Pakistani: ১৯৫৬ সাল থেকে দুই পাকিস্তানি মহিলা থাকছিলেন বিহারে, ধরা পড়ল বিশেষ নিবিড় সমীক্ষায়

Pakistani women Imrana Khanam and Firdousia Khanam living in Bihar since 1956

মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের ভাগলপুর থেকে ইমরানা খানম এবং ফিরদৌসিয়া খানম নামে দুই পাকিস্তানি (Pakistani) নারীর নাম রাজ্যের ভোটার তালিকায় দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, ইমরানা ১৯৫৬ সালে ৩ বছরের এবং ফিরদৌসিয়া ওই একই বছরে তিন মাসের ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীকালে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন এই বিষয়টি প্রকাশ পায়। এই সময়ে তাদের নাগরিকত্ব যাচাই করা হয় এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

অবৈধভাবে বসবাস

বিহারের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ১৯৫৬ সালে ওই দুই পাকিস্তানি (Pakistani) মহিলা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন। রেকর্ড থেকে জানা যাচ্ছে, তারা ভিসা নতুনভাবে পুনর্নবীকরণ করেননি এবং অবৈধভাবে বিহারে (Bihar) বসবাস করে গিয়েছেন। পরবর্তীকালে প্রশাসন তাদের বিভিন্ন বিবরণ মিলিয়ে দেখেন এবং বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেন। এ বিষয়ে বিহারের SIR-এর কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার ফারজানা খাতুন জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়টি দেখাশোনা করছে এবং ওই দুই পাকিস্তানি (Pakistani) নাগরিকের নাম অপসারণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে বলা হয়েছে।

সরকারি চাকরিও করতেন ইমরানা

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে, ইমরানা খানম একসময় বিহারে সরকারি চাকরিও করেছেন। বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও বিভিন্ন জাল সার্টিফিকেট জোগাড় করে তিনি এই কাজ পেয়েছিলেন বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। এর মাধ্যমেই জানা যাবে, কবে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং অতীতে তিনি ভোট প্রদান করেছিলেন কিনা।

জেলা ম্যাজিস্ট্রেট কী বলছেন

অন্যদিকে, ভাগলপুরের জেলা ম্যাজিস্ট্রেট ডঃ নওয়াল কিশোর চৌধুরী জানিয়েছেন, বৈধ ভোটার আইডি কার্ড সহ দুই পাকিস্তানি (Pakistani) নাগরিককে চিহ্নিত করা গিয়েছে। তিনি আরও জানান, ভাগলপুরে ২৪ লক্ষ ভোটার রয়েছেন, যাদের যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের। তারা বিভিন্ন বুথে গিয়ে ভোটার যাচাইয়ের কাজ করছেন। এই প্রথমবার এমন একটি ঘটনা ঘটল বলে তিনি উল্লেখ করেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share