Putin To PM Modi: ‘‘এটা যুদ্ধের সময় নয়, বন্ধু…’’, পুতিনকে যখন এই কথা বললেন মোদি

series of blasts in delhi Putin and Netanyahu's India visit December

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধে হয়ত বা ইতি টানতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সেই কথাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেন বা এসসিও (SCO) সামিটের পার্শ্ববৈঠকে পুতিনকে আবারও দেশের ‘যুদ্ধবিরোধী’ অবস্থানের কথা জানান মোদি।  রুশ-ইউক্রেন দ্বন্দ্বের আবহে উজবেকিস্তানে প্রথম বার মুখোমুখি বৈঠক করেন  মোদি ও পুতিন। সেই বৈঠকেই মোদি পুতিনকে বলেছেন, ‘‘এটা যুদ্ধের সময় নয়।’’ সূত্রের দাবি, মোদির বক্তব্যে ‘সহমত পোষণ’ করেছেন পুতিন। কথা দিয়েছেন, যত তাড়াতা়ড়ি সম্ভব, ‘যুদ্ধ’ শেষ করা হবে।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এদিনের বৈঠকে ভারতের নিরপেক্ষ বিদেশনীতির প্রশংসা করেন পুতিন। যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে ভারতের প্রস্তাবও বেশ গ্রহণযোগ্য বলে জানিয়েছেন রুশ নেতা। সেই সঙ্গে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করে তোলার বিষয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। পুতিনকে মোদি বলেন, “আজকের যুগ যুদ্ধের নয়। এর আগে আমি ফোনে আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আজ আমরা কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি, সেই বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছি। ভারত-রাশিয়া কয়েক দশক ধরে একে অপরের পাশে দাঁড়িয়েছে।” 

আরও পড়ুন: ভারতের মাটিতে পৌঁছনোর আগেই আফ্রিকার চিতার ভিডিও ভাইরাল, দেখুন তার এক ঝলক

মোদির কথায় সহমত পোষণ করে পুতিন জানিয়েছেন, “সীমান্ত সমস্যা ও সংঘর্ষ নিয়ে আপনার উদ্বেগ বুঝি। আমরা চাই যত দ্রুত সম্ভব এই সব কিছুর অবসান ঘটুক। ইউক্রেনে যা ঘটছে, সেই সম্পর্কে আমরা আপনাকে অবগত করব।” পরের বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। এর জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share