Delhi Municipal: দিল্লি পুর নিগম উপনির্বাচনে ১২ আসনের মধ্যে ৭টিতে জয় বিজেপির

delhi bjp wins 7 out of 12 seats in delhi municipal corporation by-elections

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার দিল্লি পুর নিগমের (Delhi Municipal) উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি ১২টি আসনের মধ্যে সাতটিতে জয়লাভ করেছে। গত ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে এককভাবে ক্ষমতায় বসেছে বিজেপি। এবারে পুরসভার নির্বাচনেও সেই ধারা অব্যাহত রাখল গেরুয়া শিবির। তবে আম আদমি পার্টি তিনটি আসন পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কংগ্রেস পেয়েছে একটি আসন। দ্বাদশ আসনটি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের দখলে। তবে এই নির্বাচন বিজেপি এবং আপের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। সবচেয়ে বেশি আসন পাওয়ায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্য এই নির্বাচন ছিল একটি বড় পরীক্ষা। তবে খুব সহজেই উত্তীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লি প্রদেশের দায়িত্ব নেওয়ার পর বিজেপি নেতা সৌরভ ভরদ্বাজের কাছেও বড় চ্যালেঞ্জ ছিল। তবে বিজেপির (BJP Delhi) জয় নিয়ে আগে থেকেই তিনি ভীষণ ভাবে আত্মবিশ্বাসী ছিলেন।

রেখা গুপ্তার সিটে জয়ী বিজেপি (Delhi Municipal)

দিল্লি পুরসভা (BJP Delhi) উপনির্বাচনে যে যে কেন্দ্রগুলিতে ভোট হয়েছে, সেগুলি হল, গ্রেটার কৈলাস, শালিমার বাগ বি, অশোক বিহার, চাঁদনি চক, চাঁদনি মহল, দিচাঁও কালান, নারায়ণা, সঙ্গম বিহার এ, দক্ষিণ পুরী, মুন্ডকা, বিনোদ নগর এবং দ্বারকা বি। উল্লেখ্য, গত দিল্লি বিধানসভা নির্বাচনে কাউন্সিলররা বিধানসভায় নির্বাচিত হওয়ার পর এগারোটি আসন শূন্য হয়ে যায়। তাই জরুরি হয়ে পড়ে উপনির্বাচন।

দিল্লি পুর নিগমে (Delhi Municipal) এই শূন্যপদগুলির মধ্যে সবচেয়ে একটি ছিল শালিমার বাগ বি। এখান থেকেই বিজেপি নেত্রী রেখা গুপ্তা প্রতিনিধিত্ব করেছিলেন। তবে শালিমার বাগ বিধানসভা আসন থেকে জয়ী হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসলে কাউন্সিলর পদটি ফাঁকা হয়ে যায়। এবারে বিজেপির হয়ে ওই কেন্দ্রে জয়ী হয়েছেন অনিতা জৈন। একই ভাবে বিজেপি জয়ী হয়েছে চাঁদনি চক (BJP Delhi), গ্রেটার কৈলাশ এবং অশোক বিহারের ওয়ার্ডগুলিতেও। তবে বীণা আসিজা ৪০৫ ভোটের সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন।

দক্ষিণপুরী, মুন্ডকা এবং নারায়ণাতে জয়ী আপ

দিল্লি পুরনিগমে (Delhi Municipal) কংগ্রেস জয়ী হয়েছে সঙ্গম বিহার এলাকায়। এখানে কংগ্রেস প্রার্থী সুরেশ চৌধুরী, যিনি ১২,৭৬৬ ভোট পেয়ে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে ৩,৬২৮ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে, আপ দক্ষিণপুরী, মুন্ডকা এবং নারায়ণা এলাকায় জয়ী হয়েছে। দক্ষিণপুরী থেকে জয়ী রাম স্বরূপ কানোজিয়া বলেন, “আমি অরবিন্দ কেজরিওয়াল, বিধায়ক প্রেম চৌহান এবং জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমরা জিতেছি বলে আমি খুব খুশি। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share