Tag: bangla news

bangla news

  • BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বিজেপির (BJP) কোনও পদে নেই। সক্রিয় কর্মী হিসেবে তাঁকে দলের নেতারা মানতে পারছেন না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই কী কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করা হল। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এখন এই বিষয় নিয়ে চর্চা চলছে।

    কনিষ্ককে গ্রেফতার করতে কতজন পুলিশ কর্মী এসেছিলেন, জানেন?

    আজ দুপুরে আচমকাই জনা ৩০ পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ি ঘিরে ফেলে। হকচকিয়ে যান শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। তার নামে ওয়ারেন্ট আছে বলে তাকে বেরোতে বলে পুলিশ। কি কারণে ওয়ারেন্ট জানতে চান কনিষ্ক পণ্ডা। পাশাপাশি পুলিশের কথায় না বেরোতে চাইলে দরজা ধাক্কা মেরে ভাঙার উপক্রম করে পুলিশ। তারপর তিনি বেরিয়ে আসেন। তাঁকে গ্রেফতার করে এখন মারিশদা থানায় রাখা হয়েছে।

    কে এই কনিষ্ক?

    কাঁথি তথা পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত নাম হলেও রাজ্য রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত হয়ে ওঠেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসাবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সময় শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পথ চলা নিয়ে সবাই যখন সন্ধিহান সেই সময় প্রচারের আলোয় চলে আসেন কাঁথির এই নেতা। সেটা ২০২০ সালের শেষ সময়। দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন। তারপর বিজেপিও করেছেন কিছুদিন। তারপর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। শেষে  শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) যোগদান করার পর নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু, এই দু বছরে সেভাবে দেখা যায়নি কনিষ্ককে। মাঝেমধ্যে কখনো কখনো শুভেন্দু অধিকারীর বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও বিজেপির কোনও পদে ছিলেন না তিনি। এহেন কনিষ্ককে পঞ্চায়েত ভোটের ফলাফলের পরের দিন পুলিশ কেন গ্রেফতার করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, পুরানো বহু রাজনৈতিক মামলাতে অভিযুক্ত রয়েছেন কনিষ্ক পন্ডা। কোনও অভিযোগ করেছে সিপিএম, কোনটা তৃণমূল কংগ্রেস। ঠিক কোনও অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ, তা জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rafale-M Fighter Jet: নৌসেনার চুক্তির ‘ডগফাইটে’ কীভাবে ‘এফ ১৮’-কে টেক্কা দিল ‘রাফাল এম’?

    Rafale-M Fighter Jet: নৌসেনার চুক্তির ‘ডগফাইটে’ কীভাবে ‘এফ ১৮’-কে টেক্কা দিল ‘রাফাল এম’?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফরাসি রাফাল এম (Rafale-M Fighter Jet) নাকি মার্কিন এফ/এ-১৮ ই/এফ যুদ্ধবিমান— ভারতীয় নৌসেনার (Indian Navy) দুই বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত-এর ডেক থেকে কে উড়বে? কয়েক বছর ধরেই সেই নিয়ে বিস্তর জল্পনা চলছিল, ছিল দাবি-পাল্টা দাবি। কেউ রাফাল-এম বিমানকেই পছন্দ করলে, তো কারও মতে সেরা বাজি ছিল এফ/এ-১৮। প্রায় তিন বছর ধরে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের খবর, ফরাসি রাফালের ওপরই ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। আগামিকালই বাস্তিল ডে উৎসবে যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সম্ভবত, এই মর্মে ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, ২৬টি বিমানের বরাত দেওয়া হবে ফরাসি দাসো এভিয়েশনকে। 

    ‘রাফাল এম’ বনাম ‘এফ ১৮’ ডগফাইট

    এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় নৌসেনার (Indian Navy) বরাত পাওয়ার ‘ডগফাইটে’ ঠিক কোন কোন জায়গায় প্রবল প্রতিপক্ষ এফ/এ-১৮ যুদ্ধবিমানকে টেক্কা দিল ফরাসি রাফাল? কীভাবে বোয়িংকে মাত দিল দাসো। নেপথ্যে এক নয়, রয়েছে একাধিক কারণ ও যুক্তি—

    ভারতীয় রণতরীর বিশেষ স্কি-র‌্যাম্প (সামরিক পরিভাষায় STOBAR) ভিত্তিক ডেক থেকে ওড়ার সক্ষমতা থেকে শুরু করে মাঝ-আকাশে ক্ষিপ্রতা, বিভিন্ন ধরনের মিশনে দায়িত্ব সম্পন্ন করার দক্ষতা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা ও বৈচিত্র্য— এই সব ক্ষেত্রেই দুই যুদ্ধবিমান প্রায় সমান-সমান। কেউ কারও থেকে পিছিয়ে ছিল না। এক কথায় টেকনিক্যাল স্পেসিফিকেশনে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফারাক করা মুসকিল ছিল। 

    শুধুমাত্র তফাতের মধ্যে মার্কিন এফ/এ-১৮ এর তুলনায় রাফাল-এম (Rafale-M Fighter Jet) অনেকটাই হাল্কা বিমান। যে কারণে, রাফালকে সহজেই জাহাজের ডেকে অবরতণের করানো সম্ভব। কিন্তু, এটা একটা কারণ হলেও, বড় কারণ নয়। মার্কিন বিমানকে অন্য জায়গায় পিছনে ফেলে দিয়েছে রাফাল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মূলত লজিস্টিক্যাল অ্যান্ড অপারেশনাল কনভিনিয়্যান্স এবং ইন্টার-অপারেবিলিটি— এই জায়গায় রাফালে-এম এর থেকে পিছিয়ে পড়ে এফ/এ-১৮। 

    ইন্টার-অপারেবিলিটির সুবিধা

    প্রথম ও প্রধান কারণ, ইন্টার-অপারেবিলিটি। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে। ৩৬টি যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত। ফলত, নৌসেনাতেও (Indian Navy) যদি রাফাল-এম (Rafale-M Fighter Jet) আসে, তাহলে রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি পেতে সহজ হবে। উপরন্তু, বায়ুসেনায় রাফালের যে ৮টি টুইন-সিটার ভেরিয়েন্ট রয়েছে, তাতে প্রশিক্ষণ নিতে পারবে নৌসেনার পাইলটরাও। যদিও, নৌসেনাও সম্ভবত কয়েকটি টুইন-সিটার রাফাল-এম ভেরিয়েন্ট নিতে পারে। প্রাথমিক স্তরে, সূত্রের খবর ২৬টির মধ্যে ১৮টি সিঙ্গল-সিটার ও ৮টি টুইন-সিটার হতে পারে। যৌথ অভিযানে নৌসেনার রাফাল-এম ও বায়ুসেনার রাফালের মধ্যে সমন্বয়ের কোনও সমস্যা হবে না। কারণ, এই দুই যুদ্ধবিমানের ৮৫ শতাংশ এক। অন্যদিকে, এফ/এ-১৮ ই/এফ কিনলে, গোটাটাই নতুন হবে। তার প্রশিক্ষণ থেকে শুরু করে কার্যপদ্ধতি, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ। ফলে, তাতে খরচ বাড়বে।

    ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস

    দ্বিতীয় কারণ হল, ফরাসি নিশ্চয়তা। ভারতের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত মজবুত। ঠিক যেমনটা একটা দীর্ঘ সময় ধরে প্রতিরক্ষা সহযোগী ছিল ভারত ও রাশিয়া। আজ থেকে নয়, বিগত কয়েক যুগ ধরে ফরাসি যুদ্ধবিমান ব্যবহার কর আসছে ভারত। উরাগন থেকে শুরু করে সিপক্যাট জাগুয়ার, মিরাজ থেকে শুরু করে এখন রাফাল— ভারতীয় বায়ুসেনায় ফরাসি যুদ্ধবিমানের ইতিহাস দীর্ঘ। ভারত যে মিরাজ-২০০০ বিমান ব্যবহার করছে, তাতে কোনও সমস্যা দেখা দেয়নি। ২০২১ সালে, ভারত ২৪টি সেকেন্ড-হ্যান্ড মিরাজ কিনেছে। 

    প্রযুক্তি হস্তান্তরের নিশ্চয়তা

    তৃতীয়ত, ভারতের দেশে তৈরি নীতিতে ফ্রান্সের সম্মত হওয়া বিরাট ভূমিকা পালন করেছে। সবচেয়ে বড় কথা, প্রযুক্তি হস্তান্তর নিয়ে কোনওপ্রকার নিষেধাজ্ঞা নেই মাক্রঁর দেশের। নৌসেনায় (Indian Navy) ব্যবহৃত হচ্ছে, ফরাসি স্করপিন সাবমেরিন। সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সেগুলি ভারতেই তৈরি হচ্ছে। এছাড়া, সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মার্ক-৩ লাইট হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে সাহায্য করতে ভারতকে প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সম্প্রতি, ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে নতুন জেট ইঞ্জিন তৈরির প্রস্তাবও দিয়েছে ফ্রান্সের সংস্থা সাফরান। এই ইঞ্জিনগুলি ভারতের ভবিষ্যতে দেশীয় পঞ্চম প্রজন্মের অ্যামকা যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, অনেকেই জানেন না, ভারতের তেজস যুদ্ধবিমান অনেকটাই ফরাসি নকশায় তৈরি। তাতে একাধিক ফরাসি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার হয়।

    ফলত, এত কিছু কারণের জন্যই নৌসেনার জন্য ফরাসি রাফাল-এম (Rafale-M Fighter Jet) যুদ্ধবিমানকে বাছতে চলেছে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: নিয়োগ দুর্নীতি! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Calcutta High Court: নিয়োগ দুর্নীতি! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সশরীরে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৮ জুলাই  তাঁদের হাজিরা দিতে হবে। এক মামলায় এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শম্পা ঘোড়ুই নামে এক আবেদনকারীর আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ

    আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, শম্পা ঘোড়ুইয়ের আবেদন খতিয়ে দেখে নথিপত্র-সহ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারিকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। আদালতের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী আগামী ১৮ তারিখ তাঁদের হাজিরা দেওয়ার কথা।  তিনি আরও জানান, শম্পা ঘোড়ুই ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্যানেলে নাম ওঠা সত্ত্বেও চাকরি পাননি। নিয়োগ কেন হল না, তা নিয়ে আদালতে মামলা করেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাঁকে জানানো হয়, সাধারণ শ্রেণির আবেদনকারী হওয়া সত্ত্বেও তিনি সংরক্ষিত প্রার্থীদের মতো রেজিস্ট্রেশন ফি জমা করেছিলেন। সেই কারণে পর্ষদ তাঁর কাছে অতিরিক্ত ৫০০ টাকা ফিজও নেয় বলে অভিযোগ। কিন্তু এরপরও নিয়োগপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন শম্পা। তাঁর আবেদন ছিল, ফিজ দেওয়া নিয়ে যে সমস্যার কথা যুক্তি হিসেবে বলেছিল পর্ষদ, সেই সমস্যার তো সমাধান হয়ে গিয়েছে। তাহলে তিনি কেন প্যানেলে নাম থাকা সত্বেও নিয়োগ পাচ্ছেন না? এনিয়ে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি পেশ করে আবেদনকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়।

    আরও পড়ুুন: জয়ী প্রার্থীদের দেওয়া হচ্ছে না সার্টিফিকেট, মালদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

    এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানালেন, নিজেদের নথিপত্র নিয়ে আগামী ১৮ জুলাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে। একই সঙ্গে হাজিরা দিতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারিকেও। তবে পর্ষদের সিদ্ধান্তের উপর এখনই কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। কিন্তু পর্ষদ সভাপতিকে তলব করে হাইকোর্ট কড়া অবস্থানের কথা স্পষ্ট করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ravi Shankar Prasad: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    Ravi Shankar Prasad: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গণতন্ত্রকে লজ্জা দিয়েছেন।” বুধবার কলকাতায় এসে এই ভাষায়ই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন সাংসদ বিজেপির (BJP) রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। নির্বাচনোত্তর হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসার কথা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। এই টিম গড়ে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই টিমেই রয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর।

    “আমার রাজ্যেও শান্তিতে ভোট হয়”

    এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় যাব। আমি বিহার থেকে এসেছি। যেখানে এ ধরনের ঘটনা (নির্বাচনোত্তর হিংসা) অতীতে ঘটত। আমার রাজ্যেও এখন শান্তিতে নির্বাচন হয়। আমি শুনেছি, ভোট গণনার দিনও একটা খুন হয়েছে। আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন।” প্রাক্তন আইনমন্ত্রী (Ravi Shankar Prasad) বলেন, “মমতাজিকে আমি আজ মনে করিয়ে দিতে চাই বাংলার রাজনীতিতে তিনিই পরিবর্তন এনেছিলেন। বাম জমানার বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু বামেদের থেকেও নোংরা রাজনীতিতে আপনি নামলেন কী করে? কেন আপনার রাজনীতি এভাবে সম্পূর্ণ নিষ্ঠুর হয়ে গেল? আপনি তাহলে কী করলেন? নির্বাচনের প্রতি মুহূর্তে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। কড়া কড়া পর্যবেক্ষণ দিতে হয়েছে। এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্ত বাংলার ভোট-হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।”

    “গণনায়ও খুন?”

    সাংসদ বলেন, “গণনায়ও খুন? জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দেওয়ায় সার্টিফিকেট দেওয়া হয়নি…কেন বাংলায় এমনটা হচ্ছে? গণনার দিনও খুন হচ্ছে!” প্রাক্তন আইনমন্ত্রী বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সোজা প্রশ্ন করতে চাই যে যদি আপনি সন্ত্রাস না করতেন তাহলে কতগুলি আসন জিততে পারতেন? রাজ্য সরকার ও রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের সহায়তা না থাকলে আপনি কতগুলি আসন পেতে পারতেন?”

    রবিশঙ্কর (Ravi Shankar Prasad) বলেন, “কেন আপনি সংবাদ মাধ্যমের সামনে মুখ দেখাতে পারছেন না? আপনি যে লজ্জিত! আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে। আমরা আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গে যাব। সব জায়গায়ই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলব। আশা করি, আমাদের সেখানে যেতে দেওয়া হবে।” তিনি বলেন, “বাংলার মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, থাকবেও। গণতন্ত্রের ওপর এই আক্রমণের জবাব দেবে বিজেপি।”

    আরও পড়ুুন: ভোটের হিংসায় ফের মুর্শিদাবাদ ও মালদায় মৃত্যু হল ২ জনের! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Panchayat election 2023: রাস্তা থেকে উদ্ধার শয়ে শয়ে ছাপ মারা বৈধ ব্যালট, বিডিওকে তলব হাইকোর্টের

    Panchayat election 2023: রাস্তা থেকে উদ্ধার শয়ে শয়ে ছাপ মারা বৈধ ব্যালট, বিডিওকে তলব হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election 2023) ব্যালট পেপার গণনা হয়েছে মঙ্গলবার। বুধবার রাস্তা থেকে উদ্ধার হল শয়ে শয়ে বৈধ ব্যালট পেপার। ব্যালট পেপারগুলিতে সিপিএমের প্রতীকে ভোট দেওয়া ছিল। রাস্তার নর্দমার পাশ থেকে সেগুলি কুড়িয়ে নিয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির বাম নেতারা।

    বিচারপতি অমৃতা সিনহা

    মামলা উঠল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাস্তায় ব্যালট পেপার পড়ে থাকার কারণ জানতে চেয়ে জাঙ্গিপাড়ার বিডিওকে তলব করলেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবার বেলায় ২টোয় আদালতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে তলব করা হয়েছে পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকেও। ওই বুথের ভোটের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদেরও নামের তালিকা চেয়েছেন বিচারপতি। গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি।  

    মামলাকারীর অভিযোগ

    মামলাকারীর (Panchayat election 2023) অভিযোগ, মঙ্গলবার ভোট গণনা চলাকালীন গণনাকেন্দ্রের বাইরে নর্দমার ধারে রাস্তায় পড়েছিল শয়ে শয়ে ব্যালট পেপার। তাতে স্বাক্ষর ছিল প্রিসাইডিং অফিসারেরও। তাঁর দাবি, সিপিএমের পক্ষে ভোট পড়েছিল বলেই ব্যালট পেপারগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।

    আরও পড়ুুন: জয়ী প্রার্থীদের দেওয়া হচ্ছে না সার্টিফিকেট, মালদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

    পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন বিরোধীরা। ভোট লুঠ, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া, বিরোধী প্রার্থীদের এজেন্টদের বুথে বসতে না দেওয়া, অবাধে দেদার ছাপ্পা দেওয়া, আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপি- এসবেরই ছবি সংবাদ মাধ্যমের দৌলতে দেখেছেন রাজ্যবাসী।  গণনার দিনও যে অনিয়ম হবে, সে আশঙ্কা আগেই করেছিলেন বিরোধীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট গণনার দিনই বলেছিলেন, সিপিএমকে হারাতে জোর করে ব্যালটে কারচুপি করছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার (Panchayat election 2023) ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি হার বাঁচাতে সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের টেবিল থেকে ব্যালটের বান্ডিল থেকে কয়েকটি খেয়ে নেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহাদেব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: সিপিএমকে হারাতে ব্যালট ছিঁড়ে খেয়ে শাসক দলের প্রার্থী আলোচনার কেন্দ্রে

    Panchayat Election 2023: সিপিএমকে হারাতে ব্যালট ছিঁড়ে খেয়ে শাসক দলের প্রার্থী আলোচনার কেন্দ্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) তৃণমূলের নানা কীর্তিকলাপের সাক্ষী থেকেছে। ভোটে জিততে যে কত রকমের ছলাকলার আশ্রয় নেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। সর্বত্র একই চিত্র। যখনই তৃণমূল প্রার্থীরা দেখতে পাচ্ছেন, তাঁর হার অবধারিত, তখনই তাঁরা কোথাও ব্যালট বাক্স নিয়ে দৌড় দিয়েছেন, কোথাও ব্যালট বাক্স থেকে ব্যালট বের করে তাতে জল ঢেলে দিয়েছেন। তাতেও শান্তি হয়নি। ফের সেই জল ঢেলে দেওয়া ব্যালটে ঢেলে দিয়েছেন কালি। তবে হাবড়ার এক তৃণমূল প্রার্থী যা করলেন, তাতে সবাই তাজ্জব। তাঁর কীর্তি এখন লোকের মুখে মুখে ফিরছে। অনেকেই হাসাহাসি করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তৃণমূল কি সর্বভূক হয়ে গেল?

    কী ঘটনা ঘটেছে (Panchayat Election 2023)?

    জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিপিআইএম প্রার্থীকে হারাতেই ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর সেক্রেটারি বয়েজ হাই স্কুলে। জানা গিয়েছে, গণনার শেষে ৪ ভোটে জয়ী হন সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। অভিযোগ, এরপর গণনা কেন্দ্রে ঢুকে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব মাটি। তারপর তিনি সিপিএম প্রার্থীর ৪টি ব্যালট ছিঁড়ে খেয়ে নেন এবং বাকি ব্যালট ছড়িয়ে দিয়ে পালিয়ে যান। এর পর প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ওই কেন্দ্রের গণনা।

    কী বললেন সিপিএম প্রার্থী?

    সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন, ৪ ভোটে (Panchayat Election 2023) জেতার পর জয় নিশ্চিত করার আগে ফের গণনা হওয়ার কথা ছিল। এমনটা তাঁকে জানানোও হয়েছিল। তখন সেখানে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী। এজেন্টের সঙ্গে কথা বলার পর সোজা ব্যালটের দিকে এগিয়ে গিয়ে ২৫ টা ব্যালটের তোড়া হাতে তুলে নিয়ে তা ছিঁড়ে অর্ধেক মুখে পুরে খেয়ে নেন তৃণমূল প্রার্থী। আর বাকিটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। গোটা ঘটনার জেরে গণনা কেন্দ্রে থাকা সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন বলেই দাবি করেছেন সিপিএম প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kedarnath Yatra: ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা, অতি ভারী বৃষ্টির কারণে বন্ধ কেদারনাথ যাত্রা 

    Kedarnath Yatra: ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা, অতি ভারী বৃষ্টির কারণে বন্ধ কেদারনাথ যাত্রা 

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে এক নাগাড়ে বৃষ্টির ফলে বন্ধ করা হল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। টানা বৃষ্টিতে জেরবার দেবভূমি উত্তরাখণ্ড।  এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বুধবার একথা জানিয়ে দেওয়া হয়। ক্রমাগত খারাপ আবহাওয়া ও নিরাপত্তার কথা মাথায় রেখেই জেলা প্রশাসন সোনপ্রয়াগ ও গৌরীকুন্ডে পুণ্যার্থীদের থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  ভারী বর্ষণের কারণে মন্দাকিনী ও অলকানন্দা নদীতে বিপদসীমার ওপর দিয়ে জল বইছে।

    ধসের কারণে বন্ধ রাস্তা

    বুধবার সমগ্র উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের পশ্চিমাংশের বিক্ষিপ্ত এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এর ফলে পুণ্যার্থীদের জন্য কেদারনাথ যাত্রা নিরাপদ নয়। খারাপ আবহাওয়ার কবলে পড়ে যাত্রীদের প্রাণের আশঙ্কাও থাকতে পারে। সেই কারণে কেদারনাথ ধাম যাত্রা (Kedarnath Yatra) বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন তাঁদের সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে আটকে দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণেই কেদারনাথ যাত্রা ব্যাহত হয়েছে। বেশ কিছু রাস্তা ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: নাগাড়ে বৃষ্টি, বিপর্যস্ত উত্তর ভারত, মৃতের সংখ্যা শতাধিক

    জারি কমলা সতর্কতা

    প্রশাসন সূত্রে খবর, ক্রমাগত ভারী বৃষ্টির কারণে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ধসের ফলে চারটি রাজ্য সড়কের পাশাপাশি অন্যান্য দশটি সড়কে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠেছে। যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। বুধবার উত্তরাখণ্ডে ভারী বর্ষণের কারণে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। খারাপ আবহাওয়ার পূর্বাভাসের পর রাজ্য প্রশাসন যে সমস্ত রকম বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, মঙ্গলবার সেই আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, ‘‘প্রতি বছর বর্ষার সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। ভারী বৃষ্টির কারণে ধস নামে, নদীর জলস্তর ফুলেফেঁপে ওঠে। আমরা সম্পূর্ণ সতর্ক রয়েছি। রাজ্য প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সকলেই নিজেদের দায়িত্ব পূরণ করছেন। যে কোনও রকমের পরিস্থিতির মোকাবিলা করার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: বাস্তিল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ফান্সে যাচ্ছেন মোদি, ফেরার পথে নামবেন আবুধাবিতে

    PM Modi: বাস্তিল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ফান্সে যাচ্ছেন মোদি, ফেরার পথে নামবেন আবুধাবিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মাসেই সেরে এসেছেন ঐতিহাসিক আমেরিকা সফর। এবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (PM Modi) যাচ্ছেন ইউরোপের একটি দেশ ফ্রান্স (France) সফরে। দু দিনের এই সফরের গুরুত্ব অপরিসীম বলেই ধারণা অভিজ্ঞমহলের। ফ্রান্সে বাস্তিল দিবস পালিত হবে। এই অনুষ্ঠানেই সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের তরফে এই অনুষ্ঠানে অংশ নেবে আইএএফ এয়ারক্র্যাফ্টও।

    বাস্তিল দিবস

    ফরাসিদের চেতনায় ফ্রান্সের জাতীয় দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটিই ফ্রান্সে বাস্তিল দিবস হিসেবে পালিত হয়। ফরাসি বিপ্লবের সময় ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। তার পর থেকে দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেন ফরাসিরা। বাস্তিল দিবসের দিন বাস্তিল দিবস প্যারেড হয়। অনুষ্ঠানটি অনেকটা আমাদের দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মতো। বাস্তিল দিবসের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতাদের অতিথির সম্মান দেওয়া হয়। তবে এই সম্মান সবাইকে দেওয়া হয় না। ২০১৭ সালে শেষবার আমন্ত্রণ জানানো হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে। বিদেশি এয়ারক্র্যাফ্টের অংশ গ্রহণও দৈবাৎ হয়।

    ভারত-ফ্রান্স সম্পর্ক

    চলতি বছর ভারত-ফ্রান্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ২৫ বছর পূর্তি। সেদিক থেকেও প্রধানমন্ত্রীর (PM Modi) এই সফরের গুরুত্ব অপরিসীম। তাছাড়া, ফ্রান্স দীর্ঘদিন ধরেই ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট মাক্রঁর ব্যক্তিগত সম্পর্কও বেশ ভাল। মোদির এই সফরে মাক্রঁর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। ব্যক্তিগত ডিনারও হবে। হবে সিইওদের বৈঠকও। বাস্তিল দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে স্টেট বাঙ্কোয়েটের আয়োজনও করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট ছাড়াও মোদির সঙ্গে মত বিনিময় হবে সে দেশের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের। সেনেটের প্রেসিডেন্ট এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের সঙ্গেও আলোচনা হবে মোদির।

    আরও পড়ুুন: রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ, কে তিনি জানেন?

    ফ্রান্স থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী (PM Modi) নামবেন সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে। এখানে তিনি প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ অল নাহেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ দেশের আরও কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত বছর জার্মানিতে জি-৭ সম্মেলনে সেরে ফেরার পথেও একবার নেমেছিলেন আবুধাবিতে। বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে দুই দেশ কীভাবে কাজ করবে, সেই পথই খোঁজার চেষ্টা করবে দুই দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDW vs BANGW T20I: বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি২০ সিরিজ জিতল ভারতের মেয়েরা

    INDW vs BANGW T20I: বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি২০ সিরিজ জিতল ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রফি হাতে তোলা এখন সময়ের অপেক্ষা। প্রথম ম্যাচের মতোই মীরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বিরুদ্ধে জিতল ভারতের (INDW vs BANGW T20I) মেয়েরা। ৮ উইকেটে মাত্র ৯৫ রান করলেও দুরন্ত বোলিংয়ের সুবাদে ৮ রানে বাংলাদেশের প্রমীলাবাহিনীকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। তিন ম্যাচের সিরিজে পরপর দুটো ম্যাচে জিতে সিরিজ পকেটে পুরল ভারত। দুর্দান্ত একটা ম্যাচ দেখল গোটা ক্রিকেট বিশ্ব। ১২ রানে ৩ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন বাংলার দীপ্তি শর্মা। 

    ভারতের ইনিংস

    এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত (INDW vs BANGW T20I) অধিনায়ত হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের আক্রমণে ল্যাজে-গোবরে পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, মনে করা হয়েছিল এই ম্যাচ হারতে চলেছে ভারত। কারণ এই ম্যাচে ভারতের দৌড় থামে মাত্র ৯৫ রানে। এদিন ভারতীয় ব্যাটাররা কেউ বড় রান করতে পারেননি। শেফালি ভর্মা ১৪ বলে ১৯ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারির সৌজন্যে। ভারতের ইনিংসে এটাই সবচেয়ে বেশি রান। 

    আরও পড়ুন: ‘টিম ইন্ডিয়া নাকি টিম ড্রিম ১১?’ রোহিতদের নতুন জার্সি দেখে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা

    বাংলাদেশের ইনিংস

    ভারতের (INDW vs BANGW T20I) রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই পাঁচ রানে আউট হন শামিমা সুলতানা। তাঁকে সাজঘরে ফেরত পাঠান মিন্নু মানি। পরের ওভারেই দীপ্তি শর্মা ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন। পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রানের গতি একেবারেই কমে যায়। তবে তাতে উইকেট পরার গতি কমেনি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।  ৮৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।  দুর্দান্ত বোলিং করেন দীপ্তি শর্মা। ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন দীপ্তি। পাশাপাশি শেফালিও ৩ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্য়াচের সেরা দীপ্তি বলেন, ‘এটা স্পিনারদের জন্য সেরা পিচ। আমি খুব ভালো ভাবে উপভোগ করেছি। আমাদের অনেক সাহায্য় করেছে। তবে আমি একটা পরিকল্পনা মাথায় নিয়ে খেলতে নেমেছি। যা খুবই সাধারণ। বিশেষ করে লো স্কোরিং ম্যাচে নিজেদের স্নায়ু ধরে রাখতে হয়। এই ম্যাচেও ঠিক সেটাই করেছি। আমরা আমাদের স্নায়ু ধরে রেখেছিলাম এবং পরিস্থিতি অনুযায়ী বোলিং করেছি।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: জয়ীদের ভাগ্য নির্ধারণ করবে হাইকোর্ট! পঞ্চায়েতের সব নথি সংরক্ষণের নির্দেশ

    Calcutta High Court: জয়ীদের ভাগ্য নির্ধারণ করবে হাইকোর্ট! পঞ্চায়েতের সব নথি সংরক্ষণের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে কমিশনের ভূমিকা ‘খুব সন্তোষজনক নয়’, অভিমত হাইকোর্টের। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election 2023) গণনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে আদালতে চলা মামলার ভবিষ্যতের উপর। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

    চাঞ্চল্যকর নির্দেশ হাইকোর্টের

    বুধবার পঞ্চায়েত নির্বাচন (Panchayat election 2023) সংক্রান্ত মামলাটি ওঠে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে। এই মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে,কমিশন যাঁদের জয়ী ঘোষণা করেছেন, তাঁদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের (Calcutta High Court) রায়ের পরেই চূড়ান্ত হবে। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই। এই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ, ব্যালট সহ যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার প্রেক্ষিতে জানায়, “কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক নয়। আজও তাদের কোনও অফিসার হাজির নেই বক্তব্য জানানোর জন্য। ৬৯৮ বুথে কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন হল তার ব্যখ্যা দিতে প্রস্তুত নয় কমিশন। আদালত এটা বুঝতে পারছে না কেন এত সতর্কতার পরেও গোলমাল ঠেকানো গেল না।”

    কমিশনকে  ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ

    আদালত (Calcutta High Court) জানিয়েছে, শান্তিপুর্ণ পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তা দেখার দায়িত্ব রাজ্যের। অথচ তাতে ব্যর্থ রাজ্য, এই অভিযোগ গুরুতর। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট সংক্রান্ত বিষয়ে এতদিন আদালত যে নির্দেশ দিয়েছে তা ঠিকঠাক পালন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে আদালত। অ্যাডিশিনাল অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল আদালতকে জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যাবহারের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তার কারণ কমিশনের অসহযোগিতা। নিরন্তর কমিশন অসহযোগিতা চালিয়ে গেছে। কোনও রকম তথ্য ঠিকঠাক দেওয়া হয়নি। এরপরই ভোট এবং গণনার সময়কার বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুুন: গণনার দিনও অগ্নিগর্ভ ভাঙড়, চলল গুলি, মৃত তিন আইএসএফ কর্মী, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক

    আদালতে অভিযোগ

    উল্লেখ্য, মঙ্গলবার রাতে গণনা পর্বের মাঝেই রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। বোমা-গুলির দাপটে এখনও পর্য়ন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে গণনা চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থী এবং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারীর আইনজীবী গুরু কৃষ্ণ কুমার এদিন আদালতে বুথ দখল ও বুথ লুটের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, ব্যালট পেপার টেম্পারিং হয়েছে। ভোট লুট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়নি বহু বুথে। এমনকি গণনার দিনও অশান্তি হয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share