Tag: Bengali news

Bengali news

  • Raghav Chadha Marriage: ইন্ডি জোটের অন্দরে ফের তাল ঠোকাঠুকি! রাঘবের মেগা বিয়েকে ঘিরে আপকে বিঁধল কংগ্রেস

    Raghav Chadha Marriage: ইন্ডি জোটের অন্দরে ফের তাল ঠোকাঠুকি! রাঘবের মেগা বিয়েকে ঘিরে আপকে বিঁধল কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি আম আদমি পার্টির নেতা। অথচ বিয়ে করতে গিয়ে তিনি পরেছেন ১০ লাখি পোশাক! আপ সাংসদ রাঘব চাড্ডার বিয়ে হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে (Raghav Chadha Marriage)। এই মেগা বিয়েকে কেন্দ্র করে অশান্তি দেখা দিয়েছে ইন্ডি (INDI) জোটের অন্দরে। রাঘবকে কটাক্ষ করেছে কংগ্রেস। ঘটনাচক্রে এই দুই দলই রয়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডিতে।

    অশান্তি ইন্ডি জোটে

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করতে জোট বেঁধেছে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’। এই ‘ইন্ডিয়া’র অন্দরেই নিত্য চলছে তাল ঠোকাঠুকি। জোটে থাকলেও, পঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে লড়বে বলে আগেই জানিয়ে দিয়েছেন আপ নেতৃত্ব। এখানে যে কোনও আসন সমঝোতা হবে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে কেজরিওয়ালের দলের তরফে। তার জেরে আপ-কংগ্রেস দু’ পক্ষেই চলছিল আস্তিন গোটানোর কাজ।

    কটাক্ষ-বাণ কংগ্রেসের

    রাঘব-পরিণীতির বিয়েকে (Raghav Chadha Marriage) কেন্দ্র করে হাতে অস্ত্র পেয়ে যায় কংগ্রেস। তার পরেই হাত শিবিরের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় কটাক্ষ-বাণ। আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানকে নিজের পোস্টে ট্যাগ করে কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরারের প্রশ্ন, “এঁরা যদি আম আদমি হন, তবে খাস (ভিভিআইপি) কে?”  রাঘবের আয়কর রিটার্নের হিসাবও পোস্ট করেছেন সুখপাল। তিনি লিখেছেন, “একজন জনপ্রতিনিধি হয়ে এত বিপুল খরচ করার জন্য মানুষের কাছে জবাবদিহি করা উচিত।” তবে সাত পাকে বাঁধা পড়ার জন্য রাঘব-পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক।

    প্রসঙ্গত, রবিবার রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল রাঘব-পরিণীতির বিয়ের (Raghav Chadha Marriage) আসর। বিলাসবহুল বোটে চেপে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন রাঘব। হোটেলের যে লাক্সারি স্যুটে বর-কনে থাকছেন, রাত পিছু তার ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা। এছাড়াও এই বিয়েতে বিস্তর খরচ হয়েছে বলে অভিযোগ।

    আরও পড়ুুন: উপত্যকায় বড় নাশকতার ছক ফাঁস! কাশ্মীর থেকে গ্রেফতার পাঁচ লস্কর জঙ্গি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: ওয়েনাড়ে থেকে সরে দাঁড়ান রাহুল, চাইছে সিপিআই, ফের সংঘাতের আবহ ইন্ডি জোটের অন্দরে !

    Rahul Gandhi: ওয়েনাড়ে থেকে সরে দাঁড়ান রাহুল, চাইছে সিপিআই, ফের সংঘাতের আবহ ইন্ডি জোটের অন্দরে !

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংঘাতের আবহ ইন্ডি (INDI) জোটের অন্দরে। যার জেরে অশনি সঙ্কেত দেখছেন জোটের কারিগররা। কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। এবারও ওই আসনে কংগ্রেসের প্রার্থী তিনিই। তবে কেরল সিপিআই চাইছে ওয়েনাড় নয়, রাহুল বরং অন্য কোনও আসনে প্রার্থী হোন। কারণ কেরলে সিপিআই যে চারটি আসনে লড়াই করে, তার একটি হল ওয়েনাড়।

    কংগ্রেস-সিপিআই সংঘাত

    রাহুল প্রার্থী হলে একদিকে যেমন সিপিআইয়ের পরাস্ত হওয়ার আশঙ্কা থাকছে, তেমনি ইন্ডি জোট নিয়ে জনমানসে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনাও থাকছে। (যেহেতু সিপিআই এই জোটে রয়েছে।) তাই সিপিআই কংগ্রেস নেতৃত্বকে অনুরোধ করেছে রাহুন যেন ওয়েনাড়ে প্রার্থী না হোন। যদিও কেরল কংগ্রেসের সাফ কথা, সিপিআই কিংবা অন্য কোনও জোটসঙ্গী (Rahul Gandhi) ঠিক করে দিতে পারে না অন্য দল কী করবে।

    অশান্তি সঙ্গী ইন্ডি জোটের 

    জন্মলগ্ন থেকেই অশান্তি পিছু ছাড়ছে না বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডির। নিষেধ সত্ত্বেও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ শেয়ার করায় প্রথম অশান্তি দেখা দেয়। তার পর থেকে একের পর এক অশান্তি। যার জেরে মধ্যপ্রদেশে ইন্ডির যে জনসভা হওয়ার কথা ছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। এবার সংঘাত শুরু হয়েছে ওয়েনাড় আসনটিকে কেন্দ্র করে। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড়ে প্রার্থী হয়েছিলেন রাহুল। আমেঠিতে হেরে গেলেও, ওয়েনাড়ে জয়ী হন গান্ধী পরিবারের এই প্রতিনিধি। কেরলে লোকসভার আসন রয়েছে ২০টি। এর মধ্যে সিপিআই লড়ে চারটি কেন্দ্রে।

    আরও পড়ুুন: হাওড়ায় ব্যাগ ভর্তি মানুষের কঙ্কাল মিলল পঞ্চায়েত অফিসের পাশে, আতঙ্ক

    এ রাজ্যে কংগ্রেসের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, এলডিএফের বিরুদ্ধে। এই এলডিএফেই রয়েছে সিপিআই। আবার কংগ্রেস এবং সিপিআই দুই দলই রয়েছে ইন্ডি জোটে। তাই রাহুলকে (Rahul Gandhi) ওয়েনাড় আসনটি ছেড়ে দিতে অনুরোধ করেছে সিপিআই। দলের এক নেতার কথায়, “বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য সামনে রেখে ২০২৪ সালে লড়াই হবে। এর জন্যই নানা রকম প্রস্তুতি চলছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই রাহুলের আসন বাছা উচিত। এমন আসনে তাঁর প্রার্থী হওয়া উচিত, যেখানে মূল লড়াই বিজেপির সঙ্গে। ওয়েনাড় সহ কেরলের কোনও কেন্দ্রে বিজেপি মূল শক্তি নয়।” সিপিআইয়ের এই যুক্তি মানতে রাজি নয় কংগ্রেস। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ বলেন, “সিপিআই বা অন্য কোনও জোটসঙ্গী কেউই ঠিক করে দিতে পারে না অন্য দল কী করবে। আমরা চাই, রাহুল (Rahul Gandhi) ওয়ানাড়েই লড়ুন।”

    কোথাকার জল কোথায় গড়ায়, এখন সেটাই দেখার!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Asian games 2023: হেলায় বাংলাদেশ জয় মহিলা ক্রিকেটারদের, সোমে কী লঙ্কা বধে ঝলসে উঠবে ভারত?

    Asian games 2023: হেলায় বাংলাদেশ জয় মহিলা ক্রিকেটারদের, সোমে কী লঙ্কা বধে ঝলসে উঠবে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই এশিয়া কাপ জিতেছে ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। রাত পোহালেই এশিয়ান গেমসে (Asian games 2023) মেয়েদের ক্রিকেটের ফাইনাল। ঘটনাচক্রে এই টিমকেও খেলতে হবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট টিমের সঙ্গে। অথচ খেলার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। তবে রবিবার শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় খেলা হবে ভারত বনাম শ্রীলঙ্কা। এই একই ঘটনা ঘটেছিল এশিয়া কাপের ক্ষেত্রেও।

    পাকিস্তানকে ধরাশায়ী শ্রীলঙ্কার 

    এশিয়ান গেমসে এদিন দু’টো খেলা হয়। সকালে হয় ভারত-বাংলাদেশ ম্যাচ। দ্বিতীয় দফায় লড়াইয়ের ময়দানে ছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বীর বিক্রমে খেলতে থাকেন লঙ্কা-সেনানীরা। শ্রীলঙ্কার বোলারদের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল পাকিস্তানকে। ২০ ওভার খেলে ৭৫ রান তোলে পাকিস্তান। হারাতে হয় ৯টি উইকেট। এর (Asian games 2023) মধ্যে ৩টি উইকেট নিয়ে নেন শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধানি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার শাওয়াল জুলফিকার। তিনি করেছেন ১৬ রান। শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে ২৩ রান করেন হর্ষিতা সমরবিক্রম। নীলাক্ষি দা সিলভা করেন ১৮ রান। নীলাক্ষি অপরাজিতই ছিলেন। এই দু’জনেই জিতিয়ে দেন দলকে।

    ভারতের ঝোড়ো বোলিংয়ে উড়ে গেল বাংলাদেশ 

    শ্রীলঙ্কার কাছে যেভাবে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান, ঠিক সেভাবেই ভারতের বোলিংয়ের সামনে বাংলাদেশ উড়ে গিয়েছে স্রেফ খড়কুটোর মতো। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫১ রানেই ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের। সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেছেন ১২ রান। দুই ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানা কোনও রানই করতে পারেননি। ১৭.৫ ওভারেই সাজঘরে ফিরে যেতে হয় বাংলাদেশকে (Asian games 2023)। এদিন ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভারতের বোলার পূজা বস্ত্রকর।

    আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে

    বাংলাদেশ যেখানে ১৭.৫ ওভার খেলে ৫১ রান করে, সেখানে মাত্র ৮.২ ওভারেই ৫২ রান তুলে জিতে যায় ভারত। এদিনের অধিনায়ক স্মৃতি মন্ধানা মাত্র ৭ রান করেছেন। অপরাজিত ছিলেন জেমাইয়া রডরিগেজ। তাঁর সংগ্রহে ছিল ২০ রান। এদিনের জয়ে রুপো জয় নিশ্চত হল ভারতের মহিলা ক্রিকেট টিমের। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারত জিতবে সোনা। রচিত হবে আরও একটি ইতিহাস। সেটি হল, ক্রিকেটে এশিয়া সেরা ভারতই – সে মহিলা টিমই হোক কিংবা পুরুষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistani Terrorists: খালিস্তানপন্থী জঙ্গিদের ভাতে মারার উদ্যোগ কেন্দ্রের, জানুন কীভাবে

    Khalistani Terrorists: খালিস্তানপন্থী জঙ্গিদের ভাতে মারার উদ্যোগ কেন্দ্রের, জানুন কীভাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার খালিস্তানপন্থী জঙ্গিদের (Khalistani Terrorists) ভাতে মারতে উদ্যোগী হল কেন্দ্র। বুধবারই ৪৩ জন খালিস্তানপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীর নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র। এর মধ্যে ১৯ জন পলাতক। এই পলাতক খালিস্তানপন্থী জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে উদ্যোগী হল কেন্দ্র।

    ওসিআই কার্ড বাতিলের ভাবনা 

    শনিবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা ‘শিখস ফর জাস্টিসে’র প্রধান গুরুপতবন্ত সিং পান্নুনের অমৃতসর ও চণ্ডীগড়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। বাকিদেরও ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তালিকাভুক্ত জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের ওসিআই কার্ডও (বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র) বাতিল করতে পারে সরকার। যে ১৯ জন জঙ্গির তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ব্রিটেনে আত্মগোপন করে থাকা পরমজিৎ সিং পামা, দুপিন্দরজিৎ, সুখপাল সিং, সর্বজিৎ সিং বেন্নুর, কুলবন্ত সিং ওরফে কান্তা, গুরপ্রীত সিং ওরফে বাঘি ও কুলবন্ত সিং মুথরা, পাকিস্তানের ওয়াধওয়া সিং বব্বর ওরফে চাচা, রঞ্জিত সিং নিতা, গুরমিত সিং ওরফে বাগ্গা ওরফে বাবা, মার্কিন যুক্তরাষ্ট্রের জয় ঢালিওয়াল, এস হিম্মত সিং, হরপ্রীত সিং ওরফে রানা সিং, হরজপ সিং ওরফে জপ্পি সিং, অমরদীপ সিং পুরেওয়াল, দুবাইয়ের জসমিৎ সিং হাকিমজাদা, অস্ট্রেলিয়ার গুরজন্ত সিং ধিলোঁ এবং কানাডার লখবীর সিং রোডে ও যতিন্দর সিং গ্রেওয়াল।

    ধাক্কা খাবে রসদ সংগ্রহের কাজ

    জানা গিয়েছে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Terrorists)। যদিও ভারত থেকে চলছে অর্থ সংগ্রহের কাজ। কখনও তোলাবাজি, কখনও অস্ত্র কিংবা মাদক পাচারের মাধ্যমে জোগাড় হচ্ছে রসদ। হাওয়ালার মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কানাডায়। মূলত সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে জঙ্গিদের। তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি বানানো হচ্ছে। ভিন দেশে ঠাঁই নেওয়া খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Terrorists) যাতে ভারত থেকে অর্থ সংগ্রহ করতে না পারে, তাই ওসিআই কার্ড বাতিল করার কথা ভাবছে কেন্দ্র। এই কার্ড বাতিল হয়ে গেলে ভারত থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না জঙ্গিরা। যার জেরে ধাক্কা খাবে খালিস্তান আন্দোলন।

    আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistan Terrorist: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে  

    Khalistan Terrorist: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে  

    মাধ্যম নিউজ ডেস্ক: মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে কানাডায় ঘাঁটি গাড়ছে খালিস্তানপন্থীরা। ভারতে নাশকতামূলক কাজকর্ম চালাতে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistan Terrorist)। কখনও সিনেমা, কখনও ক্লাব, কখনও আবার পানশালায় বিনিয়োগ করেছে তারা। কানাডিয়ান প্রিমিয়ার লিগেও লগ্নি করা হয়েছে। এসব ক্ষেত্র থেকে যে মোটা অঙ্কের টাকা আয় হয়, তাতেই চালানো হয় জঙ্গি কার্যকলাপ।

    হাওয়ালার মাধ্যমে কানাডায় পাঠানো হত টাকা

    জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএর চার্জশিটেই একথা জানানো হয়েছে। এনআইএর দাবি, খালিস্তানপন্থীদের (Khalistan Terrorist) টাকার উৎস মূলত তোলাবাজি, অস্ত্র এবং মাদক চোরাচালান থেকে। ভারত থেকে এভাবে রোজগার করা টাকা হাওয়ালার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে কানাডায়। সেই টাকাই লগ্নি করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যার আয় থেকে পোষা হচ্ছে জঙ্গি। এনআইএ কর্তারা জানান, ২০১৯ সাল থেকে ২০২১ এই দু’ বছরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই অন্তত ১৩ বার হাওয়ালার মাধ্যমে কানাডা ও থাইল্যান্ডে ৫ থেকে ৬০ লক্ষ টাকা পাঠিয়েছে।

    টাকা লগ্নি বিভিন্ন ক্ষেত্রে 

    নাম প্রকাশ করা হবে না এই শর্তে এনআইএর এক আধিকারিক জানান, তোলাবাজি, বেআইনি মদ, অস্ত্র ও ড্রাগের চোরাচালান থেকে পাওয়া টাকা কানাডায় নিয়ে যাওয়ার পিছনে হাত রয়েছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের। বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে খালিস্তানপন্থী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের যোগাযোগের প্রমাণ মিলেছে। এনআইএর দাবি, ভারত থেকে খালিস্তানপন্থীরা যে অর্থ সংগ্রহ করত, তার হিসেব রাখে সৎবীর সিং ওরফে স্যাম নামে এক ব্যক্তি। সে-ই সিনেমা, ইয়ট ও কানাডিয়ান প্রিমিয়ার লিগে টাকা লগ্নি করেছে।

    আরও পড়ুুন: কালো টাকা সরাতে ১০ বছরে ২৬ বার বিদেশযাত্রা? কাকে নিয়ে পোস্ট শুভেন্দুর?

    বর্তমানে জেলে রয়েছে বিষ্ণোই। গোয়েন্দারা জেনেছেন, ২০২০ সালে ৪০ লাখ ও তার পরের বছর ৬০ লাখ টাকা পাঠানো হয় কানাডায়। বিষ্ণোইয়ের সেই টাকা গিয়েছে গোল্ডি ও স্যামের (Khalistan Terrorist) কাছে। এছাড়াও বিভিন্ন সময় ভারত থেকে হাওয়ালার মাধ্যমে টাকা গিয়েছে কানাডায়। প্রসঙ্গত, গত জুন মাসে কানাডায় খুন হন মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের হাত রয়েছে বলে দাবি জাস্টিন ট্রুডো সরকারের। যদিও অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক একটি মহলের মতে, গ্যাংস্টারদের বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই খুন হয় নিজ্জর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Vande Bharat Express: আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু, “দেশের নয়া শক্তির প্রতীক”, বললেন প্রধানমন্ত্রী

    Vande Bharat Express: আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু, “দেশের নয়া শক্তির প্রতীক”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পকেটসই খরচে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া। এই লক্ষ্য পূরণেই চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের বিভিন্ন রুটে ক্রমশই বাড়ছিল এই ট্রেনের চাহিদা। সেই চাহিদা সামাল দিতেই রবিবার আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করেন তিনি।

    রেলে নজর না দেওয়ায় দুঃখ প্রকাশ

    রেলের আধুনিকীকরণে এতদিন লক্ষ্যনজর না করাটাকে দুঃখজনক বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের যাতায়াতের প্রধান ভরসা রেল। প্রতিদিন ভারতীয় রেল যত যাত্রী পরিবহণ করে, পৃথিবীতে অনেক দেশ আছে, যাদের মোট জন সংখ্যার চেয়ে তা ঢের বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল এই যে, এহেন গুরুত্বপূর্ণ রেলের আধুনিকীকরণের দিকে এতদিন মনযোগ দেওয়া হয়নি। আমাদের সরকার রেল পরিষেবার মানোন্নয়নে কাজ করছে।”

    নয়া বন্দে ভারত অনেক বেশি আরামদায়ক 

    এদিন বন্দে ভারতের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী (Vande Bharat Express) বলেন, “এক সঙ্গে রাজস্থান, বিহার, গুজরাট, ঝাড়খণ্ড, তেলঙ্গনা, কর্নাটক, কেরল, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মানুষকে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা দেওয়া হচ্ছে। এই বন্দে ভারত আগের বন্দে ভারতের চেয়ে অনেক বেশি আধুনিক ও আরামদায়ক।” প্রধানমন্ত্রী বলেন, “বন্দে ভারতের চাহিদা লাগাতারভাবে বাড়ছে। এখনও পর্যন্ত এক কোটি ১১ লক্ষের কিছু বেশি মানুষ বন্দে ভারতে সওয়ার হয়েছেন। এতে আমি খুব খুশি।

    আরও পড়ুুন: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী

    এতদিন দেশে মোট ২৫টি বন্দে ভারত পরিষেবা দিচ্ছিল। এখন সেই তালিকায় যুক্ত হল আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস। খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তকে জুড়ে দেবে বন্দে ভারত।” তিনি (Vande Bharat Express) বলেন, “বন্দে ভারতের গতি এবং পরিকাঠামো ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্খার সঙ্গে ম্যাচ করছে। রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, বিহার সহ ৯টি রাজ্য নতুন করে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা পাবে। এই যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা এদিন সূচনা করা হল, সেগুলি দেশের নতুন শক্তির প্রতীক।” এদিন যে ৯টি ট্রেনের যাত্রা সূচনা হল, তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে একটি। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী  

    PM Modi: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী  

    মাধ্যম নিউজ ডেস্ক: “চন্দ্রযানের পর জি২০ সম্মেলনের সাফল্য ভারতীয়দের আনন্দ দ্বিগুণ করেছে। ভারত মণ্ডপম নিজেই সেলিব্রিটি হয়ে উঠেছিল। বিভিন্ন রাষ্ট্রনেতা সেখানেই সেলফি তুলে গর্বের সঙ্গে পোস্ট করেছেন।” রবিবার ‘মন কি বাতে’ কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ ছিল সেপ্টেম্বর মাসের শেষ রবিবার। এদিন সম্প্রচারিত হয় ‘মন কি বাতে’র ১০৫ তম পর্ব। এই পর্বে প্রথমেই প্রধানমন্ত্রী চন্দ্রযান-৩ ও জি২০ সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরেন।

    চন্দ্রযান-৩-এর সফল অবতরণ 

    এ মাসেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। সফল অবতরণ হয়েছে চন্দ্রযান-৩-এর। চাঁদের মাটিতে ঘুরে বেড়িয়েছে রোভার প্রজ্ঞান। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে ইসরোকে। ল্যান্ডার বিক্রমের ছবিও তুলেছে। চন্দ্রযান-৩-এর সফল অবতরণ এবং চাঁদের মাটিতে প্রজ্ঞানের অনুসন্ধানের জন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চন্দ্রযান উৎক্ষেপনের ভিডিও ইউটিউবে একই সঙ্গে দেখেছেন ৮০ লক্ষ মানুষ। প্রসঙ্গত, এটাও একটা রেকর্ড। এই রেকর্ড গড়ায় ইসরোকে ধন্যবাদ দিয়েছেন ইউটিউব কর্তা স্বয়ং।

    জি২০-এর সাফল্যও

    এদিন ‘মন কি বাতে’ জি২০-এর সাফল্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Modi)। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই মেগা সম্মেলনে হাজির ছিলেন বিশ্বের মহা শক্তিধর কয়েকটি দেশের প্রধানরাও। বছরভর জি২০ সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেগুলিও শেষ হয়েছে নির্বিঘ্নে। এসব কারণেই খুশি প্রধানমন্ত্রী। জি২০তে আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ পাওয়া ও ভারত-মধ্য প্রাচ্য- ইউরোপ করিডরের বিষয়টিরও উল্লেখ করেন তিনি।

    আরও পড়ুুন: মণিপুর-মায়ানমার সীমান্তে ‘ফ্রি মুভমেন্ট রেজিমে’র সুবিধা প্রত্যাহারের আর্জি বীরেনের

    জি২০ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে গিয়েছিলেন। এদিন সে প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “বাপুর ভাবনায় গোটা বিশ্ব কতটা শ্রদ্ধাশীল, তা প্রমাণ করেছে এই ঘটনা।” ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় ঠাঁই হয়েছে শান্তিনিকেতনের। এদিন সে প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানে গুরুদেবের গর্ব মিশে রয়েছে বলে আমি মনে করি।” আগামী রবিবার ১ অক্টোবর দেশবাসীকে স্বচ্ছ অভিযানে শামিল হওয়ার ডাকও ‘মন কি বাতে’র অনুষ্ঠানে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তাঘাট, স্কুল প্রাঙ্গন, খাল-বিল, নদী-সরোবরের মতো জায়গা পরিষ্কারে দেশবাসীকে এগিয়ে আসতে বলেছেন তিনি। তাঁর মতে, এভাবেই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে গান্ধীজিকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Manipur: মণিপুর-মায়ানমার সীমান্তে ‘ফ্রি মুভমেন্ট রেজিমে’র সুবিধা প্রত্যাহারের আর্জি বীরেনের  

    Manipur: মণিপুর-মায়ানমার সীমান্তে ‘ফ্রি মুভমেন্ট রেজিমে’র সুবিধা প্রত্যাহারের আর্জি বীরেনের  

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের অশান্তির নেপথ্যে হাত রয়েছে বহিরাগতদের। কিছুদিন আগেই এমন দাবি করেছিল মেইতেইদের সংগঠন। মেইতেইদের দাবি যে নেহাত অমূলক নয়, তা জানা গিয়েছিল একটি রিপোর্টেও। এবার মণিপুর-মায়ানমার সীমান্তে ‘ফ্রি মুভমেন্ট রেজিমে’র সুবিধা প্রত্যাহার করে নিতে কেন্দ্রের কাছে আর্জি জানাল মণিপুর (Manipur) সরকার।

    বিশেষ সুযোগ প্রত্যাহারের আর্জি

    মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানান, এই বিশেষ সুযোগ প্রত্যাহার করতে হবে। এ ব্যাপারে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের ৬০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বিআরওকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে মন্ত্রী এল হওকিপের নেতৃত্বে একটি সাব কমিটিও গঠন করা হয়েছে। মণিপুরে বসবাসকারী বিদেশি নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

    চালু ইন্টারনেট পরিষেবা

    ভারত-মানায়মার আন্তর্জাতিক সীমান্তের দু’ দিকে ১৬ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের মণিপুর (Manipur)-মায়ানপার যাতায়াত করতে ভিসা লাগে না। দু’ দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত হয় ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ চুক্তি। অভিযোগ, এই চুক্তির সুযোগ নিয়ে মণিপুরে অপরাধ করে দুর্বৃত্তরা গা ঢাকা দিচ্ছে মায়ানমারে। সেই কারণেই জানানো হয়েছে ‘ফ্রি মুভমেন্ট রেজিমে’র সুবিধা প্রত্যাহারের আর্জি। এদিকে প্রায় চার মাস পরে মণিপুরে চালু হল ইন্টারনেট পরিষেবা। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “গুজব ঠেকাতে ও ভুল তথ্য ছড়িয়ে পড়া রুখতে হিংসা শুরুর পরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই ফের চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।”

    আরও পড়ুুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    তিনি জানান, আফিম চাষের বিরুদ্ধে তাঁর সরকার অভিযান তীব্রতর করবে। সেজন্য নর্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং নার্কোটিক্স অ্যান্ড অ্যাফেয়ার্স অফ বর্ডারকে নিয়ে যৌথ কমিটি তৈরি করা হয়েছে। অন্যদিকে, পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনায় যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে এম আনন্দ সিংহকে মণিপুর থেকে দিল্লিতে নিয়ে গেল এনআইএ। তার বিরুদ্ধে মণিপুরে (Manipur) অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Khalistani Terrorist: জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু এনআইএ-র, বাজেয়াপ্ত পান্নুর জমিজমা

    Khalistani Terrorist: জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু এনআইএ-র, বাজেয়াপ্ত পান্নুর জমিজমা

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মসূত্রে তিনি ভারতীয়। পরে অবশ্য নাগরিকত্ব নিয়েছেন আমেরিকার। কানাডায় গিয়ে ইন্ধন জোগাচ্ছেন খালিস্তানি আন্দোলনে। এহেন খালিস্তানপন্থী জঙ্গি (Khalistani Terrorist) গুরুপাতয়ান্ত সিং পান্নুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।

    বাজেয়াপ্ত পান্নুর জমি

    বুধবার এনআইএ যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ও বিচ্ছন্নতাবাদীর তালিকা প্রকাশ করেছিল, তার ওপরের দিকে নাম রয়েছে ‘শিখস ফর জাস্টিসে’র প্রধান পান্নুর। তাঁর নামে ২২টি অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে আবার তিনটি অভিযোগ রয়েছে দেশদ্রোহিতার। শনিবার পান্নুর চণ্ডীগড়ের বাড়িতে হানা দেয় এনআইএ। পঞ্জাবের অমৃতসরে তাঁর নামে থাকা জমিও বাজেয়াপ্ত করা হয়। এনআইএ জানিয়েছে, অমৃতসরের খানকটে ৪৬টি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। চণ্ডীগড়ে তাঁর নামে থাকা জমিও বাজেয়াপ্ত করা হয়েছে।

    পান্নুর হুমকি 

    জুন মাসে কানাডায় খুন হন খালিস্তানপন্থী মোস্ট ওয়ান্টেড জঙ্গি (Khalistani Terrorist) হরদীপ সিং নিজ্জর। সেই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে কানাডা। দিন কয়েক আগে সংসদে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতকেই নিশানা করেন। তার জেরে অক্সিজেন পেয়ে যায় কানাডায় ঘাঁটি গেড়ে থাকা খালিস্তানপন্থীরা। কানাডায় বসবাসকারী হিন্দুদের হুমকি দেয় পান্নু। ভিডিও-বার্তায় বলে, “ইন্দো-কানাডিয়ানরা দেশে ফিরে যাও। তোমাদের গন্তব্য ভারত, কানাডা নয়। খালিস্তানপন্থীরা বরাবারই কানাডার প্রতি বিশ্বাসভাজন থেকেছে। তারা সর্বদা কানাডার পক্ষ নিয়েছে। তারা আইন-শৃঙ্খলা ও সংবিধান মেনে চলেছে।” এর পাশাপাশি পান্নু ২৯ অক্টোবর কানাডিয়ান শিখদের ভ্যাঙ্কুভারে জড়ো হওয়ার আবেদন জানিয়েছে। সেখানে ইন্ডিয়ান হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা নিজ্জর খুনে জড়িত কিনা তা নিয়ে ভোটাভুটি হবে।

    আরও পড়ুুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    এনআইএ জানিয়েছে, পান্নুর সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ তরুণদের মগজধোলাই করছে। তাদের দিয়ে জঙ্গি (Khalistani Terrorist) কার্যকলাপ করাচ্ছে। পান্নুই ‘শিখস ফর জাস্টিসে’র মূল চালিকাশক্তি। সংগঠনকে নিয়ন্ত্রণ করে সে-ই। ২০১৯ সালের ১০ জুলাই ভারত সরকার পান্নুর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০২০ সালের জুলাই মাসে পান্নুকে জঙ্গি ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২১ সালে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে এনআইএ কোর্ট।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madan Mitra: সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুতে দালালরাজকে দায়ী করলেন মদন

    Madan Mitra: সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুতে দালালরাজকে দায়ী করলেন মদন

    মাধ্যম নিউজ ডেস্ক: কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রমরমিয়ে দালালচক্র চলছে। এক বোতল রক্তের দাম ১৭০০ টাকা। সাগর দত্ত হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যেতে রোগীর পরিবারের কাছে থেকে ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। এটা বিরোধী দলের কোনও রাজনৈতিক নেতার অভিযোগ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এই অভিযোগ করছেন। যা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উত্তর দমদম অঞ্চলের এক রোগীকে শ্বাসকষ্ট জনিত চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর অবস্থার অবনতি হলে আইসিসিইউ বেডে তাঁকে স্থানান্তরের প্রয়োজন হয়। সেই বেডে দেওয়ার জন্য রোগীর পরিবারের কাছে ছয় হাজার টাকা চাওয়া হয়। মুকিম খান নামে এক দালাল রোগীর পরিবারের কাছে এই টাকা দাবি করে বলে অভিযোগ। রোগীর পরিবারের এক সদস্য বিষয়টি কামারহাটি বিধায়ক মদন মিত্রকে জানান। পরে, মদন মিত্র (Madan Mitra) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই রোগীকে আইসিসিইউতে ভর্তি করার উদ্যোগ নেন। যদিও ততক্ষণে সেই রোগীর মৃত্যু হয়। সেই খবর পেয়ে মদন মিত্র তার দলবল নিয়ে শুক্রবার রাতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যান।

    হাসপাতালে দালালচক্র নিয়ে কী বললেন তৃণমূল বিধায়ক? (Madan Mitra)

    তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, দালাল রাজের জন্য হাসপাতালে পরিকাঠামো ভেঙে পড়ছে। রাতে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে গেলে দালালের মাধ্যমে নিতে হচ্ছে। বেশি পয়সা গুনতে হচ্ছে রোগীর পরিবারের লোকজনদের। এবার থেকে আর দালাল চক্র সাগর দত্তে চলবে না। এরকম ফের দালাল চক্রের হদিশ পেলে তাকে কেউ মারবেন না, পুলিশে দেওয়ার আগে আমাদের একবার জানাবেন। প্রসঙ্গত, করোনার সময় এই সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র নিয়ে তিনি সরব হয়েছিলেন। দালালরাজ খতম করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরও সেই আগের মতোই এই হাসপাতালে দালালচক্র চলছে। ফলে, বিধায়কের এই হুঁশিয়ারি কতটা বাস্তবায়িত হয় সেদিকে তাকিয়ে রয়েছেন কামারহাটিবাসী এবং হাসপাতালের রোগীর পরিবারের লোকজনেরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share