Sadhvi Pragya: উল্টো করে ঝুলিয়ে মার, আরএসএস নেতাদের নাম বলতে চাপ, ভয়ঙ্কর অত্যাচার চলে সাধ্বী প্রজ্ঞার ওপর

Malegaon blast 9 years of torture for a crime she never committed Sadhvi Pragya

মাধ্যম নিউজ ডেস্ক: মালেগাঁও বিস্ফোরণ মামলায় ১৭ বছর পর বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya)। প্রসঙ্গত, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর-কে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল। এই ঘটনায় তাঁর উপর বছরের পর বছর ধরে চলে নির্মম শারীরিক ও মানসিক অত্যাচার। দীর্ঘ নয় বছর কারাবন্দি অবস্থায় থাকতে হয় তাঁকে। ২০০৮ সালে মহারাষ্ট্রের এটিএস (ATS) সাধ্বী প্রজ্ঞাকে গ্রেফতার করে (Malegaon Blast)।
তিনি নিজেই জানিয়েছেন, প্রথম দিন থেকেই তাঁকে কোনওরকম জিজ্ঞাসাবাদ ছাড়াই নির্যাতন করা হয়।

সাধ্বী প্রজ্ঞা কী বলেছিলেন অত্যাচার নিয়ে?

জবানবন্দিতে সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya) বলেন: “সেই দিনগুলি ছিল আমার জীবনের এক বিভীষিকা। ১৩ দিন ধরে আমাকে বেআইনিভাবে আটক রাখা হয়েছিল।
প্রথমেই কোনও প্রশ্ন না করেই চওড়া বেল্ট দিয়ে মারধর করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়, আমাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় এবং নগ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দিনরাত শারীরিক ও মানসিক নির্যাতন চলেছিল। একজন নারী হিসেবে (Malegaon Blast) এমন অভিজ্ঞতা যেন আর কোনো নারীর না হয়।”

তাঁকে ঘুমোতে দেওয়া হতো না, হাত-পা ফুলে যাওয়া পর্যন্ত মারধর করা হতো

তিনি (Sadhvi Pragya) আরও জানান, তাঁকে ঘুমোতে দেওয়া হতো না। হাত-পা ফুলে যাওয়া পর্যন্ত মারধর করা হতো, পরে তা লবণ জলে ডুবিয়ে রাখা হতো। তাঁকে জোর করে অশ্লীল সিডি শুনতে বাধ্য করা হতো। বারবার তাঁকে বলা হতো শীর্ষস্থানীয় আরএসএস নেতাদের নাম করে স্বীকারোক্তি দিতে। তাঁর ওপর চালানো হয় নার্কো টেস্ট, পলিগ্রাফ টেস্ট-সহ নানা বৈজ্ঞানিক নির্যাতনমূলক প্রক্রিয়া।

এই নির্যাতনের উদ্দেশ্য ছিল তথাকথিত “গেরুয়া সন্ত্রাস” প্রমাণ করা এবং হিন্দুদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা। তবে, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে, ২০২৫ সালে আদালত তাঁকে সম্পূর্ণভাবে বেকসুর খালাস দেয়। সাধ্বী প্রজ্ঞা বলেন, “হিন্দুত্ব জয়ী হয়েছে, ভগবান জয়ী হয়েছেন। আমি আশাবাদী, ঈশ্বরই একদিন দোষীদের যথাযথ শাস্তি দেবেন।” ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোপাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন সাধ্বী প্রজ্ঞা এবং সেই থেকেই সক্রিয় রাজনীতিতে তাঁর প্রবেশ ঘটে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share