Danish Kaneria: ‘ভারতই আমার মাতৃভূমি!’ নাগরিকত্ব বিতর্কে বড় মন্তব্য, সিএএ নিয়ে সওয়াল প্রাক্তন পাক স্পিনার কানেরিয়ার

speaks on discrimination & forced conversion

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভারত ও ভারতীয় সংস্কৃতির প্রতি নিজের গভীর আনুগত্য প্রকাশ করলেন প্রাক্তন পাক লেগ স্পিনার দানিশ কানেরিয়ায় (Danish Kaneria)। তিনি জানান, পাকিস্তান তাঁর জন্মভূমি হতে পারে, কিন্তু ভারত তাঁর মাতৃভূমি। তাঁর কাছে ভারত একটি মন্দিরের মতো। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেননি। এই মুহূর্তে তাঁর তেমন কোনও পরিকল্পনাও নেই। তবে ভবিষ্যতে কখনও তিনি ভারতীয় নাগরিকত্ব নিতে চাইলে তার জন্য সিএএ (CAA) মানে ২০১৯ সালে গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইন রয়েছে।

ভারতীয় নাগরিকত্ব প্রসঙ্গে কানেরিয়া

দানিশ কানেরিয়া স্পষ্ট ভাষায় জানান, পাকিস্তানের সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা পেলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি বারবার বৈষম্যের শিকার হয়েছেন। বলেন, “পাকিস্তান আমার জন্মভূমি হতে পারে, কিন্তু ভারত আমার মাতৃভূমি। আমার কাছে ভারত একটি মন্দিরের মতো।” বারবার তাঁকে ভারতীয় নাগরিকত্ব (Danish Kaneria on CAA) নিয়ে মন্তব্য করতে বলায় তিনি বলেন, “অনেকেই প্রশ্ন করছেন কেন আমি পাকিস্তান নিয়ে কথা বলি না, কেন ভারতীয় বিষয় নিয়ে মন্তব্য করি। কেউ কেউ বলেন আমি শুধু ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এটা করছি। তাই আমি চাই সত্যিটা পরিষ্কার করতে।” তিনি জানান, বর্তমানে তাঁর ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি তিনি বা তাঁর মতো পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ভারতের নাগরিকত্ব চাইতে চান, তাহলে ২০১৯ সালে গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) তাঁদের জন্যই সহায়ক।

ধর্ম ও সংস্কৃতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি

দানিশ কানেরিয়া বলেন, নাগরিকত্ব না থাকলেও তিনি তাঁর ধর্ম ও সংস্কৃতি রক্ষায় অটল থাকবেন। তিনি আরও বলেন, “আমি এমন কোনও স্বার্থে ভারতীয় মূল্যবোধকে সমর্থন করি না। আমি আমার ধর্ম রক্ষা করব, দেশবিরোধীদের ও ভণ্ড ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে দাঁড়াব।” নিজের দীর্ঘ পোস্টের শেষে দানিশ কানেরিয়া লেখেন, “আমার নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাঁদের জানাতে চাই— প্রভু শ্রী রামের আশীর্বাদে আমি ও আমার পরিবার নিরাপদ ও সুখে আছি। আমার ভাগ্য শ্রী রামের হাতে।”

আরএসএস-এর প্রশংসা

সম্প্রতি, আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে দানিশ কানেরিয়া শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বিশ্বের আরও অনেক সংগঠন থাকা উচিত আরএসএস-এর মতো, যারা স্বীকৃতি ছাড়াই সামাজিক সেবায় নিয়োজিত। আমি তাঁদের কাজ বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখেছি— কোনও জাত, ধর্ম বা সীমানা নেই, শুধু নিঃস্বার্থ সেবা।” দানিশ কানেরিয়ার এই সাহসী ও স্পষ্ট বক্তব্য বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর ভারতীয় শিকড়ের প্রতি গর্ব এবং প্রকাশ্যে সেটি নিয়ে কথা বলার সাহস অনেকের প্রশংসা কুড়িয়েছে।

বৈষম্যের শিকার, সিএএ-র হয়ে সওয়াল

কানেরিয়ার এই বক্তব্যের পর তাঁকে ঘিরে পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে। তবে ভারতে অনেকে তাঁর সাহসের প্রশংসাও করছেন। কানেরিয়া একটি দীর্ঘ পোস্টে (X-এ) লিখেছেন, তিনি পাকিস্তানের মানুষের কাছ থেকে প্রাপ্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ। তবে তিনি নিজের ক্রিকেট কেরিয়ারে বারবার বৈষম্যের শিকার হয়েছেন। বরাবর সে দেশে তিনি নানা ধরনের অস্বস্তির সম্মুখীন হয়েছেন। এই ধরনের আচরণে তাঁর আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও দাবি করেন। পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাত্র দুইজন হিন্দু ক্রিকেটার এখনও পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। এঁদের মধ্যে একজন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাকিস্তানি এই ক্রিকেটার ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। প্রায় এক দশক দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। কানেরিয়া জানান, খেলোয়াড় জীবনে বারংবার তাঁর ধর্ম বদল করার প্রচেষ্টা করা হয়েছে।

দেশকে সম্মান করেছি

উল্লেখ্য, সিএএ-এর অধীনে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান) ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন। সম্প্রতি, সরকার ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের মধ্যে ভারতে আসা এই ব্যক্তিদের পাসপোর্ট এবং ভিসার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সামিকে ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এই বছর তাকে পদ্মশ্রীও দেওয়া হয়েছে। কানেরিয়ার কথায়, ‘আমি সবসময় আমার দেশকে সম্মান করেছি। কিন্তু কিছু অভিজ্ঞতা গভীরভাবে আহত করেছে।’ স্বভাবতই, তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল। অনেকে প্রশংসা করেছেন নির্ভীক অবস্থানকে, আবার কেউ কেউ ছুড়ে দিয়েছেন কটাক্ষ। তবে কানেরিয়া হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ। ঠান্ডা ভাষায়, সংযত মেজাজে বলেছেন—‘আমি কোনও দেশের বিরুদ্ধে নই। শুধু সত্যিটা বলেছি

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share