মাধ্যম নিউজ ডেস্ক: বিজয় দশমী অতিক্রম করে উমা এখন কৈলাশের পথে। বঙ্গের আকাশে বাতাসে এখন দেবী উমা স্বামী গৃহে ফিরে যাওয়ায় বিষাদের সুর। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বঙ্গ বিজেপি ভোটের ময়দানে নেমে পড়েছে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে পুজোর আগেই বঙ্গ নির্বাচনের দুই পর্যবেক্ষক (Election Observers) নিয়োগ করেছে কেন্দ্রীয় বিজেপি (BJP)। এবার ভোটের প্রস্তুতিতে নেমে পড়তেই কলকাতায় এসেছেন ভুপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। জানা গিয়েছে, রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মাজুমদারের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে দলের একাধিক সাংগঠনিক গুরুত্বপূর্ণ মিটিংও করবেন। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে আগে ভাগেই ময়দানে তৎপর।
সোনার বাংলা গড়ার ডাক বিজেপির (BJP)
মাত্র আর সাত মাস পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এখন থেকেই ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির বেশ সক্রিয় হয়ে উঠছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এই রাজ্যের ভোটে নির্বাচনী পর্যবেক্ষক ঠিক করেছে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র সিং যাদব এবং রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বৃহস্পতিবার তাঁদের দুজনকেই কলকাতা বিমানবন্দর থেকে আনতে যান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্য বিজেপি আগেই জানিয়েছে পুজোর পর থেকেই কেন্দ্রীয় নেতারা রাজ্যে আসতে শুরু করবেন। দুর্গাপুজোয় উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী নির্বাচনে (Election Observers) জয়ী হয়ে বাংলাকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন তিনি। তাই বিজেপির (BJP) কর্মী সমর্থককের মধ্যে এখন রাজনৈতিক উত্তেজনা চরম তুঙ্গে।
নির্বাচনী প্রভারীদের কাজ নতুন নয়
রাজ্যের ভোটে কোনও সর্ব ভারতীয় স্তরের নেতাকে নির্বাচন পর্যবেক্ষক (Election Observers) হিসেবে নিয়োগ করার ঘটনা বিজেপিতে নতুন ঘটনা নয়। ২০০৬ এবং ২০১১ সালে বঙ্গ নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন অরুণ জেটলি। ২০১৬ সালে এই দায়িত্বে এসেছিলেন নির্মলা সীতারামন। ২০২১ সালে এই দায়িত্বে কাউকে না দিলেও সংগঠনের কাজ দেখেছিলেন শিব প্রকাশ আর রাজনৈতিক পর্যবেক্ষক ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সেই সময়েও ভুপেন্দ্র যাদব নির্বাচনী কাজ দেখার দায়িত্ব পালন করেছিলেন। যেহেতু তৃণমূল নিজের দুর্নীতির দায়েই জর্জরিত তাই এই অবস্থায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে ময়দানে আরও সক্রিয় ভাবে নেমে পড়েছে বিজেপি। সাধারণ জনমানুষের মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমত গড়তে বিজেপির (BJP) লড়াই এখন কোন কোন স্তরে হয় তাই দেখার। তবে নেতা-কর্মী-সমর্থকদের মনে বিপুল উৎসাহ।
Leave a Reply