চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।
২) কোনও সমস্যায় থাকলে ভাইদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করতে পারবেন।
৩) ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতা বজায় রাখুন, তা না-হলে সমস্যা উৎপন্ন হবে।
বৃষ
১) নতুন কাজ শুরুর সুযোগ পেতে পারেন।
২) আর্থিক বিষয়ে সহজ ভাবে অগ্রসর হন।
৩) ব্যাঙ্ক, ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা আজ সহজেই পেয়ে যাবেন।
মিথুন
১) দামী বস্তুর নিরাপত্তা সুনিশ্চিত করুন।
২) নতুন কিছু করার চিন্তাভাবনা করবেন, যা আপনার কাজকে প্রভাবিত করবে।
৩) ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করায় আনন্দিত থাকবেন।
কর্কট
১) অচেনা ব্যক্তির সঙ্গে লেনদেন করবেন না, তা না-হলে তাঁরা বড়সড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবেন।
২) বাজেট তৈরি করে ব্যয় করুন।
৩) নিজের কাজের চেয়ে অন্যের কাজে বেশি মনোনিবেশ করবেন, যার ফলে আপনার সমস্যা হতে পারে।
সিংহ
১) ব্যস্ত জীবন কাটান যাঁরা, তাঁরা সঙ্গীর কথা বোঝার চেষ্টা করুন, তা না-হলে বিবাদ উৎপন্ন হতে পারে।
২) ব্যবসায়ীদের জন্য দিন ভালো।
৩) সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করতে হবে।
কন্যা
১) কর্মক্ষেত্রে আপনাদের চেষ্টা সফল হবে।
২) সমস্যা থাকলে তা আজ দূর হবে।
৩) সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা আজ নতুন কোনও কাজ করার সুযোগ পাবেন।
তুলা
১) ব্যবসায় বড় মুনাফা অর্জনের লোভে ছোটখাট লাভ হাতছাড়া করবেন না।
২) সন্তানের নতুন চাকরি পাওয়ায় এবার কেরিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে।
৩) বন্ধু আপনার সাহায্য প্রার্থনা করতে পারে।
বৃশ্চিক
১) পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে হবে।
২) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করায় একাধিক সমস্যার সমাধান হবে।
৩) আইনি কাজে নিয়ম-নীতি মেনে চলুন, তা না-হলে ভুল হতে পারে।
ধনু
১) দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ায় আনন্দিত হবেন।
২) বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাবেন।
৩) যে কোনও কাজে ধৈর্য ধরুন ও সাহসী থাকুন।
মকর
১) স্বাস্থ্য-সমস্যা উপেক্ষা করবেন না, তা না-হলে বড়সড় রোগ দেখা দিতে পারে।
২) ব্যবসায়িক বিষয়ে ভালো ফলাফল পাবেন।
৩) কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে সফল হবেন।
কুম্ভ
১) পড়াশোনায় রুচি বাড়বে।
২) কাজের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন।
৩) আত্মীয়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।
মীন
১) ব্যবসায়িক পরিকল্পনা দীর্ঘদিন ধরে আপনাকে চিন্তিত করে থাকলে তা আজ পুনরায় শুরু করতে পারেন।
২) কোনও কাজের জন্য জেদ করবেন না।
৩) বিলাসিতার বস্তু কেনাকাটায় প্রচুর অর্থ ব্যয় করতে পারেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply