Jagannath Mandir: সংস্কারের পর পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে ফিরল রত্নালঙ্কার

ratna-bhandar-news-the-jewel-was-recovered-after-renovation-of-the-jewel-vault-at-jagannath-temple-in-puri

মাধ্যম নিউজ ডেস্ক: পুরী জগন্নাথ মন্দিরের (Jagannath Mandir) রত্নভান্ডার সংস্করণের পরে এবার সরিয়ে নেওয়া মূল্যবাণ রত্নালঙ্কার ফেরানো হল রত্নভান্ডারেই। চার ঘণ্টার বেশি সময় ধরে নিরাপত্তারক্ষীদের অভিযানে শ্রীশ্রী পুরীধামের মন্দিরের মূল্যবান অলঙ্কার এবং ধনরত্নগুলিকে পুনরায় যথাযথভাবে পুরনো জায়গায় রাখা হয়েছে। জগন্নাথধামে ২০২৪ সালে রত্নগুলোকে (Ratna Bhandar) একটি স্ট্রংরুমে সুরক্ষিত রেখে রত্নভান্ডারের সংস্কার কাজ শুরু করা হয়েছিল। এবার ২০২৫ সালের জুলাই মাসে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI) বিশেষ সমীক্ষা চালায়। আর তারপর চলতি সপ্তাহে ধর্মীয় যথাযথ নিয়ম কঠোরভাবে পালন করে, সরকারের বিধিনিষেধ মেনে সমস্ত সম্পত্তি সংরক্ষণ করা হয়েছে। রত্নভান্ডারের সমস্ত মূল্যবান সামগ্রীকে পুনরায় স্থাপানা করে ভিডিওগ্রাফি করে সিল করা হয়েছে।

 ভক্তদের মধ্যে বিশ্বাসের পুনরুদ্ধার (Jagannath Mandir)

একেই বলে যেই কথা সেই কাজ। ওড়িশায় সরকারে আসার আগেই রত্নভান্ডার খোলা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই স্বচ্ছতার সঙ্গে এই সংস্করণের কাজ করেছে প্রশাসন। মন্দিরে (Jagannath Mandir) গত ২২ সেপ্টেম্বর সকাল ১০.৫৫ মিনিটে শুরু হয় রত্নালঙ্কারগুলির পুনর্স্থাপনের অভিযান এবং দুপুর ২.৫৫ মিনিটে শেষ হয়। প্রায় চার ঘণ্টা ধরে প্রতিস্থাপন করার এই বিশেষ অভিযানটি চালানো হয়। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক ড. অরবিন্দ কুমার পাধী বলেছেন, “রত্নভান্ডারের এই সংস্কারটি ১৯৬০ সালের শ্রী জগন্নাথ মন্দির বিধিমালার বিধান এবং রাজ্য সরকারের দ্বারা অনুমোদিত নির্দেশিকা অনুসারেই করা হয়েছে। সমস্ত অলংকারগুলিকে মন্দিরের শয়নকক্ষের পাশেই অস্থায়ী স্ট্রংরুমে রাখা হয়েছিল। সেই সঙ্গে মূল্যবান ধন-রত্নগুলিকে ফুলঘরে স্থানান্তরিত করা হয়েছিল। এই রত্নভান্ডার দেশের অন্যতম পবিত্র এবং সুরক্ষিত ভান্ডার (Ratna Bhandar)। এখানেই ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রার অলঙ্কার এবং নৈবেদ্য সংরক্ষণ করা হয়েছে। রত্নগুলি নিজের স্থায়ীগৃহে ফিরিয়ে আসায় কেবল পুনরুদ্ধার হয়নি বরং ভক্তদের মধ্যে বিশ্বাস এবং আস্থার জায়গাও ফিরে এসেছে।”

বিশেষ পোশাকে সজ্জিত হয়ে গোটা সংস্কারের কাজ

রত্নভান্ডার (Ratna Bhandar) -এর ঐতিহ্য এবং পরম্পরা মেনে যথারীতি ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে শ্রী জগন্নাথের (Jagannath Mandir) সামগ্রীকে স্থানান্তরিত করা হয়। মন্দিরের রত্নভান্ডারের যে কমিটি রয়েছে এবং উচ্চ পর্যায়ের এএসআই সমীক্ষার কমিটির সকল সদস্য এদিন বিশেষ পোশাকে সজ্জিত হয়ে গোটা সংস্কারের কাজটি সুসস্পন্ন করেন। কোষাগার থেকে প্রাপ্ত চাবি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই অস্থায়ী স্টংরুম খোলা হয়। এরপর উদ্ধারকৃত সামগ্রী রত্নভান্ডারে রাখার পর কাজ শেষ হলে কক্ষটিকে তালাবদ্ধও করা হয়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share