UP: নাশকতার বড় ছক বানচাল! দিল্লিগামী বাস থেকে ২০০ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ২ সন্দেহভাজন জঙ্গি

up major terror plot foiled 2 men arrested with 200 kg explosives on delhi-bound bus in baghpat

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশ ও সন্ত্রাস দমন শাখা (ATS) যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল। বাঘপত থেকে দিল্লিগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গি মহম্মদ উজাইর ও মহম্মদ শাহনওয়াজকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই সাহারানপুর জেলার বাসিন্দা এবং তাদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে।

বড় নাশকতার ছক

সোমবার, ২৫ অগাস্ট রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সন্ত্রাস দমন শাখার যৌথ বাহিনী একটি চেকপয়েন্টে বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসের লাগেজ কম্পার্টমেন্ট থেকে ২০০ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলো সাধারণ যাত্রীর ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল যাতে কারও নজরে না আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক এতটাই শক্তিশালী ছিল যে জনবহুল এলাকায় ব্যবহার করা হলে ব্যাপক ক্ষতি হতে পারত। ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সন্ত্রাস দমন শাখা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইনে এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

রাজ্যজুড়ে সতর্কতা

বিস্ফোরক উদ্ধারের পর, উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে দিল্লি-উত্তরপ্রদেশ করিডরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পুরো চক্রটির খোঁজ চলছে। সংশ্লিষ্ট বাসটিকে আটক করা হয়েছে। বাসচালক ও কন্ডাক্টরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা তারা এই বিষয়ে কিছু জানতেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও সন্ত্রাস দমন শাখার এই তৎপরতার প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই ঘটনায় প্রমাণ হয় যে উত্তরপ্রদেশে জঙ্গিবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের বাহিনীর সতর্কতা ও দ্রুত পদক্ষেপ বহু নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়েছে।” উত্তরপ্রদেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টাই কঠোরভাবে দমন করা হবে, বলে জানান যোগী।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share