোগদানের কথা বলবে ‘দ্য কেরালা স্টোরি’

    কারা বসতে পারে এই পরীক্ষায়?

    CLAT এর মাধ্যমে স্নাতক স্তরে যারা আইন নিয়ে পড়তে চায়, তাদেরকে যে কোনো শাখায় অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল যেকোনও পরীক্ষায় পাশ করতে হবে এবং নূন্যতম ৪৫% নম্বর পেতে হবে‌। সংরক্ষিত ক্যাটাগরির  প্রার্থীদের ক্ষেত্রে ৪০% নম্বর পেলেই হবে। অন্যদিকে  CLAT এর মাধ্যমে আইনের স্নাতকোত্তর ডিগ্রি পেতে, আইনের গ্রাজুয়েটরা ৫০% নম্বর পেলেই আবেদন করতে পারবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৪৫% নম্বর থাকলেই আবেদন যোগ্য। ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীরাও এই পরীক্ষায় বসতে পারবে কিছু শর্ত সাপেক্ষে। 

    পরীক্ষার বিষয় কী কী?

    ১৫০ নম্বরের এই পরীক্ষায় সময় পাওয়া যাবে ২ ঘণ্টা। এমসিকিউ ধাঁচে প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ১ নম্বর পাওয়া যাবে‌। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
    নিম্নলিখিত বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে। 

    ইংলিশ কমপ্রিহেনশন

    জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 

    লিগ্যাল রিজনিং

    লজিক্যাল রিজনিং

    কোয়ান্টেটিভ টেকনিক (ম্যাথ)

    দেশের সেরা আইন বিশ্ববিদ্যালয় গুলি দেখে নেওয়া যাক একনজরে :

    ১)ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর।
    ২) NALSAR ইউনিভার্সিটি অফ ,, হায়দ্রাবাদ।
    ৩) ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি, ভোপাল।
    ৪) দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জ্যুরডিক্যাল সায়েন্সে্‌ কলকাতা।
    ৫) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যোধপুর।
    ৬) হেদায়েতুল্লাহ ন্যাশনাল ল ইউনিভার্সিটি, রায়পুর।
    ৭) গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি, গান্ধীনগর।
    ৮) ডক্টর রামমোহন লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি, লক্ষ্ণৌ।
    ৯) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডভান্সড লিগ্যাল স্টাডিস, কোচি।
    ১০) রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল, পাতিয়ালা।
    ১১) চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, পাটনা।
    ১২) ন্যাশনাল ইউনিভার্সিটি ওড়িশা, কটক।
    ১৩) দামোদারাম সঞ্জীব্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, বিশাখাপত্তনম।
    ১৪) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি এন্ড রিসার্চ ইন ল, রাঁচি।
    ১৫) ন্যাশনাল ল স্কুল এন্ড জুডিশিয়াল অ্যাকাডেমি, গুয়াহাটি। 
    ১৬) তামিলনাড়ু ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিচি।
    ১৭) মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, মুম্বাই।
    ১৮) মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নাগপুর।
    ১৯) মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ঔরাঙ্গাবাদ।
    ২০) হিমাচল প্রদেশ ন্যাশনাল ল ইউনিভার্সিটি, শিমলা।
    ২১)ধর্মশাস্ত্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, জব্বলপুর।
    ২২) ডঃ বি আর আম্বেদকর ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সনিপথ।
    ২৩) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সিকিম।
    ২৪) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা।
    ২৫) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, মেঘালয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • T-20 World Cup: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    T-20 World Cup: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ভারতকে কোনও বিশেষ সুবিধা দেয় না। বাংলাদেশ সমর্থক ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির অভিযোগের যোগ্য জবাব দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny)। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি অভিযোগ তুলেছিলেন আইসিসি (ICC) ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তোলার মরিয়া চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আফ্রিদির এই অভিযোগের প্রেক্ষিতে বিনি বলেন, “এটা একেবারে ঠিক নয়। আমি মনে করি না আইসিসি আমাদের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে। সবার সঙ্গেই সমান আচরণ করা হয়। কোনওভাবেই একথা (পক্ষপাতিত্বের) বলা যায় না। অন্য দলগুলির থেকে আমরা বাড়তি কী সুবিধা পেয়েছি? সন্দেহ নেই ভারত আন্তর্জাতিক ক্রিকেটের বড় পাওয়ার হাউস। তবে আইসিসি সবাইকে সমান চোখে দেখে।”

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    প্রসঙ্গত, অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ। শুরুতে বেঙ্গল টাইগাররা ভাল খেললেও, বৃষ্টির পরেই ঘটে ছন্দপতন। খেলা শেষে  ভিজে মাঠকে হারের অজুহাত হিসেবে খাড়া করে বাংলাদেশ শিবির। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ভারতের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে প্রাকারান্তরে দাবি তোলে পাক সংবাদমাধ্যমও। এবার সেই অভিযোগেরই জবাব দিলেন  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট। আইসিসি ইভেন্টে ভারত গত কয়েক বছর ধরে ভালো খেলা সত্ত্বেও কি কারণে ট্রফি জিততে পারছে না? এর উত্তরে রজার বিনি বলেছেন, “আমি আশা করব, গত বারের বিশ্বকাপের ফলাফলটা একটা ব্যতিক্রম হিসেবে থাকবে। এই বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপটা ভারতই জিতবে। আমরা শিরোপার অনেক কাছে এসেছি। শেষ কয়েকটি টি-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও পৌঁছেছি। সেই নির্দিষ্ট দিনটায় আমাদেরকে ভালো খেলতে হবে।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    রোহিত শর্মার অধিনায়কত্ব প্রসঙ্গে বিনি জানান প্রত্যেক অধিনায়কের খেলানোর ধরন আলাদা। কপিলদেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট বা কোহলি প্রত্যেকে নিজেদের মতো করে দল পরিচালনা করেছেন বা করেন। বিনির কথায়, “রোহিত একজন খুব অভিজ্ঞ ক্রিকেটার। ও একাধিক ম্যাচ খেলেছে। বিভিন্ন ধরনের পরিস্থিতির সামনে পড়েছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা। ধোনি সম্পূর্ণ আলাদা। ওর সাথে এই ভাবে অন্য কাউকে তুলনা করা যায় না। কপিল দেব বা গাভাসকরেরও (সুনীল) খেলার ধরন আলাদা আলাদা ছিল। দু’জনেই দু’টি আলাদা পন্থায় দলকে চালিয়েছেন।”

     

LinkedIn
Share