Yogi Adityanath: আশি-বিশের লড়াই, উত্তরপ্রদেশে বিপুলভাবে জিতবে বিজেপি, দাবি যোগীর

sambhal report highlights how demographic shift up cm yogi adityanath says files reveal how conspiracy unfolded

মাধ্যম নিউজ ডেস্ক: ২ বছর পরেই ভোট উত্তরপ্রদেশে। এই আবহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৮০ শতাংশেরও বেশি আসন পাবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ২০২৭ সালের নির্বাচন হতে চলেছে আশি-বিশের লড়াই। তিনি বলেন, “২০২৭ সালের নির্বাচন আশি-বিশের যুদ্ধ। আশি শতাংশ বিজেপি এবং ২০ শতাংশে অন্যরা পাবে।”

২০২২ সালের নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি (BJP)

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের নির্বাচন। সে সময়ও যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) এ কথাই বলতে শোনা গিয়েছিল। অর্থাৎ আশি-বিশের লড়াই। ওই নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি। ৪০৩টি বিধানসভার আসনের মধ্যে ২৯১টি আসনে জিতেছিল গেরুয়া শিবির। অর্থাৎ মোট আসনের ৭২ শতাংশ এসেছিল বিজেপির দখলে। সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট আটকে যায় মাত্র ১০৯টি আসনে।

এই মুহূর্তে ভোট হলে জিতবে বিজেপি, বলছে সমীক্ষা

প্রসঙ্গত এই অনুষ্ঠানেই তাঁকে প্রশ্ন করা হয় যে আগামী দিনে তিনি এই বিজেপির ব্যাটন সামলাবেন কিনা! এর উত্তরে যোগী (Yogi Adityanath) জানান, তিনি একজন যোগী এবং দেশ ও জনগণের কল্যাণের জন্য তিনি সংকল্পবদ্ধ। যোগী আদিত্যনাথের নিজের ভাষায়, “দেখুন, আমি কারও উত্তরাধিকারী নই। আমি একজন যোগী। ভারত মাতার একজন সেবক হিসেবে এইভাবেই কাজ করতে চাই। আমাকে উত্তর প্রদেশের জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেই দায়িত্ব পালন করছি।” প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আশানুরূপ ফল হয়নি বিজেপির। গেরুয়া শিবির আটকে যায় ৩৩ আসনে। অন্যদিকে, সমাজবাদী পার্টি জেতে ৩৭ আসনে। তবে তারপর থেকে হওয়া উপনির্বাচনগুলিতে বিপুল জয় পায় বিজেপি। এই আবহে ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে। সেখানে উঠে এসেছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি বিপুলভাবে জিতবে উত্তরপ্রদেশে। অর্থাৎ ২০২৭ সালে টানা তিনবারের জন্য উত্তরপ্রদেশে জিততে চলেছে বিজেপি। এমনটাই বলছে বর্তমান সমীক্ষা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share