Delhi Blast: দিল্লি বিস্ফোরণের আবহে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ডাক্তার ফাইয়ের ডেরা গুঁড়িয়ে দিল পুলিশ, কে তিনি?

delhi-blast-news-operation-launched-against-alleged-kashmiri-separatist-dr-fai-after-delhi-blast

মাধ্যম নিউজ ডেস্ক: ১০ নভেম্বর সন্ধে ৬টা ৫২ মিনিটে দিল্লিতে (Delhi Blast) লালাকেল্লার সামনে বিরাট আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে বিস্ফোরক এনে এই হামলার ঘটনা ঘটানো হয়। ইতিমধ্যে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু ঘটেছে। আহতের সংখ্যা বহু। এই হত্যাকাণ্ডের পিছনে ঠিক কোন জঙ্গি সংগঠন? তার তদন্তে দিল্লি পুলিশ, নিরাপত্তা বাহিনী, এনআইএ ময়দানে নেমে পড়েছে। সব কেন্দ্র শাসিত এবং রাজ্যগুলিকে সবরকম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জম্মু-কাশ্মীর পুলিশ কথিত বিচ্ছিন্নতাবাদী চিকিৎসক গোলাম নবী ফাই (Ghulam Nabi Fai) ওরফে ডাক্তার ফাইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তাঁর সম্পূর্ণ নেটওয়ার্ক সম্পর্কে নানা নথি, তথ্য এবং সরঞ্জাম উদ্ধার করেছে। যদিও এই বিচ্ছিন্নতাবাদী নেতা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

কে এই গুলাম নবী ফাই ওরফে ডাঃ ফাই?

গুলাম নবী ফাই, একজন কুখ্যাত অপরাধী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আইএসআই-এর প্রধান, যিনি কাশ্মীরের স্বাধীনতার জন্য তদ্বির করার জন্য পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য দোষী সাব্যস্ত হন। আমেরিকায় ভারতীয় লবির কিছু সমর্থক বিশ্বাস করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ক্যাপিটল হিল এবং মিডিয়াতে সাম্প্রতিক ভারত-বিরোধী প্রচার চালানোর নেপথ্যে রয়েছে ফাইয়ের তীব্র ভূমিকা।

১০, ১৩, ৩৯ এবং ৬৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ওয়াদওয়ান বদগামের বাসিন্দা এবং বর্তমান মার্কিন নিবাসী ডাক্তার ফাইয়ের নেটওয়ার্কের উপর ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তাঁর বিছিন্নতাবাদী নেটওয়ার্কগুলির উপর বিশেষ নজর রাখা হয়েছিল। এদিন, সেই নেটওয়ার্ক-ই এদিন ভেঙে দিল পুলিশ। ডাক্তার ফাই (Ghulam Nabi Fai) বদগাম পুলিশ স্টেশনে ইউএলএ (পি) আইনের ধারা ১০, ১৩, ৩৯ এবং ৬৬ নম্বর ধারায় মামলাও দায়ের করা হয়েছে। এফআইআর নম্বর হল ৪৬/২০২০। বদগামে এনআইএ-র বিশেষ আদালত ইতিমধ্যে পুরনো একটি মামলায় ৩০ এপ্রিল, ২০২৫ তারিখে ফাইকে ঘোষিত অপরাধী বলে বিজ্ঞপ্তি জারি করে। ইতিমধ্যে তাঁর প্রচুর অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আইএসআই যোগ!

দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) পর পুলিশ ফাই সম্পর্কে আরও জানিয়েছে, ওয়াশিংটন কেন্দ্রিক কাশ্মীরি আমেরিকান কাউন্সিল সংগঠনের প্রধান দায়িত্ব পালন করছেন ফাই (Ghulam Nabi Fai)। এই সংস্থাকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সম্পূর্ণ ভাবে সমর্থন করে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বক্তব্যকেই প্রচার করেন ফাই। সম্প্রতি তুরস্কের এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফাই সারসরি নিষিদ্ধ সংগঠন জেকেএলএফকে সমর্থন করেছেন। যদিও এই সংগঠনকে সরকারি বিজ্ঞপ্তি এসও ১৪০৩ (ই)-এর মাধ্যমে বেইনি ঘোষণা করা হয়েছিল। ২০১১ সালে আদালতে এনআইএ একটি হলফনামা দিয়ে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইকে জানিয়েছে, ফাই এবং তাঁর দল কাশ্মীর বিষয়ে মার্কিন সরকারের অবস্থানকে প্রভাবিত করার জন্য ১৯৯০ সালের মাঝামাঝি থেকে পাকিস্তান, তাঁর সামরিক গুপ্তচর সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি থেকে কয়েক মিলিয়ন ডলারও নিয়েছে। তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে আটকও করা হয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share