PM Modi: ‘চাপ বাড়লেও আত্মসমর্পণ করব না’, ট্রাম্পের শুল্কবাণ নিয়ে হুঙ্কার মোদির

pm modi's strong message on us tariff there is no matter how much pressure comes

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার, ২৭ অগাস্ট থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক লাগু করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, শুল্ক নিয়ে আমেরিকার কাছে মাথা নত করবে না ভারত। আমেরিকার অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভারত সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ নিয়ে আমেদাবাদের জনসভা থেকে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার নিজের রাজ্য গুজরাটে গিয়ে তাঁর ঘোষণা, ‘‘আমাদের উপর চাপ বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব। যে কোনও চাপের মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে ছিলাম। সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে।’’

বিশ্বে  যে যার স্বার্থ দেখে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র দুই দিন আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার আমেদাবাদের জনসভায় জানান, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও পশুপালকদের স্বার্থ রক্ষায় তাঁর সরকার সর্বদা অটল থাকবে। তিনি বলেন, “আজকের দুনিয়ায় সবাই অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে রাজনীতি করছে। এই আমেদাবাদের মাটি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তাদের, দোকানদার ভাই-বোনদের, কৃষক ভাই-বোনদের, পশুপালক ভাই-বোনদের বলতে চাই—আপনাদের স্বার্থই মোদির কাছে সবার আগে। আমি বারবার আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কোনও চাপ আসুক না কেন, আপনাদের ক্ষতি হতে দেব না। আজ ‘আত্মনির্ভর ভারত অভিযান’ গুজরাট থেকেই নতুন শক্তি পাচ্ছে, আর এর পেছনে রয়েছে দুই দশকের কঠোর পরিশ্রম।”

কাঠগড়ায় কংগ্রেস

বাড়তি মার্কিন শুল্কের জেরে ভারতীয় অর্থনীতিতে সম্ভাব্য আঘাতের জন্যেও নাম না করে কংগ্রেসকে দুষেছেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘৬০-৬৫ বছর ধরে ভারত শাসনকারী দল ‘আমদানি কেলেঙ্কারি’ করার কারণেই আজ আমাদের দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।’’ সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্প সরকার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপলে প্রায় ৪০০০ কোটি ডলারের রফতানি ধাক্কা খাবে। তবে অভ্যন্তরীণ বাজারে কেনাকাটা বাড়ালে সেই ধাক্কা সামাল দেওয়া যেতে পারে। পাশাপাশি নতুন লগ্নি টানার রাস্তা খুললেও শুল্ক-অভিঘাত কিছুটা সামলানো যেতে পারে বলে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশ। আমেদাবাদের সভায় সেই লক্ষ্যেই জনতার কাছে মোদির আবেদন, ‘‘আমাদের সকলেরই কেবল ‘ভারতে তৈরি পণ্য কেনার মন্ত্র’ অনুসরণ করা উচিত। ব্যবসায়ীদের উচিত তাঁদের প্রতিষ্ঠানের বাইরে একটি বড় বোর্ড ঝোলানো। যাতে লেখা থাকে যে তাঁরা কেবল স্বদেশী পণ্য বিক্রি করেন।’’

উচ্চ পর্যায়ে বৈঠক

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ট্রাম্পের এই শুল্কনীতি আগামী বুধবার, ২৭ অগাস্ট থেকেই কার্যকর হতে চলেছে। তার আগে আজ, ২৬ অগাস্ট প্রধানমন্ত্রীর দফতরে হাই প্রোফাইল একটি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি কীভাবে সামলানো হবে, সরকারের পরবর্তী নীতি ও পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share