Sikkim: প্রথমবার দিন রাতের ম্যাচ সিকিমে, অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট বসানো হল মাইনিং ক্রিকেট স্টেডিয়ামে

sikkim gets a stadium that can host day-night cricket matches for the first time

মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড় ঘেরা সবুজে মোড়া ক্রিকেট স্টেডিয়াম। ধর্মশালার পর এবার সিকিম (Sikkim)। রংপোর মাইনিং-এ অবস্থিত সিকিম ক্রিকেট গ্রাউন্ডটি উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট লাগানো হয়েছে। গত ১৮ মে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর ফলে সিকিমে প্রথমবারের মতো দিন রাতের ম্যাচ খেলা হবে। এর ফলে দিন রাতের ম্যাচের লাইভ সম্প্রচারও সম্ভব।

প্রকল্পের ব্যায় ও সুবিধা

সিকিম ক্রিকেট অ্যাসোসিয়েশন (SICA) ও সিকিম সরকারের সহায়তায় ১২.২ কোটি টাকা মূল্যের এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং চলতি বছর ১৮ এপ্রিল সম্পন্ন হয়। এই ফ্লাড লাইটে চারটি ৪৪ মিটার উঁচু মাস্ট রয়েছে, প্রতিটিতে ৬৪টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন এলইডি আলো লাগানো রয়েছে। যাতে মোট ২৫৬টি আলো রয়েছে। প্রতিটি আলোর ক্ষমতা ১.২ কিলোওয়াট। এই আধুনিক আলোর ফলে স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট ম্যাচ টেলিভিশনে প্রচারিত করতে অসুবিধা হবে না। এই আলোর সূচনা লগ্নে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, মন্ত্রী, বিধায়ক, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগ্রগতির পথে সিকিম

এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য সিকিম ক্রিকেট অ্যাশোসিয়েশনের সভাপতি টিকা সুব্বা রাজ্য সরকার এবং বিসিসিআই উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “সরকারকে ধন্যবাদ, সরকার জানান, শীঘ্রই প্রধানমন্ত্রী মোদি সিকিম সফরে আসবেন। তার আগে রাজ্যকে ঢেলে সাজানো হচ্ছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির সফরের বিষয়ে সিকিম সরকার নিশ্চিত হয়েছে। বেশ কয়েকটি বৈঠক হয়েছে…২৯ মে সম্ভাব্য তারিখ, যদিও এটি এখনও ১০০ শতাংশ নিশ্চিত নয়।” তার আগে সিকিম ক্রিকেট স্টেডিয়ামের আধুনিকীকরণ রাজ্যকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share