Tag: Bengali news

Bengali news

  • TET: ৯৪ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল, সোমবার থেকে কার্যকর হবে নির্দেশ

    TET: ৯৪ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল, সোমবার থেকে কার্যকর হবে নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হল রাজ্যে। এঁদের মধ্যে টেটে (TET) পাশ করতে পারেননি কেউই তবুও প্রাথমিকের শিক্ষকতা করছিলেন তাঁরা। অযোগ্য এমন ৯৪ জন শিক্ষককে আগেই ছাঁটাই করা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবার সেই নির্দেশ বাস্তবায়িত করার জন্য নোটিশ জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন।

    চাকরি গেল ৯৪ শিক্ষকের

    জানা গিয়েছে, ২০১৪ সালের প্রাথমিকের টেট (TET) পরীক্ষায় নিয়োগ হয় ২০১৬ সালে। সেই থেকে টানা ৭ বছর চাকরি করছিলেন অযোগ্য শিক্ষকরা। ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে যাবতীয় তথ্য আদালতে পেশ করে সিবিআই। আদালত পরবর্তীকালে এই ৯৪ জন শিক্ষককে তাঁদের টেট পাশ করার সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে কোনও রকমের সার্টিফিকেট তাঁরা জমা দিতে পারেননি। তাই এই ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল হল। সত্যিই কি ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের ক্ষেত্রে তাদের দায়িত্ব এড়াতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ? এমনটাই প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলের। কারণ টেট (TET) পাশ না করার অভিযোগে যাঁরা চাকরি করছিলেন এতদিন, তাঁদের প্রত্যেককেই নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

    ৬ নভেম্বর থেকে আর স্কুলে আসতে পারবেন না শিক্ষকরা

    জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের (TET) তরফ থেকে জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে এই চিঠিগুলি পাঠানো হয়েছে ইতিমধ্যে। জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক চেয়ারম্যান চিঠি প্রাপ্তির কথা স্বীকারও করেছেন। আগামীকাল সোমবার ৬ নভেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে। ওই ৯৪ জন অযোগ্য শিক্ষক সোমবার থেকে আর স্কুলে আসতে পারবেন না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের এ বিষয়ে কী ভূমিকা ছিল অথবা ৯৪ জন শিক্ষকের নিয়োগ বাতিলের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কী মনে করছেন? এই নিয়ে কোন বিবৃতি এখনও পর্যন্ত সামনে আসেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Duttapukur: ব্যাগে মিলল ১২টি আগ্নেয়াস্ত্র, মহিলা পাচারকারীকে দেখে তাজ্জব পুলিশ

    Duttapukur: ব্যাগে মিলল ১২টি আগ্নেয়াস্ত্র, মহিলা পাচারকারীকে দেখে তাজ্জব পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র পাচারকারী বা ক্যারিয়ারকে গ্রেফতার করার ঘটনা ঘটছে। এতে নতুন কিছু নয়। তবে, সেই অস্ত্র পাচারকারী যদি মহিলা হয় তাহলে তো অবাক হওয়ার বিষয়। এমনই এক মহিলা অস্ত্র কারবারির হদিশ মিলল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর (Duttapukur) থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস। বছর ৪৫-এর ওই মহিলা উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Duttapukur)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে ১২টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতা যাচ্ছিল পূজা নামে ওই মহিলা পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকেরা শনিবার সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে দত্তপুকুর (Duttapukur) থানার আলগরিয়া এলাকায় তল্লাশি অভিযান চালান। ওই সময় এক মহিলাকে তাঁদের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের সদুত্তর পাননি শুল্ক আধিকারিকেরা। তাঁরা খবর দেন দত্তপুকুর থানায়। এর পর পুলিশ এসে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। তাঁর কাছে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে মেলে ১২টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। দেখে পুলিশ কর্মীরা তাজ্জব হয়ে যান। পরে, পুলিশ জানতে পারে, মালদহ থেকে ওই অস্ত্রগুলি আসে মহিলার কাছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল তাঁর। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হয়েছে। তাঁকে বারাসাত আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। কিন্তু, বিচারপতি ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    জেলা পুলিশের এক আধিকারিক কী বললেন?

    জেলা পুলিশের এক আধিকারিক বলেন,  কার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি পেয়েছে, কাকে বিক্রি করতে যাচ্চিল, এই সব প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  মূলত অস্ত্র পাচারের কাজ করত সে। এমনকী, ভিনরাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারে হাত পাকিয়েছে অভিযুক্তা। ওই মহিলার সঙ্গে বড় কোনও অস্ত্র পাচারচক্র জড়িত থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aus vs Eng: বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছুটি, ডুবল ব্রিটিশ সূর্য, বিদায় ইংল্যান্ডের

    Aus vs Eng: বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছুটি, ডুবল ব্রিটিশ সূর্য, বিদায় ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার (Aus vs Eng) কাছেও হারল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই পরাস্ত হয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। শনিবার অস্ট্রেলিয়ার কাছে এই হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ইংল্যান্ডকে। অন্যদিকে, বিশ্বকাপ টুর্নামেন্টের শুরুটা বেশ খারাপই হয়েছিল অজিদের। টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচ তারা হেরে যায়। হতাশ হয়ে পড়ে অজি সমর্থকরা। অনেকেই ভেবে নেন, এই অস্ট্রেলিয়া দল নাকি আর বিশ্বকাপে কামব্যাক করতে পারবে না। তবে ইতিমধ্যেই তারা ঘুরে দাঁড়িয়েছে। সাত ম্যাচের মধ্যে পাঁচটায় জয়লাভ করে তারা ১০ পয়েন্ট সংগ্রহ করেছে এবং সেমিফাইনালের একেবারে দোরগোড়ায় তাঁরা পৌঁছে গিয়েছে।

    টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক 

    আহমেদাবাদের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক। শুরুতেই অস্ট্রেলিয়ার (Aus vs Eng) দুই ওপেনার একেবারেই রান তুলতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নিয়ে যান স্টিভ মিথ এবং মার্নাস লাবুসেন। স্মিথ ৪৪ রানের ইনিংস খেলেন। লাবুসেন তাঁর ব্যাটে তোলেন ৭১ রান। যদিও মাঝের ওভারগুলিতে বেশ কিছুটা থমকে যায় অস্ট্রেলিয়া। উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন ক্যামেরান গ্রীন এবং মার্কাস স্টোইনিস। গ্রিন ৪৭ এবং স্টোরিস ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৪৯.৩ বল খেলে অস্ট্রেলিয়া (Aus vs Eng) তোলে ২৮৬।

    ইংল্যান্ডের ইনিংস শেষ ২৫৩ রানে 

    জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে অন্য ওপেনার দাউদ মালান ৫০ রান করেন। ইংল্যান্ডের অধিনায়ক বাটলার মাত্র ১ রানেই আউট হন। অন্যদিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে স্টোকস ও মইনের পার্টনারশিপ। একটা সময় তাঁদের দুজনের খেলা দেখে আশা বাড়ছিল। ব্রিটিশ সমর্থকরা ভাবতে থাকেন ইংল্যান্ড জিতলেও জিততে পারে। তবে ৬৪ রানের মাথায় স্টোকস আউট হন এবং ৪২ রানের মইন আউট হতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড (Aus vs Eng)। ৪৮.১ ওভারে মাত্র ২৫৩ রানের অল আউট হয়ে যায় তারা। এরই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: আজ ৩৫-এ পা কিং কোহলির, ইডেনেই কি ছোঁবেন মাইলফলক?

    Virat Kohli: আজ ৩৫-এ পা কিং কোহলির, ইডেনেই কি ছোঁবেন মাইলফলক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিনই আবার ইডেনে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরানের মালিক কোহলি। ৪৯তম সেঞ্চুরি কি কলকাতায়? জন্মদিনে ‘বিরাট’ পারফরম্যান্স দেখার অপেক্ষায় কলকাতা।  প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের রয়েছে ৪৯টি শতরান। এই মাইলফলক ইডেন গার্ডেনে বিরাট কোহলি ছুঁতে পারবেন কিনা সেটাই আজকে দেখার! চলতি বিশ্বকাপে একটি শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। শতরানের কাছাকাছি গিয়ে আউট হয়েছেন বেশ কয়েকবার। বিশ্বকাপে তাঁর সংগ্রহে রয়েছে চারটি অর্ধশতরানও। বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচ খেলে বিরাট কোহলির সংগ্রহ ৪৪২ রান। বিশ্বকাপের প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যেও স্থান পেয়েছেন তিনি।

    বিরাটের সামনে কোন কোন রেকর্ড?

    তবে ক্রিকেট নিয়ে চর্চা করেন এমন ব্যক্তিরা বলছেন, আরও বেশ কয়েকটি রেকর্ড রয়েছে চলতি বিশ্বকাপের টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli) যা স্পর্শ করতেই পারেন। ২০১১ সালে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনি বাহিনীর সেই ব্রিগেডের সদস্য ছিলেন বিরাট কোহলিও। ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়া ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছলেও, শেষপর্যন্ত আর জিততে পারেনি। ১২ বছর পরে ফের একবার বিশ্বকাপ জেতার হাতছানি রয়েছে ভারতের সামনে। এবার যদি বিশ্বকাপ জেতে ভারত, সেক্ষেত্রে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটো বিশ্বকাপজয়ী দলের সদস্য হবেন কোহলি।

    জন্মদিনে সিএবি দেবে সোনার ব্যাট 

    অন্যদিকে, বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে সিএবির তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে একটি সোনার ব্যাট। সিএবি র পরিকল্পনা ছিল বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিরাট কোহলির জন্মদিনটা পালন করা হবে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধি নিষেধ থাকার কারণে শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান ছোট করা হয়েছে। কলকাতায় বড় ম্যাচের আগে বিরাটের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ইডেন ম্যাচের টিকিট কেলেঙ্কারির জের, আজ রাজভবনে ‘জনতা ক্রিকেট স্টেডিয়াম’

    ICC World Cup 2023: ইডেন ম্যাচের টিকিট কেলেঙ্কারির জের, আজ রাজভবনে ‘জনতা ক্রিকেট স্টেডিয়াম’

    মাধ্যম নিউজ ডেস্ক: তিলোত্তমায় চড়ছে উন্মাদনার পারদ! আজ রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (ICC World Cup 2023)। বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালের টিকিট দুই দলের পাকা হয়ে গেলেও, প্রেস্টিজ ফাইটে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। তবে অতীতে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই (ICC World Cup 2023) বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি। অন্যদিকে ইডেনের ম্যাচের আগে টিকিটের কালোবাজারির অভিযোগও সামনে এসেছে। এরই মধ্যে ফের রাজভবনে বসে খেলা দেখার ব্যবস্থা করলেন সিভি আনন্দ বোস। রাজভবনে খোলা হচ্ছে ‘জনতা স্টেডিয়াম’।

    রাজভবনে ম্যাচ দেখতে পারবেন সাধারণ মানুষ

    জানা গিয়েছে, দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে রাজভবন। প্রথমে আগত ৫০০ জনকে বড় পর্দায় ক্রিকেট (ICC World Cup 2023) ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে। তবে তার জন্য অনলাইনে একটি ফর্ম ফিলাপ করতে হবে বলে জানা গিয়েছে। ইডেনে এর আগেও অনেক এমন হাইভোল্টেজ ম্যাচ হয়েছে, তবে রাজভবনের তরফে এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হল। দর্শকরা চাইলে আগে থেকে নামও নতিভুক্ত করতে পারবেন। তাঁদের জন্য একটি ইমেল আইডি (aamnesaamne.rajbhavankolkata@gmail.com) দেওয়া হয়েছে। ইমেল-এর মাধ্যমে আবেদন করতে হলে যে কোনও একটি পরিচয়পত্র আপনাকে দিতে হবে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়া ঢোকার সময় সচিত্র পরিচয়পত্র দেখিয়ে রাজভবনে ঢুকতে পারবেন দর্শকরা। রাজভবনের এই উদ্যোগে খুশি ক্রিকেটপ্রেমী মহল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে তাঁদের মুখে।

    টিকিটের কালোবাজারিতে গ্রেফতার ২১

    অন্যদিকে, টিকিট কালোবাজারিতে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে ১২৭টি টিকিট। ময়দান থানায় এ নিয়ে এফআইআর-ও দায়ের হয়েছে। সিএবির প্রতিনিধিদের পুলিশ তলব করে জিজ্ঞাসাবাদ করে। টিকিট বিক্রির অনলাইন সংস্থার আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ০৫/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ০৫/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) আপনাদের যশ-কীর্তি বাড়বে।

    ২) চাকরিজীবীরা কোনও বিষয়ে নিজের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বিবাদে জড়াবেন না। 

    বৃষ

    ১) সরকারি চাকরিজীবীরা পদোন্নতি ও বেতনবৃদ্ধির সুসংবাদ পাবেন।

    ২) আধিকারিকদের সঙ্গে নিজের সুসম্পর্ক বজায় রাখুন।

    মিথুন

    ১) মনের মধ্যে ব্যবসা সংক্রান্ত কিছু নতুন চিন্তাভাবনা উৎপন্ন হতে পারে।

    ২) ছাত্রছাত্রীরা শিক্ষক ও বরিষ্ঠদের সাহায্য লাভ করবেন।

    কর্কট

    ১) মন দিয়ে নিজের সমস্ত কাজ সম্পন্ন করবেন এই রাশির জাতক।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। 
      
    সিংহ 

    ১) জীবনসঙ্গীকে কোথাও বাইরে ঘোরাতে নিয়ে যেতে পারেন এই রাশির জাতক।

    ২) কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে বাধা সৃষ্টি করবেন। 

    কন্যা

    ১) সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে অংশগহণ করতে পারবেন।

    ২) ব্যবসায়ীরা চোখ বন্ধ করে অংশীদারকে বিশ্বাস করলে লোকসানের শিকার হতে পারেন। 

    তুলা 

    ১) নতুন প্রকল্পে কাজ শুরু করলে তা সম্পন্ন হবে।

    ২) সন্ধ্যা নাগাদ পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। 

    বৃশ্চিক

    ১) পরিবারে শান্তি ফিরে আসবে।

    ২) ব্যবসায়ে সারাদিন ছোটখাটো লাভ অর্জন করতে পারবেন  

    ধনু

    ১) সমস্যায় জড়িয়ে থাকা কোনও পরিবারের সদস্যের জন্য টাকার ব্যবস্থা করতে পারেন।

    ২) সাবধানে ব্যবসায়ে ঝুঁকি নিন। 

    মকর

    ১) ছেলে বা মেয়ের শিক্ষা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন।

    ২) যে কোনও কাজে জীবনসঙ্গীর পরামর্শ নিন।

    কুম্ভ

    ১) সন্ধ্যা নাগাদ অসুস্থ হতে পারেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন।

    ২) ব্যবসায়ীরা লাভান্বিত হবেন। 

    মীন

    ১) সন্ধ্যা নাগাদ বাড়িতে পূজার্চনা, যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    ২) ব্যবসায়ে ঝুঁকি নিলে তার দ্বারা লাভান্বিত হবেন। 

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • RSS: রবিবার শুরু হচ্ছে সঙ্ঘের কার্যকারিণী বৈঠক, রামমন্দিরই প্রধান অ্যাজেন্ডা

    RSS: রবিবার শুরু হচ্ছে সঙ্ঘের কার্যকারিণী বৈঠক, রামমন্দিরই প্রধান অ্যাজেন্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫-৭ নভেম্বর গুজরাতের ভুজে। এর আগেই সঙ্ঘের তরফে জানানো হয়েছিল, বৈঠকে প্রধান ইস্যু হিসাবে থাকতে চলেছে রামমন্দির। প্রসঙ্গত, রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী ২২ জানুয়ারি। সেদিন দেশের প্রতিটি ছোট বড় ধর্মস্থানে উৎসব করার কথা ইতিমধ্যে বিজয়া দশমীর ভাষণেই ঘোষণা করেছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। দেশের বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

    সুনীল আম্বেকরের সাংবাদিক সম্মেলন

    রবিবার থেকে শুরু হতে চলা এই বৈঠকের আগের দিন সাংবাদিক সম্মেলন করলেন সঙ্ঘের (RSS) সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। আলোচনা করলেন বৈঠকের প্রধান অ্যাজেন্ডাগুলি নিয়ে। সুনীল আম্বেকর এদিন জানান, নাগপুরে চলতি বছরের বিজয়া দশমীর ভাষণে মোহন ভাগবত যে বিষয়গুলি তুলে ধরেছিলেন, সেগুলি নিয়েই আলোচনা হবে। এছাড়াও গত সেপ্টেম্বরে পুনেতে সঙ্ঘের সর্বভারতীয় সমন্বয় বৈঠকে যে বিষয়গুলি উঠে এসেছিল সেগুলিও বিশ্লেষণ করা হবে কার্যকারিণী বৈঠকে। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের যাত্রাপথ শুরু হয়েছিল ১৯২৫ সাল থেকে। সেই হিসাবে ২০২৫ সালে ১০০ বছরে পদার্পণ করছে সঙ্ঘ। আগামী ৫-৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা বৈঠকে সঙ্ঘের শততম বর্ষপূর্তির রূপরেখাও তৈরি করা হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রশিক্ষণ শিবিরের বিষয়বস্তুতেও বদল আনা হতে পারে বলে জানিয়েছেন আম্বেকর।

    সারা দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন এই বৈঠকে

    সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের অংশ নেবেন সারাদেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিরাই। সাংগঠনিক ৪৫টি প্রদেশ থেকেই প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। প্রতিটি প্রদেশের সঙ্ঘচালক, কার্যবাহ ও প্রান্ত প্রচারক ছাড়াও সহ-সঙ্ঘচালক, সহ কার্যবাহ, সহ-প্রান্ত প্রচারকরা হাজির থাকবেন এই বৈঠকে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, সর কার্যবাহ শ্রী দত্তাত্রেয় হোসাবলের উপস্থিতিতে এই বৈঠক হবে। এছাড়াও সঙ্ঘের বিবিধ ক্ষেত্রের সংগঠন সম্পাদকরা এই বৈঠকে অংশ নেবেন। বর্তমানে দেশের পরিস্থিতির সাপেক্ষে অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের (RSS) বৈঠক  অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  এই বৈঠকেই আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোন পথে চলবে তার রূপরেখা নির্ণয় করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘করোনাকালে রাজ্যে স্বাস্থ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে,’ বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘করোনাকালে রাজ্যে স্বাস্থ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে,’ বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনাকালে রাজ্যে স্বাস্থ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে  নন্দকুমারে ” বিজয়া সম্মিলনী”র আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষা আগেই জেলে গিয়েছে, এবার গিয়েছে খাদ্য। এদের মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় চোর। তাঁকে গ্রেফতার করতে হবে। আসল চোরকে ধরতে হবে। এই চোরকে জেলে না পাঠানো পর্যন্ত আমাদের নিস্তার নেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। সব তথ্য আমরা সংগ্রহ করছি। কোভিডের সময় কোটি কোটি টাকা মাস্ক সহ অন্যান্য জিনিসের টাকা লুট হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। মৌসুমী বলে একজন ভাইপোর শ্যালিকার শ্বশুর পবন অরোরা মিলে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এই পবন অরোরা সবুজ সাথি সাইকেল রাজ্যে সরবরাহ করেন। প্রতিটি সাইকেলে ৪০০ টাকা করে কমিশন খান। তাই. শুধু শিক্ষা, খাদ্য নয় স্বাস্থ্যকে জেলে ঢোকাতে হবে।

    কুণাল ঘোষকে নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    শিশিরের সম্পত্তি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যের পরিপেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, কে মন্তব্য করেছে? আমি ওর কথার উত্তর দিইনা। ও একটা নেড়ি। রাস্তায় ঘুরে বেড়ায়। ভাইপো এই সব বলার জন্য মাসে তিন লক্ষ টাকা দিয়ে থাকে। তাই এই সব বলছে। শিশির অধিকারী একজন লিজেন্ড। তাঁর বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তারা ধ্বংস হবে।

    বন দফতরে বালুর টাকা তোলা নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    এদিন  মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বন দফতরের আধিকারিকদের সাবধান করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বালু জেলে যাওয়ার আগে পর্যন্ত বন দফতরের প্রতিটি রেঞ্জ থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হত। গত মাসেও এই টাকা দেওয়া হয়েছে। সব বন দফতরের আধিকারিকদের বলছি, এখনও সময় আছে বন্ধ করুন। না হলে খাপ খুলব। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী দিয়ে ভাপোকে হারাবোই। পাশাপাশি  তমলুক ও কাঁথি লোকসভায় দেড় লক্ষের বেশি ভোটে জয়লাভ করবো কথা দিচ্ছি। আগামী ২৯ তারিখে কলকাতায় সমাবেশে জেলা থেকে বেশি সংখ্যক কর্মী সমর্থকদের যাওয়ার আহ্বান জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: মমতা-অভিষেকের ছবি দেওয়া বিল ছাপিয়ে তোলাবাজি তৃণমূলের, জেলা জুড়ে শোরগোল

    Mamata Banerjee: মমতা-অভিষেকের ছবি দেওয়া বিল ছাপিয়ে তোলাবাজি তৃণমূলের, জেলা জুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতি নিয়ে তৃণমূলের এখন ল্যাজেগোবরে অবস্থা। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ঘাঁনি টানছেন। এরমধ্যেই তৃণমূলের কাটমানি খাওয়া আর তোলাবাজি করা নিয়ে সারা রাজ্যে চর্চা চলছে। এবার স্ত্রীর চিকিৎসার জন্য নিজের দোকান বিক্রি করতে গিয়ে তৃণমূলের তোলাবাজির শিকার হলেন উৎপল বারিক নামে এক গরিব মানুষ। রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিল ছাপিয়ে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ২৩১ নম্বর বুথের রাধানগর গ্রামে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Mamata Banerjee)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগর গ্রামের বাসিন্দা উৎপল বারিকের স্ত্রীর কঠিন অসুখের চিকিৎসার জন্য স্থানীয় ব্যবসায়ী কমিটি ও এলাকার মানুষের সহযোগিতায়  নিজের দোকান বিক্রি করেছিলেন। আর সেখানেই থাবা বসায় তৃণমূলের বুথ সভাপতি লক্ষ্মীকান্ত পড়ুয়া ও পঞ্চায়েত সদস্যের ভাই পঞ্চানন পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পার্টির বিল ছাপিয়ে একরকম জোর করে ৭ হাজার টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। ফলে, এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে ওই এলাকার তৃণমূল কর্মী আশরাফিল খানসহ গ্রামের মানুষ। তাঁদের বক্তব্য, এভাবে একজন দোকান বিক্রি করার জন্য কারও কাছে এভাবে তোলা নেওয়া যায়। উৎপলবাবু বলেন, ইচ্ছে না থাকলেও আমাকে টাকা দেওয়া হয়েছে।

    কী বললেন অভিযুক্ত তৃণমূল নেতা?

    তৃণমূলের বুথ সভাপতি লক্ষ্মীকান্ত পড়ুয়া  বলেন, আমরা কোনও তোলাবাজি করিনি। আমাদের দলের এক সমর্থক পার্টি ফান্ডের জন্য ৭ হাজার টাকা আমাকে দিয়েছেন। আমি সেই টাকা নেওয়ার  পার্টির রসিদ দিয়েছি। রসিদে মমতা (Mamata Banerjee) -অভিষেকের ছবি রয়েছে। ফলে, কোথাও কোনও কারচুপি করা হয়নি। এতে অন্যায় কিছু নেই। তোলাবাজি করলে তো পুরো টাকাটি রসিদ না দিয়ে পকেটে রেখে দিতে পারতাম। সেটা করিনি। ফলে, কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার নেতা অরুনাভ দাস বলেন, পিসি-ভাইপোর ছবি দেওয়া চালান দিয়ে তোলা আদায়ের কৌশল অভিনব। তৃণমূল দলটাই তো কাটমানি, তোলাবাজিতে ভরে গিয়েছে। তাই, একজন অসহায় মানুষের কাছে থেকে তোলা আদায় করতে এদের হাত কাঁপে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nepal Earthquake: নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর

    Nepal Earthquake: নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালে (Nepal Earthquake) বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে এলাকার পর এলাকা। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেখানকার বাড়িঘরগুলি। জানা গিয়েছে, ভূমিকম্পের পর থেকে আফটার শক চলেছে আরও ১৫৯ বার। সেদেশে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, নেপালের বিস্তীর্ণ অংশের মানুষজন এখনও আতঙ্কিত। নেপালের এমন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সেদেশের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে নেপালের স্বজনহারা পরিবারগুলিকে সমবদেনা জানিয়েছেন।

    আতঙ্কিত নেপাল, মৃত ১৫৪

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্প এবং তারপরে আফটার শকের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বহু মানুষ। অনেক মানুষ রয়েছেন যাঁরা নিজেদের বাড়িতে প্রবেশ করতেও ভয় পাচ্ছেন এবং খোলা জায়গাতে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিনের আলোতেও তাঁরা ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন (Nepal Earthquake)। সরকারি হিসাব বলছে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪জন। হাসপাতালগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে রোগী আত্মীয়দের। তবে এখানেই শেষ নয়, মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে সে নিয়েও আশঙ্কা প্রকাশ করতে শোনা গিয়েছে প্রশাসনকে।

    প্রধানমন্ত্রীর ট্যুইট 

    ইতিমধ্যে প্রতিবেশী রাষ্ট্রের এই জাতীয় বিপর্যয়ের দিনে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রবাসী ভারতীয়দের জন্য ইতিমধ্যে হেল্পলাইন চালু করা হয়েছে নম্বরটি হল, 977-9851316807  নিজের ‘এক্স’ হ্যান্ডেলে  তিনি লিখছেন, ‘‘নেপালে হওয়া ভূমিকম্পের কারণে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি (Nepal Earthquake) নিয়ে গভীরভাবে শোকাহত। নেপালের জনগণের পাশে আছে ভারত। নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share