Illegal Loan Apps Banned: প্রতারণা এবং দুর্নীতি রোধে ৮৭টি অবৈধ ঋণ প্রদানকারী অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

bans 87 loan apps news the indian government has banned 87 illegal loan apps

মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক প্রতারণা এবং দুর্নীতি রুখতে ৮৭টি অবৈধ ঋণ প্রদানকারী অ্যাপকে (Bans 87 Loan Apps) নিষিদ্ধ করল মোদি সরকার (Modi Sarkar)। কেন্দ্রীয় সরকারের (Government of India) ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ-এর ধারার উল্লেখ করে এবং বিধিবদ্ধ ক্ষমতার প্রয়োগ করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা এই নির্দেশিকাটি একটি রিপোর্ট আকারে পেশ করেছেন লোকসভায়। আর্থিক প্রতারণা এবং দুর্নীতি রুখতে সরকারের এই পদক্ষেপ বিরাট কার্যকারী হবে বলে মনে করা হচ্ছে।

ঋণের ফাঁদে ফেলার চক্র কাজ করত (Bans 87 Loan Apps)

লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা (India Government) জানিয়েছেন, ভারত সরকার অবৈধ ঋণ অ্যাপগুলিকে (Bans 87 Loan Apps) বাতিল ঘোষণা করেছে। এর মূল কারণ হল, বহু মানুষ বা গ্রাহক অনলাইন অ্যাপে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। প্রলোভন দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ ব্যবহারকারীদের ঋণের ফাঁদে ফেলার চক্র কাজ করছিল। অল্প পরিমাণে ঋণ দিয়ে বিপুল পরিমাণ সুদ আদায় করে থাকে এই অ্যাপগুলি। এই পদক্ষেপের মাধ্যমে, এই সন্দেহজনক অ্যাপগুলি থেকে ব্যবহারকারীদের বিরত রাখা যাবে। সারা দেশে এই অ্যাপগুলির বিরুদ্ধে হয়রানি, তথ্যের অপব্যবহার এবং এমনকি জালিয়াতির জন্য অনেক অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছে। বিপুল পরিমাণে অভিযোগের ভিত্তিতে সরকার এই অ্যাপগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইন অ্যাপের এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ যেমন রয়েছে, ঠিক তেমনি ব্যবহারকারীদের মানসিকভাবে নির্যাতন করে অনৈতিক উপায় বিব্রত করার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল।

প্রতি মাসে ২৫% পর্যন্ত সুদ নেয়

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, কোম্পানি আইন ২০১৩-এর অধীনে নিয়ম লঙ্ঘন হওয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপটিতে প্রযুক্তিগত দক্ষতা এবং কোম্পানি আইনের দিকগুলিকেও সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সরকার (India Government) চেষ্টা করছে ডিজিটাল উপায়ে ভারতে ঘটমান যে কোনও ধরণের আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত সমস্যা থেকে নাগরিকদের সুরক্ষিত রাখা।

একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে, ভারতে তাৎক্ষণিক ঋণ অ্যাপগুলিতে (Bans 87 Loan Apps) প্রতি মাসে গৃহীত সুদের পরিমাণ হল ২৫ শতাংশ পর্যন্ত। আর যখন ব্যবহারকারী এই পরিমাণ অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানায়, তখন তাদের পরিবার, বন্ধুবান্ধব, পরিচিতদের ঘন ঘন কল এবং আরও অনেক কিছুর বিকৃত ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হয়। নিষিদ্ধ হওয়ার পরে এই ধরণের অ্যাপগুলি যদি নতুন ব্র্যান্ডিংও করে, তাহলে ভবিষ্যতে সরকার আইনের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share