US Tariffs: চলতি অর্থবর্ষে ভারতের চলতি হিসাবের ঘাটতি থাকবে ১ শতাংশের নীচে, বলছে সমীক্ষা

Us tariffs indias current account deficit to stay below 1 careedge ratings

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় পণ্যের ওপর দু’দফায় ৫০ শতাংশ শুল্ক (US Tariffs) আরোপ করেছেন (Indias Current Account Deficit) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেও চলতি অর্থবর্ষে ভারতের চলতি হিসাবের ঘাটতি (ক্যাড) (CAD) ১ শতাংশের নীচে থাকবে বলেই আশা করা হচ্ছে। কেয়ারএজ রেটিংসের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ’২৬ অর্থবর্ষে জিডিপির তুলনায় ক্যাড ০.৯ শতাংশ হবে। ‘ক্যাড’ হল একটি অর্থনৈতিক সূচক, যা দেখায় যে একটি দেশ কত পণ্য, সেবা এবং স্থানান্তর আমদানি করছে তার তুলনায় অন্য দেশে রফতানি ও স্থানান্তরই বা করছে কত।

রেটিং এজেন্সির দাবি (US Tariffs)

রেটিং এজেন্সি জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ-চালিত অর্থনীতি এবং জিডিপির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির কম অংশীদারিত্ব (প্রায় ২ শতাংশ) শুল্কের প্রভাবের বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দেবে। ২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি, যা মোট রফতানির ১৯.৮ শতাংশ, বছরে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিনে রফতানিও ১৭.৮ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির এই শক্তিশালী পারফরম্যান্সের মূল চালিকা শক্তি ছিল ইলেকট্রনিক পণ্য, যেগুলি শুল্কমুক্ত এবং যা ভারতের মোট মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির ৩০ শতাংশ জুড়ে রয়েছে। প্রতিবেদনটিতে এই প্রবৃদ্ধির জন্য আংশিকভাবে দায়ী করা হয়েছে অগ্রিম রফতানি এবং ঔষধশিল্প ও ইলেকট্রনিক্সের মতো গুরুত্বপূর্ণ খাতে শুল্কমুক্তির ধারাবাহিকতাকে, যেগুলি মার্কিন শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, অন্যান্য অর্থনীতির তুলনায় উচ্চতর শুল্কহার ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার চাপ বাড়িয়ে তুলেছে।

কী বলা হয়েছে প্রতিবেদনে

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, যদিও আলোচনা শুরু হতে পারে ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাতগুলি খোলার ব্যাপারে সতর্ক (US Tariffs) থাকতে পারে। এর মানে হল, আলোচনাগুলি শেষ হতে বেশি সময় লাগতে পারে। বর্তমানে ঔষধশিল্প ও নির্বাচিত ইলেকট্রনিক্সের মতো (Indias Current Account Deficit) গুরুত্বপূর্ণ খাতগুলি এখনও শুল্কমুক্ত তালিকায় রয়েছে, তবে এই পণ্যের ওপরও শুল্ক আরোপের সম্ভাবনা থেকেই যাচ্ছে। রত্ন ও গয়নার মতো খাত, যেগুলি ঐচ্ছিক ব্যয়ের আওতায় পড়ে, সেগুলি পারস্পরিক শুল্ক দ্বারা প্রভাবিত হতে পারে (US Tariffs)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share