মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনের হামাসের (Israel Palestine War) পর এবার ইজরায়েলি ভূখন্ডে আঘাত হানল লেবাননের হেজবুল্লা। আগেই হামাসের পক্ষে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল হেজবুল্লা। লেবানন থেকে ছোড়া আন্টি ট্যাঙ্ক মিসাইলে নিহত হন ইজরায়েলের এক সেনা অফিসার। হামলার পরেই পাল্টা প্রত্যাঘাত দিতে শুরু করে নেতানিয়াহু প্রশাসন। জানা গিয়েছে, ইজরায়েলি সেনার পাল্টা হানায় বেশ বেকায়দায় পড়েছে হেজবুল্লা। তবে এই আক্রমণে লেবাননের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।
ইজরায়েলি সেনার বিবৃতি
ইজরায়েল সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘লেবাননের ভূখণ্ডে জঙ্গি সংগঠন হেজবুল্লাকে লক্ষ্য করে ইজরায়েলের অভিযান চলছে।’’ লেবানন সীমান্তের অন্তত আঠাশটি জায়গা থেকে তার নাগরিকদের নিরাপদ স্থানে সরানোর কাজও শুরু করেছে নেতানিয়াহু সরকার। আপাতত গাজার পাশাপাশি লেবাননের হেজবুল্লাকেও (Israel Palestine War) নিকেশ করার জন্য পরিকল্পনা শুরু করেছে ইজরায়েল। চলতি সপ্তাহের রবিবারই হেজবুল্লা জানায় যে সীমান্তে তারা ইজরায়েলের পাঁচটি সেনা ব্যারাককে টার্গেট করছে। কারণ হিসেবে তারা বলে যে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের উপর ইজরায়েল হামলা চালিয়েছে, তারই পাল্টা প্রত্যাঘাত করা হবে।
Israeli air force targets Hezbollah military infrastructure in Lebanon
Read @ANI Story | https://t.co/QWzSQLvDnm#Israel #Hezbollah #Lebanon #IsraelHamasconflict pic.twitter.com/k0X1PBLLT4
— ANI Digital (@ani_digital) October 17, 2023
হামাসের ৬ শীর্ষ কমান্ডার নিহত
অন্যদিকে হামাস-ইজরায়েলের যুদ্ধে, নেতানিয়াহু প্রশাসনের তরফে দাবি করা হয়েছে যে হামলায় এখনও পর্যন্ত ছয় শীর্ষ হামাস কমান্ডারকে নিকেশ করা গিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মুরাদ আবু মুরাদ। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস জঙ্গিরা,তারপর থেকেই প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেসময় বলেন, ‘‘শুরু করেছে হামাস, শেষ আমরা করব।’’ এই যুদ্ধে ভারত সমেত ব্রিটেন, আমেরিকা ইজরায়েলের (Israel Palestine War) পক্ষে দাঁড়ায়। দশ দিন ধরে চলা এই যুদ্ধে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply