মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সড়ক পরিবহন মন্ত্রক প্রতিদিন যাতায়াত করা যাত্রীদের সুবিধার্থে একটি নতুন বার্ষিক ফাস্ট ট্যাগ (FASTag) পাস চালু করার ঘোষণা করেছে। এই ফাস্ট ট্যাগ (FASTag Annual Pass) পাস ২০২৫ সালের ১৫ই আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বার্ষিক পাস বাধ্যতামূলক নয়; অর্থাৎ, আগের মতো ফাস্টট্যাগ ইকোসিস্টেম যেভাবে চলছে, তেমনভাবেই চলবে। তবে যাত্রীরা চাইলে এই বার্ষিক ফাস্টট্যাগ পাসটি ঐচ্ছিকভাবে গ্রহণ করতে পারবেন।
ব্যবহারকারীরা কেন এই নতুন বার্ষিক ফাস্ট ট্যাগ গ্রহণ করবেন, তার পাঁচটি মূল সুবিধা নিচে তুলে ধরা হল
১. এই পাসের মাধ্যমে জাতীয় সড়কে অবস্থিত টোল প্লাজাগুলিতে মোট ২০০টি যাত্রা (ট্রিপ) বা এক বছর মেয়াদ পর্যন্ত বিনামূল্যে চলাচল করার অনুমতি দেওয়া হবে, যা আগে ঘটে তার উপর নির্ভর করে।
২. ব্যক্তিগত গাড়ি, জিপ এবং ভ্যান — অর্থাৎ বেসরকারি, অ-বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য (FASTag Annual Pass)।
৩. এই পাস হস্তান্তরযোগ্য নয় এবং শুধুমাত্র যেসব গাড়ির গায়ে বৈধ ফাস্টট্যাগ লাগানো আছে, সেগুলির জন্যই কার্যকর।
৪. এই পাস শুধুমাত্র জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে বৈধ (FASTag)। এটি রাজ্য সরকার বা স্থানীয় সংস্থার নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে বা টোল প্লাজায় প্রযোজ্য নয়।
৫. কোনও বাণিজ্যিক গাড়ি এই পাস ব্যবহার করলে তা তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে (FASTag Annual Pass)।
এই বার্ষিক পাস “রাজমার্গ যাত্রা” নামক একটি নতুন মোবাইল অ্যাপ এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI)-এর ওয়েবসাইটের মাধ্যমে সক্রিয় করা যাবে।
২০২৫–২৬ বর্ষের জন্য ব্যবহারকারীদের মাত্র ₹৩,০০০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের ২ ঘণ্টার মধ্যে এই বার্ষিক পাস সক্রিয় হয়ে যাবে।
যাঁদের ইতিমধ্যেই একটি সক্রিয় ফাস্টট্যাগ রয়েছে, তাঁদের নতুন করে ফাস্টট্যাগ কেনার প্রয়োজন নেই। সেই বিদ্যমান ট্যাগের সাথেই এই বার্ষিক পাস সক্রিয় করা যাবে (FASTag Annual Pass)।
Leave a Reply