Blog

  • Kupwara Encounter: কুপওয়ারায় গুলির লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

    Kupwara Encounter: কুপওয়ারায় গুলির লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: নাশকতার বিরুদ্ধে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার সেনার সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কুপওয়ারায় (Kupwara) খতম তিন লস্কর জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। 

    বৃহস্পতিবার সকাল থেকেই ফের উত্তপ্ত জম্মু–কাশ্মীর। উপত্যকার বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানোর সময় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এদিন গোপনসূত্রে খবর পেয়ে কাশ্মীরের কুপওয়ারায় যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনা।

    আচমকাই জওয়ানদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করে পাক সমর্থিত লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতীয় সেনার গুলিতে খতম হয়েছে তিনি লস্কর জঙ্গি। এখনও বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সেনা সূত্রের খবর।

    আরও পড়ুন: দেশের প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে আর্মি অ্যাভিয়েশন যোগ দিলেন অভিলাশা বারাক

    নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, বলে জানান কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। পাক মদতপুষ্ট জঙ্গিরা এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছিল গোয়েন্দা বাহিনী। এদিনের এনকাউন্টারে তেমনই একটি ছক বানচাল হল বলে মনে করছে কাশ্মীর পুলিশ।

    প্রসঙ্গত, বুধবার রাতে বদগাম এলাকায় নিজের বাড়িতে লস্কর জঙ্গিদের হামলায় নিহত হন অমরীন ভট্ট (Amreen Bhat) নামে কাশ্মীরের এক অভিনেত্রী। হামলায় গুরুতর জখম হয়েছে অভিনেত্রীর নাবালক ভাইপো। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ উপত্যকার বহু রাজনৈতিক নেতা।

    পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ বদগামের চদোরা এলাকায় অমরীনের বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র জঙ্গি। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ৩৫ বছরের অমরীন। তাঁর ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলে উপস্থিত অমরীনের ১০ বছরের ভাইপোর হাতেও গুলি লেগেছে। রাতেই দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অমরীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিনেত্রীর ভাইপোর সেখানে চিকিৎসা চলছে। 

    কাশ্মীর পুলিশ জানিয়েছে, টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি নেটমাধ্যমেও নিজের গানের ভিডিও আপলোড করতেন অমরীন। বদগামের ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন উপত্যকার বহু রাজনৈতিক নেতা।  এই হামলার নিন্দা করেছেন বিজেপি নেতা আলতাফ ঠাকুর। একে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন তিনি।

    এর একদিন আগেই শ্রীনগরে নিজের বাড়ির বাইরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন এক পুলিশকর্মী। হামলায় জখম হয়েছিল তাঁর সাত বছরের এক শিশুকন্যা। নিহত পুলিশ কর্মীর নাম সইফুল্লা কাদরি। শ্রীনগরের সৌরা এলাকায় তাঁর বাড়ি।

  • Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিগ বাজেট ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithwiraj)। তার আগেই এই ছবি নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলেন বলিউডের খিলাড়ি কুমার। ছবিটি দেখবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ছবির বিশেষ স্ক্রিনিং- এ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১ জুন দিল্লিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে তৈরি ছবিটি বড় পর্দায় দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং পরিচালক চন্দ্রশেখর দ্বিবেদী। কোন সিনেমা হলে ছবিটি দেখবেন অমিত শাহ তা এখনও জানা যায়নি। খবরটি সামনে আসতেই উচ্ছসিত ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতাসহ কলা কুশলীরা। ছবিটি প্রযোজনা করেছে ‘যশরাজ ফিল্মস’। 

    জানা গিয়েছে, বেশ কয়েকজন আমলা, রাজনীতিবিদ এবং ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়ে ছবিটি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

    এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। মানসী তাঁর প্রেমিকা সংযুক্তার ভূমিকায়। ছবিতে তুলে ধরা হয়েছে মহম্মদ ঘোড়ীর বিরুদ্ধে পৃথ্বীরাজের লড়াইয়ের গল্প। 

    ছবিটির ট্রেলর যথেষ্ট পছন্দ করেছেন ভক্তরা। অক্ষয় কুমার এবিষয়ে বলেন, ‘পৃথ্বীরাজের ট্রেলরের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। আমরা ভারতের এই মহান সম্রাটকে ইতিহাস অক্ষুন্ন রেখে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। এটা জেনে ভালো লাগছে যে এই সম্রাটের বিষয়ে মানুষ আরও জানতে আগ্রহী।”

    ছবি তৈরির আগে পড়াশোনায় কোনও খামতি রাখেননি প্রযোজকরা। চন্দ্রশেখর চেয়েছিলেন ইতিহাসকে অবিকৃত রাখতে। ইতিহাসের পাতা যেন উঠে আসে পর্দায়। এই প্রচেষ্টাই ছিল ছবি নির্মাতাদের।  প্রযোজক আদিত্য চোপড়াও উৎসাহ দিয়েছিলেন তাঁকে। যশরাজ ফিল্মসের দফতরের একটি তলা এই ছবির যাবতীয় গবেষণার জন্য ছেড়ে দিয়েছিলেন।

    এর আগে ‘চাণক্য’ ধারাবাহিকে চন্দ্রশেখরের কাজ প্রশংসিত হয়েছিল। এক সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, “আমরা সম্রাট পৃথ্বীরাজকে সব চেয়ে বড় করে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছিলাম। এই বীর হিন্দু যোদ্ধার জীবনকে যাতে সঠিক ভাবে পর্দায় আনা যায়, সে দিকে আমরা নজর দিয়েছি। তাঁর রাজত্বের সময়টাকে ঠিক ভাবে তুলে ধরতে চেয়েছি। এ ধরনের কাজ করার ক্ষেত্রে সব সময় রিসার্চের কথা সবার আগে মাথায় রাখতে হয়। আমরা সেটা খুব ভালো ভাবে করেছি।” 

    ১৫ বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন ছবির পরিচালক। বহু তথ্য সংগ্রহ করেছেন। এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেই তা লুফে নেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতে পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে মানসী চিল্লারকে। এছাড়াও থাকবেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, মানব বীজ, সাক্ষী তানওয়ারের মতো বড় বড় অভিনেতারা।  আগামী ৩ জুন মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি দেখতে পাবেন দর্শকরা।

     

  • Tax After Retirement : অবসরের পর কর কমাবেন কীভাবে?

    Tax After Retirement : অবসরের পর কর কমাবেন কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেকের জীবনেই আসে অবসর(retirement)। সেই অবসর সময়ে আয় কমে গেলে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় যে কোনও মানুষকেই। তাই অবসরের পর কর-দক্ষ আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন। তা না হলে সঞ্চয়ের টাকা কর(Tax) দিতে দিতেই শেষ হয়ে যাবে।

    একটি বেসরকারি আর্থিক সংস্থার এক আধিকারিক বলেন, যদিও এই ট্যাক্সগুলির বেশিরভাগই অনিবার্য, তবে একজনের কষ্টার্জিত সঞ্চয়ের(deposit) ওপর তাঁদের সামগ্রিক প্রভাব প্রশমিত করা যেতে পারে।

    আরও পড়ুন : আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন

    সঞ্চয়ের ভাঁড়ারে যাতে টান না পড়ে, সেজন্য কর-দক্ষ পদ্ধতিতে আর্থিক পরিকল্পনা করতে হয়। তাঁর মতে, আগাম পরিকল্পনা কোনও ব্যক্তির কর কমাতে সাহায্য করতে পারে। অবসর গ্রহণের জন্য ওই ব্যক্তির সঞ্চয়ের যথেষ্ট পরিমাণ ধরে রাখতেও সাহায্য করবে এই পরিকল্পনা।

    আরও পড়ুন :বিধাননগরে সম্পত্তি কর এক লাফে তিনগুণ! জেনে নিন নতুন হার

    তিনি বলেন, বর্তমান নিয়মের অধীনে প্রবীণ নাগরিকদের জন্য মৌলিক ছাড়ের সীমা হল ৩ লক্ষ টাকা। আয়কর আইনের ধারা ৮৭ এ-র অধীনে ছাড়ের কারণে ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের জন্য একজনের কর দায় শূন্য হতেই পারে। তিনি বলেন, করযোগ্য আয়ের জন্য ৫ লক্ষ টাকা। এটি নির্দিষ্ট ধরণের কর-সঞ্চয় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে পরিচালনা করা যেতে পারে যার ওপর আয়কর আইনের ধারা ৮০ সি-এর অধীনে করছাড় দাবি করা যেতে পারে। এর মধ্যে একটি জীবন বীমা পলিসি, সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ইত্যাদির অধীনে প্রিমিয়াম পেমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে৷ এই বিভাগের অধীনে উপলব্ধ করছাড়ে সর্বোচ্চ সীমা হল দেড় লক্ষ টাকা৷

    আরও পড়ুন : ছড়াচ্ছে নয়া ভাইরাস! সতর্কতা জারি স্বাস্থ্যমন্ত্রকের, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    শিল্প বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি এমন বিনিয়োগে সঞ্চয় বিনিয়োগ করে অ-করযোগ্য আয় বাড়াতে পারে যা কর-দক্ষ রিটার্ন তৈরি করে এবং যার ওপর একজন ব্যক্তি করছাড় দাবি করতে পারে। ওই আধিকারিক বলেন, কোনও ব্যক্তি কর-সঞ্চয় অবসর পরিকল্পনায় সঞ্চয় বিনিয়োগ করে করমুক্ত আয়কে সর্বাধিক করতে পারে যা ইইই কর সুবিধা প্রদান করে এক লক্ষ টাকার লাভের ওপর ১০ শতাংশ কর সাপেক্ষে। অবশ্য এই ধরনের বিনিয়োগ তিনটি করছাড়ের জন্য যোগ্য, এক, বিনিয়োগ করা পরিমাণ করযোগ্য আয় থেকে বাদ দেওয়ার জন্য যোগ্য, দুই, চক্রবৃদ্ধি পর্বের সময় সঞ্চয় করপাসের ওপর অর্জিত সুদ কর-মুক্ত এবং তিন, বিনিয়োগ থেকে অর্জিত পরিপক্কতা মূল্যও প্রত্যাহারের সময় কর-মুক্ত।ইইই সুবিধা মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপকরণগুলির জন্য প্রযোজ্য। জীবন বীমা পরিকল্পনা, ইপিএফ এবং পিপিএফইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম। তিনি বলেন, আমরা যদি দক্ষতার সঙ্গে পরিকল্পনা করি, তাহলে আমরা আমাদের উপার্জনের জন্য করের ক্ষতি না করেই আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। 

  • Gyanvapi Mosque: ধাক্কা খেল মসজিদ কমিটি, জ্ঞানবাপী মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    Gyanvapi Mosque: ধাক্কা খেল মসজিদ কমিটি, জ্ঞানবাপী মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) মামলায় ধাক্কা খেল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (Anjuman Intezamia Masjid Committee)। বারাণসী (Varanasi) দায়রা আদালতের নির্দেশে হওয়া সমীক্ষার (videography survey) কাজ রদ করতে এবং মামলাটি বারাণসী থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টে (Supreme court) আবেদন করেছিল মসজিদ কমিটি। 

    এদিন কোনও আবেদনই গ্রাহ্য করল না সুপ্রিম কোর্ট। একদিকে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি  সূর্যকান্ত এবং বিচারপতি পিএস নরসিমহাকে নিয়ে গঠিত তিন সদস্যের ডিভিশন বেঞ্চ যেমন জানিয়ে দিল সমীক্ষার কাজ চলবে। তেমনই মামলা পাঠিয়ে দেওয়া হল বারাণসীর জেলা আদালতে। আবেদনকারী মসজিদ কমিটির দাবি ছিল, সমীক্ষার নির্দেশে ১৯৯১ সালে তৈরি উপাসনাস্থল আইন লঙ্ঘিত হয়েছে। তাই সমীক্ষার কাজ বন্ধ করা হোক। 

    আরও পড়ুন: মন্দির ভেঙেই জ্ঞানবাপী মসজিদ! প্রমাণ মিলল ইতিহাসেও

    শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “এক মুহূর্তের জন্য মন্দির-মসজিদ বিবাদ দূরে সরিয়ে রেখে ভাবুন। ধর্মস্থলের মিশ্র চরিত্র নতুন কিছু নয়।” আদালত তার পর্যবেক্ষণে আরও বলে, “একটি নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর উপস্থিতি ধর্মীয়স্থলের চরিত্র পরিবর্তন করবে না। শুধুমাত্র নামাজের মাধ্যমে জ্ঞানবাপী মন্দিরকে মসজিদে পরিবর্তন করা হবে না। তাই এক্ষেত্রে সমীক্ষার নির্দেশ উক্ত আইনের আওতায় পড়বে না।

    আবেদনকারী চাইছিল, মামলা বারাণসী থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু, এদিন শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, বারাণসী দায়রা আদালত মসজিদ চত্বরে সমীক্ষার যে নির্দেশ দিয়েছে তাতে কোনওপ্রকার হস্তক্ষেপ করবে না তারা। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সমীক্ষা করা যাবে কিন্তু কোনো রিপোর্ট ফাঁস করা যাবে না। 

    আরও পড়ুন: “ঐতিহাসিক তথ্যগুলিকে এখনই…”, জ্ঞানবাপী নিয়ে বড় মন্তব্য আরএসএসের

    এত দিন জ্ঞানবাপী মামলাটি ছিল বারাণসী দায়রা আদালতে। শুক্রবার জেলা আদালতকে মামলা হস্তান্তরের নির্দেশ দিয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘এমন স্পর্শকাতর মামলার শুনানির জন্য আরও অভিজ্ঞ ও সিনিয়র বিচারবিভাগীয় আধিকারিকের প্রয়োজন।’’ একইসঙ্গে বেঞ্চ জানিয়েছে, আপাতত সিল থাকবে মসজিদের ওজুখানা। তবে নমাজপাঠ করতে যাঁরা আসবেন, তাঁদের জন্য অন্য ব্যবস্থা করে দিত হবে। 

    ইতিহাস সাক্ষী আছে, অযোধ্যা মামলাও (Ayodhya case) নিম্ন আদালত থেকে উচ্চ আদালত হয়ে শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছেছিল। বিষয়টির নিষ্পত্তি হতে সময় লেগেছিল বেশ কয়েক দশক। এখন জ্ঞানবাপী মসজিদের ক্ষেত্রে তারই পুনরাবৃত্তি ঘটে কি না সেটাই দেখার।

    আরও পড়ুন: কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য! দাবি প্রাক্তন প্রত্নতাত্ত্বিক আধিকারিকের

  • PM Modi: বুদ্ধজয়ন্তীতে লুম্বিনিতে বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রের শিলান্যাস মোদির

    PM Modi: বুদ্ধজয়ন্তীতে লুম্বিনিতে বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রের শিলান্যাস মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লুম্বিনিতে (Lumbini) বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রের (buddhist cultural centre) ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারত (India) ও নেপালের (Nepal) প্রধানমন্ত্রী। সোমবার বুদ্ধজয়ন্তীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অংশ নেন বৌদ্ধ রীতি অনুযায়ী পুজোয়ও।

    এদিন বুদ্ধজয়ন্তী (Buddha Jayanti) উপলক্ষে নেপাল পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে চলে যান লুম্বিনিতে। এই লুম্বিনিতেই জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের (Lord Buddha)। বৌদ্ধ (Buddhist) তো বটেই, হিন্দুদের (Hindu) কাছেও লুম্বিনির গুরুত্ব অপরিসীম। হিন্দুদের বিশ্বাস, বুদ্ধ স্বয়ং বিষ্ণুর (Lord Vishnu) অবতার।

    এদিন যে জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সেটি ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশনের অন্তর্ভুক্ত। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে লুম্বিনিতে যান মোদি। তার আগে দর্শন করেন মায়াদেবীর মন্দির (maya devi temple)। মোদির সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী আরজু রানা দেউবা। লুম্বিনিতে গিয়ে মূলপ্রস্তরে শ্রদ্ধা অর্পণ করেন। এই প্রস্তরখণ্ডটি বুদ্ধের সঠিক জন্মস্থান নির্দেশ করে। এর পরেই শুরু হয় বৌদ্ধরীতিতে পুজো। মন্দির সংলগ্ন অশোক স্তম্ভের কাছেও প্রদীপ জ্বালান দুই প্রধানমন্ত্রী।

    ২৪৯ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এই স্তম্ভ নির্মাণ করেছিলেন। সেখানে দুই প্রধানমন্ত্রী শিশু-বোধিবৃক্ষে জল দেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি যখন নেপালে এসেছিলেন, তখন বুদ্ধগয়া (Bodhgaya) থেকে তিনি এই বৃক্ষটি উপহার হিসেবে নেপালের প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন।

    আরও পড়ুন : ভারতকে ধন্যবাদ , মোদি-বন্দনা শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর মুখে

    এই নিয়ে পাঁচবার লুম্বিনিতে গেলেন মোদি। বুদ্ধ পূর্ণিমার (Buddha Purnima) দিন লুম্বিনি দর্শন করতে পেরে তিনি যে খুশি, তা ধরা পড়েছে এদিন নেপাল পৌঁছেই তাঁর করা ট্যুইটে। মোদি লিখেছেন, নেপালে অবতরণ করেছি। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন উপলক্ষে নেপালের বিস্ময়কর মানুষের মধ্যে থাকতে পেরে খুশি। লুম্বিনির অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। এর পরেই লুম্বিনিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী।

    ’১৪ সালে ক্ষমতায় এসেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে সচেষ্ট হন মোদি। সেই সময়ও তিনি গিয়েছিলেন নেপালে। পরে গাঢ় হয় নেপাল-চিন সম্পর্ক। স্বাভাবিকভাবেই দূরত্ব রচনা হয় ভারত-নেপাল সম্পর্কে (India Nepal bilateral relations)। কূটনৈতিক মহলের মতে, ভারতের গুরুত্ব পরে বুঝতে পারে নেপাল। ক্রমেই শীতল হতে থাকে নেপাল-চিন (Nepal-China) সম্পর্ক। তার পর ফের নেপালের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক মসৃণ করতে সচেষ্ট হন মোদি। যার জেরে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি পা রাখলেন নেপালে। তাও আবার বুদ্ধজয়ন্তীর দিন।

     

  • VHP at Karnataka mosque: ম্যাঙ্গালুরুর বিতর্কিত সেই মসজিদে ধর্মীয় আচার পালন ভিএইচপি, বজরং দলের

    VHP at Karnataka mosque: ম্যাঙ্গালুরুর বিতর্কিত সেই মসজিদে ধর্মীয় আচার পালন ভিএইচপি, বজরং দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাঙ্গালুরুর (Mangaluru) বিতর্কিত সেই মসজিদে ধর্মীয় আচার পালন করল বিশ্ব হিন্দু পরিষদ (vhp) ও বজরং দল (Bajrang dal)। এদিন সকালে রীতি মেনে মালালির ওই মসজিদে ‘তম্বুলা প্রশ্নম’ (Thamboola prasnam) পরিবেশিত হয়। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, মসজিদ (mosque) সংস্কারের কাজ চলাকালীন সেখানে একটি মন্দিরের মতো কাঠামোর হদিশ মিলেছে। তার পরেই এদিন আচার পালনের কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো পরিবেশিত হয় তম্বুলা প্রশ্নম।

    গত সপ্তাহের প্রথম দিকে ম্যাঙ্গালুরু শহরের বাইরে মালালি এলাকায় জুমা মসজিদের নীচে হিন্দু মন্দিরের মতো একটি কাঠামোর হদিশ মেলে বলে দাবি স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের। জুমা মসজিদের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন বিষয়টি নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় উত্তেজনা।

    মসজিদ চত্বরে পুজোপাঠের পরিকল্পনা করে হিন্দুত্ববাদী একটি সংগঠন। পুজোপাঠ সংক্রান্ত একটি বৈঠকও হয়। বৈঠকে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক ভরত শেট্টি, বিশ্ব হিন্দু পরিষদের নেতা শরণ পাম্পওয়েল প্রমুখ। বৈঠক থেকে বেরিয়ে সেদিনই ভরত জানিয়েছিলেন, ২৫ মে মসজিদ চত্বরে বিশেষ তম্বুলা প্রশ্নম পালন করা হবে। তার পরেই তাঁরা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন।

    আরও পড়ুন :জ্ঞানবাপী মসজিদে পাওয়া ‘শিবলিঙ্গ’ বিশ্বেশ্বরের! দাবি কাশীর প্রধান মহন্তর

    অশান্তি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তার মধ্যেই তম্বুলা প্রশ্নম পালন করে হিন্দুত্ববাদী সংগঠনটি। মসজিদটি এক সময় মন্দির ছিল কিনা, তা জানতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে হিন্দত্ববাদী একটি সংগঠন। তম্বুলা প্রশ্নম আচার পালনের পর হিন্দুত্ববাদী ওই সংগঠন জানিয়ে দিয়েছে তারা অষ্টমঙ্গলা প্রশ্নম করবে। কারণ তাদের বিশ্বাস, মন্দিরের জায়গায় মসজিদ গড়ে তোলা হয়েছে।

    আরও পড়ুন : জ্ঞানবাপী মসজিদ চত্বরে নিষিদ্ধ করা হোক মুসলমানদের প্রবেশ, আদালতে ভিভিএসএস প্রধান

    স্থানীয় বিধায়ক ভরত শেট্টি মন্দিরের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভিএইচপি এবং বজরং দলের নেতারা এবং আরও কিছু হিন্দু সংগঠন আদালতে গিয়ে মসজিদ ভেঙে ফেলার ওপর স্থগিতাদেশ চেয়েছিল যাতে মন্দিরের মতো কাঠামোগুলি যথাযথ তদন্ত না করে ভেঙে ফেলা না হয়। সত্য প্রকাশ্যে আনার জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগের সমীক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ভিএইচপি নেতারা প্রাপ্ত নথিগুলি যাচাই না হওয়া পর্যন্ত কাজ বন্ধের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন।

    এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঠোমোর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে দক্ষিণ কন্নড় কমিশনারেট। প্রশাসন জমির নথি খতিয়ে দেখছে। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন এলাকাবাসীকে।

     

  • Shinzo Abe: ব্যথিত মোদি! এভাবে ছেড়ে গেলেন বন্ধু আবে, শোকাহত প্রধানমন্ত্রী

    Shinzo Abe: ব্যথিত মোদি! এভাবে ছেড়ে গেলেন বন্ধু আবে, শোকাহত প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বন্ধুর’ মৃত্যুতে ‘শোকাহত’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আবের মৃত্যুতে শোকপ্রকাশ করে মোদির ট্যুইট, “আমি গভীরভাবে ব্যথিত। চলে গেলেন আমার ঘনিষ্ঠ বন্ধু আবে। দুঃখপ্রকাশের কোনও ভাষা নেই। জাপানকে নতুনভাবে গড়ে তুলতে সারা জীবন দিয়ে দিলেন শিনজো। পৃথিবীতে জাপানকে একটি বিশেষ স্থানে উন্নীত করেছেন আবে।”  মোদি আরও জানান, “প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে আগামিকাল ভারত একদিনের জাতীয় শোক পালন করবে।” শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আগেই ট্যুইট করেন মোদি। ট্যুইট বার্তায় মোদি লিখেছেন, “আবের পরিবারের পাশে আছি। জাপানের মানুষের সঙ্গে আছি।’’  

    [tw]


    [/tw]

    এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, বলে ট্যুইট করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দুঃখপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

    এই ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, “এই ঘটনা ক্ষমার অযোগ্য। এ ধরনের হামলা সহ্য করা হবে না।” আবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তা পাঠিয়েছেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। 

    আরও পড়ুন: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, আততায়ীর পরিচয় প্রকাশ

    শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতা পায়। এরই স্বীকৃতিস্বরুপ তাঁকে গতবছর পদ্মভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে ভারত সরকার। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জয় পাওয়ার পর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে শিনজো আবেই  মোদিকে অভিনন্দন জানান। চলতি বছরের মে মাসে মোদি জাপান সফরে গেলে আবের সঙ্গে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হয়  প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর বরাবরই জোর দিয়েছিলেন আবে।

  • Russia India Relation: ভারতের ওপর কি ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে রাশিয়া?

    Russia India Relation: ভারতের ওপর কি ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে রাশিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও বেশি করে ভারতের (India) ওপর নির্ভরশীল হয়ে পড়ল রাশিয়া (Russia)। ইউক্রেনে (Ukraine) হামলা চালানোর কারণে ইতিমধ্যেই প্রচুর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর। যার মধ্যে অন্যতম ইউরোপের দেশগুলিতে অপরিশোধিত তেলের রফতানি (Crude oil exports)। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় আংশিক নিষেধাজ্ঞা (partial embargo) জারি করেছে ইউরোপ (Europe)। 

    তাই এবার চিন (China) এবং ভারতের ওপর নির্ভর করতে হবে ভ্লাদিমির পুতিনের (Putin) দেশকে। কারণ এই দুই দেশ ছাড়া আর এশিয়ার অন্য কোনও দেশের তেল পরিশোধন করার আধুনিক প্রযুক্তি নেই। তাই অপরিশোধিত তেল (Crude Oil) এই দুই দেশেই রফতানি করতে হবে রাশিয়াকে। 

    পণ্য বিনিময় পদ্ধতিতে এবার রাশিয়া থেকে সার আমদানি ভারতের

    রাশিয়া থেকে জলপথে তেল রফতানি করা হয় পৃথিবীর নানা দেশে। রাশিয়া থেকে জলপথে দুই তৃতীয়াংশ তেল ইউরোপে আসে। জাহাজে আসা তেলের উপরে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (European Union)। এই নিষেধাজ্ঞার ফলে প্রায় সাতাত্তর হাজার কোটি টাকার লোকসান হবে রুশ প্রশাসনের।  

    ব্রাসেলসে এক সম্মেলন শেষে ষষ্ঠবারের জন্যে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এতে বলা হয়, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি দুই-তৃতীয়াংশ বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হয়েছেন। এর ফলে সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে।  

    ইউরোপীয় ইউনিয়নের চাহিদার ২৭ শতাংশ তেল এবং ৪০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করা হয়। যার মূল্য প্রায় ৪০০ বিলিয়ন ইউরো। এদিকে পোল্যান্ড ও জার্মানি এ বছরের শেষে পাইপলাইনে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। এতে ইউরোপে রুশ তেল আমদানির পরিমাণ ৯০ শতাংশ কমে যাবে।

    রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে পশ্চিমি দেশগুলিকে জবাব পীযূষ গোয়েলের 

    ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলি অংশ নিয়েছে। এতে রাশিয়ার তেল আমদানি কমিয়ে আনার নিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিচেল বলেন, এর ফলে রাশিয়ার যুদ্ধ পরিচালনা করার অর্থের উৎস বন্ধ হবে। এছাড়া রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এবং তিনটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপর কঠোর নিষেধাজ্ঞা দেবার ব্যাপারে ইউরোপীয় নেতারা একমত হয়েছে। 

    ইউরোপের এই সিদ্ধান্তের ফলে নতুন বাজার ধরতে হবে রুশ প্রশাসনকে। সেই ক্ষেত্রে রাশিয়ার সামনে একমাত্র বাজার এশিয়া। যেখানে বেশিরভাগ দেশেরই তেল পরিশোধ করার প্রযুক্তি নেই। তাই অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে ভারত এবং চিনের মুখের দিকেই তাকিয়ে থাকতে হবে রাশিয়াকে। 

     

  • Horoscope Today, 21 May 2022: আজ ভ্রমণের যোগ কোন রাশির? দেখুন দৈনিক রাশিফল

    Horoscope Today, 21 May 2022: আজ ভ্রমণের যোগ কোন রাশির? দেখুন দৈনিক রাশিফল

    মেষ রাশি: আজ লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। কোনও মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধির আশঙ্কা। মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হতে পারবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।

    বৃষ রাশি: আজ যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ মিটে গিয়ে মিলন হতে পারে। আজ সারাদিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটার সম্ভাবনা। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

    মিথুন রাশি: আজ কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

    কর্কট রাশি: আজ প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পেতে পারেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

    সিংহ রাশি: আজ সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

    কন্যা রাশি: আজ বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ।

    তুলা রাশি: আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। কর্মস্থলে সমস্যা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।

    বৃশ্চিক রাশি: আজ মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ। 

    ধনু রাশি: আজ বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট হওয়ার আশঙ্কা। ব্যবসায় একটু শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন।

    মকর রাশি: আজ লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। হাঁটাচলা খুব সাবধানে করবেন।

    কুম্ভ রাশি: আজ শ্বশুরবাড়ির কাছ থেকে দামি কোনও উপহার পেতে পারেন। অন্যের ভুল ভাঙাতে গিয়ে নিজের সংসারে অশান্তি। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারেন। চাকরির পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। প্রতিবেশী সংক্রান্ত বিবাদ থেকে দূরে থাকুন।

    মীন রাশি: আজ সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি কোনও ব্যবসায় লাভ হতে পারে।

  • Giant Panda Fossil: চিন থেকে উদ্ধার ৬০ লক্ষ বছরের পুরনো জায়েন্ট পান্ডার জীবাশ্ম

    Giant Panda Fossil: চিন থেকে উদ্ধার ৬০ লক্ষ বছরের পুরনো জায়েন্ট পান্ডার জীবাশ্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাইনোসরের জীবাশ্মের খোঁজ, এসব এখন অতীত। সম্প্রতি ৬ মিলিয়ন অর্থাৎ ৬০ লক্ষ বছর পুরনো জায়েন্ট পান্ডার (Giant Panda) জীবাশ্ম উদ্ধার করা হয়েছে চিন (China) থেকে। আর এই নিয়েই আবারও চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই পান্ডার উৎপত্তি কোথা থেকে হয়েছে এই নিয়ে অনেক আলোচনা চলছিল। জানা গিয়েছিল, জায়েন্ট পান্ডার হদিশ নাকি চিন থেকেই পাওয়া যায়। কিন্তু এবারে এত বছরের পুরনো বিলুপ্ত হয়ে যাওয়া পান্ডার জীবাশ্ম উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষের।

    ওই দুই মহিলার মধ্যে একজন অস্ট্রিয়ান ও অন্যজন রোমানিয়ান ছিলেন।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে প্রজাতির পান্ডার হাড়ের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে তার নাম Ailurarctos। জীবাশ্মটি চিনের ইউনানের (Yunnan) জাওটং (Zhaotong) শহরের থেকে উদ্ধার করা হয়েছে। এটি ৬০ লক্ষ বছরের পুরনো জীবাশ্ম ও এই প্রজন্মের পান্ডাদের থেকেই বর্তমান প্রজন্মের পান্ডারা এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই হাড়গুলো থেকে বর্তমান প্রজন্মের পান্ডাদের হাড়ের পরিবর্তনের কথা জানতে পারবেন বিজ্ঞানীরা। ‘ফলস থাম্প’ নামক হাড়ের গঠনে কী কী পরিবর্তন এসেছে এই নিয়ে বিস্তারিত জানতে এই জীবাশ্ম অনেক সাহায্য করে থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই ফলস থাম্পের সাহায্যেই পান্ডারা হাতে কোনও খাবার বা বাঁশ নিয়ে খেতে পারে। বর্তমান প্রজন্মের পান্ডাদের ফলস থাম্পের সঙ্গে এর মিলও খুঁজে পাওয়া গিয়েছে। শুধুমাত্র এটি আকারে বড় ধরণের ছিল ও এতে হুক নেই যা বর্তমান প্রজন্মের পান্ডাদের আছে।

    আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    এর আগে ২০১০ সালে প্রথম Ailurarctos প্রজাতির পান্ডার হাতের হাড় পাওয়া গিয়েছিল ও ২০১৫ সালে দাঁত ও ফলস থাম্প উদ্ধার করেছিল বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই জীবাশ্মের সাহায্যেই বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে,  Ailurarctos প্রজাতির পান্ডার ফলস থাম্পের থেকে বর্তমান প্রজন্মের পান্ডাদের ফলস থাম্পের গঠন বেশি ভালো। এদের থাম্পে হুক থাকায় কোনও জিনিসকে বা কোনও খাবারকে এরা ভালোভাবে ধরতে পারে। ফলে এই জীবাশ্মের সন্ধান পাওয়ার পরে বিজ্ঞানীরা জায়েন্ট পান্ডাদের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে পারেন ও এখনকার পান্ডাদের সঙ্গে আগের প্রজন্মের পান্ডাদের কী কী মিল ও অমিল রয়েছে তাও জানতে পারেন। বিজ্ঞানীরা এই জীবাশ্ম নিয়ে এখনও গবেষণা করে চলেছে, তাই ভবিষ্যতে আর কী কী নতুন তথ্য পাওয়া যেতে পারে এটিই এখন দেখার।

LinkedIn
Share