West Bengal SIR: সহজেই ধরা পড়বে ভুয়ো ভোটার! নতুন সফটওয়্যার ব্যবহার করছে কমিশন, কী বিশেষত্ব?

west-bengal-sir-election-commission-launches-new-software-to-identify-duplicate-entries-fake-voters

মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো ভোটারদের (Fake Voters) ধরতে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। ডুপ্লিকেট এন্ট্রি (Duplicate Entries) শনাক্ত করতে কমিশন ব্যবহার করছে একটি নতুন সফটওয়্যার, যার নাম ‘ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ’ (Demographic Similiar Entries)। জানা যাচ্ছে, প্রথমবার এই নতুন সফটওয়্যার ব্যবহার করছে কমিশন। নাম, ঠিকানা-সহ ব্যক্তিগত তথ্য মিলিয়ে দ্রুত সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের খুঁজে বের করে দেবে এই সফটওয়্যার। কমিশনের বিশ্বাস, ভুয়ো ভোটারদের খুব সহজেই চিহ্নিত করবে নয়া এই সফটওয়্যার।

স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে নয়া সফটওয়্যার

কমিশন সূত্রে খবর, ইআরও-দের সিস্টেমে ইতিমধ্যেই সফটওয়্যারটি যুক্ত করা হয়েছে। ইআরও-দের ড্যাশবোর্ডে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এনট্রিজ। কয়েকদিনের মধ্যেই নয়া সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ডিইও। বাদ যাবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (West Bengal CEO) দফতরও। কমিশনের দাবি, এ রাজ্যের ভোটার তালিকা (West Bengal SIR) স্বচ্ছ ও নির্ভুল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ। কারণ, একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে কিনা বা তথ্যের ভুল ব্যবহার করা হয়েছে কিনা, তা ধরা পড়বে সহজেই। প্রশাসনের এক কর্তার মন্তব্য, “ডেমোগ্রাফিক সিমিলার এনট্রিজ চালু হয়ে যাওয়ায় ডুপ্লিকেট এন্ট্রি খুঁজে বের করা দ্রুত, নির্ভুল ও স্বয়ংক্রিয় হবে। এতে ভোটার লিস্ট আপডেট করার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।’’

১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দেশের ভোটার তালিকাকে ত্রুটি মুক্ত করা হল স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর (West Bengal SIR) মূল উদ্দেশ্য। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি এসআইআর কাজের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ নতুন তালিকাটি যাতে একশো শতাংশ স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন। এসআইআর সংক্রান্ত কমিশনের সিদ্ধান্ত নিয়ে যেন কোনও প্রশ্ন না-ওঠে, সেদিকেও নজর রাখা হচ্ছে কমিশনের তরফে৷ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫। এছাড়া স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯, নিখোঁজ ভোটার ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩২ হাজার ২১৫, এবং অন্যান্য ক্ষেত্রে আনকালেক্টবল ফর্মের সংখ্যা ৪৭ হাজার ৮৩২। এদিকে শেষ পর্যায়ের রাজ্যে এসআইআর-এর (West Bengal SIR) সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন। ফর্ম জমা নেওয়া হবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share