মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত হল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files) বিশেষ প্রদর্শনী। শুরু থেকে শেষ পর্যন্ত প্রদর্শনী ঘিরে ছিল কড়া নিরাপত্তা ও টানটান উত্তেজনা। আয়োজকদের দাবি, ছবিটি পশ্চিমবঙ্গে কার্যত এক অঘোষিত নিষেধাজ্ঞার মুখে, তাই প্রদর্শনীর দিন সকাল থেকেই লাইব্রেরি প্রাঙ্গণে মোতায়েন করা হয় সিআরপিএফ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন অডিটোরিয়ামে হয় প্রদর্শনী
প্রদর্শনীটি হয় ন্যাশনাল লাইব্রেরি চত্বরে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন অডিটোরিয়ামে। বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠান ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের (The Bengal Files) জন্য। প্রায় ৫০০ জন দর্শক আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ করেন। প্রবেশের আগে প্রত্যেকের ব্যাগ ও পরিচয়পত্র খুঁটিয়ে পরীক্ষা করা হয়।
কী বললেন স্বপন দাশগুপ্ত?
সাংস্কৃতিক সংগঠন খোলা হাওয়া এই প্রদর্শনীর আয়োজন করে। সংগঠনের সভাপতি তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এনিয়ে বলেন, বাংলার মানুষ এই ছবি দেখার অধিকার রাখে (The Bengal Files)। এই ছবির প্রদর্শনী আটকানো গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আমরা চাই মানুষ নিজেরাই ছবিটি দেখে মতামত তৈরি করুন।
কী বললেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)
প্রদর্শনীর শেষে পরিচালক বিবেক অগ্নিহোত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন (The Bengal Files)। তিনি বলেন, “বাংলায় ছবিটি নিষিদ্ধ করে সরকার প্রমাণ করেছে এখানে দুটি সংবিধান চলছে—একটি ভারতের সংবিধান, আরেকটি অঘোষিত সংবিধান, যা ছবিটিকে আটকে রেখেছে।” তিনি আরও যোগ করেন, “আজকের প্রদর্শনী একটি ঐতিহাসিক মুহূর্ত। পরিবেশটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছিল। কিন্তু বাংলার ত্যাগ ও ১৯৪৬ সালের ইতিহাস আজ সারা দেশ জানল।” বিবেক অগ্নিহোত্রী আরও দাবি করেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ শুধু একটি ছবি নয়, এটি বাংলার মানুষের আত্মত্যাগ ও ডাইরেক্ট অ্যাকশন ডে-র ঘটনার সত্য তুলে ধরেছে
ছবিকে ঘিরে বিতর্ক
ছবিটি ১৯৪৬ সালের ১৬ অগাস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে-র দাঙ্গা নিয়ে তৈরি, যেখানে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। গোপাল মুখার্জি ওরফে ‘গোপাল পাঁঠা’র ভূমিকা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। খোলা হাওয়া সংগঠনের নেতৃত্বে রয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আছেন। তাদের বক্তব্য, ছবিটি আটকে দেওয়া গণতন্ত্রবিরোধী পদক্ষেপ। এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগ।
বাংলায় কার্যত নিষিদ্ধ
ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার ও পল্লবী যোশী। দেশজুড়ে ৫ সেপ্টেম্বর মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে মুক্তি কার্যত অনিশ্চিত। ছবির প্রচারের জন্য কলকাতায় পরিকল্পিত কিছু অনুষ্ঠানও বাতিল হয়েছে বলে অভিযোগ। অগ্নিহোত্রী জানিয়েছেন, ট্রেলার লঞ্চ অনুষ্ঠান পুলিশ আটকে দেয়, এমনকি প্রদর্শনীর সরঞ্জামও (The Bengal Files) বাজেয়াপ্ত করা হয়েছিল।
Leave a Reply