মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারিতে পড়ার আরও সুযোগ বাড়ছে। দেশে সুস্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ‘সেন্ট্রালি স্পনসরড স্কিম (CSS)’–এর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে শক্তিশালী ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ৫,০২৩টি নতুন এমবিবিএস (UG) ও ৫,০০০টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট (PG) মেডিক্যাল আসন সংযোজন করা হবে।
কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ
এই প্রকল্পটির জন্য যৌথভাবে খরচ করবে রাজ্য ও কেন্দ্র। উচ্চশিক্ষায় ডাক্তারি পড়তে চায় বহু মেধাবী ছাত্রছাত্রী। তাই আসন বাড়ানোর ভাবনা চিন্তা করেছে সরকার। প্রতিটি আসনের জন্য এখন ১.৫ কোটি টাকা পর্যন্ত ব্যয় ধরা হয়েছে। পুরো প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছে ১৫,০৩৪.৫০ কোটি টাকা (২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সাল পর্যন্ত)। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১০,৩০৩.২০ কোটি টাকা এবং রাজ্যগুলো ৪,৭৩১.৩০ কোটি টাকা।
কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?
দুর্গম ও গ্রামীণ অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়বে।
বর্তমান পরিকাঠামো ব্যবহার করে আরও বেশি যত্নশীল চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে।
গুরুত্বপূর্ণ মেডিক্যাল স্পেশালিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটানো।
স্বাস্থ্যসেবা খাতে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক বণ্টন নিশ্চিত করা।
প্রত্যাশিত প্রভাব
দেশে মেডিক্যাল শিক্ষার সুযোগ আরও বাড়বে।
আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন করা যাবে।
পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও বিশেষজ্ঞ প্রস্তুত করা যাবে। এর ফলে ভারতে সাশ্রয়ী চিকিৎসার বিস্তার ঘটবে।
চিকিৎসক, শিক্ষক, প্যারামেডিক্যাল, গবেষক, প্রশাসক ও সহায়ক কর্মীদের জন্য চাকরির সুযোগ তৈরি হবে।
স্বাস্থ্য খাতের স্থায়িত্ব বৃদ্ধি ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটানোই লক্ষ্য
ভারতের ১৪০ কোটির জনসংখ্যার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা (Universal Health Coverage) নিশ্চিত করতে প্রয়োজন একটি সুসংগঠিত ও দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা। বর্তমানে দেশে ৮০৮টি মেডিক্যাল কলেজ রয়েছে, যেখানে ১,২৩,৭০০টি এমবিবিএস আসন রয়েছে। যা বিশ্বে সর্বাধিক। গত দশ বছরে ৬৯,৩৫২টি নতুন এমবিবিএস আসন যুক্ত হয়েছে (১২৭% বৃদ্ধি), পিজি আসন যুক্ত হয়েছে ৪৩,০৪১টি (১৪৩% বৃদ্ধি)। তবুও কিছু অঞ্চলে এখনও পরিকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে। নতুন এই প্রকল্প সেই ঘাটতি পূরণ করে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করে তুলবে, বলে বিশ্বাস কেন্দ্রীয় মন্ত্রিসভার।
নতুন নতুন কলেজ তৈরি
গত কয়েক বছরে মেডিক্যাল কলেজের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সাল থেকে কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তবে কেবল সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, শিক্ষার মানও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এখন কলেজগুলির পরিকাঠামো, অনুষদ এবং ক্লিনিক্যাল সুবিধেগুলি পরিদর্শন ও পর্যালোচনা করছে। দেশের বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, দাদরা এবং নগর হাভেলি, মিজোরাম, নাগাল্যান্ড এবং তেলঙ্গানায় ২০১৩-১৪ সালে কোনও মেডিক্যাল কলেজ ছিল না। যাইহোক, এখন এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মেডিক্যাল কলেজ রয়েছে। সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার প্রতি জোড় দিচ্ছে। তাই ডাক্তারিতে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে অভিমত বিশেষজ্ঞদের।
Leave a Reply