Donal Trump: হোয়াইট হাউসে ২ জেহাদি নিয়োগ, একজনের রয়েছে লস্কর যোগ, ট্রাম্পের সিদ্ধান্তে প্রবল বিতর্ক

Donal Trumps White House panel 2 jihadists, one with Lashkar e Taiba link

মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে। হোয়াইট হাউসের প্যানেলে জায়গা পেল দুই জেহাদিকে। যাদের মধ্যে একজনের আবার লস্কর-ই-তৈবার সঙ্গে জঙ্গিযোগও রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এমন কাজে কার্যতই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, এদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার প্রশিক্ষণ শিবিরের অংশ নিয়েছে ২০০০ সালে। শুধুমাত্র তাই নয়, কাশ্মীরের সন্ত্রাসবাদী নানা কার্যকলাপে জড়িতও ছিল সে। ভারতে এসে গুলি চালানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জেহাদিদের নিয়োগ হোয়াইট হাউসে (Donal Trump)

এবার এই দুই জেহাদিকেই হোয়াইট হাউসের (White House) এডভাইসারি বোর্ড অফ লে লিডারসে রাখা হয়েছে (Donal Trump)। এতেই চলছে বিতর্ক। ইসলামিক জঙ্গি যোগ থাকা সত্ত্বেও ইসমাইল রোয়ার এবং শেখ হামজা ইউসুফকে- এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এদের মধ্যে ইসমাইল রোয়ার ২০০০ সালে খ্রিস্টান থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় বলে জানা গিয়েছে। ইসলাম রোয়ার বর্তমানে রিলিজিয়াস ফ্রিডম ইনস্টিটিউট-এর ইসলাম অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম অ্যাকশন টিমের পরিচালক। অপরদিকে হামজা ইউসুফ হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম স্বীকৃত মুসলিম লিবারেল আর্টস কলেজ ‘জেইতুনা কলেজ’-এর সহ-প্রতিষ্ঠাতা। এই বিস্ফোরক তথ্য সামনে আনেন রাজনৈতিক কর্মী লারা লুমার। তিনি এই নিয়োগকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেন। লুমারের আরও দাবি , উপদেষ্টা বোর্ডের আরেক সদস্য শায়খ হামজা ইউসুফও ‘জিহাদি ভাবধারায়’ বিশ্বাসী। তাঁর মতে, হামজা ইউসুফ জিহাদের প্রকৃত অর্থ আড়াল করেছে এবং মুসলিম ব্রাদারহুড ও হামাসের সঙ্গে সংশ্লিষ্ট।

মার্কিন আদালতেও সাজা হয়েছিল ইসমাইলের

২০০৪ সালে মার্কিন আদালত তাকে (ইসমাইল) কুড়ি বছরের কারাদণ্ডের কথা ঘোষণা করে। সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং মার্কিন নিরীহ নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ‘ভার্জিনিয়া জিহাদি নেটওয়ার্ক’ তদন্ত নেমে এফবিআই তাকে গ্রেফতার করে। তবে ১৩ বছর পরেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জানা গিয়েছে, এই ইসমাইল লস্কর জঙ্গি ইব্রাহিম আহমেদ আল হামিদির সাহায্যে লস্করের ক্যাম্পে গিয়েছিল। যেখানে আল হামিদই তাকে প্রশিক্ষণ দেয়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share