মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শাসন ব্যবস্থায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের আরও বেশি প্রতিনিধিত্বের দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at BRICS)। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিশের শতকে তৈরি হওয়া বৈশ্বিক প্রতিষ্ঠানগুলিতে আজকের দিনে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিত্ব নেই। যেসব দেশ আজকের বিশ্ব অর্থনীতিতে মুখ্য ভূমিকা নিচ্ছে, তাদের কোনও জায়গা নেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। এটা শুধু প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, বরং বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার প্রশ্নও বটে।”
পুরাতন কাঠামো পরিবর্তনের আহ্বান
রিওর আইকনিক মিউজিয়াম অব মডার্ন আর্টে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারের জন্য জোরালো আবেদন করেন মোদি (PM Modi at BRICS)। তিনি বলেন, “২১ শতকের সফটওয়্যার ২০ শতকের টাইপরাইটারে চলতে পারে না”। এই কটাক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানের অচলাবস্থা ও বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, যেখানে প্রযুক্তি প্রতি সপ্তাহে বদলাচ্ছে, সেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে ৮০ বছরেও একবার বদল হয় না— এটা গ্রহণযোগ্য নয়।” তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর সংস্কার শুধুমাত্র প্রতীকী না হয়ে বাস্তবভিত্তিক হওয়া উচিত।
ব্রিকস কী
ব্রিকস (BRICS) হল উদীয়মান অর্থনীতির ৫টি দেশের গোষ্ঠী – ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা। এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে এতে যোগ দেয়। সম্প্রতি এতে যোগ দিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহি, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান। ক্রমে এই গোষ্ঠী বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতির জোটে পরিণত হয়েছে। রাশিয়া বাদে সব দেশই উন্নয়নশীল। ব্রিকসের মূল লক্ষ্য হল বিকল্প অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করা।
গ্লোবাল সাউথ-এর কণ্ঠস্বর
দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল (PM Modi on Global South) এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করলেন মোদি। যদিও এই দেশগুলি বিশ্ব কূটনীতির ময়দানে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলিতে এই দেশগুলির প্রতিনিধিত্ব থাকা জরুরি। প্রধানমন্ত্রী মোদি বলেন, “গ্লোবাল সাউথ বহুবার দ্বৈত মানদণ্ডের শিকার হয়েছে। উন্নয়ন, সম্পদের বণ্টন বা নিরাপত্তা— প্রতিটি ক্ষেত্রেই এই বৈষম্য স্পষ্ট।” তিনি জোর দিয়ে বলেন, “যেসব দেশ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেগুলো এখনো আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের মঞ্চে যথাযথ স্থান পায় না।” তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। সরাসরি বলেন, “জলবায়ু সঙ্কট মোকাবিলার অর্থ, উন্নয়ন, প্রযুক্তিগত সুযোগ সুবিধার ক্ষেত্রে এই দেশগুলিকে বেশির ভাগ সময়েই নামমাত্র কিছু দেওয়া হয়ে থাকে।” মোদির দাবি, দীর্ঘদিন ধরেই দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলির সঙ্গে এই বঞ্চনা চলছে। তাঁর কথায়, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।”
আগামী বছর ভারতে ব্রিকস সম্মেলন
সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে মোদির (PM Modi at BRICS) উষ্ণ সাক্ষাত্ ও আলিঙ্গন বিশ্ব নেতাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দেয়। “সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসন ব্যবস্থার জন্য গ্লোবাল সাউথ সহযোগিতা জোরদার করা”— এই মূল উদ্দেশ্যে ব্রাজিলের নেতৃত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা হয় জলবায়ু পরিবর্তনের অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতাবাদ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে। সম্মেলনে মোদি ব্রিকস (BRICS)-কে একটি “সময়ের সঙ্গে পরিবর্তনশীল ও অভিযোজনক্ষম সংগঠন” হিসেবে বর্ণনা করেন। সম্প্রতি ব্রিকস-এর সম্প্রসারণকে স্বাগতও জানান। বলেন, “ব্রিকস সম্প্রসারিত হয়েছে, নতুন বন্ধুরা যোগ দিয়েছেন। এটা প্রমাণ করে, আমরা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারি। এখন একই ইচ্ছাশক্তি দরকার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব উন্নয়ন ব্যাংকগুলোর মতো প্রতিষ্ঠান সংস্কারের জন্যও।” উল্লেখ্য, ২০২৬ সালে ভারত ব্রিকস (BRICS)-এর সভাপতিত্ব নিতে চলেছে।
Leave a Reply