Ayodhya Deepotsav: এবছর অযোধ্যায় জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ, ফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তৈরি রামনগরী

Ayodhya Deepotsav 2025 26 Lakh Diyas and Eco-Friendly Fireworks to Create New World Record

মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় (Ayodhya) এ বছরের দীপাবলিতে (Ayodhya Deepotsav) হতে চলেছে অনন্য এক আয়োজন। রামনগরীতে আসন্ন দীপোৎসব ২০২৫-এ রাম কি পৈড়ি এবং সরযূ ঘাট জুড়ে জ্বালানো হবে প্রায় ২৬ লক্ষ প্রদীপ। রাজ্যের পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে গড়া হতে পারে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

কী বললেন রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং?

রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, এবার দীপোৎসবকে (Ayodhya Deepotsav) আরও মহিমান্বিত ও বিশ্ব মানের করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “এইবার ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। এর সঙ্গে থাকছে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব আতশবাজির প্রদর্শনী, যা ভক্তদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে।”

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সবুজ আতশবাজির শো

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সবুজ আতশবাজির শো। প্রায় ১০ মিনিট ধরে চলবে এই প্রদর্শনী (Ayodhya Deepotsav)। ভক্তদের জন্য থাকছে সঙ্গীত, লেজার লাইট ও আধুনিক নৃত্যশৈলীর সঙ্গে রঙিন আতশবাজির অনন্য সমন্বয়। সরযূ নদীর জলে আতশবাজির প্রতিবিম্ব পুরো দৃশ্যকে করে তুলবে আরও মনোমুগ্ধকর। পর্যটন ও সংস্কৃতির প্রধান সচিব মুখেশ কুমার মেশ্রাম জানিয়েছেন, এ বছরের দীপোৎসবের মূল ভাবনা হলো ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। পরিবেশবান্ধব আতশবাজির মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে টেকসই উন্নয়নের বার্তা।

গত বছর ২৫ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে গড়া হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

২০১৭ সালে যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে অযোধ্যায় প্রতি বছর দীপোৎসবের (Ayodhya Deepotsav) আয়োজন করা হচ্ছে। গত বছর ২৫ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে গড়া হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। প্রসঙ্গত, চলতি বছরে দীপোৎসব ২০২৫ আয়োজন করা হবে ১৯ অক্টোবর। ঐতিহ্য, ভক্তি আর পরিবেশ সচেতনতার এক অনন্য সংমিশ্রণে ভরে উঠবে অযোধ্যার (Ayodhya) আকাশ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share