Modi Maa Durga Aarti: সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনায় অষ্টমী সন্ধ্যায় দিল্লিতে মা দুর্গার আরতি করলেন মোদি

PM Modi Participates In Durga Puja Celebrations At Delhi CR Park, Performs Maa Durga Aarti

মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে নবরাত্রি (Navratri)৷ দুর্গাপুজোর নবমী (Maha Navami) তিথি পড়ে গিয়েছে৷ এই আবহে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোর মণ্ডপে দেবী দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Maa Durga Aarti)৷ করলেন আরতি-প্রার্থনা৷ তিনি নিজে পুজো মণ্ডপে আরতি করার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ রাজধানীর বুকে সিআর পার্ক (PM Modi CR Park Puja) একখণ্ড ‘বঙ্গভূমি’ বলেই পরিচিত৷ দিল্লিতে পুজোর সময় বাঙালিদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে ওঠে সিআর পার্কের পুজো৷ এই পুজো ঘিরে উৎসবে মেতে ওঠে দিল্লি৷ শহরের বিভিন্ন প্রান্তের বাঙালি এবং অন্য ভাষাভাষিরাও এখানে আসেন৷ এবার এই পুজোয় সামিল হলেন প্রধানমন্ত্রী৷

দুর্গামণ্ডপ ও কালীবাড়িতে আরতি মোদির

দু’দিন আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁর মুখে শোনা গিয়েছিল কলকাতার দুর্গাপুজোর কথা। মহাষ্টমীর রাতে প্রধানমন্ত্রী সরাসরি হাজির হলেন রাজধানীর দুর্গাপুজোর মণ্ডপে। নয়াদিল্লির প্রখ্যাত বাঙালি মহল্লা চিত্তরঞ্জন পার্কের মণ্ডপে গিয়ে মঙ্গলবার পূজাপাঠ করলেন প্রধানমন্ত্রী (Modi Maa Durga Aarti)। এদিন সন্ধ্যায় পদ্মফুল হাতে নিয়ে পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী। নিজে হাতে দেবীর আরতি করেন তিনি। ভক্তিভরে প্রণাম করেন দেবীকে। মহিলারা উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং স্থানীয় বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ। পাশাপাশি, চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে মা কালীকেও এদিন আরতি করেন প্রধানমন্ত্রী। তবে এই প্রথমবার চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় হাজির থাকলেন নরেন্দ্র মোদি।

সমাজমাধ্যমে ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর

প্রথমে কথা ছিল ষষ্ঠীতে সিআর পার্কের পুজোয় আসবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এরপর এসপিজি, দিল্লি পুলিশ, ফায়ার ব্রিগেডের তরফ থেকে চিত্তরঞ্জন পার্কের কালীমন্দিরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন আসবেন মোদি। দুর্গামণ্ডপ এবং কালীবাড়িতে নিজের উপস্থিতির ছবি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করেন মোদি। ইনস্টাগ্রামে ভাগ করে নেন তার ভিডিও। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাতে পোস্টও করেন। লেখেন, ‘‘আজ মহাষ্টমীর পুণ্যদিনে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি (Modi Maa Durga Aarti)।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share