Sanchar Sathi App: সব মোবাইলে ‘সঞ্চার সাথী’ অ্যাপ প্রি-ইনস্টল করতে ফোন নির্মাতাদের নির্দেশ কেন্দ্রের, কেন জানেন?

sanchar-sathi-app-news-the-centers-guidelines-for-installing-the-sanchar-saathi-app-on-every-phone-do-you-know-what-it-contains

মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার নিরাপত্তায় আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাইবার সুরক্ষা বিষয়ে সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’-কে ব্যবহার করার কথা বলা হয়েছে। নতুন মোবাইল গুলিতে এবার থেকে আগেই ইনস্টল করতে হবে ‘সঞ্চার সাথী’ (Sanchar Sathi App)। সিস্টেমকে এমন ভাবে করা হবে যাতে ব্যবহারকারীরা মোবাইল কেনার পরে ওই অ্যাপ ডিলিট করতে না পারে। নতুন এই ব্যবস্থা কার্যকর করতে মোবাইল সংস্থাগুলিকে (Phone App) বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

‘সঞ্চার সাথী’ অ্যাপ থাকার কথা নিশ্চিত (Sanchar Sathi App)

তবে এই বিষয়ে নির্দেশিকা বিষয়ে সরকারের তরফ থেকে এখনও তেমন কোনও নির্দেশিকা আসেনি। তবে একাধিক সংবাদসংস্থা জানিয়েছে, অ্যাপল, স্যামসাং, শাওমি, ভিভো সহ বিভিন্ন সংস্থাকে এই সাইবার সুরক্ষা নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর এই নির্দেশিকায় মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি ৯০ দিন সময় দেওয়া হয়েছে। নতুন মোবাইলে এখন আগে থেকেই ‘সঞ্চার সাথী’ অ্যাপ (Sanchar Sathi App) থাকার কথা নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে নতুন যে সব মোবাইলগুলি এসেছে সেগুলির সফটওয়্যার আপডেটের মাধ্যমে সঞ্চার সাথী অ্যাপটিকে ইনস্টল (Phone App) করিয়ে দিতে হবে। সাইবার সুরক্ষার জন্য এই অ্যাপ সরকারের নজরদারিকে আরও সক্রিয় করবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তবে সরকারের তরফে সরাসরি কিছু না বললেও আলাদা আলাদা করে প্রথম পর্যায়ে সকল সংস্থাকে নির্দেশিকা পাঠানো হয়েছে।

৫০ হাজার মোবাইল উদ্ধার

‘সঞ্চার সাথী’ অ্যাপ (Sanchar Sathi App) এই বছরের শুরুতেই লঞ্চ করা হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রকের এই অ্যাপ সাইবার সুরক্ষা মামলায় অত্যন্ত কার্যকারী হবে বলে মনে করেছে কেন্দ্র। শুধু মোবাইল চুরি নয়, এখন থেকে মোবাইল খুঁজে পেতেও সহযোগী হবে এই অ্যাপ। একটি সরকারি হিসেবে জানা গিয়েছে, দেশে সাত লক্ষের বেশি হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করেছে এই সঞ্চার সাথী অ্যাপ। এর মধ্যে ৫০ হাজার হারানো মোবাইল উদ্ধারে অ্যাপটি বিশেষভাবে সহযোগিতা করেছে। তবে সূত্রের দাবি, বিক্রির আগে কোনও রকম থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা নির্মাণকারী সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ নীতিরই পরিপন্থী। এখন আগামী দিনে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে তাই এখন দেখার।

কী কী সুবিধান মিলবে?

‘সঞ্চার সাথী’ (Sanchar Sathi App) অ্যাপে আপনি জানতে পারবেন যে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন অ্যাক্টিভ আছে। অ্যাপের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে অভিযোগ করা এবং সেগুলি ব্লক করা খুব সহজ হবে। প্রতারণামূলক ওয়েব লিঙ্কগুলিকে রিপোর্ট করা যায়। ফলে সহজেই সন্দেহজনক জালিয়াতির রিপোর্ট করা যায়। ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের যোগাযোগের নম্বর যাচাই করা যাবে। এখানে নতুন কেনা ফোন সহজেই যাচাই করা যায়। ভারতীয় নম্বর দেখিয়ে আগত ইন্টারনেটের কলগুলিকে সহজেই রিপোর্ট করা যাবে। তবে সরকারি আধিকারিকদের মতে, সাধারণত এখন ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে হয়, ফলে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। তবে ‘সঞ্চার সাথী’ অ্যাপের মাধ্যমে সেই কাজটা অনেক সহজ এবং দ্রুত হবে বলে বিশ্বাস। এমনকী ব্যবহারকারীদের আইএমইআই নম্বরও মনে রাখার দরকার হবে না। টেলিযোগাযোগ দফতর সূত্রে (Phone App) সাফ কথায় জানা হয়েছে, সমস্ত ভুয়ো হ্যান্ডসেট কেনা থেকে নাগরিকদের রক্ষা এই নয়া অ্যাপ বিশেষ ভাবে সাহায্য করবে। একই ভাবে বেআইনি কাজের বিরুদ্ধে খুব সহজেই অভিযোগ করতে এবং সঞ্চার সাথী উদ্যোগকে আরও কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৯.৫ লাখের বেশিবার ডাউনলোড

‘সঞ্চার সাথী’-র (Sanchar Sathi App) একটি পরিসংখ্যানে বলা হয়েছে, এখনও পর্যন্ত ৪২.১৪ লাখের বেশি মোবাইল ফোন ব্লক করা হয়েছে। ২৬.১১ লাখেরও বেশি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের সন্ধান পাওয়া গিয়েছে। অ্যাপে ১.১৪ কোটিরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এক কোটির বেশি ডাউনলোড করা হয়েছে। অ্যাপল স্টোর থেকেও এই অ্যাপ ৯.৫ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে বলে জানা গিয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share