Team India New Sponsor: অ্যাপোলো টায়ার্সের সঙ্গে চুক্তি, ২১ দিনের মাথায় নতুন স্পনসর পেল ভারতীয় ক্রিকেট বোর্ড

team india new sponsor apollo tyres replaces dream 11 know how much money they will pay per match

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ চলাকালীনই স্পনসর (Team India New Sponsor) পেয়ে গেল বিসিসিআই। ‘অ্যাপোলো টায়ার্স’ ভারতীয় ক্রিকেট দলের (BCCI Tie Wth Apollo Tyres) নতুন স্পনসর। ২০২৭ সাল পর্যন্ত তাঁদের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। কেন্দ্রীয় সরকার নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করার পর ভারতের জার্সি স্পনসর হিসাবে চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিল ‘ড্রিম ১১’। ফলে কোনও জার্সি স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে হচ্ছে ভারতীয় দলকে। তবে প্রতিযোগিতার মধ্যেই নতুন স্পনসর পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘ড্রিম ১১’ সরে যাওয়ার পর ২১ দিনের মাথায় নতুন স্পনসর হয়েছে ‘অ্যাপোলো টায়ার্স’।

মোট ৬০০ কোটি টাকার চুক্তি

এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের জার্সিতে কোনও স্পনসরের নাম নেই। অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে এক দিনের সিরিজেও ভারতের মহিলা দল স্পনসরহীন জার্সি পরে খেলছে। এশিয়া কাপ চলাকালীন হয়তো আর নতুন জার্সি তৈরি হবে না ভারতের। তবে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা মহিলাদের এক দিনের বিশ্বকাপে জার্সি স্পনসর হিসাবে ‘অ্যাপোলো টায়ার্স’-এর নাম দেখা যাবে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ছিল ‘ড্রিম ১১’। তারা প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৪ কোটি টাকা করে দিত। মোট ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল তাদের। জানা গিয়েছে, ‘অ্যাপোলো টায়ার্স’ প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে। বোর্ডের সঙ্গে মোট ৬০০ কোটি টাকার চুক্তি হয়েছে নতুন স্পনসরের। অর্থাৎ, বোর্ডের লাভ হয়েছে অনেকটাই।

২০২৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার চুক্তি

‘ড্রিম ১১’ সরে যাওয়ার পরেই নতুন দরপত্র দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘অ্যাপোলো টায়ার্স’ ছাড়াও দরপত্র জমা দিয়েছিল ‘ক্যানভা’ ও ‘জেকে টায়ার’। ‘বিড়লা ওপটাস’ আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি। দুই সংস্থাকে হারিয়ে বাজিমাত করেছে ‘অ্যাপোলো টায়ার্স’। অর্থাৎ, ‘সাহারা’, স্টার গোষ্ঠী’, ‘ওপো’, ‘বাইজুস’, ‘ড্রিম ১১’-এর পর এ বার ভারতের স্পনসর হল এক টায়ার প্রস্তুতকারক সংস্থা। বিসিসিআই মঙ্গলবার অ্যাপোলো টায়ার্সকে (Apollo Tyres) ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির স্পনসর হিসাবে ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সি স্পনসরার এই বিখ্যাত টায়ার কোম্পানি। এই সময়ের মধ্যে ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেন, ‘‘আমাদের দল ধারাবাহিক ভাবে যে ভাল পারফরম্যান্স করছে, তার প্রমাণ অ্যাপোলো টায়ারের মতো নতুন স্পনসরের আসা। ভারতীয় ক্রিকেটে এই প্রথম প্রধান স্পনসর হিসেবে যুক্ত হল অ্যাপোলো টায়ার।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share