CNAP system: কলার আইডি প্রদর্শিত করবে সিএনএপি, কীভাবে কাজ করে জানেন?

calling-name-presentation-news-cnap-will-display-caller-id-do-you-know-how-it-works

মাধ্যম নিউজ ডেস্ক:  যদি আপনার ফোনে হঠাৎ করে কেউ ফোন করে, আর আপনি অপরিচিত নাম দেখাতে শুরু করেন, এমন নাম যা আপনি কখনও সেভ করেননি, তাহলে চিন্তা করবেন না। এটি কোনও ত্রুটি নয়। এটি ভারত সরকারের নতুন সিএনএপি (CNAP system) সিস্টেম, যা দেশের কিছু অংশে পরীক্ষা করা হচ্ছে। কোনও ভয় পাওয়ার কারণ নেই। অপরিচিত নাম বা নম্বর নিয়ে অহেতুক ভয় পাবেন না। ফোন (Calling Name Presentation) করলে আধার যুক্ত নাম প্রদর্শিত করবে।

আধার নামটি প্রদর্শিত হবে (CNAP system)

সিএনএপি (CNAP system)-এর অর্থ হল কলিং নেম প্রেজেন্টেশন এবং এটি ট্রু কলার (Truecaller) এর মতো ব্যবস্থা, তবে সরকার স্বীকৃত এবং সরকারের দ্বারা তৈরি। গ্রাহককে এই নিয়ে কোনও অসুবিধায় পড়তে হবে না। এই সিস্টেমের অর্থ হল ক্রাউডসোর্সড ডেটা। তার মানে হল ব্যবহারকারীর অনুমানের উপর নির্ভর না করেই কল করা ব্যক্তির আসল আধার-লিঙ্কযুক্ত নাম দেখা যাবে মোবাইল স্ক্রিনে। কেউ যখন আপনাকে ফোন করে তখন সিস্টেমটিতে কী হয় তা আসুন জেনে নিই। প্রথমে আপনার ফোনে (Calling Name Presentation) সেই মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত আধার নামটি প্রদর্শিত হবে। কিছুক্ষণ পরে, এটি আপনার ফোনের কন্টাক্ট লিস্টে সেভ করা নামটি দেখাবে। এর অর্থ হল প্রথমে যাচাইকৃত সরকারি পরিচয়পত্রটি দেখাবে এবং এরপর ব্যক্তিগত মোবাইলে সেভ করা তথ্যকে দ্বিতীয় স্থানে প্রদর্শন করবে।

শনাক্তকরণকে আরও নির্ভুল

এখন প্রশ্ন হল সরকার কেন এমন পদ্ধতির ব্যবহার শুরু করছে? কেন্দ্রীয় সরকার গত মাসে সিএনএপি (CNAP) পোর্টাল অনুমোদন করেছে। এতে টেলিকম অপারেটররা কলার শনাক্তকরণকে আরও নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করে তুলতে এটিকে কার্যকর করেছে। এর লক্ষ্য হল জটিলতা হ্রাস করা, জালিয়াতি প্রতিরোধ করা এবং অপরিচিত নম্বর থেকে কলের (Calling Name Presentation) উত্তর দেওয়ার সময় মানুষকে আরও আত্মবিশ্বাসী করা। উল্লেখ্য আগে, যদি আপনার স্ক্রিনে কোনও অসংরক্ষিত নম্বর দেখা যেত, তাহলে ট্রুকলার (Truecaller)-এর মতো অ্যাপ ব্যবহার না করলে, সেই নম্বরটিকে জানার কোনও স্পষ্ট উপায় ছিল না। নির্দিষ্ট কলের তথ্যটি প্রায়শই অন্যান্য ব্যবহারকারীদের উপর নির্ভর করতে হতো। তবে সবসময় নির্ভরযোগ্যও ছিল না। সিএনএপি (CNAP system) প্রত্যেক কল করা ব্যক্তির নাম এখন সরাসরি তাদের সিম নিবন্ধনের সঙ্গে যুক্ত করে দিয়েছে। ভারতে এখন কলার আইডি কীভাবে কাজ করে তার মধ্যে এটি একটি লক্ষণীয় পরিবর্তন। তবে গোপনীয়তা, নির্ভুলতা এবং লোকেরা তাদের প্রদর্শিত নাম আপডেট বা পরিবর্তন করতে পারবে কিনা সে সম্পর্কে পরিষেবাটি সম্প্রসারণের বিষয়টিও আলোচনা সাপেক্ষ বলে উল্লেখ করা হয়েছে।

আপাতত সিএনএপি (CNAP system) গ্রাহকদের কল ধরার সময় আরও স্বচ্ছ এবং বিশ্বাস যোগ্যতাকে নিশ্চিত করছে। অপরিচিত নম্বর থেকে কল ধরার সময় সেটিকে আরও কার্যকর করা হচ্ছে। টেলিকম অপারেটররা সারা দেশে সিস্টেমটিকে সক্রিয় করার সঙ্গে মোবাইলে ব্যক্তিগত যোগাযোগের নামগুলিকে প্রদর্শিত হওয়ার আগে স্ক্রিনে যাচাইকরেই দেখাবে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share