মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) আহমেদনগর রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অহল্যাবাঈ রেলস্টেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের পর একথা জানিয়েছে তারা। জেলার নামও ইতিমধ্যেই আহমেদনগর থেকে অহল্যাবাঈ করা হয়েছে। এই পদক্ষেপটি করা হয়েছে হোলকার সাম্রাজ্যের রানি, পুণ্যশ্লোক অহল্যাবাঈ (Ahalyabai) হোলকার-এর ৩০০তম জন্মবার্ষিকী স্মরণে, যিনি তাঁর প্রশাসনিক দক্ষতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রসিদ্ধ।
নাম পরিবর্তনের উদ্যোগ (Maharashtra)
এই নাম পরিবর্তনের প্রস্তাবটি প্রথমে সামনে এনেছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি জানিয়েছেন, এই নাম পরিবর্তন বহু বছর ধরে স্থানীয় জনগণের এবং ইতিহাসপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ দাবি ছিল। আমাদের প্রয়াসকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনুমোদন করেছেন। মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নাম পরিবর্তনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।
নামে পরিবর্তনের প্রক্রিয়া ও ধাপসমূহ
নাম পরিবর্তনের পর রেলস্টেশনের সকল সাইনবোর্ড, ডিজিটাল তথ্য ব্যবস্থা, মানচিত্র এবং যাত্রীসেবা সংক্রান্ত ঘোষণা ধাপে ধাপে নতুন নাম অনুযায়ী পরিবর্তিত হবে। সাধারণ যাত্রীরা সময়ের সঙ্গে সঙ্গে নতুন নামের সঙ্গে পরিচিত হবেন।
আদর্শ রানি লোকমাতা অহল্যা বাঈ (Ahilyabai)
নারী ক্ষমতায়নের দিক থেকে তিনি একটি আদর্শ উদাহরণ তৈরি করতে পেরেছিলেন তিনি। পাশ্চাত্যের সঙ্গে যদি ভারতীয় সভ্যতার তুলনা টানা হয় মধ্যযুগের নারী সশক্তিকরণের ক্ষেত্রে, সেখানে লোকমাতা অহল্যা বাঈ নয়া অধ্যায় লিখতে পেরেছিলেন। অহল্যা বাঈ হোলকার জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের (Maharashtra) এক অখ্যাত গ্রাম নাম চন্ডীতে। জন্মের পরেই পারিবারিকভাবে তিনি ক্ষমতার অলিন্দে প্রবেশ করেননি। বর্তমান দিনের পাশ্চাত্যের যে আধুনিক ফেমিনিজম, সেটিকে দূরে সরিয়ে, বিপরীতে হেঁটে রানি পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন অহল্যা বাঈ। প্রাচীন ভারতে এবং মধ্যযুগে নারীদের নাকি কোনও ক্ষমতাই ছিল না এবং তাঁদেরকে নাকি পর্দা প্রথার মধ্যে থাকতে হত। প্রচলিত এই মিথ-কে একেবারেই ভেঙে তছনছ করে দিয়েছেন অহল্যা বাঈ। সুশাসন, জনকল্যাণ মূলক কাজ, মন্দির প্রতিষ্ঠা- এই সমস্ত কিছুর ভিত্তিতে তিনি দেখিয়ে গিয়েছেন যে মধ্যযুগেও এই ভারতবর্ষের নারী শক্তি কতটা এগিয়েছিল। একজন বিধবা নারী যাঁকে হয়তো ঘরের ভিতরেই থাকতে হত। কিন্তু তাঁর ভাগ্য, তাঁর জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিল। তাঁর শ্বশুর ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক মালহার হোলকার। তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন অগ্রণী সেনা নায়ক। অহল্যা বাঈ তাঁর কাছ থেকেই শিক্ষা পেয়েছিলেন। প্রশিক্ষণ নিয়েছিলেন সুশাসনের এবং কূটনীতির।
Leave a Reply