SIR: রাজ্যের সব টেলিকম সংস্থার সঙ্গে বৈঠক কমিশনের, ফর্ম আপলোড সমস্যায় দ্রুত পদক্ষেপ

commission-holds-meeting-with-all-telecom-companies-in-the-state-takes-prompt-action-on-form-upload-issue

মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে বিএলওদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার পর আরও সক্রিয় হয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সার্ভারের কারণে এনুমারেশন ফর্ম আপলোড করতে সমস্যা হচ্ছে। বারবার এমনই অভিযোগ জানিয়েছিলেন বিএলওরা। আর তাই শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী (Election Commission) আধিকারিক মনোজ কুমার আগারওয়াল বলেন, “সোমবার দুপুর একটায় রাজ্যের সব টেলিকম সংস্থাগুলোর সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করা হবে।” নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু এসআইআরের কাজ শেষ করতে হবে, তাই অভিযোগ পেয়েই অত্যন্ত তৎপর কমিশন।

জ্ঞানেশ কুমারের সাফ নির্দেশ(SIR)

রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সার্ভারের জন্য বিএলওরা এনুমারেশন ফর্ম (SIR) নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে পারছেন না। ফলে নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে অনেকেই ব্যর্থ হচ্ছেন। এই নিয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পর রাজ্যের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন। আর তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে বলা হয়েছে, অবিলম্বে রাজ্যে থাকা টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।

৯ ডিসেম্বর খসড়া এবং ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত

পাশাপাশি এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক (Election Commission) জানান আগামী ৯ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া (SIR) ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকায় একমাত্র তাদেরই নাম থাকবে যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছে। রাজ্যের পঞ্চায়েত, ব্লক অফিস, পুরসভা, মহকুমা শাসকের দফতর এবং জেলাশাসকের দফতরে এই তালিকা সকলের জন্য টাঙানো হবে। এর পাশাপাশি সিইও-র ওয়েবসাইটেও দেখা যাবে খসড়া ভোটার তালিকা। একেবারেই বুথ স্তরে প্রত্যেকের নাম প্রকাশ করা হবে।

তবে এই তালিকার পাশাপাশি আর একটি তালিকাও প্রকাশ করা হবে যেখানে আরও চারটে ভাগ থাকবে। মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, ভুয়ো ভোটার এবং স্থানান্তরিত ভোটারের নামের তালিকা। খুব স্বাভাবিকভাবেই তাই এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সকলে। তবে এই তালিকা চূড়ান্ত নয়। এই তালিকায় যাদের নাম বাদ গিয়েছে, নামের বানান ভুল আছে, ঠিকানা ভুল আছে সেই সব কিছু সংশোধন করা হবে। যদি কেউ চান নতুন ভাবে নাম এই ভোটার তালিকায় তুলবেন তাহলে তাকে ৬ নম্বর ফর্ম পূরণ করে আগামী ৮ই জানুয়ারির মধ্যে জমা দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ৭ই ফেব্রুয়ারি। আর এই ভোটার তালিকার ভিত্তিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share